Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধোকড়, ধোকড়া, ধুকড়ি Bengali definition [ধোকড়্‌, ধোক্‌ড়া, ধুক্‌ড়ি](বিশেষ্য) ১ ছিন্ন কন্থা; ছেঁড়া কাঁথা। ২ মোটা কাপড়; coarse cloth (সদাগর আচ্ছাদন না ছারে ধোকড়ি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ মোটা সুতার থলি; ঝোলা। কথার ধোকড়, কথার ধোকড়া, ধুকড়ি (বিশেষ্য) বাক্যবাগীশ; বচনবাগীশ। মাকড় মারলে ধোকড় হয় ১ অন্যের জন্যে যা প্রায়শ্চিত্তযোগ্য পাপরূপে প্রযোজ্য নিজের সম্পর্কে তা কোনো পাপ বা অন্যায় নয় এরূপ বিচার-বিবেচনা। ২ স্বার্থের প্রয়োজনে বিচার-বিবেচনা পরিবর্তিত হয়। {(তৎসম বা সংস্কৃত) ধৌতকট>}
  • Bengali Word ধোচনা Bengali definition [ধোচ্‌না](বিশেষ্য) ১ বাঁশের শলায় তৈরি মাছ ধরার যন্ত্রবিশেষ। ২ অশ্লীল তিরস্কারবিশেষ। ৩ চাল ধোয়ার ছোট টুকরি; ধুচনি। {ধুচনি>(বড় অর্থে)}
  • Bengali Word ধোনা, ধুনা Bengali definition [ধোনা, ধুনা](ক্রিয়া) ১ ধনুকের মতো যন্ত্র দ্বারা ধুনুরির তুলা পরিস্কার করা। ২ (আলঙ্কারিক) তীব্র বর্ৎসনাদি দ্বারা ভ্রমপ্রদর্শন; করা; অত্যন্ত তিরস্কারাদি করা (ধুনে নামিয়ে দেওয়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ধুনারি (বিশেষ্য) যে ধুনে। {(তৎসম বা সংস্কৃত) √ধু>; (তুলনীয়) বিধূনন-পাখা সঞ্চালন ধ্বনি}
  • Bengali Word ধোপ, ধোব Bengali definition [ধোপ্‌, ধোব্‌](বিশেষ্য) ১ ধোপাকে দিয়ে কাচানো; ধোলাই; ধবলীকরণ (ধোপ দেওয়া, ধোপ পড়া)। ২ শুক্লাভাব। □ (বিশেষণ) ১ ধোপা কর্তৃক পরিষ্কৃত; ধোয়া। ২ পরিষ্কার; শুভ্র; ধোপদুরস্ত, ধোপদোরস্ত, ধোপদস্ত (বিশেষণ) ১ উত্তমরূপে ধোলাই করা হয়েছে এমন; পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত দামী রুমালে ঢেকে-সৈয়দ মুজতবা আলী; গায়ে ধোপদস্ত পাঞ্জাবী-মনোজ বসু)। ২ বাহ্যিক চাকচিক্যযুক্ত; বাহ্যত নিখুঁত (কেননা সাধু ভাষা যে ধোপদোরস্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই-প্রথম চৌধুরী)। ৩ ফিটফাট (যায় একটু বাড়াবাড়ি রকমেরই ধোপদোরস্ত হয়ে-কাজী নজরুল ইসলাম)। ধোপ দেওয়া, ধোপ পড়া (ক্রিয়া) ধোলাই করা। ধোপে টিকবে না ১ ধুলে রং নষ্ট হয়ে যাবে। ২ (আলঙ্কারিক) পরীক্ষায় ভিতরের গলদ প্রকাশ হয়ে পড়বে। {(তৎসম বা সংস্কৃত) √ধাবন>}
