Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উপায় Bengali definition [উপায়্‌] (বিশেষ্য) ১ কার্যসিদ্ধির পন্থা বা প্রণালী। ২ রোজগার; উপার্জন; আয় (সুরেশ দারোগা হয়েছে কিনা... আর উপায়ও আছে খুব-সৈয়দ আলাওল)। ৩ প্রতিকার। ৪ কৌশল; সন্ধান। ৫ রাজ্য পরিচালন নীতি। উপায়ক্ষম (বিশেষণ) উপার্জন করতে সমর্থ। উপায়জ্ঞ (বিশেষণ) প্রতিকারের ক্ষমতা বা কৌশল জানা আছে এমন। উপায়ান্তর (বিশেষ্য) অন্য উপায়; গত্যন্তর। উপায়ী(-য়িন্) (বিশেষণ) যে আয় করে; রোজগেরে। {সংস্কৃত. উপসর্গ+ √ইংরেজি+অসমিয়া(ঘঞ্)}
  • Bengali Word উপায়ন Bengali definition [উপায়োন্‌] (বিশেষ্য) ১ উপহার; পরিতোষিক; ভেট (কণ্ঠে তব সন্ধ্যার মন্দার-উপায়ন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সন্নিহিত হওয়া; নিকটে গমন। {সংস্কৃত. উপসর্গ+ √ইংরেজি+অন(ল্যুট্)}
  • Bengali Word উপায়ান্তর, উপায়ী Bengali definition উপায়
  • Bengali Word উপু Bengali definition [উপু] (বিশেষণ) উচ্চ; উন্নত। {সংস্কৃত. ঊর্ধ্ব>প্রাকৃত. উভু}
  • Bengali Word উপুড়, উবুড় Bengali definition [উপুড়, উবুড়] (বিশেষণ) অধোমুখী; নিম্নমুখী; উল্টামুখী; ভূমির দিকে মুখ করে শয়ান আছে এমন, চিতের বিপরীত। উপুড়হস্ত করা, উপুড় হাত করা (ক্রিয়া) দান করা; দেওয়া (কিছু উপুড় হাত না করলে, বুঝেছিস ত, একেবারে মূলতবী-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত. অবমূর্ধা>প্রাকৃত. ওমুদ্ধ>ওমুড়>উবুড়, উপুড়}
  • Bengali Word উপেক্ষা, উপেক্ষণ Bengali definition [উপেক্‌খা, উপেখন্‌] (বিশেষ্য) ১ তুচ্ছতাচ্ছিল্য বা অগ্রাহ্যকরণ। ২ অযত্ন; অনাদর; অবহেলা; তাচ্ছিল্য। ৩ ঔদাসীন্য। ৪ অমনোযোগ। ৫ অস্বীকার। উপক্ষেক (বিশেষণ) উপেক্ষাকারী বা উদাসীন। উপেক্ষণীয় (বিশেষণ) উপেক্ষার যোগ্য; অবজ্ঞেয় (আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে-সে গ্রাম্য যুবক নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)। উপেক্ষিত (বিশেষণ) উপেক্ষা করা হয়েছে এমন। উপেক্ষিতা (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. উপসর্গ+ √ঈক্ষ্‌+অহমিয়া(+আরবি), অন(ল্যুট্)}
  • Bengali Word উপেখ (ব্রজবুলি, মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উপেখ্‌] (ক্রিয়া) উপেক্ষা কর। উপেখবি (ব্রজবুলি) (ক্রিয়া) উপেক্ষা করা বা করবে বা করবি (মোহে উপেখবি-জ্ঞানদাস)। উপেখসি (ব্রজবুলি), উপেখহ (ব্রজবুলি) (ক্রিয়া) উপেক্ষা করছ। উপেখি (ব্রজবুলি) উপেখিআঁ (ব্রজবুলি), উপেখিয়ে (ব্রজবুলি) অসক্রি উপেক্ষা করে (জাউ উপেখি-বিদ্যাপতি; তোকে উপেখিঅঁ কাহ্ন গেলা-বড়ু চণ্ডীদাস)। উপেখিল-উপেক্ষা করল। উপেখী-উপেক্ষা করি। {সংস্কৃত. উপেক্ষা}
