s পৃষ্ঠা ১০
- English Word scissors Bengali definition [সিজাজ্] (noun) (plural) (pair of) scissors কাঁচি। scissors and paste (নিবন্ধ, বইপত্র ইত্যাদি) অন্যদের লেখার অংশবিশেষ নিয়ে সংকলিত; জোড়াতালি।
- English Word sclerosis Bengali definition [স্ক্লারোউসিস্] (noun) [uncountable noun] রুগ্ণাবস্থাবিশেষ, যাতে (ধমনি প্রভৃতির দেওয়ালের) নরম কলা কাঠিন্যপ্রাপ্ত হয়; কঠিনীভবন, কাঠিন্য। sclerotic [স্ক্লারোউটিক্] (adjective) কঠিনীভূত; ধমনির কঠিনীভবনে আক্রান্ত।
- English Word scoff 1 Bengali definition [স্কফ্ America(n) স্কোপ্] (verb transitive) scoff (at) অবজ্ঞাভরে কথা বলা; উপহাস/অবজ্ঞা/তাচ্ছিল্য: scoff at dangers; scoff at religion. □ (noun) (১) উপহার; তাচ্ছিল্য; তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য। (২) উপহাসের পাত্র। scoffer (noun) উপহাসকারী। scofingly (adverb) অবজ্ঞাভরে; তাচ্ছিল্যভরে।
- English Word scoff 2 Bengali definition [স্কফ্ America(n) স্কোফ্] (verb transitive) (অপশব্দ) (গোগ্রাসে) গেলা। □ (noun) (১) উদরপূর্তি; গিলন: have a good scoff. (২) [uncountable noun] (অপশব্দ) খাবারদাবার।
- English Word scold Bengali definition [স্কোউল্ড্] (verb transitive), (verb intransitive) scold (somebody) (for something) তীব্র ভাষায় তিরস্কার করা; খিস্তিখেউড় করা; খিটিমিটি/খিচিমিচি করা। □ (noun) যে ব্যক্তি খিস্তিখেউড় করে; ভর্ৎসনাকারী। scolding (noun) [countable noun] খিস্তিখেউড়; খিটিমিটি; খিচিমিচি; কঠোর ভর্ৎসনা; বকুনি: give somebody/get a scolding for making a mistake.
- English Word sconce 1 Bengali definition [স্কন্স্] (noun) হাতলযুক্ত মোমদান; দেওয়ালে ঝোলানোর উপযোগী বন্ধনীযুক্ত মোমদান।
- English Word sconce 2 Bengali definition [স্কন্স্] (noun) (অচলিত; হাস্য) মাথা; মুণ্ড।
- English Word sconce 3 Bengali definition [স্কন্স্] (noun) ছোট কেল্লা বা আত্মরক্ষামূলক বাঁধ।
- English Word scone Bengali definition [স্কন্ America(n) স্কোউন্] (noun) [countable noun] বার্লিচূর্ণ বা ময়দা দিয়ে আগুনের আঁচে দ্রুত সেকে তৈরি করা এক ধরনের নরম চ্যাপটা কেক।
- English Word scoop Bengali definition [স্কূপ্] (noun) [countable noun]। (১) হাতা; দর্বি; দর্বিক; তাড়ু। (২) হাতা ব্যবহার করার (সময়কার মতো) গতি; হাতার এক সাপট; চোট: She climbed 20 steps at a scoop. (৩) (কথা) অন্য প্রতিদ্বন্দ্বীদের আগেই কোনো সংবাদপত্র কর্তৃক সংগৃহীত ও মুদ্রিত খবর; (বাণিজ্য) প্রতিযোগীদের আগেভাগেই কিছু সমাধা করে অর্জিত মোটা মুনাফা। □ (verb transitive), (verb intransitive) (১) scoop something out/up হাত দিয়ে বা ঐ রকম করে তোলা। (২) scoop (out) হাতা দিয়ে বা ঐ রকম করে (গত, খাঁজ ইত্যাদি) খোঁড়া/কাটা। (৩) (কথ্য) প্রতিযোগীদের উপর টেক্কা দিয়ে খবর সংগ্রহ বা মুনাফা অর্জন করা। scoopful [স্কূপ্ফুল্] (noun) এক হাতা।
- English Word scoot Bengali definition [স্কূট্] (verb intransitive) (imperative বা 'infinitive) (কথ্য, হাস্যরসাত্মক) পালানো; সটকানো। দ্রষ্টব্য scram.