  • Bengali Word ধোপা, ধোবি, ধোবী Bengali definition [ধোপা, ধোবি, ধোবী](বিশেষ্য) ১ রজক; কাপড় ধোলাই করা যার বৃত্তি। ২ হিন্দু জাতিবিশেষ। ধোপানী, ধোবানী( স্ত্রীলিঙ্গ) । ধোপা-নাপিত বন্ধ করা (ক্রিয়া) সমাজচ্যুত করা; একঘরে করা; ধোপা ও নাপিতের সেবা হতে বঞ্চিত হওয়া রূপ সামাজিক দণ্ড দেওয়া। ধোপার গাধা, ধোবার গাধা (বিশেষ্য) যে অন্যের জিনিস বহন করে অথচ ভোগ করতে পারে না। (তুলনীয়) চিনির বলদ। ধোপার পাট (বিশেষ্য) ধোপা যে পাটা সদৃশ চওড়া কাঠের উপর কাপড় কাচে। ধোপার বাড়ি দেওয়া (ক্রিয়া) অপরিচ্ছন্ন কাপড় ধোয়ার জন্য ধোপাকে দেওয়া। ধোপার ভাঁড়ার (বিশেষ্য) প্রচুর আছে অথচ খরচ করার উপায় নেই; অব্যবহার্য বা অকেজো ভাণ্ডার; অন্যের কাপড়ে ধোপার ঘর পরিপূর্ণ অথচ সেসব কাপড় ব্যবহার করার উপায় নেই। ধোপে টেকা ১ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া (ধোপে সেটা কতখানি টেকে আমি যাচাই না কর বলতে পারব না-সৈয়দ মুজতবা আলী)। ২ নানা বাধাবিঘ্ন অতিক্রম করে টিকে থাকা। ধোবি/ধোপি আছাড় ১ ধোপা যেভাবে পাটে আছড়িয়ে কাপড় ধোয়। ২ নির্মম ব্যবহার; নিষ্ঠুর আচরণ (এতদূর থেকে তোমায় পাকড়াও করে একটা ধোবী আছাড় দেবার যখন কোনই সম্ভাবনা নেই-কাজী নজরুল ইসলাম)। ধোবির/ধোপার/ধুপির বোঝা-১ অন্যের বোঝা (সে যে লয়ে এঁদো ঘাটে ফেলে দিল পাটে ভাবিয়া ধোবির বোঝা-কাজী নজরুল ইসলাম)। ২ অপরের দায়িত্ব। {(তৎসম বা সংস্কৃত) ধাবক্>}
  • Bengali Word ধোরণ Bengali definition [ধোরন্‌](বিশেষ্য) ১ গতি ও গমনের চাতুর্যকৌশল। ২ ঘোড়ার বিশেষ গতি। ধোরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) ধোর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ধোলাই Bengali definition [ধোলাই](বিশেষ্য) ১ পানি দ্বারা প্রক্ষালন বা ধোয়া; ধৌতকরণ; ধোপ (ধোলাই খরচ)। ২ ধোয়ার মজুরি বা পারিশ্রমিক; ধৌত; পানি দ্বারা পরিষ্কৃত (ধোলাই কাপড়)। ধোলাই করা (ক্রিয়া) ধৌত করা; পানি দ্বারা পরিষ্কার করা। ধোলাই দেওয়া (ক্রিয়া) ভীষণ প্রহার করা। {(তুলনীয়) (হিন্দি) ধোলাই}
  • Bengali Word ধোসা Bengali definition [ধোশা](বিশেষ্য) এক প্রকার পশমি মোটা শীতবস্ত্র। {(হিন্দি) ধুস্‌না}
  • Bengali Word ধোড়া Bengali definition [ধোড়া](বিশেষ্য) ঢোঁড়া সাপ; ঢুণ্ডু। {(তৎসম বা সংস্কৃত) ডুণ্ডুভ>}
  • Bengali Word ধোয়া, ধোওয়া Bengali definition [ধোয়া] (ক্রিয়া) ১ ধৌত বা প্রক্ষালিত করা; কাচা; পানি দিয়ে পরিষ্কার করা। □ (বিশেষ্য) ধৌতকরণ; প্রক্ষালন। □ (বিশেষণ) প্রক্ষালিত; ধৌত (ধোয়া কাপড়)। ধোয়ানো (ক্রিয়া) ১ ধৌত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ধোয়ানি (বিশেষ্য) যে পানি দিয়ে কোনো কিছু ধোয়া হয়েছে (ঘর ধোয়ানি)। {(তৎসম বা সংস্কৃত) ধৌত>(প্রাকৃত) ধোঅ>}
