Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উলস ২ Bengali definition [উলশ্‌] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) উল্লাস; আনন্দ; পুলক। উলসা, উলসানো ক্রিয়া উল্লসিত হওয়া; আনন্দে উজ্জ্বল হয়ে ওঠা (চারদিক আজ উল্‌সে উঠেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। উলসিত (বিশেষণ)। উলসি (পদ্যে ব্যবহৃত) (অসমাপিকা ক্রিয়া) উল্লসিত হয়ে; পুলকিত হয়ে। {সংস্কৃত. উল্লাস>}
  • Bengali Word উলা Bengali definition [উলা] (বিশেষণ) প্রথম; সর্বোচ্চ। উলাজমাত, জমাতেউলা (বিশেষ্য) ১ প্রথম শ্রেণি। ২ মাদ্রাসা শিক্ষার ডিগ্রিবিশেষ। {আরবি উলা }
  • Bengali Word উলামা, ওলামা Bengali definition [উলামা, ওলামা] (বিশেষ্য) ইসলামি শাস্ত্রবিদগণ; আলেম সম্প্রদায় (আলিম ওলমা নহি করেন্ত আদর-সৈয়দ আলাওল)। উলামায়ে কেরাম (বিশেষ্য) সম্মানিত ইসলামি শাস্ত্রবিদগণ (পাঁচজন ওলামায়ে কেরামও এসেছেন-আব্দুর রশীদ ওয়াসেকপুরী)। {আরবি. উলামা বহুবচন , একবচন }
  • Bengali Word উলিরাজ Bengali definition উই
  • Bengali Word উলু ১, উলুধ্বনি, হুলুধ্বনি Bengali definition [উরু, উলুদ্‌ধোনি, হুলুদ্‌ধোনি] (বিশেষ্য) ১ জোকার; মুখগহ্বরে জিহ্বার দ্রুত সঞ্চালনে সৃষ্ট মঙ্গলধ্বনিবিশেষ (হঠাৎ শাঁখ বাজিয়া উঠিল, উলুধ্বনি শোনা গেল-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)। ২ আনন্দধ্বনি (আজ শেফালীর গায়ে হলুদ উলু দেয় পিক পাপিয়া-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word উলু ২, উলুখড় Bengali definition [উলু, উলুখড়্‌] (বিশেষ্য) তৃণবিশেষ (উলু দিয়ে ছাওয়া-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); ওপারে সবুজ উলুবন-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)। {সংস্কৃত. উলুপ>প্রাকৃত. উলুঅ>}
  • Bengali Word উলুক, উলূক, ঊলুক Bengali definition [উলুক্‌] (বিশেষ্য) ১ পেচক; পেঁচা (নাসাপুটে জন্মিল উলুক-ঘনরাম চক্রবর্তী)। ২ দেবরাজ ইন্দ্র। ৩ উলুখড়। উলুকী, উলূকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পেঁচী (দিবসে উলুকী অন্ধ-সুধিন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত উৎ+ √লোক্‌+অহমিয়া(অচ্‌)}
  • Bengali Word উলুখাগড়া Bengali definition [উলুখাগ্‌ড়া] (বিশেষ্য) ১ উলুখড় ও নল। ২ (আলঙ্কারিক) গরিব বা অকিঞ্চিৎকর ব্যক্তি। ৩ (আলঙ্করিক) নিরীহ প্রজা (রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়-প্রবচন)। {সংস্কৃত. উলুপ+সংস্কৃত. খগ্‌গড়}
  • Bengali Word উলুধ্বনি Bengali definition উলু১
