Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word swathe 1 Bengali definition [সোয়েইদ্‌] (verb transitive) মোড়া বাঁধা; পটি বাঁধা: swathed in velvet. □ (noun) পটি; মোড়ক।
  • English Word swathe 2 Bengali definition [সোয়েইদ্] (noun) দ্রষ্টব্য swath
  • English Word sway Bengali definition [সোয়েই] (verb transitive), (verb intransitive) (১) দোলা; দোলানো; আন্দোলিত হওয়া/করা: He was swaying his hips as he walked. (২) নিয়ন্ত্রণ করা; প্রভাবিত/প্রণোদিত/তাড়িত করা: swayed by his feelings; a speech that swayed the crowd. □ (noun) [uncountable noun] (১) দোল; দোলা; আন্দোলন(২) শাসন; নিয়ন্ত্রণ: under the sway of the Mughals.
  • English Word swear Bengali definition [সোয়েআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (past tense) swore [সোয়ো(র্‌)], past participle sworn [সোয়োন্]) (১) শপথ/হলফ/দিব্য করে বলা: The witness swore to tell the truth. (২) শপথ/হলফ করানোswear somebody in শপথ পাঠ করানো। swear somebody to secrecy গোপনীয়তা রক্ষায় শপথ করানো। swear a witness সাক্ষীকে হলফ করানো। sworn enemies কৃতশপথ শত্রু (যাদের মধ্যে মিটমাট অসম্ভব)। sworn friends/brothers অন্তরঙ্গ/অভিন্নহৃদয় সুহৃদ। (৩) swear by something (ক) কোনোকিছুর দিব্য করা/দোহাই পাড়া: swear by all the gods that ..., swear by all that one holds dear. (খ) (কথ্য) কোনোকিছুতে অত্যন্ত আস্থাবান হওয়া; he swears by homoepathy in any kind of illness. swear off something (কথ্য) কিরা কেটে/কসম খেয়ে কিছু ছেড়ে দেওয়া: swear off smoking. swear to something জোর দিয়ে/দিব্যি কেটে/হলফ করে বলা: He swore to having returned the books he borrowed. (৪) শপথপূর্বক/হলফপূর্বক উক্তি করা: swear an accusation/a charge against somebody; sworn evidence/ statements. (৫) swear (at somebody) গালিগালাজ/কটুকাটব্য করা: The captain swore at the crew/ don’t swear yourself hoarse, গালিগালাজ করে গলা ফাটাবেন না। swear-word (noun) কটুকাটব্য; কটূক্তি; গালমন্দ। swearer (noun) কটুভাষী; দুর্মুখ; গালবাজ।
  • English Word sweat Bengali definition [সোয়েট্] (noun) [uncountable noun] ঘাম; ঘর্ম; স্বেদsweat-band (noun) (ক) হ্যাটের ভিতর শোষক পদার্থনির্মিত ফেটা; ঘর্মশোষক ফেটা। (খ) ঘাম শোষণ করতে কপালে বা হাতে বাঁধা কাপড়। sweatshirt (noun) বিশেষত ব্যায়ামের আগে ও পরে ক্রীড়াবিদদের পরিধেয় আস্তিনওয়ালা সুতি গেঞ্জিবিশেষ। (২) a sweat ঘর্মাক্ত অবস্থা: be in a sweat, ঘর্মাক্তকলেবর হওয়া। be in a cold sweat ভয়ে বা আশঙ্কায় হাত-পা ঠাণ্ডা হয়ে আসা। all of a sweat (কথ্য) ঘামে ভেজা; ঘর্মসিক্ত; (লাক্ষণিক) উদ্বিগ্ন বা আতঙ্কিত। (৩) (কথ্য, শুধু singular) কঠিনশ্রম; হাড়ভাঙা খাটুনি: a frightful sweat.৪ [countable noun] an old sweat (অপশব্দ) দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সৈনিক; (অর্থসম্প্রসারণে) নিজ চাকরিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি; ঝানু; পুরনো ঘাগু(৫) [uncountable noun] যেকোনো বস্তুর উপরিভাগের আর্দ্রতা; স্বেদকণা (verb transitive), (verb intransitive) (১) ঘামা; ঘেমে ওঠা(২) নিঃসৃত করাsweat blood (লাক্ষণিক) গাধার মতো খাটা। sweat out a cold ঘাম দিয়ে সর্দিমুক্ত হওয়া। (৩) ঘামানো/ঘর্মাক্ত করা: Don’t sweat the patient too much.৪ হাড়ভাঙা পরিশ্রম করা বা করানো; পশুর মতো খাটানো: sweat one’s workers. sweated goods সামান্য মজুরিতে নিযুক্ত শ্রমিকদের শ্রমে উৎপন্ন পণ্য; স্বেদপণ্য। sweated labour সামান্য মজুরিতে নিযুক্ত শ্রমিকদের শ্রম; স্বেদাক্ত শ্রম। sweat-shop (noun) যে কর্মশালায় স্বেদাক্ত শ্রম ব্যবহৃত হয়; ঘর্মশালা। sweaty (adjective) (sweatier, sweatiest) (১) ঘর্মাক্ত, স্বেদাক্ত: sweaty underwear. (২) ঘর্মজনক, ঘর্মকর: sweaty work.