- English Word scooter Bengali definition [স্কূটা(র্)] (noun) (১) (motor-) scooter ছোট চাকা ও নিচু আসনবিশিষ্ট মোটরসাইকেল। (২) শিশুর খেলনাবিশেষ; ছোট চাকাওয়ালা L- আকৃতির গাড়ি, যা মাটিতে এক পা দিয়ে ঠেলে ঠেলে চালানো হয়।
- English Word scope Bengali definition [স্কোপ্] (noun) [uncountable noun] (১) সুযোগ; স্ফূর্তি: a subject that gives scope to one’s imagination. (২) পর্যবেক্ষণ বা কর্মের দৌড়; পাল্লা; পরিসর; ব্যাপ্তি।
- English Word scorbutic Bengali definition [স্কা:ব্যিউটিক্] (adjective) স্কার্ভিঘটিত রোগবিশেষ; স্কার্ভি রোগে আক্রান্ত; স্ক্রার্ভি।
- English Word scorch Bengali definition [স্কোচ্] (verb transitive), (verb intransitive) (১) তাপে (কোনোকিছুর) উপরিভাগ দগ্ধ বা বিবর্ণ করা; ঝলসানো; পুড়িয়ে/জ্বালিয়ে দেওয়া। scorched earth policy দখলদার শত্রুবাহিনীর কাজে আসতে পারে এমন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নীতি; পোড়ামাটি নীতি। (২) তাপে বিবর্ণ হয়ে যাওয়া; জ্বলে/ ঝলসে যাওয়া। (৩) (কথ্য সাইকেল, মোটরসাইকেল ইত্যাদির চালক) উল্কার বেগে ধাবিত হওয়া। □ (noun) [countable noun] (বিশেষত কাপড়ে) জ্বলে যাওয়ার/ঝলসানির দাগ। scorcher (noun) যা ঝলসায়; দাহক; দাবদগ্ধ দিন। scorching (adjective) অত্যন্ত তপ্ত; গাত্রদাহকর; কাঠফাটা; ছাতিফাটা। □ (adverb): scorching hot, প্রচণ্ড গরম; গা-জ্বালানো গরম।
- English Word score 1 Bengali definition [স্কো(র্)] (noun) [countable noun] (১) (কোনো কিছুর উপরিভাগে অঙ্কিত) দাগ; আঁচড়; কাটাদাগ; খাঁজ; আঁক; ছড়: scores on one’s face. (২) পাওনf টাকার হিসাব বা ফর্দ। run up a score ঋণগ্রস্ত হওয়া। pay/settle/wipe off old scores (লাক্ষণিক) প্রতিশোধ নেওয়া; পুরনো হিসাব মেটানো। (৩) খেলায় কোনো খেলোয়াড় বা দল কর্তৃক অর্জিত পয়েন্ট, গোল, রান ইত্যাদি (-এর লেখ্যপ্রমাণ); স্কোর। keep the score পয়েন্ট, গোল ইত্যাদির হিসাব রাখা। score board/ score book/ scorecard (noun(s)) (খেলার সময়) যে ফলক/বই/কার্ডে স্কোর লিপিবদ্ধ করা হয়। (৪) কারণ; হেতু। on the score of কারণ; হেতু; দরুন। on more scores than one একাধিক কারণে। on that score ঐ ব্যাপারে/প্রসঙ্গে। (৫) ঐকতান সংগীতের স্বরলিপির অনুলিপি, যাতে কোনো যন্ত্র কি বাজারে, কোনো কণ্ঠ কী গাইবে তা নির্দেশ করা থাকে; স্বরলিপি। (৬) কুড়ি; বিশ: a score of people; three score and ten, বাইবেল অনুযায়ী মানুষের স্বাভাবিক আয়ু। (৭) (অপশব্দ) যুক্তিতর্কে যে মন্তব্য বা কার্যের দ্বারা কোনো ব্যক্তি নিজের জন্য কোনো সুবিধা অর্জন করেন; টেক্কা: maked scores off somebody, টেক্কা মারা; জব্দ করা। দ্রষ্টব্য score 2 (৪)।
- English Word score 2 Bengali definition [স্কো(র)] (verb transitive), (verb intransitive) (১) আঁচড়/দাগ/খাঁজ/আঁক কাটা; আঁচড় দেওয়া; দাগ বসানো; আঁচড়ানো; দাগ টানা। scoreout (লাইন টেনে) কেটে ফেলা। দ্রষ্টব্য score 1 (১). (২) score (up) (বিশেষত খেলার) হিসাব রাখা: score up runs. (খেলায় পয়েন্ট ইত্যাদি) অর্জন করা: score a goal. score an advantage/a success সুবিধা/সাফল্য অর্জন করা; সৌভাগ্যের অধিকারী হওয়া। score a (against/off/over somebody). (৪) score off somebody (কথ্য) জব্দ/নাজেহাল করা; সমুচিত জবাব দেওয়া। (৫) score something up (against) লেখ্যপ্রমাণ হিসেবে লিপিবদ্ধ করা; হিসাবের খাতায় তোলা (সম্ভবত ভবিষ্যতে প্রতিশোধ নিতে); মনে গেঁথে রাখা। (৬) ঐকতান সংগীতের জন্য রচনা করা; যন্ত্র বা কণ্ঠের জন্য সংগীতের অংশসমূহ প্রণয়ন করা: scored for violin, বেহালার জন্য রচিত/প্রণীত। দ্রষ্টব্য . scorer (noun) (১) যে ব্যক্তি গোল, রান ইত্যাদির হিসাব রাখেন: a prolific goal-scorer. (২) যে খেলোয়াড় রান, গোল ইত্যাদি অর্জন করেন; অর্জয়িতা।
