Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word fiend Bengali definition [ফীন্‌ড্‌] (noun) শয়তান; অতি দুষ্ট বা নিষ্ঠুর ব্যক্তি; কোনো কিছুতেই আসক্ত ব্যক্তি: a drug fiend; a fresh air fiend. fiendish [ফীন্‌ড্‌ইশ্‌] (adjective) বর্বর ও নিষ্ঠুর। fiendishly (adverb)
  • English Word fierce Bengali definition [ফিআস্‌] (adjective) (fiercer, fiercest) (১) হিংস্র ও রাগী: fierce dogs/wind; have a fierce look on one’s face. (২) (উত্তাপ, ইচ্ছা) তীব্র প্রচণ্ড: fierce hatred. fiercely (adverb) fierceness (noun)
  • English Word fiery Bengali definition [ফাইআরি] (adjective) (১) অগ্নিময়; শিখায়িত; অগ্নিগর্ভ; আগুনের মতো গরম: a fiery sky. (২) (ব্যক্তি, ব্যক্তির আচরণ ইত্যাদি) খিটখিটে; একটুতেই উত্তেজিত: a fiery temper. fierily [ফাইআলি] (adverb) fieriness (noun)
  • English Word fiesta Bengali definition [ফিএস্‌টা] (noun) (স্পেনীয়) ধর্মীয় উৎসব; ছুটির দিন, উৎসব; পর্ব
  • English Word fife Bengali definition [ফাইফ্] (noun) ক্ষুদ্র বাঁশিবিশেষ (সামরিক বাদ্যের সঙ্গে ব্যবহৃত): a drum and fife band.
  • English Word fifteen Bengali definition [ফিফ্‌টীন্‌] (noun), (adjective) পনেরো, দ্রষ্টব্য পরি. (৪); রাগবি খেলোয়াড়দের দলfifteenth [ফিফটীন্‌থ] (noun), (adjective) পঞ্চদশ।
  • English Word fifth Bengali definition [ফিফ্‌থ] (noun), (adjective) পঞ্চম; দ্রষ্টব্য পরি. (৪)। fifth column (noun) শত্রুর সঙ্গে গোপনে সহযোগিতাকারী দেশদ্রোহী দল বা বাহিনী। fifthly (adverb) in the fifthly place.
  • English Word fifty Bengali definition [ফিফ্‌টি] (noun) (fifties) (adjective) পঞ্চাশ। দ্রষ্টব্য পরি. (৪) the fifties ৫০- ৫৯go fifty-fifty (with); be on a fifty basis (with) সমান অংশ পাওয়া। a fifty-fifty chance সমান সম্ভাবনা। fiftieth [ফিফটিআথ্‌] (noun), (adjective) দ্রষ্টব্য পরি(৪)।
  • English Word fig Bengali definition [ফিগ্] (noun) ডুমুর গাছ বা ফলnot care/give a fig (for) মোটেও গ্রাহ্য না-করা; মূল্যহীন ও গুরুত্বহীন বিবেচনা করা। fig-leaf (আদম ও হাওয়ার গল্পে উল্লিখিত) প্রাচীন চিত্র, মূর্তি প্রভৃতিতে যৌনাঙ্গ ঢেকে রাখার সনাতন পন্থা।
  • English Word fight 1 Bengali definition [ফাইট্‌] (noun) (১) [countable noun] যুদ্ধ; লড়াইput up a good/poor fight সাহস ও সংকল্পের সঙ্গে/সাহসহীন ও সংকল্পহীনভাবে যুদ্ধ করা। a free fight, দ্রষ্টব্য free 1 (৩). a stand up fight, দ্রষ্টব্য stand 2 (১১). (২) [uncountable noun] যুদ্ধ করার ক্ষমতা, সাহস, ইচ্ছা ইত্যাদিAs soon as the guerilla leader surrender, all the fight seemed to have taken out from his followers. show fight যুদ্ধ করার প্রস্তুতি প্রদর্শন।
