Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word swollen Bengali definition [সোয়োলান্‌] swell -এর past participle, বিশেষত adjective রূপে: a swollen joint, ফোলা গ্রন্থি।
  • English Word swoon Bengali definition [সূঃন্‌] (পুরাতনী) (verb intransitive) মূর্ছিত হওয়া; মূর্ছা যাওয়া। □ (noun) মূর্ছা।
  • English Word swoop Bengali definition [সূঃপ] (verb intransitive), (verb transitive) (১) swoop (down) (on) ছোঁ মারা; ঝাঁপিয়ে পড়া: The falcon swooped down on the sparrow. (২) swoop something up থাবা/ছোঁ মেরে/ছিনিয়ে নেওয়া। □ (noun) ছোঁ; ছোবল; অবপাত। at one (fell) swoop এক ছোঁতে/ছোবলে; আকস্মিক ক্ষিপ্র আক্রমণে।
  • English Word swop Bengali definition [সোঅপ্‌] (অপিচ swap) (verb transitive), (verb intransitive) (swopped, swopping, swops) (কথ্য) অদলবদল/বদলাবদলি করা: swop foreign stamps; swop yearns, পরস্পর খোশগল্প করা। swop places with somebody পরস্পর আসন বদল করা। Don’t swop horses in mid-stream (প্রবাদ) পরিবর্তন প্রয়োজন হলে সংকটের আগেই করে ফেলা উচিত। □ (noun) অদলবদল; বদলাবদলি; বিনিময়।
  • English Word sword Bengali definition [সোড্‌] (noun) অসি; তরবারি; তলোয়ার; কৃপাণ; খড়গcross swords with somebody (লাক্ষণিক) বিবাদে লিপ্ত হওয়া; কারো সঙ্গে শক্তিপরীক্ষায় অবতীর্ণ হওয়া। draw/sheathe the sword (আলংকারিক অর্থ) যুদ্ধ শুরু/শেষ করা। put to the sword (আলংকারিক অর্থ) হত্যা করা। sword of Damocles (আনুষ্ঠানিক) যেকোনো সময়ে ঘটতে পারে এমন দুর্ঘটনা বা বিপদ: The possibility of dismissal hung over him likes sword of Damocles. sword-cane/-stick (noun) একটি ফাঁপা লাঠির মধ্যে লুক্কায়িত অসি; কূটাস্ত্র। sword-cut (noun) খড়গাঘাত; তরবারির আঘাত বা আঘাতজনিত দাগ। sword-dance (noun) অসিনৃত্য। swordfish (noun) অসির মতো দীর্ঘ উপরের চোয়ালবিশিষ্ট সামুদ্রিক মাছবিশেষ; তলোয়ার মাছ। sword-play (noun) [uncountable noun] অসিক্রীড়া; তলোয়ার খেলা; (লাক্ষণিক) কথার লড়াই; বাগ্‌যুদ্ধ। swordsman [সোড্‌জ্‌মান্‌] (noun) (plural swordmen) (সাধারণত (adjective(s)-সহ) অসিচালনায় সুদক্ষ ব্যক্তি; অসিবিদ; a good swordsman. swordmanship [সোড্‌মান্‌শিপ্‌] (noun) অসিচালননৈপুণ্য।
  • English Word swore, sworn, Bengali definition দ্রষ্টব্য swear.
  • English Word swot Bengali definition [সোঅট্] (verb intransitive), (verb transitive) (swotted, swotting, swots) (America(n) অপ্রচলিত) swot (for something) (পরীক্ষা ইত্যাদির জন্য) কঠোর পরিশ্রম করাswot something up কোনোকিছুর জন্য প্রাণান্তকর পরিশ্রম করা; ঝালিয়ে নেওয়া: swot up one’s algebra. □ (noun) (১) (পরীক্ষা ইত্যাদির জন্য) কঠোর পরিশ্রমী ব্যক্তি(২) শ্রমসাধ্য কাজ; গাধার খাটুনি: what a swot!
