J পৃষ্ঠা ৬
- English Word judicature Bengali definition [জূডিকাচা(র)] (noun) (১) বিচার বিভাগ। (২) বিচারকবর্গ; আদালত।
- English Word judicial Bengali definition [জূডিশ্ল্] (adjective) (১) বিচারালয়সংক্রান্ত; বিচারক বা বিচারসংক্রান্ত: He brought judicial proceedings against his tenant. judicial murder বিচারের নামে অন্যায়ভাবে কাউকে দেওয়া মৃত্যুদণ্ড। (২) নিরপেক্ষ সুবিবেচক: He has a judicial mind. judicially (adverb)
- English Word judiciary Bengali definition [জূডিশারি] (noun) (১) কোনো দেশের বিচারকমণ্ডলী। (২) কোনো দেশের আইন-আদালতের পদ্ধতি।
- English Word judicious Bengali definition [জূডিশাস্] (adjective) (আনুষ্ঠানিক) সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ। judiciously (adverb) judiciousness (noun)
- English Word judo Bengali definition [জূডৌ] (noun) জাপানি কুস্তি বা আত্মরক্ষার কৌশল।
- English Word jug 1 Bengali definition [জাগ্] (noun) (১) হাতল ও নলওয়ালা পাত্র; জগ; a water jug, a milk jug. (২) (অশিষ্ট) জেলখানা। jugful (noun) জগভরতি: jugful of water.
- English Word jug 2 Bengali definition [জাগ্] (verb transitive) (১) জগের মধ্যে ভরে সিদ্ধ করা (বিশেষ করে খরগোশ): a jugged hare. (২) (কথ্য) জেলে পাঠানো।
- English Word juggernaut Bengali definition [জাগানোট্] (noun) (১) যে বিশ্বাসের বশে, কিংবা যে কাজের জন্য অনেক লোককে হত্যা করা হয়, বা অনেক লোক আত্মদান করে। (২) (কথ্য) দূরপাল্লার বিশাল যানবাহন। (৩) হিন্দু দেবতা জগন্নাথ।
- English Word juggle Bengali definition [জাগ্ল] (verb intransitive), (verb transitive) juggle (with) ভোজবাজি বা ম্যাজিক দেখানো; বল, থালা ইত্যাদির সাহায্যে কৌশলের খেলা দেখানো; প্রতারণা করতে তথ্য কিংবা সংখ্যা নিয়ে ভোজবাজি করা। juggler (noun) বাজিকর।
- English Word jugular Bengali definition [জাগ্যিউলা(র)] (adjective) ঘাড় বা গলা সম্পর্কিত। jugular veins ঘাড়ের মোটা শিরা।
- English Word juice Bengali definition [জূস্] (noun) (১) ফল, সবজি কিংবা মাংসের রস: orange juice. (২) দেহের প্রত্যঙ্গজাত তরল পাচক রস: gastric juice. (৩) (কথ্য) বিদ্যুৎ, পেট্রল বা অন্যবিধ শক্তির উৎস।
- English Word juicy Bengali definition [জূস্] (adjective) (১) রসালো। (২) (কথ্য) আকর্ষণীয়/মজার ব্যাপার (বিশেষ করে অপরের অপবাদ বা নিন্দার ঘটনা)। juiciness (noun) রসালো।
- English Word juju Bengali definition [জূজূ] (noun) আফ্রিকার জুজু দেবতা; এর জাদুশক্তি।
- English Word jujube Bengali definition [জূজূব্] (noun) এক ধরনের লজেন্স।
- English Word juke-box Bengali definition [জূক্ বক্স্] (noun) পয়সা ফেলে চালানো হয় এমন রেকর্ড প্লেয়ার।
- English Word julep Bengali definition [জূলিপ্] (noun) হুইস্কি, বরফ ও পুদিনামিশ্রিত এক ধরনের মিষ্টি পানীয়।
- English Word Julian Bengali definition [জুলিআন] (adjective) জুলিয়াস সিজারসংক্রান্ত। Julian calendar জুলিয়াস সিজার কর্তৃক ৪৬ খ্রিষ্টাব্দে রোমে প্রচলনকৃত পঞ্জিকা। দ্রষ্টব্য Gregorian.
- English Word July Bengali definition [জূলাই] (noun) ইংরেজি বছরের সপ্তম মাস (জুলিয়াস সিজারের জন্ম এই মাসে বলে তার নামানুসারে)।
- English Word juma Bengali definition [জূমা:] (অপিচ jumah [জুমাহ]) (noun) ইসলামি রীতি অনুসারে শুক্রবার মধ্যাহ্নে পঠিত মুসলমানদের বিশেষ নামাজ; জুমার নামাজ।
- English Word jumble Bengali definition [জাম্ব্ল্] (verb intransitive), (verb transitive) jumble (up) তালগোল পাকানো; মিশ্রিত করা বা হওয়া: Books, clothes and shoes are all jumbled up in the room. □ (noun) তালগোল পাকানো অবস্থা। jumble-sale (noun) পুরনো, ব্যবহৃত মালামালের বিক্রয় (সস্তা দরে)।
- English Word jumbo Bengali definition [জাম্বোউ] (adjective) অস্বাভাবিক বড়: jumbo jets; jumbo sized.