  • English Word sweater Bengali definition [সোয়েটা(র্‌)] (noun) ব্যায়ামের আগে বা পরে ক্রীড়াবিদদের পরিধেয় সাধারণত মোটা পশমের দীর্ঘ আস্তিনযুক্ত বোনা পোশাকবিশেষ; উষ্ণতার জন্য পরিহিত অনুরূপ (তবে মোটা বা ভারী না-ও হতে পারে) পশমি পোশাক; সোয়েটার। দ্রষ্টব্য jersey, jumper, pullover.
  • English Word swede Bengali definition [সোয়ীড্‌] (noun) এক ধরনের বড় জাতের শালগম; সুইডিশ শালগম
  • English Word sweep 1 Bengali definition [সুয়ীপ্‌] (noun) (১) sweep (-up/-out) ঝাঁট; সম্মার্জন: The maid servant gave the room a good sweep. make a clean sweep (of something) (অবাঞ্ছিত কোনোকিছু) ঝেঁটিয়ে বিদায়/সাফ করা: He made a clean sweep of his old servants and appointed new ones. (২) ঝাঁট দেওয়ার মতো করে সঞ্চালন; বিক্ষেপ: With a sweep of his arm/scythe. (৩) নাগাল; গোচর: He came within the sweep of his rival’s sword and got killed. (৪) সড়ক, নদী, উপকূল ইত্যাদি অথবা ঢালু জমির দীর্ঘ বিস্তার: a fin e sweep of country. (৫) নিরন্তর অব্যাহত প্রবাহ; তোড়: the sweep of the tide. (৬) (chimney-) sweep চিমনির ঝুলকালি সাফ করার কাজে নিয়োজিত ব্যক্তি; চিমনিসম্মার্জক(৭) (নৌকার) হাল(৮) কুয়া থেকে বালতি উঠানোর জন্য ভারশঙ্কু (লিভার) হিসেবে ব্যবহৃত দীর্ঘ লগি; আড়কাঠি(৯) sweep (stake) ঘোড়দৌড়ভিত্তিক এক ধরনের জুয়া খেলা; এতে বিজয়ী (সাধারণত তিনটি) ঘোড়ার নম্বরযুক্ত টিকিট যাদের হাতে উঠে আসে, তারাই বাজির সমস্ত অর্থ লাভ করে
  • English Word sweep 2 Bengali definition [সুয়ীপ্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle swept [সোয়েপট্]) (১) sweep something (from something); sweep something (free) of something; sweep something up/away, etc ঝাড়া; ঝাঁটানো; ঝাঁট দেওয়া; সম্মার্জিত করা: sweep the dust from the floor; sweep the carpets/the floor/the yard. (২) ঝাঁট দেওয়ার মতো সাফ করা; ঝেঁটিয়ে সাফ করা; নিরাকরণ করা; ঠেলে/ভাসিয়ে/উড়িয়ে নিয়ে যাওয়া: sweep the streets of vagabonds. The clouds were swept away by the winds. sweep all before one পরিপূর্ণ ও অব্যাহত সাফল্য অর্জন করা। sweep the board (ক) জুয়া খেলায় টেবিলের সব টাকা জিতে নেওয়া। (খ) সমস্ত পুরস্কার জিতে নেওয়া; সর্বতোভাবে সাফল্যমণ্ডিত হওয়া। be swept off one’s feet (লাক্ষণিক) আবেগে উদ্বেলিত হওয়া; উদ্দীপনায় পরিপূর্ণ হওয়া। swept-back (adjective) (ক) (বিমানের পাখা) বিমানের অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে সংযুক্ত। (খ) (চুল) পিছনের দিকে আঁচড়ানো। (৩) (বিশেষত সব প্রতিবন্ধক) চুরমার করে চলে যাওয়া/বয়ে যাওয়া/অগ্রসর হওয়া: A mighty storm