  • Bengali Word উলূক, উলূকী Bengali definition উলুক
  • Bengali Word উলূখল Bengali definition [উলুখল্‌] (বিশেষ্য) উখলি; উদূখল। {সংস্কৃত. উৎখল, পালি. উক্‌খল্‌}
  • Bengali Word উলূপী, ঊলূপী Bengali definition [উলুপি] (বিশেষ্য) ১ শিশুক; শিশুমার। ২ কৌরব্য নামক নাগরাজের কন্যা; অর্জুনপত্নী। {সংস্কৃত. উৎ+√লুপ্‌+ইন্‌}
  • Bengali Word উল্কা Bengali definition [উল্‌কা] (বিশেষ্য) ১ আকাশ থেকে পতিত জ্বলন্ত প্রস্তরাদি। ২ আকাশে দ্রষ্টব্য সঞ্চরণশীল জ্বলন্ত অগ্নিপিণ্ড, meteor। ৩ মশাল। উল্কাপাত (বিশেষ্য) উল্কা পতন। উল্কাপিণ্ড (বিশেষ্য) উল্কা রূপে পতিত প্রস্তরাদি; meteor। উল্কামুখী(-খিন্‌) (বিশেষ্য) ১ খেঁকশিয়ালি। ২ আলেয়া। ৩ ক্রোধজনিত রক্তমুখী স্ত্রীলোক। {সংস্কৃত. √উষ্‌+ক(কক্‌)+ আরবি(টাপ্)}
  • Bengali Word উল্কি, উল্কী Bengali definition উলকি
  • Bengali Word উল্টা, উল্টো Bengali definition উলট
  • Bengali Word উল্বণ Bengali definition [উল্‌লন্‌] (বিশেষ্য) বায়ুপিত্তবিকার জাত রোগবিশেষ (কবিরাজ কহিলেন উল্বণ ক্রমেই বৃদ্ধি হইতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □ (বিশেষণ) ১ বিকারজাত; উৎকট (ফেনিল মদিরা-মত্ত জনতার উল্বণ উল্লাস-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ ব্যক্ত; সুস্পষ্ট; বিশদ। {সংস্কৃত. উৎ+ √লু+অন(ল্যুট্); উৎ+ √লী+বন্‌}
  • Bengali Word উল্লঙ্ঘন Bengali definition [উল্‌লঙ্‌ঘন্‌] (বিশেষ্য) ১ লাফ দিয়ে অতিক্রম; ডিঙ্গানো; অতিক্রম কার্য। ২ লঙ্ঘন; অগ্রাহ্যকরন (জামাতৃকৃত নিমন্ত্রণের উল্লঙ্ঘন সর্বথা অবিধেয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ বিরুদ্ধাচরণ; অমান্যকরণ। উল্লঙ্ঘনীয়, উল্লঙ্ঘ্য (বিশেষণ) ১ উল্লঙ্ঘনের যোগ্য। ২ উল্লঙ্ঘন করতে হবে বা করা প্রয়োজন এমন। উল্লঙ্ঘিত (বিশেষণ) উল্লঙ্ঘন করা হয়েছে এমন। {সংস্কৃত. উৎ+√লঙ্ঘ্‌+অন(ল্যুট্)}
  • Bengali Word উল্লম্ফন, উল্লম্ফ Bengali definition [উল্‌লম্‌ফন্‌, উল্‌লম্‌ফো] (বিশেষ্য) ১ লাফ দিয়ে অতিক্রম; উল্লঙ্ঘন; ডিঙানো। ২ লাফঝাঁপ করা। {সংস্কৃত. উৎ+লম্ফন, লম্ফ}
  • Bengali Word উল্লম্ব Bengali definition [উল্‌লম্‌বো] (বিশেষণ) খাড়া; লম্বালম্বিভাবে অবস্থিত; উপর-নিচভাবে অবস্থিত; vertical। {সংস্কৃত. উৎ+লম্ব}
  • Bengali Word উল্লসিত Bengali definition [উল্‌লোশিতো] (বিশেষণ) হৃষ্ট; আনন্দিত; উৎফুল্ল; আহ্লাদিত (উল্লসিত রঙ্গে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত. উৎ+ √লস্‌+ত(ক্ত)}
  • Bengali Word উল্লাল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উল্‌লাল্‌] (বিশেষ্য) শিশুকে দুলিয়ে আদর; সোহাগ (বুকে আরোপিয়া পদ করেন উল্লাল-ঘনরাম চক্রবর্তী)। {সংস্কৃত. উল্লোল}
