Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word enamel Bengali definition [ইন্যাম্‌ল্‌] [noun] [Uncountable noun] (১) এনামেল; ধাতব পদার্থের আবরক হিসেবে ব্যবহৃত কাচজাতীয় পদার্থ: enamelware. (২) দাঁতের শক্ত বহিরাবরণ। □(verb transitive) (enamelled, enamelling, enamels America(n) অপিচ enameled, enameling, enamels) এনামেল সজ্জিত করা; কলাই করা।
  • English Word enamour Bengali definition (America(n) = enamor) [ইন্যামা(র্)] (verb transitive) (সাধারণত passive) be enamoured of মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া: He is enamoured of her beauty.
  • English Word enargy Bengali definition [এনাজি] (১) [noun] [Uncountable noun] বল; ক্ষমতা; শৌর্যবীর্য(২) (Plural enargies) (ব্যক্তির ক্ষেত্রে) কর্মশক্তি(৩) [Uncountable noun] (বিজ্ঞান) শক্তিenergetic [এনাজেটিক্] (adjective) কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী। energetically [এনাজেটিকলি] (adverb)
  • English Word enbloc Bengali definition [অনব্লক] (adverb) (phrase) (ফরাসি) একসঙ্গে সবাই মিলে: They left enbloc.
  • English Word encamp Bengali definition [ইনক্যাম্প] (verb transitive), (verb intransitive) তাঁবুতে বাস করাencampment (noun) সৈনিকদের শিবির।
  • English Word encase Bengali definition [ইনকেইস্‌] (verb transitive) encase (in) খাঁচায় আবদ্ধ করা, চতুর্দিক ঘিরে ফেলা অথবা আবৃত করা: a soldier encased in armour.
  • English Word encaustic Bengali definition [এনকোসটিক্] (adjective) পোড়ানো রঙিন মাটি দ্বারা নকশা অঙ্কিত; (যেমন ইট): encaustic bricks.
  • English Word encephalitis Bengali definition [এনকেফালাইটিস্‌] [noun] [Uncountable noun] মস্তিষ্কপ্রদাহ
  • English Word enchain Bengali definition [ইনচেইন] (verb transitive) শৃঙ্খলাবদ্ধ করা; শিকল দিয়ে বাধা
  • English Word enchant Bengali definition [ইনচা:ন্ট America(n) ইনচ্যান্ট্‌] (verb transitive) (১) মন্ত্রমুগ্ধ করা; জাদুমুগ্ধ করা; মোহিত করা; পুলকিত করা: He enchanted the audience with his music. (২) জাদু করাenchanter [ইনচা:ন্টআ(র্)] (noun) জাদুকর; যে ব্যক্তি মুগ্ধ করে। enchantress [ইনচা:ন্টট্রিস] (noun) মহিলা জাদুকর; মোহিনী। enchantingly (adverb) enchantment (noun) জাদু; মোহিনীশক্তি; আকর্ষণ।
  • English Word encircle Bengali definition [ইনসাক্‌ল্] (verb transitive) বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা: encircleed by enemies. encirclement (noun) বেষ্টন।
  • English Word enclave Bengali definition [এনক্লেইভ] [noun] [Countable noun] অন্য দেশের মধ্যস্থিত একটি দেশের অঞ্চল
  • English Word enclose Bengali definition [ইনক্লোউজ] (verb transitive) enclose (with) (১) চতুর্দিকে বেড়া, দেওয়াল দিয়ে ঘিরে ফেলা: They have enclosed the field with a wall. (২) খানের ভিতরে কিছু রাখা; সংগ্রথিত করা
  • English Word enclosure Bengali definition [ইনক্লোউজা(র্)] (১) [noun] [Uncountable noun] বেড়া; দেওয়াল; সীমানা(২) [Countable noun] সংগ্রথিত কিছু (বিশেষ করে চিঠির সঙ্গে)।
  • English Word encode Bengali definition [ইনকোউড্‌] (verb transitive) সংকেতে আবদ্ধ করা। দ্রষ্টব্য code (verb)
  • English Word encomium Bengali definition [ইনকোউমিআম্] (noun) (সাধারণত plural) (আনুষ্ঠানিক) উচ্চ প্রশংসা
  • English Word encompass Bengali definition [ইনকাম্‌পাস্‌] (verb transitive) চতুর্দিক ঘিরে ফেলা; বেষ্টন করা; আবৃত করা
  • English Word encore Bengali definition [অঙ্‌কো(র্)] (interjection) আবার! আবার! □(verb transitive), (noun) (কোনো সংগীতশিল্পীকে) আবার পরিবেশন করতে অনুরোধ জানানো: The audience encored the singer.
  • English Word encounter Bengali definition [ইন্‌কাউন্টা(র্)] (verb transitive) বিপদের মুখোমুখি হওয়া; শত্রুর সামনে পড়া; অপ্রত্যাশিতভাবে (বন্ধুর) দেখা পাওয়া। □[Countable noun] encounter (with) অপ্রত্যাশিত সাক্ষাৎ (বিশেষ করে বিরোধীদের সঙ্গে)।
  • English Word encourage Bengali definition [ইন্‌কারিজ] (verb transitive) encourage somebody in something/to do something উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা: He will encourage him. encouragement [noun] [Uncountable noun] উৎসাহ: Everybody needs encouragement.
