Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word suspension Bengali definition [সাস্‌পেন্‌শ্‌ন] (noun) [uncountable noun] সাময়িক বরখাস্তকরণ/কর্মচ্যুতি; ঝোলানোর অবস্থা; প্রলম্বন; সমালম্বন: the suspension of a member of parliament. দ্রষ্টব্য suspend(৪); the suspension of a motor-vehicle, মোটরযানের সমালম্বন স্প্রিং, ঘাত-শোষক প্রভৃতি যেসব কৌশলের সাহায্যে গাড়ি অক্ষের উপর আলম্বিত থাকেsuspension bridge (noun) (মোটা তারের উপর বা তারের সাহায্যে) ঝুলন্ত সেতু।
  • English Word suspicion Bengali definition [সাস্‌পিশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] (১) সন্দেহ; সংশয়; অবিশ্বাস; বিশ্বাসহীনতা: I’ve a suspicion that she’s not telling the whole truth. lay oneself open to suspicion; fall under suspicion. above suspicion সন্দেহের ঊর্ধ্বে। (২) a suspicion (of) ক্ষীণ আভাস; ছোঁয়া: a suspicion of sadness in one’s voice; a suspicion of garlic in the stew.
  • English Word suspicious Bengali definition [সাস্‌পিশাস্‌] (adjective) সন্দেহজনক; সন্দেহভাজন; সন্দিগ্ধ; সন্দেহান্বিত; সন্দিগ্ধচিত্ত: a suspicious affair, a suspicious character. (be/become/feel) suspicious about/of somebody/something সন্দিগ্ধ/সন্দেহান্বিত হয়ে ওঠা/পড়া: I become suspicious of her movements. suspiciously (adverb) সন্দেহজনকভাবে।
  • English Word sustain Bengali definition [সাস্‌টেইন্‌] (verb transitive) (১) ধরে রাখা; তুলে ধরা, ধারণ করা; সওয়া; সহ্য হওয়া: This slight framework won’t sustain a heavy load. (২) পোষণ করা; শক্তিদান করা; বজায়/অব্যাহত রাখা: sustaining food, শক্তিপ্রদ/পুষ্টিকর খাদ্য; sustain an argument/attempt; sustain a note, অস্খলিতভাবে সুরটি বাজাতে বা গাইতে থাকা; make a sustained effort, নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করা। (৩) (আঘাত ইত্যাদি) প্রাপ্ত হওয়া; (পরাজয়) বরণ করা: sustain severe injuries; sustain a defeat. (৪) (আইন সম্বন্ধীয়) সপক্ষে রায় দেওয়া: The learned judge sustained the plaintiff’s claim.
  • English Word sustenance Bengali definition [সাস্‌টিনান্‌স্] (noun) [uncountable noun] খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান: There’s more sustenance in wheat than in barley.
  • English Word suttee Bengali definition [সাতী] (noun) সতী; সতীদাহ
  • English Word suture Bengali definition [সূচা(র্)] (noun) ক্ষতস্থান সেলাই করার ফলে সৃষ্ট দাগ; সেলাইয়ের দাগ; (ক্ষতস্থান) সেলাইয়ের সুতা।
  • English Word suzerain Bengali definition [সূজারেইন্‌ America(n) সূজারিন্‌] (noun) (১) অন্য কোনো রাষ্ট্র বা শাসকের উপর কোনোরূপ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব আছে এমন কোনো রাষ্ট্র বা শাসক; অধিরাজ বা অধিরাজ্য(২) (পূর্বকালে) সামন্ত অধিরাজ; সামন্তেশ্বরsuzerainty [সূজারান্‌টি] (noun) অধিরাজত্ব: under the suzerainty of.
  • English Word svelte Bengali definition [স্‌ভেল্‌ট্‌] (adjective) (ফরাসি) (ব্যক্তি) কৃশ এবং সুন্দর; সুতনু; তন্বী
  • English Word swab Bengali definition [সোঅব্‌] (noun) (১) মেঝে, ডেক ইত্যাদি পরিষ্কার করার মার্জনী কিংবা ন্যাকড়া(২) চিকিৎসায় ব্যবহার্য স্পঞ্জ বা অনুরূপ শোষকদ্রব্যের টুকরা (যেমন রোগসংক্রমণ পরীক্ষায় গলনালির শ্লেষ্মার নমুনা সংগ্রহ করতে ব্যবহৃত হয়); শোষণী(৩) উপর্যুক্ত উপায়ে সংগৃহীত (শ্লেষ্মা, কফ ইত্যাদির) নমুনা: take swabs from children suspected of having diphtheria. □ (verb transitive) (swabbed, swabbing, swabs) ন্যাকড়া দিয়ে মোছা বা মুছে ফেলা: swab down the decks; swab up water that has been upset on the floor.
