Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word fence 1 Bengali definition [ফেন্‌স্‌] [noun] [countable noun] বেড়াcome down on one side or other of the fence নির্দিষ্টভাবে প্রতিদ্বন্দ্বী পক্ষদ্বয়ের কোনো একটিকে সমর্থন করা। come down on the right side of the fence বিজয়ীপক্ষে যোগদান করা। mend one’s fences যে ব্যক্তিকে অসন্তুষ্ট করা হয়েছে তার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা স্থাপন করা বা বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করা। sit/be on the fence কোনো পক্ষ অবলম্বন না-করে সুবিধালাভের উদ্দেশ্যে পরিস্থিতি লক্ষ করা। fence-sitter (noun) পরিস্থিতি পর্যবেক্ষণকারী। fence-sitting পরিস্থিতি পর্যবেক্ষণ। (verb transitive) বেড়া দেওয়া; সুরক্ষিত করা। fencing [ফেন্‌সিঙ্] [noun] [uncountable noun] বেড়া নির্মাণের উপাদান; বেড়া নির্মাণ।
  • English Word fence 2 Bengali definition [ফেন্‌স্‌] (verb intransitive) অসিক্রীড়া অভ্যাস করা; (লাক্ষণিক) কোনো প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যাওয়া: fence with a question. fencer (noun) অসিক্রীড়া অভ্যাসকারী ব্যক্তি, অসিক্রীড়াবিদ। fencing [noun] [uncountable noun] অসিক্রীড়া কৌশল; অসিক্রীড়া।
  • English Word fence 3 Bengali definition [ফেন্‌স্‌] (noun) (অপশব্দ) চোরাইমাল গ্রহণকারী; চোরাইমাল গ্রহণস্থল
  • English Word fend Bengali definition [ফেন্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (১) fend off আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়েতোলা: fend off a blow. (২) fend for oneself নিজেই নিজের ভরণপোষণ ও দেখাশুনা করা: He had to fend for himself, since he lost his parents at an early age.
  • English Word fender Bengali definition [ফেন্‌ডা(র্‌)] (noun) (১) ছাই, কয়লা ইত্যাদি যাতে উপচে না-পড়ে সেজন্য উনুনের চারপাশের ধাতব ঘেরবিশেষ(২) সংঘর্ষকালে ক্ষতির মাত্রা কমাতে কোনো যানবাহনের সম্মুখস্থ মজবুত ডাণ্ডাবিশেষ(৩) অন্য কোনো জাহাজের সঙ্গে ধাক্কা এড়াতে জাহাজের পার্শ্বদেশে রাখা দড়িদড়ার গুচ্ছ(৪) (America(n))= wing দ্রষ্টব্য wing (২).
  • English Word fenian Bengali definition [ফেনিআন্‌] (noun) রাজতন্ত্র উচ্ছেদে গঠিত আইরিশ বিপ্লবীবাহিনীর সদস্য (adjective) আইরিশ বিপ্লবীসংক্রান্ত।
  • English Word fennel Bengali definition [ফেন্‌ল্‌ (noun) [uncountable noun] সুগন্ধিযুক্ত ও রুচিকর করতে (বিশেষত রান্নার) ব্যবহৃত হলুদ ফুলের এক ধরনের সবজি
  • English Word feral Bengali definition [ফিআরআল্] (adjective) বন্য; পোষ মানানো যায়নি এমন; মারাত্মক; পাশবিক
  • English Word ferment 1 Bengali definition [ফামেন্ট্] (noun) (১) [countable noun] এমন কোনো পদার্থ, বিশেষত খাম্বিরা, যা অন্যান্য পদার্থকে গাঁজিয়ে তুলতে সাহায্য করে(২) in a ferment (লাক্ষণিক) সামাজিক, রাজনৈতিক উত্তেজনা ও আন্দোলনের অবস্থা
  • English Word ferment 2 Bengali definition [ফামেন্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) গাঁজিয়ে তোলা (জীবাণুঘটিত রাসায়নিক পরিবর্তনের কারণে): Fruit juices ferment if they are kept a long time. (২) (লাক্ষণিক) সক্রিয় করা; উত্তেজিত করা
  • English Word fermentation Bengali definition [ফামেনটেইশ্‌ন্‌] [noun] [uncountable noun] (লাক্ষণিক) উত্তেজনা ও অস্থিরতা
  • English Word fermium Bengali definition [ফামিআম্] [noun] [uncountable noun] প্লুটোনিয়াম থেকে কৃত্রিম উপায়ে তৈরি উপাদান বিশেষ (সংকেত Fm)।
  • English Word fern Bengali definition [ফান্] [noun] [countable noun] ফার্নগাছferny (adjective)
  • English Word ferocious Bengali definition [ফারউশাস্‌] (adjective) হিংস্র; নিষ্ঠুর; বর্বর; দুর্দান্তferociously (adverb)