  • Bengali Word উপেখা (মবধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) Bengali definition [উপেখা] (ক্রিয়া) উপেক্ষা করা (সময় উপেখিআঁ রহিলা-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত. অপেক্ষা}
  • Bengali Word উপোতী Bengali definition [উপোতি] (বিশেষ্য) পূতিকা; পুঁইশাক। {সংস্কৃত. পূতিকা; উপোতিকা>}
  • Bengali Word উপোদ্‌ঘাত Bengali definition [উপোদ্‌ঘাত্] (বিশেষণ) ১ আরম্ভ; উপক্রম। ২ সূচনা; ভূমিকা; প্রস্তাবনা। ৩ উদাহরণ; দৃষ্টান্ত। {সংস্কৃত. উপসর্গ+উৎ+√হন্‌+অহমিয়া(ঘঞ্)}
  • Bengali Word উপোষ Bengali definition [উপোশ্‌] (বিশেষ্য) উপবাস; অনাহার। উপোষী (বিশেষণ)। উপোষিত (বিশেষণ) ১ উপবাসী; অভুক্ত; অনাহারী। ২ অদর্শনে কাতর (উপোষিত আঁখিযুগে রূপরেখা ক্ষীণ-মোহিতলাল মজুমদার)। {সংস্কৃত. উপোষণ>; উপবাস>}। ⇒ উপোস
  • Bengali Word উপোস, উপাস Bengali definition [উপোশ্‌, উপাশ্‌] (বিশেষ্য) অনশন। উপোসি, উপাসি (বিশেষণ) উপবাসী; অভূক্ত (পত্ররস চর্বে যেন দরিদ্র উপাসি-কাদৌ)। {সংস্কৃত. উপবাস>উপোস}
  • Bengali Word উপোসথ Bengali definition [উপোশথ্‌] (বিশেষণ) ১ উপোসিত; ক্ষুধার্ত। □ (বিশেষ্য) ১ (বাঙালী বৌদ্ধ সমাজে প্রচলিত অর্থ) উপবাস। ২ উৎসব (তত যে আমার পিপাসা নিবারি উপোসথ উল্লাসে-মোহিতলাল মজুমদার)। {সংস্কৃত. উপোষণ}
  • Bengali Word উপ্ত Bengali definition [উপ্‌তো] (বিশেষণ) বপন করা বা বোনা হয়েছ এমন। উপ্তি (বিশেষ্য) বপন; বোনা। {সংস্কৃত. √বপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপড়ানো, ওপড়ানো Bengali definition [উপ্‌ড়ানো, ওপ্‌ড়ানো] (ক্রিয়া) উৎপাটিত করা; উন্মূলিত করা। □ (বিশেষ্য) উৎপাটন; উন্মূলিতকরণ। □ (বিশেষণ) উৎপাটন করা হয়েছে এমন; উন্মূলিত। {√উপড়া+আনো,>}
  • Bengali Word উফর-ফাঁফর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উফোর্‌ফাঁফোর্‌] (বিশেষণ) অস্থির; অতিশয় অস্বস্তিযুক্ত (উফর ফাঁফর চিত্ত নিঃশ্বাস ছাড়এ-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষ্য) শ্বাস নেওয়া যাচ্ছে না এমন অবস্থা। {সংস্কৃত. উৎ+√স্ফুর্‌>ফুর্‌>উফর; সংস্কৃত. উপরি> উফরি>উফর; অনুকারক শব্দ. ফাঁফর}
  • Bengali Word উবগার (আঞ্চলিক) Bengali definition উপকার
  • Bengali Word উবচান, উবচন, উবচনো Bengali definition = উপচানো
  • Bengali Word উবটন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উবটন্] (বিশেষ্য) বিলেপন (সুগন্ধ চূর্ণ দুহু অঙ্গে উবটন-রাজশেখর বসু (পরশু))। {সংস্কৃত. উদ্বর্তন>প্রাকৃত. উব্‌বটন>}
  • Bengali Word উবরন, উবরনো Bengali definition = উবরানো
  • Bengali Word উবরানো, উবরনো Bengali definition [উব্‌রানো, উবরনো] (ক্রিয়া) উদ্বৃত্ত বা বাড়তি হওয়া। □ (বিশেষ্য) উদ্বৃত্ত হওয়া। □ (বিশেষণ) উদ্বৃত্ত; বাড়তি। {সংস্কৃত. উদ্‌বৃত্ত>প্রাকৃত. উবরন>+আন, আনো}