swept the country. (৪) সগৌরবে/দৃপ্তপদে/রাজকীয় ভঙ্গিতে চলা: He swept out of the court. (৫) অখণ্ডিত রেখায় প্রসারিত হওয়া; সোজা চলে যাওয়া: The road sweeps round the table-land. (৬) (যেন) পরীক্ষা বা জরিপ করার জন্য কোনোকিছুর উপর দিয়ে চলে যাওয়া; (কোনোকিছুর উপর দিয়ে) সঞ্চালিত হওয়া: His eyes swept the little garden. (৭) দ্রুতবেগে আলগোছে চলে যাওয়া: Her fingers swept the keys of the harmonium. (৮) প্রণত হয়ে বা শির সঞ্চালন করে অভিবাদন করা: He swept the lady a courtesy. sweeper (noun) (১) সম্মার্জক; ঝাড়ুদার: street-sweepers; a carpet-sweeper. (২) (ফুটবল) রক্ষণভাগের খেলোয়াড় বিশেষত যে ব্যাকে বিপক্ষের খেলোয়াড়দের প্রতিরোধ করে sweeping (adjective) সুদূরপ্রসারী; অতিব্যাপক; sweeping changes/reforms; a sweeping statement/generalization; a sweeping (নিরঙ্কুশ) victory; sweeping reductions in prices, অত্যধিক মূল্যহ্রাস। sweepingly (adverb) সুদূরপ্রসারীভাবে; অতিব্যস্তরূপে। sweepings (noun) (plural) ঝেঁটানি; জঞ্জাল; আবর্জনা: a heap of street sweepings.
  • English Word sweet Bengali definition [সুয়ীট্‌] (adjective) (১) (sour- এর বিপরীত) মধুর; মিষ্ট; মিঠা: Sugar tastes sweet. have a sweet tooth মিষ্টির প্রতি অনুরাগ থাকা। sweet wine (dry win- এর বিপরীত) মিষ্টি বা ফলের স্বাদযুক্ত মদ; মিঠা মদ। (২) টাটকা; ঝরঝরে; বিশুদ্ধ; মিঠা; স্বাদু: sweet milk; sweet breath; sweet water; keep a room clean and sweet. (৩) সুরভিত; মিষ্টি: The house is sweet with roses. sweet-scented (adjective) সুগন্ধ; সুরভিত। (৪) মনোহর বা আকর্ষণীয়; মধুর; মিষ্টি; asweet face, asweet voice, সুললিত; a sweet singer, a sweet temper. (৫) (বাগ্‌ধারা) at one’s own sweet will নিজের খুশি/মর্জিমতোbe sweet on (somebody) (কথ্য) কারো অত্যন্ত অনুরাগী হওয়া; কারো প্রেমে পড়া। (৬) (যৌগশব্দ) sweet bread (noun) খাদ্য হিসেবে ব্যবহৃত বাছুর বা ভেড়ার অগ্ন্যাশয়sweet-briar/-brier (noun) বুনো গোলাপ। sweet-heart (noun) প্রিয় বা প্রিয়া। sweet-meat (noun) (সাধারণত চিনি বা চকোলেটের তৈরি) মিঠাই; মোরব্বা। sweet-pea (noun) উজ্জ্বল রঙের সুগন্ধ পুষ্পপ্রসূ উদ্যান-ঔষধিবিশেষ। sweet-potato (noun) মিষ্টি আলু। sweet-william (noun) উদ্যান-উদ্ভিদবিশেষ, যাতে থোকায় থোকায় (প্রায়ই) নানা বর্ণের ফুল ফোটে। (noun) [countable noun ]. (১) (America(n)= candy) মিঠাই; মিষ্টান্ন(২) (America(n)= dessert) খাবার পদ হিসেবে মিষ্টান্ন (যেমন পুডিং, পিঠা, জেলি, পায়েস ইত্যাদি)। (৩) (plural) সুখ; আনন্দ: taste the sweets of success; enjoy the sweets of life while one is young. (৪) (সম্বোধনরূপে) প্রিয়; সোনামণি: yes, my sweet. sweetly (adverb) মধুরভাবে; মিষ্টি করে। sweetness (noun) মাধুর্য; লালিত্য; মিষ্টত্ব। sweetish [সুয়ীটিশ্] (adjective) মিষ্টি মিষ্টি। sweeten [সোয়ীট্‌ন্‌] (verb transitive), (verb intransitive) মিষ্টি করা বা হওয়া। দ্রষ্টব্য pill (১). sweetening [সোয়ীট্‌নিঙ্] (noun) [countable noun, uncountable noun] যা মিষ্ট করে; রান্না ইত্যাদিতে ব্যবহৃত মিষ্টদ্রব্য; মিষ্টিকারক।
  • English Word swell Bengali definition [সোয়ে্ল্‌] (verb intransitive), (verb transitive) (past tense) swelled [সোয়েল্‌ড্], past participle swollen [সোয়োলান্‌] বিরল ক্ষেত্রে 'swelled') (১) swell (up) (with) ফোলা বা ফোলানো; স্ফীত হওয়া বা করা; ফুলে ওঠা: a heart swelling with pride; a river swollen with incessant rain. have/suffer from a swollen head অহংকার/গুমর/পায়াভারী হওয়া। সুতরাং, swollen-headed (adjective) পায়াভারী; দেমাগি। (২) swell (out) ফুলে/ফেঁপে ওঠা; ফাঁপানো; প্রস্ফুরিত করা: A steady wind swelled the sails. □ (noun) (১) ধ্বনির পরিমাণের ত্রুমিকবৃদ্ধি; আধান; নিনাদ: the swell of an organ. (২) ( কেবল singular) ঝড়ের পরে সাগরের জলরাশির ধীর উত্থানপতন; তরঙ্গবিক্ষোভ: a heavy swell after the storm. (৩) (America(n) কথ্য) সুবেশধারী ব্যক্তি; ফুলবাবু; লবেদার; বিশিষ্ট ব্যক্তি; কেষ্টুবিষ্টু: What a swell she looks in that new gown. come the heavy swell over somebody (অপশব্দ) নিজকে দারুণ কিছু বলে প্রতিপন্ন করে কারো মনে দাগ কাটার চেষ্টা করা। □ (adjective) (America(n) কথ্য) (১) চটুকে; কেতাদুরন্ত; সুবেশী; জাঁকালো: his swell friends; a swell dinner party. (২) দারুণ; দুর্দান্ত; চমৎকার; a swell tennis player. swelling (noun) [uncountable noun, countable noun] (১) শরীরের স্ফীত স্থান; ফোলন; স্ফীতি(২) স্ফীতি; বিবৃদ্ধি
  • English Word swelter Bengali definition [সোয়েলটা(র্‌)] (verb intransitive) গরমে হাঁসফাঁস/ছটফট করা; গলদঘর্ম হওয়া: a sweltering hot day, প্রাণান্তকর গরমের দিন।
  • English Word swept Bengali definition [সোয়েপ্‌ট্‌] sweep 2 -এর past tense, past participle
  • English Word swerve Bengali definition [সোয়াভ্] (verb intransitive), (verb transitive) হঠাৎ গতি পরিবর্তন করা বা করানো; এক পাশে সরে যাওয়া বা সরানো; এক পাশে ঘুরে যাওয়া বা ঘোরানো; বিচ্যুত হওয়া; The speed-boat swerved to avoid hitting the fishing boat. He never swerves from his purposes. □ (noun) [countable noun] আকস্মিক গতি পরিবর্তন; বিচলন; বিচ্যুতি; (বিশেষত শূন্যে বলের) ঘুরপাক।
