• Bengali Word code English definition [কোউড্] (noun) [countable noun] ১ আইনের সংকলনগ্রন্থ; সংহিতা।
    (২) কোনো সমাজ বা মানবগোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিমালা ও নিয়মাবলি। (৩) [uncountable noun] গোপনীয়তা, সংক্ষেপ ইত্যাদি প্রয়োজনে ব্যবহৃত সংকেতাদি; সংকেতলিপি; গূঢ়লেখ। break a code সংকেতলিপির পাঠ উদ্ধার করা।  (verb transitive) সংকলনভুক্ত করা; সংকেতলিপির সাহায্যে লেখা বা বলা।