Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধৃষ্টদ্যুম্ন Bengali definition [ধৃশ্‌টোদ্‌দুম্‌নো](বিশেষ্য) দ্রুপদ রাজার ছেলে ও দ্রৌপদীর ভাই। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট+দ্যুম্ন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধৃষ্টা Bengali definition [ধৃশ্‌টা](বিশেষ্য), (বিশেষণ) অসতী; ভ্রষ্টা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্ট+আ(টাপ্‌)}
  • Bengali Word ধৃষ্য Bengali definition [ধৃশ্‌শো](বিশেষণ) ধর্ষনযোগ্য; ধর্ষণীয়; দমনযোগ্য; দলনযোগ্য। ধৃষ্যা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্‌+য(যৎ)}
  • Bengali Word ধেআই (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধোয়াই] (ক্রিয়া) ধ্যান করি (যোগ ধেআই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ>}
  • Bengali Word ধেআন Bengali definition [ধেয়ান্‌](মধ্যযুগীয় বাংলা)(বিশেষ্য) ধ্যান; পরিচিন্তন; বিবেচনা (ধেআন-গেআন নাই)। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>}
  • Bengali Word ধেই ধেই Bengali definition [ধেইধেই](অব্যয়) উদ্দাম বা অসংযত নৃত্যের ভঙ্গি বা শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধেঞা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধেয়াঁ] অসমাপিকা ক্রিয়া ধেয়ে (কোলে করি যেয়ে ধেঞা-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}
  • Bengali Word ধেঞান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধেয়াঁন্‌](ক্রিয়া) ধ্যান করা। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>}
  • Bengali Word ধেনু Bengali definition [ধেনু](বিশেষ্য) নবপ্রসূতা গাভী; দুগ্ধবতী সবৎসা গাভী (নিত্য কেবল ধেনু চরায় বংশীবটের তলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধেুনদুগ্ধ (বিশেষ্য) গোদুগ্ধ। ধেনুমক্ষিকা (বিশেষণ) ডাঁশ। ধেুনষ্যা (বিশেষণ) যে গাভী বা মহিষকে দোহার্থ আবদ্ধ করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) ধে+নু}
  • Bengali Word ধেনো Bengali definition [ধেনো] (বিশেষ্য) ধান থেকে প্রস্তুত মদবিশেষ; ধেনো মদ; ভেতো মদ (কাব্য জগতে যে হাওয়া বইছে, তাতে মনে হয় ওমরের শরাবের চেয়ে মজুরের ধেনোর কদর বেশী-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ১ ধান সম্পর্কিত (ধেনো হাট)। ২ ধান (ভাত) থেকে প্রস্তুত (ধেনো মদ)। ৩ ধান জন্মে যাতে; ধান্যপ্রসূ (ধেনো জমি)। ধেয়ানো (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) একাগ্রভাবে চিন্তা বা ধ্যান করা; স্মরণ বা চিন্তা করা। ধেয়ানী, ধ্যানী বিণ। {ধান+উয়া>}
  • Bengali Word ধেবড়া Bengali definition ⇒ ধাবড়া
  • Bengali Word ধেরো, ধারুয়া Bengali definition [ধেরো, ধারুয়া](বিশেষণ) ঋণী; দার করেছে এমন (মানুষ হয়ে যাবে, সংসারে ধেরো হয়ে থাকবে না কারু কাছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ধার+উয়া>}
  • Bengali Word ধোঁকা ৩, ধুঁকা Bengali definition [ধোঁকা, ধুঁকা](ক্রিয়া) অতিরিক্ত পরিশ্রমের ফলে বা রুগ্নতার জন্য হাঁপানো; জোরে ও ঘন ঘন শ্বাস গ্রহণ ও ত্যাগ। ধুঁকে/ধুঁকিয়া মরা (ক্রিয়া) খুব পরিশ্রম বা অত্যন্ত অসুস্থতার ফলে শ্বাসকষ্টের জন্য হাঁপানো বা হাঁপাতে হাঁপাতে প্রাণ ত্যাগ করা। {(তৎসম বা সংস্কৃত) ধুক্ষ্‌>}