  • English Word swift 1 Bengali definition [সুয়িফ্‌ট্] (adjective) (swifter swiftiest) দ্রুত; দ্রুতগতি; আশুগতি; ত্বরিত; (সাহিত্যিক) দ্রুতগামী; ত্বরিতগতি; বেগবান; আশু; শীঘ্র: a swift revenge; swift to anger, দ্রুত রাগান্বিত হওয়া। swiftly (adverb) সত্বর; ত্বরায়; বিদ্যুদ্গতিতে; দ্রুতবেগে। swiftness (noun) দ্রুততা; ক্ষিপ্রতা; দ্রুতি; দ্রুতগামিতা।
  • English Word swift 2 Bengali definition [সুয়িফট্‌] (noun) কয়েক ধরনের দীর্ঘপক্ষ, ক্ষুদ্র, কাটাশী পাখি- এরা দেখতে অনেকটা সোয়ালোর মতো; সুইফ্‌ট।
  • English Word swig Bengali definition [সুয়িগ্‌] (verb transitive), (verb intransitive) (swigged, swigging, swigs) swig (down/off) (কথ্য) পানীয় ঢেলে/গড়িয়ে নেওয়া: swigging beer; swig off a glass of wine, এক টানে সাবাড় করা। □ (noun) মদ টানা: take a swig at a bottle of beer, বোতল থেকে সরাসরি খাওয়া।
  • English Word swill Bengali definition [সুয়িল্] (verb transitive), (verb intransitive) (১) swill something (out) জল ঢেলে পরিষ্কার করা; আচমন/কুলকুচা করা: swill out a tub. (কথ্য) লোভীর মতো পান করা; গেলা: The players are swilling tea instead of practising football. □ (noun) (১) জল ঢেলে পরিষ্কারকরণ: He gave the tub a good swill out. (২) [uncountable noun] প্রধানত তরল খাদ্যবিশিষ্ট (যে ধরনের খাদ্য শূকরকে দেওয়া হয়); ওঁচলা
  • English Word swim Bengali definition [সুয়িম] (verb intransitive), (verb transitive) (past tense swam [সোয়্যাম, past participle swum [সোয়াম্] (১) সাঁতার কাটা; সন্তরণ করাswim with the tide/the stream স্রোতে গা ভাসানো; গড্ডলিকা প্রবাহে গা ঢেলে দেওয়া। swimming-bath/-pool (noun) সাঁতার কাটার আচ্ছাদিত বা উন্মুক্ত জলাধার; সাঁতারকুণ্ড। swimming-costume, swimming-suit (noun(s)) সাঁতারের পোশাক। swiming-trunks (noun) (plural) বালক ও পুরুষদের সাঁতারের পোশাক; সাঁতারের কৌপীন। (২) সাঁতরে পার হওয়া; সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া; (পশুকে) সাঁতরে পার করা: swim the English Channel; swim a race; swim one’s horse across a river. (৩) swim with; swim in/on ভাসা; ভেসে যাওয়া; পরিপ্লুত হওয়া: eyes swimming with tears; meat swimming in gravy. (৪) ঘোরা; ঘুরপাক খাওয়া; ঝিমঝিম করা: My head swims; The buildings swam before her eyes. □ (noun) (১) সাঁতার; সন্তরণ: have/go for a swim. (২) the swim প্রধান ঘটনাপ্রবাহ; হালচালbe in/out of the swim চলতি ঘটনাপ্রবাহ সম্বন্ধে অবহিত/অনবহিত থাকা। swimmer (noun) সাঁতারু; সন্তরণবিদ। swimmingly (adverb) অবলীলাক্রমে; অক্লেশে; নির্বিঘ্নে: They are getting along swimmingly.