  • Bengali Word উবা, উপা Bengali definition [উবা, উপা] (ক্রিয়া) ১ বাতাসে মিলিয়ে যাওয়া; উড়ে যাওয়া; অদৃশ্য হওয়া (কপট ভালবাসা একটুতে উপে যায় রঙ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ শেষ হয়ে যাওয়া; অতীত হওয়া (বাদশাহী উবে গেছে, ডুবেছে বিলাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. উৎ+√বহ্‌=উদ্বহ>উব্‌বহ>উব+আরবি>}
  • Bengali Word উবুড় Bengali definition উপুড়
  • Bengali Word উবেস (প্রাচীন বাংলা) Bengali definition [উবেসঁ] (বিশেষ্য) উদ্দেশ (গঅণ উবেসেঁ- চর্যাপদ)। {সংস্কৃত. উদ্দেশ}
  • Bengali Word উব্দা Bengali definition [উব্‌দা] (বিশেষণ) উল্টা; বিপরীতমুখী (উব্দা কইরা দোয়াতে কলম দিলেন-নব)। {সংস্কৃত. অবমূর্ধা>}
  • Bengali Word উভ ১ (পদ্যে ব্যবহৃত) Bengali definition [উভো] (সর্বনাম) যুগল; উভয়; দুইজন। উভচর (বিশেষণ) জলে ও স্থলে বিচরণকারী। উভবলী (বিরল) (বিশেষণ) উভয়ে বলীয়ান; দুইই শক্তিশালী (মানুষের মধ্যে উৎকর্ষ ও অপকর্ষ মুধু উভবলী নয়, একটার বাদে অন্যটা নিরর্থক-সুধূন্দ্রনাথ দত্ত)। উভলিঙ্গ (বিশেষণ) ১ (প্রাণীবিজ্ঞান) একদেহে পুরুষ ও স্ত্রী যোনিবিশিষ্ট; hermaphrodite। ২ (ব্যাকরণ) স্ত্রী ও পুরুষ উভয়লিঙ্গই বোঝায় এমন। {সংস্কৃত. √উভ্‌+অহমিয়া}
  • Bengali Word উভ ২ Bengali definition [উভো] (বিশেষণ) ১ উচ্চ (অমনি এড়ায় রায় উভউভ লাফে-ঘন)। ২ ঊর্ধ্বমুখী (উভলেজ করিয়া পালায় কপিগণ-কৃত্তিবাস ওঝা)। উভরড়ে ক্রিয়া (বিশেষণ) দ্রুতবেগে। উভরায় (ক্রিয়া) (বিশেষণ) উচ্চরবে (শিশু কাঁদে উভরায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। উভরোল (বিশেষ্য) উচ্চ শব্দ। {সংস্কৃত. ঊর্ধ্ব>প্রাকৃত. উব্‌ভ>উভ}
  • Bengali Word উভচর, উভবলী Bengali definition উভ১
  • Bengali Word উভরানো, উভরনো Bengali definition [উভ্‌রানো, উভ্‌রনো] ১ (ক্রিয়া) উপচানো; ছাপিয়ে পড়া (উত্তপ্ত বালুকায় খৈয়ের মত চটপট করে ফুটফুটে তাওয়া উভরে চারিদিক ছিটকে পড়বে-মীর মশাররফ হোসেন)। □ (বিশেষ্য) উদ্বৃত্ত হওন। □ (বিশেষণ) বাড়তি; উদ্বৃত্ত। {বাংলা. √উব্‌রা (<সংস্কৃত. উৎ+√বৃৎ+ক্ত=উদ্বৃত্ত) +আন, আনো}
  • Bengali Word উভয় Bengali definition [উভয়্‌] সর্বনাম, (বিশেষণ) দুই; দুইজন; যুগল। উভয়ত (ক্রিয়াবিশেষণ) দুইপক্ষে বা দুই দিকে। উভয়তোমুখ (বিশেষণ) দুই দিকে মুখ আছে এমন। উভয়তোমুখী স্ত্রীলিঙ্গ। উভয়ত্র (অব্যয়) দুইপক্ষে; দুইদিকে (তিনি প্রচার করেছিলেন যে উভয়ে সমান স্বাবলম্বী-উভয়ত্র মূল্যের ভিত্তি নিজস্বে-সুধূন্দ্রনাথ দত্ত)। উভয়থা (ক্রিয়াবিশেষণ) উভয় প্রকারে; দুইপ্রকারে। উভয়সঙ্কট (বিশেষ্য) উভয় দিকেই বিপদ অর্থাৎ কোনো দিক দিয়ে যাওয়া যায় না বা পরিত্রাণ পাওয়া যায় না এমন অবস্থা; dilemma। {সংস্কৃত. উভ+অয়}