  • English Word ferocity Bengali definition [ফারসাটি] [noun] [uncountable noun] হিংস্রতা; বর্বরোচিত; নিষ্ঠুরতা। [countable noun] (plural ferocities) হিংস্রতামূলক নিষ্ঠুর কর্ম।
  • English Word ferret Bengali definition [ফেরিট] (noun) (১) নকুলজাতীয় সাদা রঙের প্রাণিবিশেষ(২) সুতা বা রেশমের তৈরি সরু ফিতা (verb transitive), (verb intransitive) ferret something out; ferret about (for something) খুঁজে বের করা; খোঁজা।
  • English Word ferroconcrete Bengali definition [ফেরাউকংক্রীট্‌] [noun] [uncountable noun] লোহার কাঠামোসহ কংক্রিট
  • English Word ferrous Bengali definition [ফেরাস্] (adjective) লৌহঘটিত: ferrous chloride (FeCl2)
  • English Word ferrule Bengali definition [ফেরাল] (noun) (১) দণ্ড; নল; টিউব ইত্যাদির মাথায় ধাতুনির্মিত আংটা বা বন্ধনী(২) শাস্তি প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত বেত বা লাঠি
  • English Word ferry Bengali definition [ফেরি] (noun) (plural ferries) [countable noun] খেয়াতরি; খেয়াপথ; খেয়াঘাট (verb transitive), (verb intransitive) খেয়া পার করা বা হওয়া। ferry-boat (noun) খেয়া নৌকা। ferry-man (plural ferry-men) খেয়া মাঝি।
  • English Word fertile Bengali definition [ফাটাইল্ America(n) ফাট্‌ল্] (adjective) (১) উর্বর: fertile fields/soil. (২) ফলপ্রসূ; ফলনশীল: fertile seeds/eggs. দ্রষ্টব্য sterile. fertility [ফাটিলাটি] (noun) [uncountable noun] উর্বরতা।
  • English Word fertilize, fertilise Bengali definition [ফাটালাইজ্] (verb transitive) (১) উর্বর বা ফলনশীল করা: fertilize the soil (সার ইত্যাদির সাহায্যে)। (২) গর্ভবতী করা(৩) সমৃদ্ধ করাfertilizer, fertiliser [ফাটালাইজা(র্)] [noun] [uncountable noun] রাসায়নিক সার; কৃত্রিম সার; [countable noun] অনুরূপ দ্রব্য। fertilization, fertilisation [ফাটালাইজেইশ্‌ন্‌] [noun] [uncountable noun] সার প্রদান; উর্বরকরণ।
  • English Word fervent Bengali definition [ফাভানট্] (adjective) (১) গরম; তৃপ্ত; গনগনে(২) ঐকান্তিক; হৃদয়ের উত্তাপ আছে এমন: fervent love/hatred; a fervent lover/admirer. fervently (adverb) fervency [ফাভানসি্‌] (noun)
  • English Word fervid Bengali definition [ফাভিড] (adjective) উদ্দীপ্ত; ঐকান্তিক: a fervid orator. fervidly (adverb)
  • English Word fervour Bengali definition [ফাভা(র্] [noun] [uncountable noun] অনুভূতির উত্তাপ বা শক্তিমত্তা; ঐকান্তিকতা
  • English Word festal Bengali definition [ফেসট্‌ল্] (adjective) (১) উৎসবসংক্রান্ত; উৎসবমুখর: a festal occasion; festal music. (২) হাসিখুশি; প্রফুল্ল(৩) ছুটিসংক্রান্ত
  • English Word fester Bengali definition [ফেস্‌টা(র)] (verb intransitive) (১) (কাটা ঘা বা ক্ষতসংক্রান্ত) পুঁজপূর্ণ করানো; পচা; পচানো: Keep the cut out of dirt, otherwise it will fester. (২) (লাক্ষণিক) মনের ভিতর বিষবৎ কাজ করা; সম্পর্কাদি তিক্ত করা; The insult festered ill his mind.
  • English Word festival Bengali definition [ফেস্‌টিভ্‌ল্‌] (noun) (১) আনন্দময় দিন বা ঋতু; পর্ব; উৎসব; সামাজিক আমোদ-প্রমোদ: Eid is a religious festival. (২) বিভিন্ন সময়ে (বছরে সাধারণত একবার) অনুষ্ঠিত অনুষ্ঠানমালা (সংগীত, নাচ, গান ইত্যাদিসহ): a jazz festival. (৩) (attributive(ly)) উৎসবমুখর; উৎসব বা উৎসবদিবসসংক্রান্ত; ভোজসংক্রান্ত
  • English Word festive Bengali definition [ফেস্‌টিভ্] (adjective) উৎসবসংক্রান্ত; পর্বসংক্রান্ত; উৎসবমুখর; ভোজসংক্রান্ত; আনন্দঘন: a festive season, যথা ঈদ, ক্রিসমাস ইত্যাদি; the festive board, যে টেবিলে ভোজের খাবারাদি সাজানো হয়।
  • English Word festivity Bengali definition [ফাসটিভাটি] (noun) (festivities) (১) [uncountable noun] আনন্দ-উল্লাস; আমোদপ্রমোদ(২) (plural) আনন্দঘন ঘটনা: wedding festivities.