- English Word jumbrella Bengali definition [জাম্ব্রেলা] (noun) (plural umbrellas) ('jumbo' আর 'umbrella' মিলে তৈরি) (কথ্য): বড় ধরনের ছাতা যা কোনো বার, রেস্তোরাঁ বা কফি হাউসের বাইরে টেবিলের উপর চাঁদোয়া হিসেবে স্থাপিত হয়: jumbrella for smokers.
- English Word jump 1 Bengali definition [জাম্প্] (noun) (১) লাফ; লম্ফ; ঝাঁপ। the long/high jump দীর্ঘ লাফ/উচ্চ লাফ (ক্রীড়া)। (২) ভয়জনিত শারীরিক সঞ্চালন। give somebody a jump কাউকে ভয় পাইয়ে দেওয়া। the jumps (কথ্য) স্নায়ুবিক উত্তেজনা যার ফলে অনিয়ন্ত্রণযোগ্য শারীরিক আক্ষেপ সৃষ্টি হয়। (৩) পরিমাণ, মূল্য বা দরের হঠাৎ বৃদ্ধি: a jump in car exports. jumpy (adjective) উত্তেজিত; নার্ভাস। jumpiness (noun)
- English Word jump 2 Bengali definition [জাম্প্] (verb intransitive), (verb transitive) (১) লাফ দেওয়া; ঝাঁপ দেওয়া; ঠিকরে বা ছিটকে ওঠা; কোনো আসন থেকে হঠাৎ উঠে পড়া: The horse jumped over a small stream. During the earthquake he jumped from the first floor to the ground with his two children. The protesters jumped over the fence to get inside the compound. jump down somebody’s throat আকস্মিকভাবে কারো কথার উত্তর দেওয়া বা কথায় বাধাদান। jumped-up (কথ্য) ভুঁইফোড়। (২) লাফ দিয়ে পার হওয়া; লাফ দেওয়ানো: He jumped the horse over the stile. jump rails/track লাইনচ্যুত হওয়া। (৩) আনন্দ বা উত্তেজনায় লাফানো: He was jumping up and down in excitement. (৪) অকস্মাৎ দর বেড়ে যাওয়া: Oil price jumped suddenly. (৫) jump at আগ্রহের সঙ্গে গ্রহণ করা: If I am offered a job at the University, I would jump at it. jump to conclusions তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে আসা। jump to it দ্রুত এবং ত্বরিত কাজ করা; ‘জলদি করা”। jump on আক্রমণ করা; তিরস্কার করা। jump the gun সময়ের আগেই শুরু করা (যেমন পিস্তলের আওয়াজ শোনার আগেই দৌড় প্রতিযোগিতার কোনো খেলোয়াড় যদি দৌড় শুরু করে)। go and jump in the lake (কথ্য) সটকে পড়, কেটে পড়, গোল্লায় যাও। jump the queue নিজের পালা আসার আগেই তড়িঘড়ি কিছু পেতে চাওয়া।
- English Word jumper Bengali definition [জাম্পা(র)] (noun) (১) (প্রধানত উলে বোনা) হাতাওয়ালা বা হাতাছাড়া জামা; জাম্পার। = (America(n)) pinafore. (২) ব্যক্তি, জন্তু বা পোকা- যে লাফ দেয়।
- English Word junction Bengali definition [জাঙ্ক্শ্ন্] (noun) (১) সংযোগ; সন্ধি। (২) রাস্তা, রেলপথ ইত্যাদির সংযোগস্থল; বৈদ্যুতিক বর্তনীর সংযোগস্থল: railway junction.
- English Word juncture Bengali definition [জাঙ্ক্চা(র)] (noun) (১) সংযোগ। (২) সংকটমুহূর্ত; সন্ধিক্ষণ। at this juncture এই সন্ধিক্ষণে।
- English Word June Bengali definition [জূন্] (noun) ইংরেজি বছরের ষষ্ঠ মাস।
- English Word jungle Bengali definition [জাঙ্গল] (noun) (১) গভীর বন; ক্রান্তীয় অরণ্য; জঙ্গল: jungle warfare, অরণ্যযুদ্ধ jungle fever, আরণ্যক জ্বর; প্রবল ম্যালেরিয়া। the law of the jungle পরস্পর হানাহানি ও অরাজক অবস্থা। (২) তীব্র প্রতিযোগিতা ও ঘনবসতি (বিশেষত মহানগরী সম্পর্কিত): a concrete jungle. (৩) jungle-fowl, বনমোরগ; jungle-cat, বনবিড়াল। jungly (adjective) জংলি; বনবাসী।
- English Word junior Bengali definition [জূনিআ(র)] (noun) (adjective) (১) (অপেক্ষাকৃত) বয়ঃকনিষ্ঠ; অধস্তন; নিম্নপদস্থ: He is junior to me by three years. (২) (America(n)) স্কুল ও কলেজে) তৃতীয় বর্ষের ছাত্র।