Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word quantum Bengali definition [কুঅন্‌টাম্] (noun) প্রার্থিত বা প্রয়োজনীয় পরিমাণquantum theory (পদার্থবিদ্যা) ইলেকট্রনের শক্তি বিকীর্ণ হয় নিরবচ্ছিন্নভাবে নয়, বরং নির্দিষ্ট মাত্রায় এই তত্ত্ব।
  • English Word quantum leap Bengali definition [কুআনটাম্‌ লীপ্] (noun) কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সহসা অগ্রগতি: For a Bangladeshi statesman, this represented a quantum leap. এটা quantum jump নামেও পরিচিত।
  • English Word quarantine Bengali definition [কুঅরান্‌টীন্] (noun) [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) রোগসংক্রমণ প্রতিরোধকল্পে মানুষ বা প্রাণীকে আলাদা বা আটক রাখার ব্যবস্থা/এই ব্যবস্থার সময়কাল: The astronauts were put into quarantine after their return. □ (verb transitive) উপরোক্ত ব্যবস্থাধীনে রাখা: The astronauts were quarantined for a week.
  • English Word quark Bengali definition [কুআ:ক্] (noun) (পদার্থবিদ্যা) প্রাথমিক কণাবিশেষ
  • English Word quarrel Bengali definition [কুঅরাল্ America(n) কুয়োরাল্] (noun) [Countable noun] (১) ঝগড়া; কলহ; বিবাদ: The husband and the wife had a quarrel. (২) প্রতিবাদ, অভিযোগ বা রাগের কারণ: He had no quarrel with his neighbour. pick a quarrel (with somebody) ঝগড়া বাধানো। (verb intransitive) (১) quarrel (with somebody) (about something) ঝগড়া করা(২) quarrel with মতবিরোধ প্রকাশ করা; অভিযোগ করাquarrelsome (adjective) ঝগড়াটে; বদরাগী।
  • English Word quarry 1 Bengali definition [কুঅরি America(n) কুয়োরি] (noun) শিকারির লক্ষ্যবস্তু কোনো প্রাণী বা পাখি; যেকোনো উদ্দিষ্ট লক্ষ্য বা বস্তু
  • English Word quarry 2 Bengali definition [কুঅরি America(n) কুয়োরি] (noun) যে স্থান থেকে বাড়িঘর বা রাস্তাঘাট বানানোর কাজে ব্যবহৃত পাথর, স্লেট ইত্যাদি আহরণ করা হয় (verb transitive), (verb intransitive) (১) উপরে বর্ণিত স্থান থেকে উক্ত দ্রব্যাদি আহরণ করা; (লাক্ষণিক) পুরনো পুঁথিপত্র, রেকর্ড থেকে তথ্য উদ্ধার করা(২) তথ্য উদ্ধারের কাজে নিয়োজিত হওয়া: He was quarrying in the archives. quarr yman (noun) এ ধরনের কাজে নিয়োজিত ব্যক্তি।
  • English Word quart Bengali definition [কুয়োট্] (noun) (২) পাইন্ট বা প্রায় ১. (১৪) মিটারের সমান পরিমাপ: Put a quart into a pint pot, ছোট আধারে বড় জিনিস আঁটানোর ব্যর্থ চেষ্টা; অসম্ভব প্রয়াস।
  • English Word quarter Bengali definition [কুয়োটা(র্‌)] (noun) (১) এক-চতুর্থাংশ; চার ভাগের এক ভাগ: a quarter of an hour (১৫ মিনিট). The apple was divided into quarters. a bad quarter of an hour. (১) স্বল্পক্ষণস্থায়ী কিন্তু অসুখকর অভিজ্ঞতা(২) পৌনে বা সোয়া ঘণ্টা (ঘণ্টা থেকে ১৫ মিনিট কম বা বেশি): He came at quarter past three. (৩) তিন মাস: Have you paid the electric bill for the first quarter? (৪) (America(n) সিকি ডলার; ২৫ সেন্ট(৫) মাংসের রান: a quarter of beef. (৬) দিক; এলাকা; সরবরাহের সূত্র: People came running from all quarters. From what quarter did you get the news? ৭ কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায় বাস করে এমন এলাকা: He