  • Bengali Word ধোয়াট Bengali definition [ধোয়াট্‌](বিশেষ্য) ১ ধোয়া পানি। ২ নদীপ্রবাহে আনীত মাটি; নদীর স্রোত প্রভাবে ধোয়া মাটি; পলিমাটি। {(তৎসম বা সংস্কৃত) ধৌতকট>}
  • Bengali Word ধৌত Bengali definition [ধোউতো](বিশেষণ) ধোয়া হয়েছে এরূপ; প্রক্ষালিত; পরিষ্কৃত; মার্জিত (নীল সিন্ধুজল-ধৌত চরণতল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধৌতকট (বিশেষ্য) মোটা সুতার থলে বা ব্যাগ। ধৌতকৌষেয় (বিশেষ্য) পট্টবস্ত্র। ধৌতশীলা (বিশেষ্য) স্ফটিক। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌+ত(ক্ত)}
  • Bengali Word ধৌরেয় Bengali definition [ধোউরেয়ো](বিশেষণ) ভারবাহী; ভারবহনকারী পশু। ২ নেতা; সর্বোৎকৃষ্ট; ধুরন্ধর। {(তৎসম বা সংস্কৃত) ধুর্‌+এয়(টক্‌)}
  • Bengali Word ধ্বংস Bengali definition [ধঙ্‌শো](বিশেষ্য) ১ নাশ; ক্ষয় (আত্মার ধ্বংস নাই)। ২ বিনাশ; বধ; সংহার (কিরূপে করিবে ধ্বংস দুর্জয় অসুরে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ উচ্ছেদ; উৎকাত (রাজ্য ধ্বংস, নগর ধ্বংস)। ৪ বিলোপ (স্মৃতি ধ্বংস)। ৫ অপচয় (অন্ন ধ্বংস)। ৬ ভেঙে পড়া; নষ্ট হওয়া। ৭ অধঃপতন; পতন (ধ্বংসের পথে)। ধ্বস্ত বিণ। ধ্বংসক (বিশেষণ) ধ্বংস করে এমন; ধ্বংসকারী। ধ্বংসিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধ্বংসকাল (বিশেষ্য) প্রলয়। ধ্বংসন, ধ্বংস সাধন (বিশেষ্য) ধ্বংসকরণ; নাশকার্য; নিবাশন। ধ্বংসনীয় (বিশেষণ) ধ্বংসযোগ্য; উচ্ছেদনীয়। ধ্বংস পড়ানিয়া, ধ্বংস পড়ানে (বিশেষণ) বিঘ্ন ঘটায় এমন; পণ্ডকারী। ধ্বংস পড়ানো (ক্রিয়া) ১ কার্যে বিঘ্ন ঘটানো। ২ কার্য নষ্ট করা। ধ্বংসলীলা (বিশেষ্য) প্রলয়কাণ্ড; ব্যাপক ধ্বংস; তাণ্ডব। ধ্বংস হওয়া (ক্রিয়া) সর্বনাশপ্রাপ্ত হওয়া; নষ্ট হওয়া; সর্বস্বান্ত হওয়া। ধ্বংসা (ক্রিয়া) (পদ্যে.) ধ্বংস করা (ধ্বংসিল রাজ্য)। ধ্বংসানো (ক্রিয়া) ১ নষ্ট করা (পরের অন্ন ধ্বংসানো)। ২ বিনষ্ট করা; উৎসন্ন করা। (সৈন্যে দিয়ে দেশ ধ্বংসানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। ধ্বংসাবশেষ, ধ্বংসশেষ (বিশেষ্য) ধ্বংসের পর যা অবশিষ্ট রয়েছে; নাশের পর অবশিষ্টাংশ; ভগ্নাবশিষ্ট; ruins; relics। ধ্বংসিত (বিশেষণ) ১ নাশিত; ধ্বংসপ্রাপ্ত; বিনষ্ট; খণ্ডিত। ২ অধঃপতিত। ধ্বংসী(-সিন্‌) বিন ১ ধ্বংসকারী (বিমানধ্বংসী)। ধ্বংসের পথ (বিশেষ্য) ১ যে পথে অধঃপতন হয়। ধ্বংসোন্মুখ (বিশেষ্য) ধ্বংসের সূচনা; ধ্বংসের উপক্রম। অন্নধ্বংস, অন্ন ধ্বংসানো (ক্রিয়া) অকর্মণ্য বা বেকার ব্যক্তির বসে বসে আহার্য নিঃশেষিত করা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বংস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ধ্বজ Bengali definition [ধজ্‌](বিশেষ্য) ১ পতাকা; নিশান; কেতন (নবচন্দ্র ধ্বজ)। ২ (বিশেষ্য) পুরুষাঙ্গ; শিশ্ন (ধ্বজভঙ্গ)। ৩ গৌরব; শ্রেষ্ঠ (বংশধ্বজ)। ৪ চিহ্ন; লক্ষন। ধ্বজ চিহ্ন (বিশেষ্য) জাতি; সম্প্রদায় বা রাজশক্তি বা রাষ্ট্রের বিশিষ্ট চিহ্ন; ensign। ধ্বজদণ্ড (বিশেষ্য) পতাকা দণ্ড। ধ্বজপট (বিশেষ্য) পতাকা (তার বিজয়োদ্ধত ধ্বজপট সে কি আগে-পিছে রবে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধ্বজপতাকা (বিশেষ্য) ১ পতাকা এবং তার আনুষঙ্গিক বস্তুসমূহ। ২ পতাকাদি। ধ্বজবহ (বিশেষণ) পতাকাবাহক। ধ্বজবান (বিশেষণ) ১ পতাকাধারী। ২ চিহ্নিত। □ (বিশেষ্য) দুষ্কৃতির জন্য চিহ্নিত। ধ্বজভঙ্গ (বিশেষ্য) পুরুষত্বহীনতারূপ রোগ; পুরুষের স্ত্রীসঙ্গম শক্তির লোপ; impotency। ধ্বজস্তম্ভ (বিশেষ্য) পতাকাদণ্ড flag staff। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বজ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ধ্বজা Bengali definition [ধজা](বিশেষ্য) ১ নিমান; পতাকা। ২ চিহ্ন। ৩ গৌরব; গর্ব। ৪ শিখা; চূড়া। ৫ টিকি। ধ্বজা ধরা (ক্রিয়া) উগ্রভাবে সমর্থন করা। ধ্বজাধারী (বিশেষণ) ১ পতাকাধারী। ২ সমর্থক। ৩ (ব্যঙ্গার্থ) টিকিধারী; শিখাবিশিষ্ট। ৪ মূর্খ ও অহঙ্কৃত; সর্দার বা পাণ্ডা (ধর্মের ধ্বজাধারী)। ধ্বজাবর্দার (বিশেষণ) পতাকাধারী; নিশানবরদার (চলে চোবদার ধ্বজাবর্দার; চোখ বাঁধা বাজ চলচে জাঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বজ+(বাংলা) আ(অবজ্ঞার্থে)}
  • Bengali Word ধ্বজী (-জিন্‌), ধ্বজি Bengali definition [ধোজি](বিশেষ্য) ১ নিশান; পতাকা; চিহ্ন (একখানা যাঁতার মতো পাতর, তার মাঝখানটায় রাজাদের ধ্বজি গাড়বার একটা গর্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ রাজা (পতাকা আছে তাই)। ৩ ব্রাহ্মণ (শিখা হেতু)। ৪ পর্বত (শিখর হেতু)। ৬ ময়ূর (পুচ্ছ হেতু)। ৭ সর্প (ফণা হেতু)। ৮ অশ্ব (চামর হেতু)। ৯ ধ্বজধারী; ধ্বজযুক্ত। ১০ লগি; নৌকা চালনার দণ্ড □ (বিশেষণ) ১ চিহ্নমাত্র ধারণকারী। ২ কপট; ভণ্ড (ধর্মধ্বজী)। ধ্বজিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধ্বজী মারা (ক্রিয়া) অল্প পানিতে লগি ঠেলে নৌকা চালনা (চলে তরী ভ্রম ভরে ঠেকে যায় ডুবো চরে ধ্বজি মেরে যায় মাঝামাঝি-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বজ+ইন্‌}
