Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উচ্চৈঃ Bengali definition [উচ্‌চৈ] (অব্যয়) উচ্চ; উন্নত; প্রচুর; অধিক। উচ্চৈস্বর (বিশেষ্য) উচ্চরব; চিৎকার। উচ্চৈঃস্বরে (ক্রিয়াবিশেষণ) উচ্চরবে; চিৎকার করে; ডাক ছেড়ে; জোর গলায়। উচ্চৈঃশ্রবাঃ (-বস্), উচ্চশ্রবা (বিশেষ্য) ইন্দ্রের বাহন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √চি+ঐস্}
  • Bengali Word উচ্চয়, উচ্চায় Bengali definition [উচ্‌চয়্, উচ্‌চায়্] (বিশেষ্য) ১ চয়ন; সংগ্রহ (পুস্পোচ্চয়)। ২ রাশি; পুঞ্জ (সমুচ্চয়) (এই শব্দের স্বতন্ত্র ব্যবহার নেই)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√চি+ অ(অচ্‌)}
  • Bengali Word উচ্ছন্ন Bengali definition উৎসন্ন
  • Bengali Word উচ্ছল Bengali definition [উচ্‌ছল্] (বিশেষ্য) ১ উথলিয়ে বা ছাপিয়ে উঠছে এমন (উচ্ছল ছলছল তটিনী তরঙ্গে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্বত্র ব্যাপ্ত। ৩ স্ফীত। ৪ উচ্ছ্বাসময়; চঞ্চল। উচ্ছলন (বিশেষ্য) উচ্ছল বা উচ্ছ্বসিত হওয়া; উথলন। উচ্ছলিত, উছলিত (বিশেষণ) ১ উচ্ছ্বসিত; উথলিত। ২ উৎক্ষিপ্ত। ৩ উদ্‌গত (অতিকষ্টে উচ্ছলিত শোকাবেগের সংবরণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শল্‌+ অ(অচ্)}
  • Bengali Word উচ্ছা Bengali definition উচ্ছে
  • Bengali Word উচ্ছিত্তি Bengali definition [উচ্‌ছিত্‌তি] (বিশেষ্য) ১ উচ্ছেদ; সমূলে উৎপাটন। ২ বিনাশ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ছিদ্‌(ছেদনে)+তি(ক্তি)=উচ্ছিত্তি}
  • Bengali Word উচ্ছিদ্যমান Bengali definition [উচ্‌ছিদ্‌দোমান্] (বিশেষণ) উন্মূলিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ছিদ্‌+মান(শানচ)}
  • Bengali Word উচ্ছিন্ন Bengali definition [উচ্‌ছিন্‌নো] (বিশেষণ) ১ উৎপাটিত; উন্মূলিত। ২ উৎসাদিত; বিনষ্ট (কিয়ৎক্ষণ মধ্যেই আমি রাজার সমস্ত সৈন্য উচ্ছিন্ন করিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ নির্মূল; বিলুপ্ত (শেষ আশাও উচ্ছিন্ন হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ছিদ্+ ত(ক্ত)}
  • Bengali Word উচ্ছিলীন্ধ্র Bengali definition [উচ্‌ছিলিন্‌ধ্রো] (বিশেষ্য) ছাতা; কোঁড়ক (উচ্চিলীন্ধ্রের মত দুর্দিনের উচ্ছ্বাস-কেদারনাথ মজুমদার)। □ (বিশেষণ) বিকশিত শিলীন্ধ্রযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ + শিলীন্ধ্র (কদলী-পুষ্প)}
  • Bengali Word উচ্ছিষ্ট Bengali definition [উচ্‌ছিশ্‌টো] (বিশেষণ) ১ ভুক্তাবশেষ; এঁটো। ২ আহারান্তে পানি দিয়ে ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট হাত)। ৩ রন্ধন করা অন্নব্যঞ্জনাদি ব্যবহারে স্পৃষ্ট হয়েছে এমন। ৪ পরিত্যক্ত। ৫ ভোগ করা হয়েছে এমন। উচ্ছিষ্টভোজী (বিশেষণ) ১ অপরের ভুক্তাবশেষ আহারকারী। ২ হীন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন (বিশেষ্য) ভুক্তাবশিষ্ট অন্ন বা খাদ্যসামগ্রী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শিষ্+ত(ক্ত)}
