Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word juniper Bengali definition [জূনিপা(র)] (noun) চিরসবুজ গুল্মবিশেষ; (এর কালো রঙের ফল থেকে পাওয়া তেল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়)।
  • English Word junk 1 Bengali definition [জাঙ্‌ক্‌] (noun) পুরনো; বাতিল দ্রব্যাদি; আবর্জনাa junk dealer পুরনো বাতিল দ্রব্যাদির ব্যবসায়ী। junk shop পুরনো বাতিল দ্রব্যাদির দোকান।
  • English Word junk 2 Bengali definition [জাঙ্‌ক্‌] (noun) সমতল পাটাতনের চীনা নৌকা
  • English Word junk food Bengali definition [জাঙ্ক ফুড্] (noun) অল্প বয়সীদের মাঝে বেশ জনপ্রিয় ভাজাপোড়া জাতীয় খাবার (টিপস, কেকপেস্ট্রি, বার্গার) যার খাদ্যমান খুবই কম, জাঙ্ক ফুড; দোকানি খাবার; Not that it has to be junk food to inspire play, of course.
  • English Word junk mail Bengali definition [জাঙ্ক মেইল্] (noun) কোনো বিতর্কিত বিজ্ঞাপনী প্রচারপত্র, ভুয়া সংবাদ বা সাহায্যের আবেদনের জন্য অযাচিতভাবে অন্যের ই-মেইল ঠিকানায় পাঠানো মেইল। এতে কম্পিউটার ভাইরাসও থাকতে পারে। এটা spam mail নামেও পরিচিত: Put an end to receiving junk mail.
  • English Word junket Bengali definition [জাঙ্‌কিট] (noun) (১) ননিমিশ্রিত দধির পায়সবিশেষ; মিষ্টি খাবার(২) ভোজ বা আনন্দোৎসব; বনভোজনjunketing (noun) আনন্দ-স্ফূর্তি; বনভোজন junkie, junky (জাঙ্‌কি) (noun) (অশিষ্ট) মাদকদ্রব্যসেবী (বিশেষত হেরোইন-আসক্ত ব্যক্তি)।
  • English Word junta Bengali definition [জান্‌টা্‌ America(n) হুনটা্‌] (noun) শাসন পরিচালনাকারী পরিষদ; জোরপূর্বক ক্ষমতা দখলকারী সামরিক অফিসারচক্র
  • English Word Jupiter Bengali definition [জূপিটা(র)] (noun) বৃহস্পতি; সৌরজগতের বৃহত্তম গ্রহ; রোমানদের দেবরাজ। দ্রষ্টব্য Zeus.
  • English Word juridical Bengali definition [জুআরিডিক্‌ল্‌] (adjective) মামলার শুনানি বা বিচারসম্পর্কিত
  • English Word jurisdiction Bengali definition [জুআরিসডিকশ্ন্] (noun) বিচারব্যবস্থা; আইনগত অধিকার; আইনগত অধিকারের ব্যাপ্তি বা সীমা; অধিকারের এলাকা; এক্তিয়ার: The supreme court has jurisdiction over all the citizens of the country. This matter does not fall under my jurisdiction, আমার এক্তিয়ারের বাইরে।
  • English Word jurisprudence Bengali definition [জুআরিসপ্রুড্ন্‌স্] (noun) মানবিক আইনের বিজ্ঞান ও দর্শন
  • English Word jurist Bengali definition [জূরিস্‌ট্] (noun) আইনবিদ; আইনজ্ঞ
  • English Word juror Bengali definition [জুআরা(র্)] (noun) জুরির সদস্য। ' ১২ থেকে ২৩ জনে গঠিত যে জুরি বিচার করে দেখে যেকোনো বিশেষ মামলা চালানোর পক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে কি না
  • English Word jury Bengali definition [জুআরি] (noun) (১) বিচারালয়ে কোনো মামলার সত্যবিষয় নির্ণয় করার জন্য শপথবদ্ধ একদল ব্যক্তি; নির্ণায়কবর্গ; জুরিবর্গjury-box আদালতে জুরিদের বসার স্থান। (২) grand jury coroner’s jury যে জুরি অস্বাভাবিক মৃত্যুর উদ্ঘাটনে করোনারকে সাহায্য করে(৩) কোনো প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের জন্য গঠিত নির্বাচকসভা। (লাক্ষণিক) the jury of public opinion জনমতের জুরি (অর্থাৎ জনগণই কোনো প্রশ্নের সঠিক মীমাংসা প্রদানকারী)। juryman (noun) জুরির সদস্য।
  • English Word just 1 Bengali definition [জাস্‌ট্] (adjective) (১) ন্যায়পরায়ণ; ন্যায়ানুগ; সঠিক: a just punishment; a just and civilized society. (২) ন্যায্য; সুবিচারপূর্ণ: The criminal received his just deserts. (৩) যথাযথ; যুক্তিযুক্ত: a just suspicion, a just opinion. justly (adverb) He was justly punished. justness (noun)