  • English Word swum Bengali definition [সোয়াম] swim- এর past participle
  • English Word swung Bengali definition [সোয়াঙ্] swing –এর past tense, past participle
  • English Word syberite Bengali definition [সিবারাইট্] (noun) আরামআয়েশ ও বিলাসিতায় মগ্ন ব্যক্তি; ভোগবিলাসী; ভোগাসক্ত; ভোগসর্বস্বsybaritic [সিবারিটিক] (adjective) বিলাসী; ভোগপরায়ণ; ভোগলালসাপূর্ণ; ভোগীসুলভ।
  • English Word sycamore Bengali definition [সিকামো(র্‌)] (noun) [countable noun] দামি কাঠের জন্য বিখ্যাত বড় গাছবিশেষ; চিনার
  • English Word sycophant Bengali definition [সিকাফ্যান্‌ট্‌] (noun) যে ব্যক্তি ক্ষমতাবান বা ধনী লোকদের তোষামোদ করে অনুগ্রহ পেতে তৎপর; মোসাহেবsycophancy [সিকাফ্যান্‌সি] (adjective) মোসাহেবি। sycophantic [সিকাফ্যান্‌টিক] (adjective) মোসাহেবি; মোসাহেবসুলভ; খোসামুদি।
  • English Word syllable Bengali definition [সিলাবল্] (noun) মুখের ভাষার ন্যূনতম ছান্দস একক; লিখিত ভাষার অনুরূপ একক; অক্ষর: ‘Syrup’ is a word of two syllables. -syllabled (adjective) -অক্ষরযুক্ত, -আক্ষরিক: ‘Symbol’ is a two-syllabled word, দ্ব্যক্ষর শব্দ। syllabary [সিল্যাবারি America(n) সিলাবেরি] (noun) [countable noun] (plural syllabaries) অক্ষরসূচক বর্ণের তালিকা (যেমন জাপানি ভাষায়); অক্ষরমালা।
  • English Word syllabus Bengali definition [সিলাবাস] (noun) (plural 'syllabuses' [সিলাবাসিজ্‌] অথবা 'syllabi' [সিলাবাই]) পাঠক্রমের রূপরেখা বা সংক্ষিপ্তসার; পাঠ্যসূচি
  • English Word syllogism Bengali definition [সিলাজিজাম্] (noun) [countable noun] দুটি বিবৃতি থেকে সিদ্ধান্ত-অনুমান (যেমন All men are mortal; Socrates is a man; therefore, Socrates is mortal); ন্যায়। দ্রষ্টব্য premise (২). syllogistic [সিলাজিস্টিক্] (adjective) ন্যায়রূপ; নৈয়ায়িক।
  • English Word sylph Bengali definition [সিল্‌ফ্‌] (noun) কল্পিত, বায়ুচর দেবযোনিবিশেষ (তুলনীয় nymph. অপ্সরা: এরা জলচর); বিদ্যাধরী; পরী; সুতরাং তন্বঙ্গী, বরাঙ্গনাsylphlike (adjective) বিদ্যাধরীতুল্য; তন্বী।
  • English Word sylvan, silvan Bengali definition [সিল্‌ভান] (adjective) আরণ্য; আরণ্যক; বন্য; বনজ; অরণ্যক
  • English Word symbiosis Bengali definition [সিম্‌বিউসিস্] (noun) [uncountable noun] (জীববিদ্যা) বিভিন্ন জীবের সামঞ্জস্যপূর্ণ সংসর্গ; অন্যোন্যজীবিত্ব; মিথোজীবিতা
  • English Word symbol Bengali definition [সিম্‌ব্‌ল্‌] (noun) [countable noun] প্রতীক; লক্ষণ; চিহ্ন; সংকেত: mathematical symbols; phonetic symbols. symbolic [সিমবলিক্], symbolical [সিম্‌ব্‌ক্‌ল্] (adjective(s) প্রতীকী। symbolically [সিম্‌ব্‌ক্‌লি] (adverb) প্রতীকের মাধ্যমে/সাহায্যে; প্রতীকীরূপে। symbolize, symbolise [সিম্‌বালাইজ্‌] (verb transitive) প্রতীকস্বরূপ হওয়া; প্রতীকায়িত করা। symbolization, symbolisation [সিম্বালাইজেইশ্‌ন্ America(n) সিম্‌ব্‌লিজেইশ্‌ন্‌] (noun) প্রতীকায়ন। symbolism [সিম্বালিজাম্] (noun) (১) [uncountable noun] প্রতীকের সাহায্যে ভাবের রূপায়ণ; বাস্তববাদবিরোধী শিল্প ও সাহিত্য আন্দোলনবিশেষ (১৯ শতক); প্রতীকীত্ব; প্রতীকবাদ(২) [countable noun] একটি বিশেষ ভাবগুচ্ছকে রূপায়িত করার জন্য ব্যবহৃত প্রতীকসমষ্টি; প্রতীকীত্ব; প্রতীকের ব্যবহার
  • English Word symmetry Bengali definition [সিমাট্রি] (noun) [uncountable noun] বিভিন্ন অংশের যথাযথ অনুবন্ধন; বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য বা ভারসাম্য; প্রতিসাম্য: The building lacks symmetry. symmetric [সিমেট্রিক], symmetryal [সিমেট্রিকল] (adjective(s) প্রতিসম; সম্মিতরূপ; শুদ্ধরূপ। symmetrycally [সিমেট্রিক্লি] (adverb) প্রতিসমরূপে; সম্মিতরূপে।