  • Bengali Word উচ্ছৃঙ্খল Bengali definition [উচ্‌ছ্রিঙ্‌খল্] (বিশেষণ) ১ বিশৃঙ্খল; অনিয়ন্ত্রিত। ২ স্বেচ্ছাচারী; যথেচ্ছাচারী্ ৩ অমিতাচারী; সমাজের অননুমোদিত রীতিতে চলে এমন। ৪ শৃঙ্খলহীন; বন্ধনমুক্ত। উচ্ছৃঙ্খলতা (বিশেষ্য) ১ যথেচ্ছাচার। ২ নিয়মবিরোধিতা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+শৃঙ্খল}
  • Bengali Word উচ্ছে Bengali definition [উচ্‌ছে] (বিশেষ্য) ১ রন্ধনোপযোগী তিক্ত স্বাদ সবজি বিশেষ। ২ তিতকরলা; ছোট করলা। {(তৎসম বা সংস্কৃত) উচ্চত্বক্>?}
  • Bengali Word উচ্ছেদ Bengali definition [উচ্‌ছেদ্] (বিশেষ্য) ১ উৎপাটন; উন্মূলন; উৎসাদন। ২ বিনাশ। উচ্ছেদক (বিশেষণ) উচ্ছেদকারী। উচ্ছেদনীয়, উচ্ছেদ্য (বিশেষণ) উচ্ছেদযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ছিদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উচ্ছোষণ Bengali definition [উচ্‌ছোশোন্] (বিশেষণ) ১ ঊর্ধ্বমোষক; দ্রুত শোষণকারী। ২ সন্তাপক। □ (বিশেষ্য) ১ ঊর্ধ্বশোষণ। ২ সন্তাপন। উচ্ছোষিত (বিশেষণ) ১ শুষ্কীকৃত। ২ সন্তাপিত। উচ্ছোষক (বিশেষণ) উচ্ছোষক কাগজ; blotting paper। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শুষ্‌+ণিচ্‌+অন(ল্যুট্)}
  • Bengali Word উচ্ছ্বসন Bengali definition [উচ্‌ছশন্] (বিশেষ্য) ১ উচ্ছ্বাস। ২ উথলন; স্ফীতি। ৩ শ্বাস-প্রশ্বাস ক্রিয়া। ৪ উছলানো। উচ্ছ্বসিত (বিশেষণ) ১ স্ফীত; উচ্ছলিত। ২ আকুল (উচ্ছ্বসিত ক্রন্দনে ভেঙ্গে পড়া)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শ্বস্+অন(ল্যুট্)}
  • Bengali Word উচ্ছ্বাস Bengali definition [উচ্‌ছাশ্] (বিশেষ্য) ১ প্রবল ভাবাবেগ (.... তাদের কথায় তিস্‌তা নদীর উচ্ছ্বাস-শামসুল হক)। ২ উল্লাস। ৩ বিকাশ; স্ফুরণ। ৪ নিঃশ্বাস। ৫ স্ফীতি। উচ্ছ্বাসিত (বিশেষণ) ১ উচ্ছ্বসিত করা হয়েছে এমন। (এত ছন্দ এত ভাবে উচ্ছ্বাসিত প্রীতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উন্মোচিত; বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শ্বস্+অ(ঘঞ্)}
  • Bengali Word উচ্ছ্রয়, উচ্ছ্রায় Bengali definition [উচ্‌ছ্রয়্, উচ্‌ছ্রায়্] (বিশেষ্য) ১ উচ্চতা। ২ উন্নতি। উচ্ছ্রায়ী (বিশেষণ) ঊর্ধ্বগামী; উন্নতিশীল। উচ্ছ্রিত (বিশেষণ) ১ স্ফীত; উদ্বেলিত (অফুরন্ত আনন্দে উচ্ছ্রিত হইয়া-কাজী আবদুল ওদুদ)। ২ বৃদ্ধিপ্রাপ্ত। ৩ উদ্‌গত; উৎপন্ন। উচ্ছ্রিতি (বিশেষ্য) উচ্চতা; উচ্ছ্রায় (তদানীন্তন মনোজগতের উচ্ছ্রিতি ও পরিব্যাপ্তির নিদর্শন হিসাবে-সুধূন্দ্রনাথ দত্ত)। উচ্ছ্রিয়া (অসমাপিকা ক্রিয়া) উচ্ছ্রিত হয়ে; উথলে; স্ফীত হয়ে (উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জপুঞ্জ বস্তুর পর্বতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√শ্রি+অ(ঘঞ্}=উচ্ছ্রয়,>}
  • Bengali Word উছল Bengali definition [উছল্] (বিশেষণ) উচ্ছলিত; উছলে উঠছে এমন (পাষাণ হতে উছল স্রোতে বহায় যদি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উদ্বেল। উছলানো, উছলানো (ক্রিয়া) ১ উথলে ওঠা। ২ স্ফীত হয়ে বা ছাপিয়ে ওঠা। □ (বিশেষ্য) উথলন। □ (বিশেষণ) উথলিত। উছলিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √শল্‌+অ>(প্রাকৃত) উচ্ছল>}
