Q পৃষ্ঠা ৪
- English Word quinsy Bengali definition [কুইন্জি] (noun) গলার প্রদাহ; যার ফলে টনসিল থেকে পুঁজ বের হয়।
- English Word quintal Bengali definition [কুইন্ট্ল্] (noun) ওজনের একক; ১০০ কিলোগ্রাম।
- English Word quintastic Bengali definition [কুইনটেস্টিক্] (noun) [Countable noun] (অনানুষ্ঠানিক) (বিশেষণ 'fantastic' আর উপসর্গ 'quin' মিলে তৈরি) যার বয়স ৫০ অথবা তারও বেশি, অথচ যিনি এখনো সেক্সি, স্মার্ট, প্রাণবন্ত আর সফল রয়ে গেছেন: In August 20 1 1 President Barack Obama became a quintastic.
- English Word quintessence Bengali definition [কুইন্টেস্ন্স্] (noun) (১) উৎকৃষ্ট নিদর্শন; প্রতিমূর্তি: He is a quintessence politeness. (২) সারাংশ; মূলসার।
- English Word quintet Bengali definition [কুইন্টেট্] (noun) পাঁচজনের দলীয় সংগীত; পাঁচটি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় এমন সংগীত।
- English Word quintuplet Bengali definition [কুইন্ট্যিঊপ্লেট্ America(n) কুইনটূপ্লিট্] (noun) এক সঙ্গে জন্মগ্রহণ করেছে এমন পাঁচটি শিশু বা শাবকের একটি।
- English Word quip Bengali definition [কুইপ্] (noun) চতুর, বুদ্ধিদীপ্ত, সরস মন্তব্য। □ (verb transitive) সরস, বুদ্ধিদীপ্ত মন্তব্য করা।
- English Word quire Bengali definition [কুআইআ(র্)] (noun) (২৪) তা লেখার কাগজ; ১ দিস্তা।
- English Word quirk Bengali definition [কুআক্] (noun) মুদ্রাদোষ; কোনো অদ্ভুত অভ্যাস।
- English Word quisling Bengali definition [কুইজ্লিঙ্] (noun) বিদেশি দখলদার শক্তির সঙ্গে সহযোগিতাকারী ব্যক্তি; দালাল (তুলনীয় বাংলা ভাষায়-মীরজাফর); দেশদ্রোহী; বিশ্বাসঘাতক।
- English Word quit 1 Bengali definition [কুইট্] (predicative(ly) (adjective) মুক্ত; নিষ্কৃতিপ্রাপ্ত: We are happy to be quit of him.
- English Word quit 2 Bengali definition [কুইট্] (verb transitive) (১) স্থান ত্যাগ করা; ছেড়ে যাওয়া: We’ve had notice to quit. You have to quit the place. (২) থামা; বন্ধ করা: The workers quitted/ quit work when the bell rang. (৩) মুক্তি দান করা; খালাস পাওয়া। quitter (কথ্য) দায়িত্ব বা আরব্ধ কাজ শেষ না-করে চলে যাওয়া ব্যক্তি।
- English Word quite Bengali definition [কুআইট্] (adverb) (১) সমগ্রভাবে; পরিপূর্ণভাবে: He is quite lonely. The two things are quite different. quite the thing (কথ্য) ঠিক উপযুক্ত; সঠিক বস্তু: This dress is quite the thing I have been looking for. (২) কিছুটা; মোটামুটি; কমবেশি: It is quite cool day.
- English Word quits Bengali definition [কুইট্স্] (predicatively adjective) be quits (with somebody) সমানে সমান হওয়া; প্রতিশোধ নেওয়া। call it quits বিভেদ; ঝগড়া ভুলে গিয়ে সমান হওয়া; সমমনা হওয়া।
- English Word quittance Bengali definition [কুইটন্স্] (noun) ঋণমুক্তির দলিল।
- English Word quiver 1 Bengali definition [কুইভা(র্)] (noun) তূণ; তূণীর।
- English Word quiver 2 Bengali definition [কুইভা(র্)] (verb transitive), (verb intransitive) কাঁপা; কম্পিত হওয়া; শিহরিত হওয়া। □ (noun) শিহরণ; কাঁপন।
- English Word quivive Bengali definition [কীভীভ্] (noun) on the quivive সতর্ক; সজাগ।
- English Word quixotic Bengali definition [কুইক্সটিক্] (adjective) উচ্চ অথচ অলীক আদর্শের অনুগামী; খামখেয়ালি; আপন স্বার্থ সম্পর্কে অসচেতন; পরোপকারী। quixotically (adverb)
- English Word quiz Bengali definition [কুইজ্] (verb transitive) (১) সাধারণ জ্ঞান পরীক্ষা করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা। (২) (পুরাতনী) মজা করা; পরিহাস করা। □ (noun) (১) সাধারণ জ্ঞানের পরীক্ষা। quiz-master (noun) প্রশ্নকর্তা। (২) (পুরাতনী) কৌতূহলী; পরিহাসপ্রবণ দৃষ্টি।
- English Word quizzical Bengali definition [কুইজিক্ল্] (adjective) লঘু পরিহাসমূলক: He looked at her with a quizzical smile.
- English Word quoit Bengali definition [কয়ট্ America(n) কুঅয়ট্] (noun) নির্দিষ্ট লক্ষ্যে ছুড়ে দেওয়ার জন্য আংটাবিশেষ; (plural) আংটা ছুড়ে কোনো নির্দিষ্ট বস্তুতে লাগানোর খেলা।
- English Word Quonset Bengali definition [কুঅন্সিট্] (noun) Quonset (hut) বড় ধরনের কুঁড়েঘর (সাধারণত ঢেউটিনের তৈরি)।
- English Word quorum Bengali definition [কুওরাম্] (noun) সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- English Word quota Bengali definition [কুওউটা] (noun) (plural quota s) নির্দিষ্ট; নির্ধারিত অংশ।
- English Word quotation Bengali definition [কুওউটেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] উদ্ধৃতকরণ। (২) যা উদ্ধৃত করা হয়েছে। quotation marks উদ্ধৃতি-চিহ্ন ‘’: quotations from the works of Milton. (৩) কোনো দ্রব্যের চলতি দরের বিবরণ। (৪) কোনো কাজের সম্ভাব্যখরচের আনুমানিক হিসাব।
- English Word quote Bengali definition [কুওউট্] (verb transitive) (১) quote (from) কোনো বই, লেখকের লেখা থেকে উদ্ধৃত করা: He quoted a-few lines from ‘Hamlet’. (২) কোনো বক্তব্যের সপক্ষে নমুনা, সাক্ষ্য হাজির করা: I can quote an instance of this... (৩) কোনো দ্রব্যের একটি দাম উদ্ধৃত করা; জানানো: This was the lowest price quote ed for the item. quotable (adjective) যা উদ্ধৃত করা যায়; উদ্ধৃতিযোগ্য। quotability (noun) উদ্ধৃতিযোগ্যতা।
- English Word quoth Bengali definition [কুওউথ্] (verb transitive) (পুরাতনী) বলল; বলেছিল: Quoth he= He said.
- English Word quotidian Bengali definition [কুওউটিডিআন্] (adjective) (জ্বর) দৈনন্দিন; প্রাত্যহিক।
- English Word quotient Bengali definition [কুওউশ্ন্ট্] (noun) (গণিত) ভাগফল।