  • Bengali Word ধ্বনন Bengali definition [ধনোন্‌](বিশেষ্য) ১ অব্যক্ত শব্দকরণ; গুঞ্জন। ২ বর্ণন; ধ্বনির অনুকরণ। ৩ কাব্যন্তর্গত ধ্বনির দ্যোতনা; ব্যঞ্জনা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ধ্বনি Bengali definition [ধোনি](বিশেষ্য) ১ শব্দ; কণ্ঠস্বর; রব (ধ্বনি করা, মৃদঙ্গ ধ্বনি)। ২ বিশেষ রব বা জিকির; slogan (ধ্বনি তোলা)। ৩ কাব্যের রস; ব্যঞ্জনা। ধ্বনিকাব্য (বিশেষ্য) উত্তম বা উৎকৃষ্ট কাব্য; বাচ্যার্থ অপেক্ষা ব্যঙ্গার্থের দ্বারা সৌন্দর্যমণ্ডিত কাব্য। ধ্বনিগ্রহ (বিশেষ্য) ১ শব্দজ্ঞান। ২ কর্ণ। ধ্বনিত (বিশেষণ) ১ শব্দিত; বাদিত; নিনাদিত; ঝঙ্কৃত (ধ্বনি হৃদয়ে তাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধ্বনি দ্বারা প্রতিপন্ন। ধ্বনিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধ্বনিনালা (বিশেষ্য) বংশী; বাঁশি। ধ্বনিফলক (বিশেষ্য) বাদ্যযন্ত্রের ফাঁপা অংশ। ধ্বনিরেখা (বিশেষ্য) শব্দের আঘাতে বাতাসে আলোড়ন (ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্‌+ই}
  • Bengali Word ধ্বন্যাত্মক Bengali definition [ধনাত্‌তোঁক্‌](বিশেষণ) ধ্বনিমূলক বা অনুকারমূলক। onomatopoeic। {(তৎসম বা সংস্কৃত) ধ্বনি+আত্মক}
  • Bengali Word ধ্বস Bengali definition [ধশ্‌]⇒ ধস। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্‌স্‌}
  • Bengali Word ধ্বসন Bengali definition ⇒ ধস
  • Bengali Word ধ্বসা Bengali definition ⇒ ধস
  • Bengali Word ধ্বস্ত Bengali definition [ধস্‌তো](বিশেষণ) ১ বিনষ্ট; ধ্বংসপ্রাপ্ত (আমি বাঁচিয়েছি ধ্বস্ত প্রেমের আকৃতি আর স্বর্গীয় নির্যাস-বুদ্ধদেব বসু)। ২ পতিত; স্খলিত; বিচ্যুত। ধ্বস্তবিধ্বস্ত (বিশেষণ) চুরমার; সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এমন (মোঙ্গলদের দৌরাত্ম্যে মোসলেম রাজ্যসমূহ ধ্বস্তবিধ্বস্ত হচ্ছিল-এওআ)। ধ্বস্তাধ্বস্তি (বিশেষ্য) ১ পরস্পরকে আকর্ষণ করে অভিভূত বা পতিত করার চেষ্টা। ২ বল পরীক্ষা (সুমতি আর কুমতির মধ্যে ধ্বস্তাধ্বস্তি)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্‌স্‌+ত(ক্ত)}
  • Bengali Word ধ্বাঙ্ক্ষা Bengali definition [ধাঙ্‌খ](বিশেষ্য) কাক। {√ধ্বাঙ্‌ক্ষ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ধ্বান্ত Bengali definition [ধান্‌তো](বিশেষ্য) অন্ধকার; তিমির; তমসা (মোহধ্বান্ত নাশন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধ্বান্তারি (বিশেষ্য) সূর্য (অন্ধকার নাশ করে বলে)। ধ্বান্তোন্মেষ (বিশেষ্য) জোনাকি। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্‌+ত(ক্ত)}
