Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word synchrotron Bengali definition [সিঙ্‌ক্রোট্রন] (noun) ইলেকট্রনের গতি ত্বরান্বিত করার যন্ত্র; সিনক্রোট্রন
  • English Word syncopate Bengali definition [সিঙ্‌কাপেইট্] (verb transitive) (সংগীত) তাল বদলানো; স্বাভাবিক ঘাত বা ঝোঁকের স্থান পাল্টানো syncopation [সিঙকাপেইশ্‌ন্‌] (noun) তাল পরিবর্তন।
  • English Word syncope Bengali definition [সিঙ্‌কাপি] (noun) (চিকিৎসাশাস্ত্র পরিভাষা) রক্তচাপের পতনজনিত স্বল্পকালীন সংজ্ঞালোপ; মূর্ছা; সংজ্ঞালোপ
  • English Word syndic Bengali definition [সিন্‌ডিক্] (noun) বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের (নির্বাহী) পরিষদের সদস্য; পরিষদ
  • English Word syndicalism Bengali definition [সিন্‌ডিকালিজাম্‌] (noun) [uncountable noun] রাজনৈতিক ক্ষমতা শ্রমিক-সংগঠনসমূহের হাতে থাকবে এবং এই সংগঠনসমূহের সদস্যরা যেসব কলকারখানায় কাজ করে তাদের মালিকানা ও ব্যবস্থাপনা সংগঠনসমূহের আয়ত্তে থাকবে; এই মতবাদ; শ্রমিকতন্ত্রsyndicalist [সিন্‌ডিকালিস্‌ট্‌] (noun) শ্রমিকতন্ত্রের সমর্থক; শ্রমিকতান্ত্রিক: Government is try to oppress the syndicalism.
  • English Word syndicate Bengali definition [সিন্‌ডিকাট্] (noun) (১) সাময়িকপত্রে প্রবন্ধ-নিবন্ধ, ব্যঙ্গচিত্র ইত্যাদি সরবরাহকারী বাণিজ্যিক সমিতি; সংবাদ সমিতি(২) একই উদ্দেশ্যে বা স্বার্থে মিলিত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সমবায়; বাণিজ্যনিষদ। □ (verb transitive) [সিনডিকেইট্‌] নিষদের মাধ্যমে (প্রবন্ধনিবন্ধ, কৌতুকচিত্র ইত্যাদি) বহুসংখ্যক সাময়িকপত্রে প্রচার করা। syndication [সিন্‌ডিকেইশন্] (noun) নিষদীকরণ।
  • English Word syndrome Bengali definition [সিন্‌ড্রোম্] (noun) (চিকিৎসাশাস্ত্র) শরীর বা মনের (সাধারণত) অস্বাভাবিক অবস্থা নির্দেশক লক্ষণসমষ্টি; (লাক্ষণিক) ব্যক্তির কর্ম, মতামত ইত্যাদির বিশেষ সমবায়, যা একসঙ্গে ঘটবে বলে প্রত্যাশা করা যেতে পারে; লক্ষণসন্নিপাত।
  • English Word synecdoche Bengali definition [সিনেক্‌ডাকি] (noun) (ব্যাকরণ আলংকারিক অর্থ) বাক্যালংকারবিশেষ, যাতে অংশ সমগ্রকে নির্দেশ করে (যেমন 50 ships অর্থে 50 sails); প্রতিরূপক
  • English Word synod Bengali definition [সিনাড্] (noun) [countable noun] নীতি, শাসনব্যবস্থা, শিক্ষা ইত্যাদি প্রসঙ্গে আলোচনা ও শিক্ষাগ্রহণের উদ্দেশে গির্জার কর্মকর্তাদের সভা; যাজকসভা; ধর্মসভা
  • English Word synonym Bengali definition [সিনানিম্] (noun) সমার্থক শব্দ; প্রতিশব্দ; সমনাম; ‘Shut’ and ‘Close’ are synonyms. synonymous [সিনানিমাস্‌] (adjective) সমার্থক; সমনামিক।
  • English Word synopsis Bengali definition [সিনপ্‌সিস্] (noun) (plural synopses [সিনপ্‌সীজ্‌]) (বই, নাটক ইত্যাদির) সারাংশ বা রূপরেখা; সারপত্রক; চুম্বকsynoptic [সিনপ্‌টিক্] (adjective) সারাংশমূলক; সাংক্ষেপিক: The synoptic Gospels, ম্যাথিউ, মার্ক ও লুকবর্ণিত সুসমাচার (বিষয়বস্তু, বর্ণনাক্রম ইত্যাদি থেকে অনুরূপ)। synoptically [সিনপ্‌টিক্‌লি] (adverb) চুম্বকভাবে; সংক্ষিপ্তরূপে।
  • English Word syntax Bengali definition [সিন্‌ট্যাক্‌স্] (noun) [uncountable noun] (ব্যাকরণ) বাক্যপ্রকরণ; বাক্যরীতি; পদান্বয়; পদযোজনাsyntactic [সিনট্যাক্‌টিক্] (adjective) বাক্যরীতিগত; পদান্বয়ী; বাক্যিক। syntactically [সিন্‌ট্যাক্‌লি] (adverb) বাক্যরীতিগতভাবে; বাক্যরীতিতে; বাক্যিকভাবে।
  • English Word synthesis Bengali definition [সিন্‌থাসিস] (noun) (plural syntheses [সিন্‌থাসীজ্‌]) [countable noun, uncountable noun] সংশ্লেষ; সংশ্লেষণ: Produce rubber from petroleum by synthesis. synthesize, synthesise [সিন্‌থাসাইজ্‌] (verb transitive) সংশ্লেষণ পদ্ধতিতে উৎপাদন করা; সংশ্লেষ করা: synthesize diamonds /rubber.synthetic [সিন্‌থেটিক্] (adjective) (১) সংশ্লেষণের দ্বারা উৎপন্ন; সংশ্লেষী: synthesis rubber. (২) সংশ্লেষবিষয়ক; সংশ্লেষী; সংশ্লেষাত্মক: synthesis chemistry. (৩) (ভাষা) সমাসবদ্ধ পদবহুল; সংশ্লেষণাত্মক; সংশ্লিষ্ট: Sanskrit is a synthesis language. synthetically [সিন্‌থেটিক্‌লি] (adverb) সংশ্লেষণাত্মকভাবে। দ্রষ্টব্য analysis.