  • English Word swindle Bengali definition [সুয়িন্‌ড্‌ল্‌] (verb transitive), (verb intransitive) swindle something out of somebody; swindle somebody out of something প্রতারণা/প্রবঞ্চনা/জোচ্চুরি করা: swindle money out of somebody; swindle somebody out of his money. □ (noun) [countable noun] প্রতারণা; জোচ্চুরি: This colour TV is a swindle, (কেনার সময়ে যেভাবে বর্ণনা করা হয়েছে, আসলে সে রকম মূল্যবান নয়)। swindler [সুয়িন্‌ড্‌লা(র্‌)] (noun) প্রতারক; জোচ্চোর।
  • English Word swine Bengali definition [সোয়াইন্‌] (noun) (plural অপরিবর্তিত) (১) (প্রাচীন প্রয়োগ বা সাহিত্য) শূকর; শুয়োর; বরাহswineherd (noun) (আগেকার দিনে) শূকরের রাখাল। (২) নিষেধ (কটূক্তিমূলক ও তুচ্ছার্থে) জঘন্য লোকswinish [সোয়াইনিশ] (adjective) পাশব; শূকরবৎ, শূকরীয়।
  • English Word swing Bengali definition [সুয়িঙ্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle swung [সোয়াঙ্]) (১) দোলা বা দোলানো; আন্দোলিত হওয়া বা করা; ঝোলা বা ঝোলানো: The rope is swinging in the wind. swing for somebody/something (কথ্য) (খুনের অপরাধে) ফাঁসিকাষ্ঠে ঝোলা। no room to a swing in ঠাসাঠাসি; অতিসংকীর্ণ। swing the lead দ্রষ্টব্য lead 1 (৩). (২) হাত দুলিয়ে দুলকি চালে চলা: The boys moved at a swinging trot. (৩) সুয়িং (বাজনা) বাজানো এবং সুয়িংয়ের সঙ্গে নাচা (নিচে swing (music) দ্রষ্টব্য; (অপশব্দ) উচ্ছল, কেতাদুরস্ত হওয়া(৪) ঘোরা বা ঘোরানো; ঘুরে যাওয়া; ঘুরে দাঁড়ানো: She swung round and faced her tormentor. □ (noun) (১) দোলন: the swing of the pendulum, দ্রুত তাল বা লয়; হিন্দোল in full swing সক্রিয়; পূর্ণোদ্যমে, পুরোদমে। go with a swing (ক) (সংগীত ও কবিতা সম্বন্ধে) ছন্দোময়/নৃত্যময়/হিন্দোলিত হওয়া। (খ) (লাক্ষণিক) (ঘটনা, বিনোদন মূলক অনুষ্ঠান ইত্যাদি) নির্বিঘ্নে/স্বচ্ছন্দে/সাবলীলভাবে চলা। swing (music) (১৯৩০ এর দশকে) জ্যাজ বাদ্যভাণ্ড (সাধারণত বড় ব্যান্ডবাদকদের দ্বারা পরিবেশিত হতো)। (৩) [countable noun] দোলনা; ঝুলন; দোলাswinging (adjective) উচ্ছল, প্রাণবন্ত; কেতাদুরস্ত; উপভোগ্য; প্রাণোচ্ছল; উদ্দাম, উত্তাল।
  • English Word swinge Bengali definition [সুয়িন্‌জ্‌] (verb transitive) (পুরাতনী) কষে মারা/পেটানোswingeing (participial adjective) বিপুল, বিরাট; প্রবল, প্রচণ্ড: swingeing damages, বিপুল অঙ্কের ক্ষতি; swingeing taxation.
  • English Word swipe Bengali definition [সোয়াইপ্‌] (verb transitive) (কথ্য) (১) কষে বাড়ি মারা; সজোরে পেটানো: The batsman swiped the ball into the spectator’s gallery. (২) (কথ্য, সাধারণত হাস্যরসাত্মক) চুরি করা; হাতিয়ে নেওয়া। □ (noun) ঝাঁটানো বাড়ি/মার: have/take a swipe at the ball.
  • English Word swirl Bengali definition [সোয়াল্‌] (verb intransitive), (verb transitive) (জল, বাতাস ইত্যাদি) ঘুরপাক খাওয়া বা খাওয়ানো; ঘূর্ণিত হওয়া বা করা; ঘূর্ণি তোলা; ঘূর্ণিবেগে ভাসিয়ে বা উড়িয়ে নিয়ে যাওয়া: dust swirling about the streets. □ (noun) (১) ঘূর্ণ; ঘূর্ণন; ঘূর্ণাবর্ত; ঘূর্ণি; ঘূর্ণা; ঘূর্ণিজল; জলাবর্ত; জলভ্রমি; ঘূর্ণিবায়ু; ঘূর্ণিবাত; ঘূর্ণিপাক; ২ (America(n)) মোচড়; কুঞ্চন: a hat with a swirl of lace round it.
  • English Word swish Bengali definition [সুয়িশ্‌] (verb transitive), (verb intransitive) (১) swish something (off) শা/শাই/সপাং করে চলা বা চালানো; খচ/ঘ্যাচ করে কেটে ফেলা: The rider swished his whip. (২) সপাং/খসখস শব্দ করা; খসখস শব্দ তুলে চলা: Their elegant silk dresses swished as they moved on. □ (noun) সপাং/শাঁই/ঘ্যাচ/খসখস শব্দ: Did you hear the swish of the whip? □ (adjective) (কথ্য) চৌকস; জেল্লাদার; চটকদার: a swish restaurant.