  • English Word fight 2 Bengali definition [ফাইট্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle fought) [ফোট্] (১) যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা: to fight poverty. The dogs were fighting over a bone. The people of Bangladesh fought for their independence. fight to a finish সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ করা। fight shy of দূরে দূরে থাকা; জড়িত হয়ে না-পড়া। (২) দ্বন্দ্বে প্রবৃত্ত হওয়া: fight a battle/duel/an election. (৩) fight something down হারিয়ে দেওয়া; জয় করা। fight down a feeling of repugnance. fight somebody/something off দূর করা, তাড়িয়ে দেওয়া: He fought off a cold by taking medicine. fight ones way forward/out (of) যুদ্ধ করতে করতে এগিয়ে যাওয়া। fight it out নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া, শেষ পর্যন্ত সংগ্রাম করা: The captain fought his ship well. fighter (noun) যোদ্ধা; শত্রুর বোমারু বিমানকে ঘায়েল করার জন্য পাঠানো যুদ্ধবিমান: jet-fighter, (attributive(ly)) a fighter pilot. fighting [noun] [uncountable noun] street fighting. a fighting chance আপ্রাণ চেষ্টা করলে শেষ পর্যন্ত যে সাফল্য লাভ করা যেতে পারে। fighting cock (noun) লড়াকু মোরগ; ঝগড়াটে লোক; নাছোড়বান্দা।
  • English Word figment Bengali definition [ফিগমন্ট্‌] [noun] [countable noun] কল্পিত বা আবিষ্কৃত কিছু: figments of the imagination.
  • English Word figurative Bengali definition [ফিগ্যারাটিভ] (adjective) (শব্দ ও ভাষাসম্পর্কিত) আলংকারিক; আক্ষরিত অর্থে নয় বরং অন্য অর্থে (কল্পনাশ্রিত অর্থে) [যথা fiery শব্দের অর্থ ‘অগ্নিময়’ না-বুঝিয়ে ‘খিটেখিটে’ বোঝানো]। figuratively (adverb)
  • English Word figure Bengali definition [ফিগা(র্‌)] America(n) [ফিগ্যার্‌] (noun) (১) সংখ্যা; রাশি; অঙ্ক; (বিশেষত ০ থেকে ৯ পর্যন্ত); মূল্য: He bought his new car at a low figure. double figures০ থেকে ৯৯ পর্যন্ত যেকোনো সংখ্যা(২) (plural) পাটিগণিত: He is very good at figures. (৩) নকশা; উদাহরণ; চিত্র; জ্যামিতিক চিহ্ন বা চিত্র: The teacher drew a number of geometrical figures on the black board. (৪) মানবমূর্তি; প্রতিমা; আকার; প্রাণিমূর্তি; খোদাইকৃত মূর্তি; অঙ্কিত চেহারাfigurehead (noun) (ক) জাহাজ ইত্যাদির অগ্রভাগে শোভাবর্ধক হিসেবে স্থাপিত মূর্তি বা প্রতিমা। (খ) বিশাল ব্যক্তিত্ব (যে ব্যক্তির বেশ উঁচুতে অবস্থান, কিন্তু বা স্তর ক্ষমতা তেমন কিছু নেই)। (৫) মানব-আকৃতি, বিশেষত চেহারা: He keeps a good figure even in her fifties. You are a figure of distress. cut a fine/ poor/sorry, etc figure সুন্দরভাবে/নিঃস্বভাবে/ বেদনাহতভাবে আবির্ভূত হওয়া। (৬) কোনো ব্যক্তি, বিশেষত তার চরিত্র বা তার প্রভাব: figures like the Hitlers always determine a nation’s fate in a negative way. (৭) figure of speech বাক্যালংকার; উপমা, উৎপ্রেক্ষা ইত্যাদি (verb intransitive), (verb transitive) (১) কল্পনা করা; মনের চোখ দিয়ে দেখা: figure something to oneself. (২) figure (in) আবির্ভূত হওয়া; অংশ হয়ে দেখা দেওয়া: প্রধান হয়ে ওঠা: He figures in all the books of the subject. (৩) figure something/somebody out কোনো বিষয় পূর্ণভাবে না-বোঝা পর্যন্ত চিন্তা করা; গভীর চিন্তায় সমাধান নির্ণয় করা; খুঁজে বের করা: It’s really hard to figure him out in the crowd. (৪) figure (on) (America(n)) ভরসা করা; হিসাবে ধরা; সিদ্ধান্তে পৌঁছাfigured (that) he was honest. figured (adjective) অলংকৃত a figured glass window, যে জানালার কাচে বিবিধ নকশা অঙ্কিত আছে।