  • English Word just 2 Bengali definition [জাস্‌ট্] (adverb) (১) নিকট অতীত বোঝানোর জন্য verb - এর আগে ব্যবহার রয়েছে: I have just sold my car. (২) ঠিক: This is just what I expected. (৩) just as (ক) ঠিক যেমনটি আছে বা ছিল; I left the room just as it was. (খ) (Adverbials of time-এর পূর্বে): He reached the station just as the train was leaving. (গ) just … so যেমন …তেমন: Just as you find Mathematics difficult, so I find Chemistry very hard. (৪) Adverb-,এর সঙ্গে ব্যবহার: just now, just here. (৫) ঠিক সেই মুহূর্তে We were just about to start... (৬) (only) just: We (only) just managed enough money for our bus-fare. (৭) দৃষ্টি-আকর্ষণে (কথ্য বাগ্‌ভঙ্গিতে): just listen to what/I say.
  • English Word justice Bengali definition [জাস্টিস্] (noun) (১) ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ: The concept of justice is very basic in human thought. economic justice. in justice to ন্যায়ানুগ হওয়ার জন্য। do justice to সুবিচার করা: নিজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করা: The writer did not do justice to his subject- matter. do oneself justice নিজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করা: You didn’t do yourself justice in the essay you wrote. (২) বিচারব্যবস্থা; আইনের প্রয়োগ: a court of justice, বিচারালয়। bring somebody to justice কাউকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা; দণ্ডিত করা। (৩) সুপ্রিম কোর্টের বিচারক: Chief Justice. (৪) Justice of the peace বিচারক।
  • English Word justiciary Bengali definition [জাস্‌টিশারি] (noun) বিচারক বা প্রধান বিচারকের ক্ষমতার এলাকা; ক্ষমতার পরিসর
  • English Word justify Bengali definition [জাস্টিফাই] (verb transitive) (১) সততা বা ন্যায্যতা প্রতিপাদন করা: He failed to justify his absence in the office. (২) ভালো অজুহাত হওয়া: Your wish to go to cinema does not justify your leaving the work unfinished. (৩) (মুদ্রণ) লাইনের ভিতরকার ফাঁক টাইপ দিয়ে যথাযথভাবে সাজানোjustifiable (adjective) justifiably (adverb) justification (noun) (১) যা কোনো কাজ বা বক্তব্যের সত্যতা প্রতিপাদন করে: We all have justifications for what we do. (২) সত্যতা প্রতিপাদক কাজ বা যুক্তি
  • English Word jut Bengali definition [জাট্] (verb intransitive) jut out বেরিয়ে থাকা; এমনভাবে থাকা যাতে পরিপার্শ্বের সঙ্গে ভিন্নতা সৃষ্টি হয়: The balcony juts out over the garen.
  • English Word jute Bengali definition [জূট্‌] (noun) পাট: the jute mills of Bangladesh.
  • English Word juvenile Bengali definition [জূভানাইল্] (noun) তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি (adjective) তরুণসুলভ; কৈশোরক, তরুণ বা কিশোরদের পাঠোপযোগী: juvenile literature, কিশোরসাহিত্য; juvenile delinquency, কিশোর অপরাধ; juvenile delinquent, কিশোর অপরাধী। juvenilia (noun) কোনো শিল্পীর তরুণ বয়সের শিল্পকর্ম বা রচনা। (plural) juvenility (noun) তারুণ্য; কৈশোর।
  • English Word juxtapose Bengali definition [জাক্‌স্‌টাপোউজ্‌] (verb transitive) পাশাপাশি/সমান্তরাল স্থাপন করাjuxtaposition (noun) পাশাপাশি স্থাপন; সমান্তরালতা।