  • English Word encroach Bengali definition [ইনক্রোউচ্‌] (verb intransitive) encroach on/upon অবৈধ, অস্বাভাবিক অথবা অনভিপ্রেতভাবে অগ্রসর হওয়া; সীমা লঙ্ঘন করা: The river is encroaching (up). encroachment [noun] [Countable noun, Uncountable noun] সীমা লঙ্ঘন; অবৈধপথে কোনো কিছু লাভ।
  • English Word encrust Bengali definition [ইন্‌ক্রাস্ট্‌] (verb transitive), (verb intransitive) encrust (with) (১) কঠিন আবরণে আবৃত করা; সোনাদানা অথবা দামি সামগ্রী দ্বারা আবৃত করা(২) কঠিন আবরণে পরিণত হওয়া
  • English Word encumber Bengali definition [ইন্‌কামবা(র্‌)] (verb transitive) encumber (with) (১) পথরোধ করা; ব্যাহত করা; ঋণগ্রস্ত হওয়া: a country encumbered with debts. (২) পূর্ণ হওয়া: a room encumbered with useless books. encumbrance [ইনকামব্রান্‌স্] (noun) বাধা; বোঝা; দায়।
  • English Word encyclical Bengali definition [ইনসিক্‌লিকল] (adjective), (noun) ব্যাপক প্রচারের জন্য (পোপলিখিত পত্র)।
  • English Word encyclopedia Bengali definition (অপিচ encyclopaedia) [ইনসাইক্লাপীডিআ] (noun) বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষencyclopedic, encyclopaedic [ইনসাইক্লাপীডিক্] (adjective) বিশ্বকোষসম্পর্কিত; মহাজ্ঞানী।
  • English Word end 1 Bengali definition [এন্‌ড্] (noun) (১) প্রান্ত; the end of a street; the north end of a village. begin/start at the wrong end গোড়ায় গলদ করা; ভুলভাবে শুরু করা। get hold of the wrong end of the stick সম্পূর্ণভাবে ভুল বোঝা; উদ্দিষ্ট অর্থ ধরতে না পেরে সম্পূর্ণ ভুল ধারণা পোষণ করা। keep one’s end up (British/Britain) বিপদের মুখে লড়াকু মেজাজে এগিয়ে যাওয়া। at a loose end গুরুত্বপূর্ণ অথবা আনন্দজনক কিছু করার নেই এমন অবস্থা। on end (ক) খাড়া: place the barrel on (its) end.(খ) বিরামহীন; একটানা: three days on end. end on মুখোমুখি: The two ships collided end on. end to end এ প্রান্ত থেকে ও প্রান্ত। go (in) off the deep end নিয়ন্ত্রণ না-করে আবেগ প্রকাশের চেষ্টা। make (both) ends meet আয় বুঝে ব্যয় করা। (reach) the end of the line/road (লাক্ষণিক) চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়া। (২) অবশেষend papers (noun) পুস্তানি; প্রচ্ছদের ভেতরের খালি কাগজ। (৩) সমাপ্তি; উপসংহার; the end of a lecture. (be) at an end; at the end (of) শেষ হওয়া; শেষ সীমায় উপনীত হওয়া। come to an end সমাপ্ত হওয়া। come to a bad end ধ্বংসের সীমায় উপনীত হওয়া। draw to an end ধীরে ধীরে সমাপ্তির দিকে এগিয়ে যাওয়া। make an end of something; put an end to something সমাপ্তি টানা। in the end অবশেষে। no end of (কথ্য) অনেক। without end সমাপ্তিহীন। (৪) মৃত্যু: His glorious life came to an end. (৫) উদ্দেশ্য; লক্ষ্য: with this end in view. The end justifies the means (প্রবাদ) সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য।
  • English Word end 2 Bengali definition [এন্‌ড্‌] (verb intransitive), (verb transitive) সমাপ্ত হওয়া; শেষ করা: The story ends here. end in something ভালোমন্দজনিত কোনো পরিণতি লাভ করা: The five year plan ended in failure. end (something) off শেষ করা। end (something) up সমাপ্ত করা। end-all দ্রষ্টব্য be 3 (৪). ending [noun] [Countable noun] শব্দ অথবা কাহিনির সমাপ্তি।
  • English Word endanger Bengali definition [ইনডেইনজা(র্)] (verb transitive) বিপদে ফেলা; বিপন্ন করা
  • English Word endear Bengali definition [ইনডিআ(র্)] (verb transitive) endear somebody/oneself to নিজেকে প্রিয় (প্রিয়তর) করাendearingly (adverb) endearment [noun] [Countable noun, Uncountable noun] আদর; সোহাগ।
  • English Word endeavour Bengali definition (America(n) endeavor) [ইনডেভা(র্) [noun] [Countable noun] (আনুষ্ঠানিক) প্রচেষ্টা: He became successful in his endeavours. Please make every endeavour to be early. □(verb transitive) (আনুষ্ঠানিক) প্রচেষ্টা নেওয়া: endeavour to arrive on time.