  • English Word filament Bengali definition [ফিলামানট্] [noun] [countable noun] খুব সরু সুতার ন্যায় জিনিস (যেমন বৈদ্যুতিক বাল্‌বের ভিতরে থাকে); সূত্র; আঁশ
  • English Word filbert Bengali definition [ফিলবাট্] (noun) [countable noun] কৃষিজাত hazel বৃক্ষের বাদাম।
  • English Word filch Bengali definition [ফিলচ্] (verb transitive) চুরি; ছিঁচকে চুরি করা
  • English Word file 1 Bengali definition [ফাইল্] (noun) কাঠ, লোহা বা সেই ধরনের কঠিন বস্তু মসৃণ করা বা কাটার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ, উখা (verb transitive) উখা দিয়ে কাটা বা মসৃণ করা ইত্যাদি। file ones finger-nails, হাতের নখ কেটে মসৃণ করা: file an iron rod in two, একটি লৌহদণ্ড কেটে দুভাগ করা। fillings [ফাইলিঙস্] (noun) (plural)
  • English Word file 2 Bengali definition [ফাইল্‌] [noun] [countable noun] কাগজপত্র গেঁথে বা সাজিয়ে রাখতে তার বাক্সখাতা বা অন্য কোনো অনুরূপ বস্তু; নথি; ফাইল: Please keep this letter in the relevant file. on file ফাইলের মধ্যে। (verb transitive) ফাইলে বা নথিতে রাখা; লিপিবদ্ধ করা: Have you filed your application? a filling clerk যে করণিক ফাইল রক্ষণাবেক্ষণ করে বা ফাইলের দায়িত্বে আছে।
  • English Word file 3 Bengali definition [ফাইল্‌] (noun) একজনের পেছনে আরেকজন সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থা; মানবসারি; (সামরিক) সামনের সারির ঠিক পেছনে দাঁড়ানো অন্য সৈনিক। (in) single file; (in) Indian file এক সারিতে; একজনের পেছনে আরেকজন। the rank and file যেসব সৈনিক অফিসার নন; (আলংকারিক অর্থ) সাধারণ; অপরিচিত ব্যক্তি। (verb intransitive) সারিবদ্ধভাবে বা এক লাইনে এগিয়ে যাওয়া: The men filed in/out; যারা লাইনে ঢুকলেন/লাইন থেকে বেরিয়ে এলেন।
  • English Word filial Bengali definition [ফিলিয়াল্] (adjective) সন্তানসংক্রান্ত বা সন্তানোচিত: filial duty/piety.
  • English Word filibuster Bengali definition [ফিলিবাস্‌টা(র্‌)] (noun) (১) যে ব্যক্তি সংসদ বা কোনো সভায় দীর্ঘ বক্তৃতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন ঘটায়(২) অনুরূপ দীর্ঘ বক্তৃতা(৩) দস্যুবৃত্তিধারী সৈনিক বা নাবিক। □ (verb intransitive) (১) সভার কাজে বিঘ্ন ঘটানো; সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া(২) বিনা অধিকারে যুদ্ধ বাধানো
  • English Word filigree Bengali definition [ফিলিগ্রী] [noun] [uncountable noun] সোনা ও কপার ঝালরের কারুকার্যবিশেষ; (attributive(ly)) a filigree brooch; filigree earings.
  • English Word filings Bengali definition [ফাইলিংজ্‌] (filings) দ্রষ্টব্য file 1.
  • English Word fill 1 Bengali definition [ফিল্] (noun) (১) [uncountable noun] পরিপূর্ণ সরবরাহ; পূর্ণ পরিমাণ; যে পরিমাণ দ্বারা পরিপূর্ণ বা পরিতৃপ্ত হওয়া যায়: eat/drink one’s fill. have one’s fill (of something) (কথ্য) যতটুকু বহনযোগ্য ততটুকু নেওয়া। (২) [countable noun] পূর্ণ করার পক্ষে যথেষ্ট: Mr. Rafiq is having a fill of tobacco in his pipe. filling (noun) [countable noun] ভরা; ভরাটকরণ ( একটার ভেতর আরেকটা কিছু দিয়ে): a filling in a tooth.