  • English Word sympathetic Bengali definition [সিম্‌পাথেটিক] (adjective) সহানুভূতিশীল; সমদুঃখী; সমব্যথী; সমবেদী; দরদি; সহানুভূতিপূর্ণ; সমবেদনাপূর্ণ; সহানুভূতিজনিত: sympathetic looks/words ; a sympathetic face /heart; a sympathetic audience; be/feel sympathetic towards somebody; sympathetic fever, তাড়সের জ্বর। sympathetic strike (noun) অন্য ধর্মঘটি শ্রমিকদের প্রতি নিছক সহানুভূতি জ্ঞাপনের উদ্দেশ্যে শ্রমিকধর্মঘট; সহানুভূতিজনিত ধর্মঘট। sympathetic nervous system সমবেদী স্নায়ুতন্ত্র। sympathetically [সিম্‌পাথেটিক্‌লি] (adverb) সহানুভূতির সঙ্গে; সহানুভূতিপূর্ণভাবে।
  • English Word sympathize, sympathise Bengali definition [সিম্‌পাথাইজ্‌] (verb intransitive) sympathize (with) সহানুভূতি/সমবেদনা বোধ বা প্রকাশ করা; সহানুভূতিশীল হওয়া: sympathize with somebody in his affictions. His father does not sympathize with his intention to study abroad, সমর্থন করেন না। sympathizer (noun) দরদি; সমর্থক; সমব্যথী।
  • English Word sympathy Bengali definition [সিম্‌পাথি] (noun) (plural sympathies) (১) [uncountable noun] সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা: send a letter of sympathy; feel sympathy for somebody. in sympathy with একমত (হয়ে); সহানুভূতিবশত: They are not in sympathy with your suggestion. (২) (কয়েকটি ক্ষেত্রে plural): a man of wide sympathies, মহানুভব/বিশালহৃদয় ব্যক্তি: His sympathies are with the striking workers.
  • English Word symphony Bengali definition [সিম্‌ফানি্] (noun) [countable noun] (plural symphonies) (সাধারণত খুব বড়) অর্কেস্ট্রার উপযোগী সাধারণত তিন বা চার অংশে ( এই অংশগুলোর নাম 'movement' বা তরঙ্গ) বিভক্ত (দীর্ঘ ও বড় মাপের) সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনিsymphonic [সিম্‌ফনিক্] (adjective) ঐকতান সংগীত সম্বন্ধীয়।
  • English Word symposium Bengali definition [সিম্‌পোজিআম্‌] (noun) (১) (plural 'symposiums' বা 'symposiumsia' [সিম্‌পোজিআ]) কোনো একটি বিষয় বা সমস্যা নিয়ে বিভিন্ন জনের লিখিত প্রবন্ধ ইত্যাদির সংকলন; আলোচনা সংগ্রহ(২) কোনো একটি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আহূত সভা; আলোচনাসভা
  • English Word symptom Bengali definition [সিম্‌প্‌টাম্] (noun) (১) রোগলক্ষণ; লক্ষণ; অভিলক্ষণ(২) কোনোকিছুর অস্তিত্বের চিহ্ন; অভিলক্ষণ; পূর্বলক্ষণ; আলামত: symptoms of discontent. symptomatic [সিম্‌প্‌টম্যাটিক্] (adjective) অভিলাক্ষণিক; লক্ষণাত্মক: His wheezing breathing is symptomatic of asthma or bronchitis. symptomatically [সিম্‌প্‌টাম্‌কলি] (adverb) অভিলাক্ষণিকভাবে।
  • English Word synaesthesia Bengali definition [সিনিস্‌থীজিআ] (noun) শরীরের এক অংশকে উদ্দীপিত করে অন্য অংশে চেতনা সৃষ্টি; এক ইন্দ্রিয়ের উদ্দীপনার সাহায্যে অন্য ইন্দ্রিয়সম্পৃক্ত চিত্তসংস্কার উৎপাদন; সংচেতনাsynaesthetic [সিনিস্‌থেটিক্] (adjective) সাংচেতনিক।
  • English Word synagogue Bengali definition [সিনাগগ্‌] (noun) [countable noun] ইহুদিদের ধর্মসভা বা ধর্মমন্দির; সিনাগগ
  • English Word synchronic Bengali definition [সিঙক্রানিক্] (adjective) একই কালে বর্তমান বা ঘটিত; সংকালিকsynchronism [সিঙক্রানিজাম্‌] (noun) সংকালিকতা; সমলয়।
  • English Word synchronize, synchronise Bengali definition [সিঙ্‌ক্রানাইজ্] (verb transitive), (verb intransitive) একই সময়ে ঘটা বা ঘটানো; সমকালীন বা যৌগপদিক হওয়া; একই সময় বা গতির অনুবর্তী করা; (চলচ্চিত্রে) সংলাপ বা অন্য শব্দ সমসংকালিক সংগতরূপে যুক্ত করা; এককালবর্তী করা বা হওয়া: synchronize the sound-track of a film with movements seen; synchronize all the clocks in a building. synchronization, synchronisation [সিঙ্‌ক্রানাইজেইশ্‌ন্‌ America(n) সিঙ্‌ক্রানিজেইশ্‌ন্‌] (noun) এককালবর্তীকরণ।