  • Bengali Word উছাস (পদ্যেব্যবহৃত) Bengali definition [উছাশ্] (বিশেষ্য) উচ্ছ্বাস-এর কোমল রূপ; প্রবল ভাবাবেগের প্রকাশ (মনে পড়ে সেই হৃদয়-উছাস নয়নকুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উচ্ছ্বাস>}
  • Bengali Word উছিলা Bengali definition অসিলা
  • Bengali Word উছোই Bengali definition [উছোই্] (বিশেষণ) প্রবল ভাবাবেগপূর্ণ; উচ্ছলতাময় (কামকাজের ফাঁকে ফাঁকে যৌবনের উছোই আনন্দে দিন কাটায়-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) ‘উচ্ছলিত’> আঞ্চ উছোই}
  • Bengali Word উজবক, উজবুক Bengali definition [উজ্‌বক্, উজ্‌বুক্] (বিশেষণ) ১ আহাম্মক; মূর্খ (কোত্থেকে উজবুকটা এলোরে-সৈয়দ শামসুল হক)। ২ অশিক্ষিত। □ (বিশেষ্য) উজবেগ; তাতার জাতিবিশেষ। {(তুর্কি) উজবক্ }
  • Bengali Word উজর, উজোর, উজল (পদ্যেব্যবহৃত) Bengali definition [উজর্, উজোর্‌, উজল্] (বিশেষণ) উজ্জ্বল (শামিকায় তুমি শুদ্ধ করেছ; উজল করেছ খাঁটি-সত্যেন্দ্রনাথ দত্ত)। উজলা (ক্রিয়া) উজ্জ্বল হওয়া (মণি মণি। উজলে উঠ, এই সরোবরের জলে আমি নাইব-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)।
  • Bengali Word উজরত Bengali definition [উজ্‌রত্] (বিশেষ্য) পারিশ্রমিক; বেতন। {(আরবি) উজ্‌রত }
  • Bengali Word উজলানো Bengali definition (ক্রিয়া) উজ্জ্বল করা। {(তৎসম বা সংস্কৃত) উজ্জ্বল>(ল=র)}
  • Bengali Word উজাগর Bengali definition [উজাগর্] (বিশেষণ) বিনিদ্র; নিদ্রাহীন। {উৎ+জাগর =উজ্জাগর> উজাগর}
  • Bengali Word উজান Bengali definition [উজান্] (বিশেষ্য) স্রোতের বিপরীত দিক। ২ জোয়ার। ৩ বিপরীত; উল্টা। উজানভাটি (বিশেষ্য) জোয়ার-ভাঁটা। উজানো (ক্রিয়া) উজান দিকে যাওয়া। ২ অতিক্রম করা; পার হওয়া (অরণ্য বন কত পাহাড় উজাই-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □ (বিশেষ্য) উজান দিকে গমন। □ (বিশেষণ) উজান দিকে চলেছে এমন। উজানি (বিশেষ্য) জোয়ার (হেনকালে দেখে নদী ধরিছে উজানী-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধান>উজ্‌জান> উজান}
  • Bengali Word উজার Bengali definition উজাড়
  • Bengali Word উজাল, উজালা, উজিয়াল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উজাল্, উজালা, উজিয়ালা] (বিশেষণ) উজ্জ্বল; দীপ্তিমান (সরস বর্ণনা যেন উজাল দর্পণ-সৈয়দ আলাওল; সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুন উজালা-কাজী নজরুল ইসলাম; লস্কর নায়কমণি জহা উজিয়ালা-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উজ্জ্বল>}
  • Bengali Word উজাড়, উজোড়, উজার (বিরল) Bengali definition [উজাড়্, উজোড়্‌, উজার্] (বিশেষণ) ১ শূন্য; খালি; নিঃশেষ (থলি ঝুলি উজাড় করে ফেলে যা আছে তোর ফুরাল রাতারাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জনহীন; বসতিশূন্য। □ (বিশেষ্য) জনশূন্য স্থান; বিরান জায়গা। {(তৎসম বা সংস্কৃত) উচ্চাট>(হিন্দি) উজাড়}