  • English Word swaddle Bengali definition [সোআড্‌ল্‌] (verb transitive) (আগেকার দিনের প্রথা অনুযায়ী শিশুকে) লম্বা, সরু কাপড়ের ফালি দিয়ে জড়ানো; কাপড় দিয়ে পেঁচানোswaddling-clothes (শিশুকে পেঁচানোর জন্য) কাপড়ের ফালি: still in his swaddle, (লাক্ষণিক) এখনো স্বচ্ছন্দানুবর্তী নয়।
  • English Word swag Bengali definition [সোয়্যাগ্] (noun) [uncountable noun] (অপশব্দ) (১) চোরাই মাল; অসদুপায়ে অজিত দ্রব্য(২) (অস্ট্রেলিয়া) ভবঘুরের নিজস্ব পোঁটলাপুঁটলি
  • English Word swagger Bengali definition [সোয়্যাগা(র্‌)] (verb intransitive) সদম্ভে চলাফেরা/আস্ফালন/তর্জনগর্জন করা। □ (noun) আস্ফালন; সদম্ভ আচরণ: with a swagger. □ (adjective) (অপশব্দ) অত্যন্ত কেতাদুরস্ত; লবেদার। swaggerer (noun) হামবড়া; আত্মশ্লাঘী।
  • English Word swain Bengali definition [সোয়েইন্‌] (noun) (কাব্যিক বা পুরাতনী) বিশেষত প্রেমিক হিসেবে বিবেচিত গ্রাম্যযুবক; নাগর: lasses and their swains; (কৌতুকাত্মক) প্রেমিক।
  • English Word swallow 1 Bengali definition [সোআলো] (noun) দ্বিধাবিভক্ত পুচ্ছবিশিষ্ট দ্রুতগামী ক্ষুদ্র পাখিবিশেষ, এরা গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণমণ্ডলে দেশান্তরগমন করে; আবাবিলOne swallow doesn’t make a summer (প্রবাদ) একটিমাত্র দৃষ্টান্তের ভিত্তিতে মতামত গঠন করা উচিত নয়; এক কোকিলে বসন্ত আসে না। swallow dive (noun) জলস্পর্শ না-করা পর্যন্ত দুই হাত প্রসারিত করে দেওয়া ঝাঁপ। swallow-tailed (adjective) (প্রজাপতি, পাখি ইত্যাদি) দ্বিধাবিভক্ত পুচ্ছবিশিষ্ট; (পুরুষের কোট) দীর্ঘপুচ্ছ।
  • English Word swallow 2 Bengali definition [সোআলো] (verb transitive), (verb intransitive) (১) swallow (up) গেলা; গলাধঃকরণ করা, ঢোক গেলা(২) swallow (up) গিলে/খেয়ে ফেলা; নিঃশেষিত করা; দৃষ্টির অগোচর করা; earnings that were swallowed up by doctor’s bills. The balloon was swallowed (up) in the clouds. (৩) (লাক্ষণিক প্রয়োগ) swallow an insult/ affront, হজম করা; swallow the whole, নির্বিচারে বিশ্বাস করা; swallow one’s words, নিজ উক্তি প্রত্যাহার করা, সেজন্য দুঃখ প্রকাশ করা; swallow a story, খুব সহজে বিশ্বাস করা; swallow the bait, টোপ গেলা। □ (noun) গলাধঃকরণ; (এক) গ্রাস।
  • English Word swam Bengali definition [ সোয়্যাম্‌] swim- এর past tense
  • English Word swami Bengali definition [সোয়া:মি] (noun) (১) হিন্দুদের ধর্মীয় শিক্ষক; স্বামী(২) আধ্যাত্মিক ধর্মগুরুর নামের সঙ্গে যুক্ত উপাধিবিশেষ Swami Vivekananda, স্বামী বিবেকানন্দ
  • English Word swamp Bengali definition [সোঅম্‌প্‌] (noun) [countable noun, uncountable noun] জলা; জলাভূমি; কচ্ছ; বিল। □ (verb transitive) (১) জলমগ্ন/প্লাবিত করা; ডুবিয়ে দেওয়া: The boat was suddenly swamped by a big wave. (২) swamp with (লাক্ষণিক) অভিভূত/পর্যুদস্ত/পরিপ্লুত করা: swamped with work. swampy (adjective) (swampier, swampiest) জলা; জলাময়।
  • English Word swan Bengali definition [সোআন্‌] (noun) রাজহাঁস; মরাল; হংসswan dive (America(n))= swallow dive. swan-song (noun) (মুমূর্ষু রাজহংস মধুর কণ্ঠে গান পায় এই প্রাচীন বিশ্বাস থেকে) কবি, সংগীতজ্ঞ প্রভৃতির মৃত্যুর আগে শেষ উপস্থিতি, অনুষ্ঠান, শিল্পকর্ম ইত্যাদি; অন্তিম গীত। swan’s-down (noun) [uncountable noun] (ক) রাজহাঁসের পালকের নিচের নরম স্তর। (খ) একপাশ তুলতুলে নরম, মোটা কার্পাসবস্ত্র। □ (verb intransitive) (swanned, swanning, swans) (কথ্য) (বিশেষত সুবিধাভোগী কিংবা যাদের কাজ করার দরকার এই এমন ব্যক্তি) ঘুরে বেড়ানো; ঘুরতে/ঘুরতে-ফিরতে যাওয়া: They are swanning off to Nepal for the weekend.