  • English Word switch Bengali definition [সূয়িচ্] (noun) [countable noun] (১) (রেলগাড়ি যাতে এক লাইন থেকে অন্য লাইনে যেতে পারে সেজন্য) রেলপথের পয়েন্টসমূহের (point 1 (১৩) দ্রষ্টব্য) সংযোগ স্থাপন বা বিচ্ছিন্ন করার কৌশল; সুইচswitchman [সূয়িচ্‌মান্‌] (noun) (plural switchmen) রেলপথের সুইচের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি; সুইচম্যান। (২) বিদ্যুতের গতিপথ রুদ্ধ বা উন্মুক্ত করার কৌশলবিশেষ; সুইচ: a two-way switch. দুই জায়গা। যেমন সিঁড়ির উপরে নিচে) থেকে বিদ্যুৎপ্রবাহ চালু বা বন্ধ করার উপযোগী জোড়া সুইচের একটি; দ্বিমুখী সুইচ। switch board (noun) টেলিফোন, টেলিগ্রাফ ইত্যাদির বহুসংখ্যক বৈদ্যুতিক চক্রের মধ্যে সংযোগ নিয়ন্ত্রণের জন্য সারিবদ্ধ সুইচসংবলিত ফলক; সুইচবোর্ড। (৩) পাচন, কঞ্চি(৪) (চুল দীর্ঘতর বা নিবিড়তর দেখাতে নারীর) নকল চুলের গোছা(৫) switchback (noun) (ক) switchback (railway) যে রেলগাড়ি খাড়া ঢাল বেয়ে এঁকেবেঁকে ওঠানামা করে, বিশেষত যে ধরনের গাড়ি বিনোদন-উদ্যানে দেখা যায়; আঁকাবাঁকা রেলগাড়ি (America(n) roller-coaster)। (খ) switch back (road) বন্ধুর/আঁকাবাঁকা পথ। (৬) পরিবর্তন: a switch from gunny bags to paper cartons. (verb transitive), (verb intransitive) (১) switch something on/off সুইচ টিপে চালু/বন্ধ করা: switch the light/radio, etc on. (২) switch somebody on (অপশব্দ বিশেষত past participle) উৎফুল্ল/উদ্দীপিত করা: He is capable of doing anything when he is switched on. (৩) (রেলগাড়ি, ট্রাম ইত্যাদি) অন্য লাইনে চালিত করা: switch a train to a siding. (৪) switch (to); switch (over to) পরিবর্তন করা; উৎক্রান্ত হওয়া: switch the conversation; switch over to modern methods. (৫) কঞ্চি বা পাচন দিয়ে পিটানো(৬) (কোনোকিছু) শাঁ করে ঘোরানো; ছিনিয়ে/থাবা মেরে নেওয়া: The donkey switched (swished অধিক প্রচলিত) its tail; She switched the glass out of his hand.
  • English Word swivel Bengali definition [সুয়িভ্‌ল্] (noun) দুটি অংশকে যুক্ত করার কৌশল, যাতে দুটির যেকোনো একটি অন্যনিরপেক্ষভাবে আবর্তিত হতে পারে; এতে একটি আংটা এবং একটি বিবর্তনকীলক (পিভট) বা শিকলের সঙ্গে আকর্ষী দিয়ে যুক্ত আংটা ব্যবহৃত হয়; ব্যবর্তনবলয়; a swivel-chain, ব্যবর্তনবলয়; a swivel-hook, ব্যবর্তন-আকর্ষী; swivel-chair/-gun. □ (verb transitive), (verb intransitive) (swivelled, swivelling, swivels; America(n) অপিচ swiveled, swiveling, swivels): ব্যবর্তনবলয়ের উপর কিংবা অনুরূপভাবে ঘোরা; The secretary swiveled round in his chair to greet the visitor.
  • English Word swizzle Bengali definition [সুয়িজ্‌ল্] (noun) (কথ্য) লম্বা গ্লাসে পরিবেশিত বিভিন্ন ধরনের সুরাজাতীয় মিশ্র পানীয়swizzle-stick (noun) উক্ত পানীয় নাড়ার জন্য কাচের কাঠি।
  • English Word swob Bengali definition [সোঅব্‌] (noun),(verb transitive) (swobbed, swobbing, swobs)= swab.