  • Bengali Word উল্লাস Bengali definition [উল্‌লাশ্‌] (বিশেষ্য) ১ পরম আনন্দ; আহ্লাদ; হৃষ্টতা। ২ গ্রস্থের পরিচ্ছেদ (পঞ্চমোল্লাস)। উল্লাসী(-সিন্‌) (বিশেষণ)উল্লাসযুক্ত; আনন্দিত। উল্লাসিনী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য), (বিশেষণ) (এ কেমন ধারা উল্লাসিনী গো-মনোজ বসু)। {সংস্কৃত. উৎ+ √লস্‌+অহমিয়া(ঘঞ্)}
  • Bengali Word উল্লিখিত Bengali definition [উল্‌লিখিতো] (বিশেষণ) ১ উপরে বা পূর্বে লিখিত। ২ পূর্বে উক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√লিখ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উল্লুক, উল্‌লূক Bengali definition [উল্‌লুক্‌] (বিশেষ্য) ১ লেজহীন বানরের ন্যায় জন্তু; gibbon। ২ মূর্খ বা অভদ্র এই অর্থে প্রযুক্ত গালি (হোসেন খাঁ বড় বড় কাশ্মীরি উল্‌লূক ঠকাতে লাগলেন-কালী প্রসন্ন সিংহ)। {সংস্কৃত. √উল্‌+লুক্‌}
  • Bengali Word উল্লেখ Bengali definition [উল্‌লেখ্‌] (বিশেষ্য) ১ কোনো বিষয় সম্বন্ধে প্রসঙ্গত কিছু উক্তি। ২ বর্ণন। ৩ কথন। ৪ অর্থালঙ্কার বিশেষ। উল্লেখন (বিশেষ্য) ১ কথন। ২ উল্লেখকরণ। ৩ কীর্তন। উল্লেখনীয়, উল্লেখ্য (বিশেষণ) ১ উল্লেখের উপযুক্ত। ২ উল্লেখ করতে হবে বা করা উচিত এমন। উল্লেখযোগ্য (বিশেষণ) ১ বিশিষ্ট। ২ উল্লেখ করার উপযুক্ত। {সংস্কৃত. উৎ+ √লিখ্‌+অহমিয়া(ঘঞ্)}
  • Bengali Word উল্লোল Bengali definition [উল্‌লোল্‌] (বিশেষ্য) বৃহৎ তরঙ্গ; বড় ঢেউ; দোদুল্যামান (জেগেছে কাশের বনে হিল্লোল উল্লোল-শাহাদাত হোসেন)। □ (বিশেষণ) তরঙ্গময়; আন্দোলনশীল; লীলাচঞ্চল। {সংস্কৃত. উৎ+ √লুল্‌+অহমিয়া(অচ্‌)}
  • Bengali Word উশখুশ Bengali definition উসখুস
  • Bengali Word উশপিশ, উশপীশ Bengali definition [উশ্‌পিশ্] অব্যয় অস্থিরতা বা অধীরতা প্রকাশসূচক ধ্বনি (হামিদা উশ্‌পিশ্ করিতে লাগিল-মোজাম্মেল হক)। {হিন্দি. উসর পসর; ‘নিশপিশ’ জাতীয় শব্দ}
  • Bengali Word উশাস (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উশাশ্] (বিশেষ্য) শ্বাস (উশাস লইতে স্বর্গে লাগে ছত্র শির-সৈয়দ আলাওল)। {সংস্কৃত. উচ্ছ্বাস>}
  • Bengali Word উশীর, উষীর (বিরল) Bengali definition [উশির্‌] (বিশেষ্য) বেনার মূল; খসখস (উশীর হ’ল সুরভি আজি ধূপেরি পরিবর্তে-সতেন্দ্রনাথ দত্ত)। উশীরস্তম্ব (বিশেষ্য) বেনার মূল বা খসখস গুল্মের গোছা (কি নিমিত্ত উশীরস্তম্বমাত্র অবলম্বন করিয়া অবাঙমুখে লম্বমান আছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত. উশীর, উষীর}