rented a house in the Chinese quarter of Kolkata. (৮) চান্দ্র মাসের এক-চতুর্থাংশ(৯) (plural) আবাস; (সামরিক) সেনাছাউনিhead quarters, দ্রষ্টব্য head (২০). Married quarters বিবাহিত সৈনিক প্রভৃতি যে আবাসস্থলে থাকে: single quarters, অবিবাহিত সৈনিক প্রভৃতির আবাসস্থান। (১০) at close quarters খুব কাছ থেকে (দেখা)। (১১) (plural) (বিশেষত যুদ্ধের জন্য) জাহাজে নৌসেনাদের অবস্থান গ্রহণ: The naval officers and the navy men took up their quarters. (১২) ask for quarter /give quarter শত্রুকে ক্ষমা; আত্মসমর্পণকৃত শত্রুকে জীবনভিক্ষা দেওয়া(১৩) (নৌচালনবিদ্যা) জাহাজের পার্শ্বদেশের পশ্চাদ্ভাগquarterdeck উপরের ডেকের অংশবিশেষ। (১৪) (British/Britain) (২৮) পাউন্ড(১৫) যুদ্ধে ব্যবহৃত ঢালের এক-চতুর্থাংশ(১৬) (যৌগশব্দ)quarter-final (noun) (ক্রীড়া) চারটি প্রতিযোগিতা বা ম্যাচের একটি- যার বিজয়ী দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবেquarter-light (noun) মোটরগাড়ির জানালার ত্রিভুজাকৃতি অংশ যা খুলে দিলে বাতাস চলাচল করতে পারে। quarter-master (noun) (সামরিক) (সংক্ষেপে QM) কোনো ব্যাটালিয়নের রসদের ভারপ্রাপ্ত অফিসার। quartermaster-general (QMG) (noun) সমগ্র বাহিনীর রসদ সরবরাহের দায়িত্বে নিয়োজিত অফিসার। (verb transitive) (১) চার ভাগে বিভক্ত করা (প্রাচীনকালে) বিশ্বাসঘাতকের দেহকে টুকরা টুকরা করা: The prisoner was hanged and then quartered. (২) সৈন্যদলের জন্য বাসস্থানের ব্যবস্থা করা
  • English Word quarterly Bengali definition [কুয়োটালি] (adjective), (adverb) তিন মাস পরপর ঘটে এমন; ত্রৈমাসিক: quarterly payments. □ (noun) ত্রৈমাসিক পত্রিকা।
  • English Word quartet Bengali definition [কুয়োটেট্] (noun) চারজন গায়কের দ্বারা গীত গান: a string quartet; দুটি বেহালা (একটি ভায়োলা এবং একটি চেল্লো) দ্বারা বাজানো হয় এমন সংগীত।
  • English Word quarto Bengali definition [কুয়োটো] (noun) কাগজের একটি শিটকে ২ বার ভাঁজ করলে আট পৃষ্ঠাসংবলিত যে আকার পাওয়া যায়; এই আকারের মুদ্রিত বই (সাধারণত ৯ইঞ্চি x ১২ইঞ্চি)।
  • English Word quartz Bengali definition [কুয়োট্‌স্‌] (noun) [Uncountable noun] শক্ত খনিজ দ্রব্যবিশেষ (দানাদার সিলিকা) যেমন 'agate' এবং অন্যান্য প্রায়-মূল্যবান (semiprecious) পাথরquartz clock খুব সূক্ষ্ম ও সঠিক সময়জ্ঞাপনক্ষম ঘড়ি।
  • English Word quasar Bengali definition [কুয়েইজা:(র্)] (noun) (জ্যোতির্বিদ্যা) অত্যন্ত দূর থেকে আগত রেডিও অথবা আলোকতরঙ্গের উৎস। দ্রষ্টব্য pulsar.
  • English Word quash Bengali definition [কুঅশ্‌] (verb transitive) বাতিল করা; আইনত অগ্রহণযোগ্য ঘোষণা করা; সমাপ্তি টানা: The verdict of the Lower Court was quashed in the High Court.
  • English Word quasi Bengali definition [কুয়েইসাই] (prefix) (noun বা 'adjective-সহ) কিছু মাত্রায়; দৃশ্যত; a quasi passive-verb; a quasi-official status.
  • English Word quassia Bengali definition [কুঅশা] (noun) [Uncountable noun] দক্ষিণ আমেরিকার বৃক্ষবিশেষ যার বাকল থেকে খুব তিক্ত ওষুধ তৈরি হয়
  • English Word quatercentenary Bengali definition [কুঅটাসেনটীনারি] (adjective) চার শ বছরপূর্তি: The quatercentenary of Shakespeare’s birth was celebrated in 1 9 6 4.