  • English Word swank Bengali definition [সোয়্যান্‌ক্] (verb transitive) (কথ্য) বড়াই/দম্ভ/আস্ফালন করা; জাঁক করা/দেখানো। □ (noun) [uncountable noun] জাঁক; বড়াই; হামবড়াই; আস্ফালন; [countable noun] হামবড়া লোক; জেঁকো। swanky (adjective) চটপটে; চটকদার; তীক্ষ্ণকর্মা; জেঁকো: a swanky sports car. Tom and his swanky friends.
  • English Word swap Bengali definition [সোঅপ্‌] (verb transitive), (verb intransitive) (swapped, swapping, swaps)= swop.
  • English Word sward Bengali definition [সোয়োড্‌] (noun) [uncountable noun] (সাহিত্যিক) তৃণভূমি; তৃণময়ভূমি; ঘাসের চাপড়া
  • English Word swarm 1 Bengali definition [সোয়োম্] (noun) [countable noun] জাঁক, পাল, দল: a swarm of ants/locusts; a swarm of bees; swarms of children in the park. □ (verb intransitive) (১) ( মৌমাছি) রানিকে ঘিরে ঝাঁক বেঁধে মৌচাক ছেড়ে যাওয়া(২) be swarming with; swarm with (স্থান) আকীর্ণ/পরিব্যাপ্ত হওয়া: The streets were swarming with refugees. (৩) প্রচুর সংখ্যায় উপস্থিত থাকা; ঝাঁক/দল বেঁধে চলা: The spectators swarmed into the stadium.
  • English Word swarm 2 Bengali definition [সোয়োম্] (verb transitive) swarm (up) হাত-পা দিয়ে আঁকড়ে ধরে উপরে ওঠা; বেয়ে ওঠা
  • English Word swarthy Bengali definition [সোয়োদি] (adjective) কৃষ্ণকায়; শ্যাম; শ্যামবর্ণ
  • English Word swashbuckler Bengali definition [সোঅশ্‌বাক্‌লা(র্‌)] (noun) শূরষ্মন্য; পিণ্ডীশূর; ষণ্ডা; মস্তানswashbuckling [সোআশ্‌বাক্‌লিঙ্] (adjective) হঠকারী ও দাম্ভিক; ষণ্ডামিপূর্ণ; যথেচ্ছাচারী। □ (noun) ষণ্ডামি; মস্তানি।
  • English Word swastika Bengali definition [সোঅস্‌তিকা] (noun) [countable noun] সূর্য, সৌভাগ্য বা নাৎসিবাদের প্রতীকস্বরূপ চিহ্নবিশেষ; স্বস্তিকচিহ্ন; স্বস্তিকা
  • English Word swat Bengali definition [সোঅট্] (verb transitive) (swatted, swatting, swats) পাতলা কিছু দিয়ে বাড়ি মারা; চাপড় বা থাপড়া মারা: swat a fly. □ (noun) (১) চাপড়; থাপড়া; (মাছি ইত্যাদির উপর বাড়ি মারতে) দীর্ঘ হাতলযুক্ত নমনীয় হাতাবিশেয: a fly-swat (অপিচ fly-swatter)।
  • English Word swath Bengali definition [সোয়োথ্‌] swathe [সোয়েইদ্‌] (noun) (১) ঘাস, ফসল ইত্যাদি কাটার পর দুই হলরেখার মধ্যবর্তী উঁচু জমি; শূন্য আলি(২) ঘাস বা ফসল কাটার যন্ত্র একবার চলে গেলে মাঠের যতটুকু অংশ সাফ হয়ে যায়; কর্তনরেখা