  • English Word fill 2 Bengali definition [ফিল্] (verb transitive), (verb intransitive) (১) fill (with) পূরণ করা; পূর্ণ হওয়া; প্রাপ্ত সবটুকু স্থান অধিকার করা: The tank is filled with water. Tears filled her eyes. The auditorium soon filled. I filled the saucepan and put it on the oven. fill in যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে পূর্ণ করা: Please fill in your application with all the necessary particulars. fill in an outline বিস্তারিত তথ্য যুক্ত করা। fill out (ক) স্ফীত করা বা হওয়া (যথোচিত মাত্রায়): His checks began to fill out. (খ) বিশেষত (America(n)): fill in. fill up সম্পূর্ণ পূর্ণ করা বা হওয়া; শূন্যস্থান পূর্ণ করা বা হওয়া: The channel of the river is filled up with mud and sand. filling station (noun) যেখানে গাড়িচালকদের কাছে পেট্রল, তেল ইত্যাদি বিক্রি করা হয়; পেট্রল পাম্প। (তুলনীয় service station যেখানে মোটরগাড়ি মেরামত করা হয়)। (২) কাউকে বিশেষ পদে বা অবস্থানে বসানো (বিশেষত শূন্যপদে) : The vacancy has already been filled. fill somebody’s shoes কারো জায়গায় অন্য কারো নিযুক্তি এবং নিযুক্ত ব্যক্তি প্রথমোক্ত ব্যক্তির সমকক্ষ হওয়া: Munier Chowdhury was a wonderful teacher, it is really difficult to find somebody to fill his shoes. fill the bill (কথ্য) চাহিদা পূরণ করা; প্রত্যাশা পূর্ণ করা: These new machines really fill the bill.
  • English Word fillet Bengali definition [ফিলিট্‌] (noun) (১) (মাথায় জড়ানো বা চুল বাঁধার) দড়ি বা ফিতা (অলংকার)। (২) মাছের কাঁটাহীন বা মাংসের হাড়বিহীন টুকরা। □ (verb transitive) (মাছ ইত্যাদি) টুকরা করে কাটা: filleted piece.
  • English Word fillip Bengali definition [ফিলিপ্‌] [noun] [countable noun] আঙুলের দ্বারা সৃষ্ট টোকা বা টুসকি (দ্রুতলয়ে); (আলংকারিক অর্থ) উৎসাহ/প্রেরণা: Advertisement companies often give a fillip to sales.
  • English Word filly Bengali definition [ফিলি] (noun) (fillies) বাচ্চা ঘোটকী, দ্রষ্টব্য colt 1 ; (আলংকারিক অর্থ) চঞ্চলা স্বাস্থ্যবতী বালিকা বা ছুকরি
  • English Word film 1 Bengali definition [ফিল্‌ম্‌] [noun] [countable noun] পাতলা চামড়া; ছাল; ঝিল্লি; হালকা আবরণী: a film of oil on water. (২) [countable noun, uncountable noun] আলোকচিত্র গ্রহণের ফিল্ম: a roll (America(n) = spool) of film. film stock চলচ্চিত্রের যে ফিল্মে এখনো আলোকচিত্র গ্রহণ করা হয়নি। filmstrip একটা লম্বা ফিল্ম যার মধ্যে অনেকগুলো আলোকচিত্র গ্রহণ করা হয়েছে (চলচ্চিত্রের ক্ষেত্রে নয়)। (৩) [countable noun] বায়স্কোপ; চলচ্চিত্রthe films চলচ্চিত্র। film test সিনেমায় অভিনয়েচ্ছুদের জন্য আলোকচিত্র পরীক্ষা (অর্থাৎ আলোকচিত্র গ্রহণের পর তাদের চেহারা, অভিনয় ইত্যাদির উপযুক্ততা পরীক্ষা)। film-star সিনেমার বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী। filmy (adjective) (filmier, filmiest) film (১) এর মতো; filmy clouds.