  • English Word quatrain Bengali definition [কুঅট্‌রেইন্‌] (noun) চার লাইনের পদ্য (সাধারণত এর অন্ত্যমিল হয় ক খ ক খ)।
  • English Word quaver Bengali definition [কুএইভা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) (কণ্ঠস্বর অথবা অন্য কোনো ধ্বনি) কম্পিত হওয়া; কাঁপা: His voice quavered. (২) কম্পিতকণ্ঠে কথা বলা বা পান করা (noun) [Countable noun] (১) কম্পিত ধ্বনি(২) সংগীতে সুরের কম্পনমাত্রা
  • English Word quay Bengali definition [কী] (noun) পাথর বা লোহার তৈরি জাহাজঘাট বা জেটি
  • English Word queasy Bengali definition [কুঈজি] (adjective) বমনোদ্রেককর; পেট খারাপ করায় এমন(২) (পাকস্থলী) দুর্বল(৩) (ব্যক্তি) সহজে অসুস্থ হয় এমন(৪) (লাক্ষণিক) অতিমাত্রায় রুচিবাগীশ; নীতিবান; নাজুক প্রকৃতিরqueasily (adverb) queasiness (noun)
  • English Word queen Bengali definition [কুঈন্] (noun) (১) রানি(২) রাজার স্ত্রী(৩) queen dowager মৃত রাজার বিধবা পত্নীqueen mother রাজত্বকারী রাজার মাতা; রাজমাতা। (৪) উৎকর্ষে, সৌন্দর্যে সেরা রমণী বা স্থানbeauty queen সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী। (৫) queen ant /bee/wasp মক্ষিরানি, রানি মৌমাছি(৬) তাস বা দাবা খেলার রানি বা বিবি(৭) (British/Britain অশিষ্ট) যে সমকামী পুরুষ নারীসুলভ আচরণ করে (verb transitive) queen it (over somebody) রানিসুলভ আচরণ করা; কর্তৃত্ব করা। queenly (adjective), (adverb) রানিসুলভ; রাজকীয়; মহানুভব।
  • English Word queer Bengali definition [কুইআ(র্‌)] (adjective) অদ্ভুত; অস্বাভাবিক: He has a queer way of talking. (২) সন্দেহ উদ্রেককারী: I heard a queer rustling in the bush. (৩) অসুস্থ; ক্ষীণ: I am feeling queer at the moment. (৪) (অশিষ্ট) সমকামী (verb transitive) (অশিষ্ট) নষ্ট করা; খারাপ করে দেওয়া। queerly (adverb) queerness (noun)
  • English Word quell Bengali definition [কুএল্] (verb transitive) (কাব্যিক) (বিদ্রোহ, বিরোধিতা) দমন করা
  • English Word quench Bengali definition [কুএন্‌চ্] (verb transitive) (১) (আগুন ইত্যাদি) নির্বাপিত করা(২) তৃষ্ণা নিবারণ করা(৩) আশা ভঙ্গ করা(৪) পানিতে ডুবিয়ে কোনো গরম জিনিসকে ঠাণ্ডা করাquenchless (adjective) অনিবার; দুর্নিবার; অনির্বাণ; অতৃপ্ত: a quenchless thirst.
  • English Word quern Bengali definition [কুআন্‌] (noun) হস্তচালিত শস্য ভাঙানোর জাঁতাবিশেষ; মরিচ গুঁড়া করার যন্ত্র
  • English Word querulous Bengali definition [কুএরুলাস্] (adjective) নালিশ করার স্বভাববিশিষ্ট; কলহপ্রিয়querulously (adverb) querulousness (noun)
  • English Word query Bengali definition [কুইআরি] (noun) [Countable noun] (১) প্রশ্ন; জিজ্ঞাসা(২) প্রশ্নবোধক (?) চিহ্ন (verb transitive) প্রশ্ন করা; সন্দেহমুক্তির জন্য কিছু জানতে চাওয়া। (২) কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করা: He queried about his honesty. (৩) প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া
  • English Word quest Bengali definition [কুএস্‌ট্] (noun) [Countable noun] সন্ধান; পশ্চাদ্ধাবন; অনুসন্ধান: the quest for knowledge. in quest of (প্রাচীন) খোঁজে; সন্ধানে: They went out in quest of shelter. □ (verb transitive) quest for খোঁজা।