  • English Word syphilis Bengali definition [সিফিলিস্] (noun) [uncountable noun] সংক্রামক যৌনব্যাধিবিশেষ; উপদংশsyphilitic [সিফিলিটিক্] (adjective) উপদংশঘটিত; উপদংশ রোগাক্রান্ত। □ (noun) উপদংশে আক্রান্ত রোগী।
  • English Word syphon Bengali definition (noun)= siphon.
  • English Word syringa Bengali definition [সিরিঙ্‌গা] (noun) লাইলাক বর্গের তীব্র গন্ধযুক্ত সাদা পুষ্পপ্রসূ গুল্মবিশেষ; (লোকপ্রচলিত নাম mock-orange); উদ্ভিদতাত্ত্বিক নাম সিরিঙ্গা।
  • English Word syringe Bengali definition [সিরিন্‌জ্‌] (noun) পিচকারি; অন্তঃক্ষেপণী; সিরিঞ্জ: a hypodermic syringe; a garden syringe. □ (verb transitive) পিচকারি দিয়ে পরিষ্কার করা/তরল পদার্থ অন্তঃক্ষিপ্ত করা; পিচকারি মারা।
  • English Word syrup Bengali definition [সিরাপ] (noun) [uncountable noun] আখের রস থেকে কিংবা চিনি জলে জ্বাল দিয়ে তৈরি ঘন, সুমিষ্ট রস; সিরাপ: pineapple tinned in syrup; cough syrup; fruit syrup. syrupy (adjective) সিরাপ সম্বন্ধীয়; সিরাপি; (লাক্ষণিক, যেমন সংগীত) অত্যধিক মধুর: He braced himself for more syrup love sentiments.
  • English Word system Bengali definition [সিস্‌টাম্] (noun) (১) সুনিয়ত সম্বন্ধের মধ্যে একযোগে কর্মরত বস্তু বা অংশের সমষ্টি; সংস্থান; তন্ত্র; সংশ্রয়: The nervous system,. স্নায়ুতন্ত্র; railway system, রেলব্যবস্থা; Too much drinking has ruined his system, শরীর (-প্রকৃতি) নষ্ট করে দিয়েছে। get something out of one’s system (অনানুষ্ঠানিক) কোনোকিছু প্রকাশ করে মনের সুতীব্র অনুভূতি/আকাঙ্ক্ষা ইত্যাদি থেকে রেহাই দেওয়া; চিন্তামুক্ত হওয়া; অস্থিরতা থেকে মুক্তি পাওয়া: You’ll feel better when you’ve got it out of your system. (২) ভাব, তত্ত্ব, মূলসূত্র ইত্যাদির সুশৃঙ্খল সমবায়; সংশ্রয়; তন্ত্র; ব্যবস্থা; পদ্ধতি: a system of philosophy; a system of government; a good system of teaching languages; পূর্বগঠিত অংশসমূহের সমবায়ে নির্মিত বাড়ি/ভবন। (৩) [uncountable noun] শৃঙ্খলা; ক্রম: He works without any system. systematic [সিস্‌টাম্যাটিক্] (adjective) প্রণালিবদ্ধ; সাংশ্রয়িক; ক্রমানুসারী; সুশৃঙ্খল: a systematic attempt. systematically [সিস্‌টাম্যাটিক্‌লি] (adverb) প্রণালিবদ্ধভাবে; যথাক্রমে; ক্রমপরম্পরায়। systematize, systematise [সিসটামাটাইজ্‌] (verb transitive) প্রণালিবদ্ধ/সংশ্রয়ান্বিত করা। systematization, systemisation [সিসটামাটাইজেইশ্‌ন America(n) সিসটামাটিজেইশ্‌ন] (noun) প্রণালিবদ্ধকরণ; সংশ্রয়ীভবন; সংশ্রয়ান্বিতকরণ।
  • English Word systole Bengali definition [সিস্‌টালি] (noun) হৃৎপিণ্ডের সংকোচন; হৃৎসংকোচsystolic [সিস্‌টলিক্] (adjective) (হৃৎপিণ্ডের) সংকোচন সম্বন্ধীয়: systolic pressure, সংকোচন-চাপ।