- English Word scoria Bengali definition [স্কোরিআ] (noun) কোষময় লাভা; আকরিক ধাতু গলালে উপরে যে মল ভেসে ওঠে, গাদ; কোষবিশিষ্ট লাভাপিণ্ড।
- English Word scorn Bengali definition [স্কোন্] (noun) [uncountable noun] (১) নিদারুণ অবজ্ঞা; অশ্রদ্ধা; ঘৃণা; তাচ্ছিল্য। laugh somebody/something to scorn কারো প্রতি অবজ্ঞাভরে/তাচ্ছিল্যের সঙ্গে হাসা। (২) অবজ্ঞা, তাচ্ছিল্য বা অশ্রদ্ধার পাত্র। □ (verb transitive) ঘৃণা/অবজ্ঞা/ তাচ্ছিল্য/অশ্রদ্ধা বোধ বা প্রকাশ করা; অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করা: scorn somebody’s advice. scornful[স্কোন্ফ্ল্] (adjective) অবজ্ঞাপূর্ণ; তাচ্ছিল্যপূর্ণ। scornfully [স্কোন্ফালি] (adverb) তাচ্ছিল্যভরে; ঘৃণাভরে; অবজ্ঞার সঙ্গে।
- English Word Scorpio Bengali definition [স্কোপিওউ] (noun) বৃশ্চিক রাশি।
- English Word scorpion Bengali definition [স্কোপিআন্] (noun) বৃশ্চিক; বিছা; বিচ্ছু।
- English Word scot Bengali definition [স্কট্] (noun) (কেবল) get off/escape scot-free, অক্ষত শরীরে/অবাধে/নির্বিঘ্নে পালানো বা ছাড়া পাওয়া।
- English Word Scot 2 Bengali definition [স্কট্] (noun) স্কটল্যান্ডসম্ভূত ব্যক্তি; স্কটল্যান্ডীয়; স্কট। the Scot (noun) (plural) স্কটল্যান্ডবাসী; স্কটজাতি।
- English Word Scot(t)icism Bengali definition [স্কটিসিজাম্] (noun) স্কটল্যান্ডের বাগ্ধারা, বাক্যাংশ, শব্দ, উচ্চারণ ইত্যাদি; স্কটিয়ানা।
- English Word Scotch Bengali definition [স্কচ্] (adjective) (১) (যৌগশব্দে) স্কটল্যান্ডীয়; Scotch mist (noun) কুয়াশার মতো হালকা বৃষ্টি। Scotch tape (noun) আঠা লাগানো এক ধরনের পাতলা ফিতা; স্কচ টেপ। Scotch terrier (noun) বাঁকড়া লোম ও খাটো পাওয়ালা ক্ষুদ্র আকৃতির টেরিয়ার কুকুরবিশেষ। Scotch whisky (noun) যে ধরনের হুইস্কি স্কটল্যান্ডে চোলাই করা হয়। (২) স্কটজাতি = Scot (এটাই বাঞ্ছনীয় শব্দ), the Scotch (noun) (plural) দ্রষ্টব্য Scot ভুক্তিতে the Scotch. Scotchman (noun) দ্রষ্টব্য Scots ভুক্তিতে Scotchman. Scotchwoman (noun) দ্রষ্টব্য Scots ভুক্তিতে Scotchwoman.
- English Word scotch Bengali definition [স্কচ্] (verb transitive) শেষ করা; বাতিল করা; (পরিকল্পনা, চিন্তা ইত্যাদি) পণ্ড/ব্যর্থ করা।
- English Word Scotland Yard Bengali definition [স্কট্লান্ড্ ইয়া:ড্] (noun) (অধুনা New Scotland Yard) লন্ডনের পুলিশবাহিনীর নাম; গোয়েন্দা বিভাগের সদর দফতর।
- English Word Scots Bengali definition [স্কট্স্] (adjective) স্কটল্যান্ড বা ঐ স্কটল্যান্ডবাসী সম্বন্ধীয়; স্কটল্যান্ডীয়। Scotsman [স্কট্স্মান্], Scotswoman [স্কট্স্ওউমান্] (noun(s)) স্কটল্যান্ডীয় (পুরুষ/নারী)।
- English Word Scottish Bengali definition [স্কটিশ্] (noun) স্কটল্যান্ডীয়।
- English Word scoundrel Bengali definition [স্কাউন্ড্রাল্] (noun) বদমাশ; দুর্বৃত্ত; দুরাচার; পামর; দুরাত্মা; পাপিষ্ঠ। scoundrelly [[স্কাউন্ড্রারালি] (adjective) বদমায়েশোচিত; পামরোচিত; দুর্বৃত্তসুলভ।