• Bengali Word score 2 English definition [স্কো(র)] (verb transitive), (verb intransitive) ১ আঁচড়/দাগ/খাঁজ/আঁক কাটা; আঁচড় দেওয়া; দাগ বসানো; আঁচড়ানো; দাগ টানা।
    scoreout (লাইন টেনে) কেটে ফেলা। দ্রষ্টব্য score 1 (১). (২) score (up) (বিশেষত খেলার) হিসাব রাখা: score up runs. (খেলায় পয়েন্ট ইত্যাদি) অর্জন করা: score a goal. score an advantage/a success সুবিধা/সাফল্য অর্জন করা; সৌভাগ্যের অধিকারী হওয়া। score a (against/off/over somebody). (৪) score off somebody (কথ্য) জব্দ/নাজেহাল করা; সমুচিত জবাব দেওয়া। (৫) score something up (against) লেখ্যপ্রমাণ হিসেবে লিপিবদ্ধ করা; হিসাবের খাতায় তোলা (সম্ভবত ভবিষ্যতে প্রতিশোধ নিতে); মনে গেঁথে রাখা। (৬) ঐকতান সংগীতের জন্য রচনা করা; যন্ত্র বা কণ্ঠের জন্য সংগীতের অংশসমূহ প্রণয়ন করা: scored for violin, বেহালার জন্য রচিত/প্রণীত। দ্রষ্টব্য. scorer (noun) (১) যে ব্যক্তি গোল, রান ইত্যাদির হিসাব রাখেন: a prolific goal-scorer. (২) যে খেলোয়াড় রান, গোল ইত্যাদি অর্জন করেন; অর্জয়িতা।