  • Bengali Word ধ্মা Bengali definition [ধাঁ](বিশেষ্য) ১ অগ্নিসংযোগ। ২ অগ্নিতে ফুৎকার প্রদান। ধ্মাত (বিশেষণ) ১ ধ্বনিত। ২ শব্দীকৃত। ৩ সঞ্জীবিত; সন্দীপিত। ধ্মান (বিশেষ্য) ১ ধ্বনি। ২ অগ্নিসংযোগ। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা}
  • Bengali Word ধ্যাত Bengali definition [ধ্যাতো](বিশেষণ) ১ ধ্যান করা হয়েছে এমন। ২ চিন্তিত; ভাবিত। ৩ স্মরণ করা হয়েছে এমন; স্মৃত। ধ্যাতব্য (বিশেষণ) ১ ধ্যান করা উচিত বা ধ্যান করার যোগ্য এমন; ধ্যানযোগ্য। ২ চিন্তনীয়। ৩ স্মরণীয়; স্মরণযোগ্য। ৪ অনুশীলনীয়; আলোচ্য। ধ্যাতা (বিশেষণ) ধ্যান বা একাগ্রভাবে চিন্তা বা স্মরণ করে এমন; ধ্যানকারী। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+ত(ক্ত)}
  • Bengali Word ধ্যান Bengali definition [ধ্যান্‌](বিশেষ্য) ১ গভীর চিন্তা; কোনো বিষয়ে প্রগাঢ় ভাবনা। ২ কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয়ে মনোনিবেশ। ৩ অনন্যমনে অতি নিবিষ্টভাবে একাগ্রভাবে একাগ্রচিত্তে কোনো বিষয় চিন্তা। ৪ অভিনিবেশ সহকারে মনন বা স্মরণ। ৫ কল্পনা; ধারণা (শিল্পীর intention বা ধ্যান তারি অনুপাতে ক্রিয়া চললো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ ব্যাখ্যা; সংজ্ঞা (হাসির ধ্যান হল ওষ্ঠের বিস্তার ও দন্তের বিকাশ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধ্যানগম্ভীর (বিশেষণ) একাগ্র চিন্তায় মগ্ন (ধ্যানগম্ভীর এই যে ভূধর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রশান্তভাবে ধ্যানমগ্ন। ধ্যানগম্য (বিশেষণ) কেবল ধ্যান দিয়ে জানা বা পাওয়া যায় এমন। ধ্যানজ্ঞান (বিশেষ্য) ধ্যানের বিষয় ও জ্ঞানের বিষয়; চিন্তা ও অনুভূতির একমাত্র বিষয় (ধনী হওয়াই তখন ছিল আমার ধ্যানজ্ঞান)। ধ্যানধারণা (বিশেষ্য) ১ একাগ্রচিন্তা ও প্রতীতি। ২ স্মরণ ও মনন। ধ্যানভঙ্গ (বিশেষ্য) ১ ধ্যানে বিঘ্ন; ধ্যানে বাধার সৃষ্টি। ২ ধ্যানের অবসান। ধ্যানমগ্ন (বিশেষণ) ধ্যানে নিবিষ্ট চিত্ত; ধ্যানের মধ্যে ডুবে গেছে এমন; গভীরভাবে ধ্যারত; চিন্তায় সমাহিত। ধ্যানযোগ (বিশেষ্য) ধ্যানরূপ যোগ; ধ্যান দ্বারা ধ্যেয় বস্তুর সাথে মিলন। ধ্যানরত, ধ্যানস্থ (বিশেষণ) ধ্যান করছেন এমন; ধ্যানপরায়ণ; ধ্যানে নিবিষ্টচিত্ত। ধ্যানিষ্ঠ (বিশেষণ) ধ্যানসাধ্য। ধ্যানী (-নিন্‌) (বিশেষণ) ধ্যান করে এমন; ধ্যানকারী; ধ্যানরত। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ধ্যাবড়া, ধেবড়া Bengali definition [ধ্যাব্‌ড়া](বিশেষ্য) ১ মোটা ও কুশ্রী; জোবড়া (থাব্‌ড়া মেরে ধ্যাবড়া করেছেন-কাজী নজরুল ইসলাম)। ২ কালি প্রভৃতি তরল দ্রব্যের বিস্তৃত ছাপ; দাগ। {(তুলনীয়) (হিন্দি) ধব্বা (মলিন)}