  • Bengali Word ধেৎ Bengali definition ⇒ ধুৎ
  • Bengali Word ধেড়ানো, ধেড়ান Bengali definition [ধ্যাড়ানো](ক্রিয়া) ১ অসামালভাবে মলাদি ত্যাগ করে কাপড়-চোপড় ময়লা বা নষ্ট করা। ২ (আলঙ্কারিক) অপটুতার জন্য কাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে।
  • Bengali Word ধেড়ে ১ Bengali definition [ধেড়ে](বিশেষ্য) ভোঁদড়; উদ্বিড়াল; otter। {ধাড়ি>}
  • Bengali Word ধেড়ে ২ Bengali definition [ধেড়ে](বিশেষণ) বয়স্ক; ধাড়ি; বয়স্থ (হিন্দুর ঘরে ধেড়ে মেয়ে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষ্য) বয়স বা দৈর্ঘ্যে কিশোর অপেক্ষা বেশি বয়স্ক; যুবক (মুচিরাম ধেড়ে ছেলে; স্কুলে ঢুকিয়া বড় বিপদগ্রস্ত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী>ধাড়ি>ধেড়ে}
  • Bengali Word ধেয় Bengali definition [ধেয়ো](বিশেষণ) ১ গ্রহণীয়; ধারণযোগ্য; গ্রাহ্য। ২ জ্ঞেয়; জ্ঞানগম্য। ৩ ধারী; গ্রাহী (নামধেয়, নামযুক্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ধা+য(যৎ)}
  • Bengali Word ধেয়ান ১ Bengali definition [ধেয়ান্‌](মধ্যযুগীয় বাংলা) ধ্যান; একাগ্র চিন্তা (ধেয়ানে দেখিনু মোহন মূরতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>}
  • Bengali Word ধেয়ানী Bengali definition [ধেয়ানি](বিশেষণ) ধ্যানী; ধ্যাননিমগ্ন; ধ্যনস্থ (সে যেন মানুষকে ধেয়ানী স্বস্থ করে তোলে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ধ্যানী>}
  • Bengali Word ধেয়ানো, ধেয়ান ২ Bengali definition [ধেয়ানো](ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) একাগ্রভাবে চিন্তা বা ধ্যান করা; স্মরণ বা চিন্তা করা। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>}
  • Bengali Word ধৈনুক Bengali definition [ধোইনুক্‌](বিশেষ্য) ধেনুপাল; ধেনুসমূহ। {(তৎসম বা সংস্কৃত) ধেনু+ক(কন্‌)+অ(অণ্‌)}
  • Bengali Word ধৈবত Bengali definition [ধোইবত্‌](বিশেষ্য) সংগীতের সাত সুরের ষষ্ঠ সুর ‘ধা’। {(তৎসম বা সংস্কৃত) ধাবত+অ(অণ্‌)}
  • Bengali Word ধৈরজ, ধৈরয Bengali definition [ধোইরজ্‌](বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) ধৈর্য। {(তৎসম বা সংস্কৃত) ধৈর্য>}
  • Bengali Word ধৈর্য Bengali definition [ধোইর্‌জো](বিশেষ্য) ১ ধীরতা; স্থিরতা; যে গুণের প্রভাবেবিপদের সময়ও অটলভাবে থাকা যায়। ২ সহিষ্ণুতা; সহ্য করার ক্ষমতা; অপেক্ষা করার শক্তি; সহ্য শক্তি। ৩ চিত্তের অবিচলিত ভাব; নির্বিকারচিত্ততা; নিস্পৃহতা। ধীর বিণ। ধৈর্যচ্যুত, ধৈর্যহারা (বিশেষণ) সহ্য করার ক্ষমতা হারিয়েছে এমন; ধৈর্যহীন; অসহিষ্ণু; অস্থির। ধৈর্যচ্যুতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৈর্যচ্যুতি, ধৈর্যহানি (বিশেষ্য) ধৈর্যহীনতা; ধৃতিনাশ; অধীর হওয়া। ধৈর্যধারণ, ধৈর্যাবলম্বন (বিশেষ্য) সহিষ্ণুতা অবলম্বন; ধীরতা আশ্রয়; ধীরভাবে অপেক্ষাকরণ। ধৈর্যবান (বিশেষণ) ধীরতাসম্পন্ন; ধীর। ধৈর্যবতী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৈর্যময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধৈর্যবতী; ধৈর্যশালিনী (ধৈর্যময়ী মাতার মতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধৈর্যশালী (-লিন্‌), ধৈর্যশীল (বিশেষণ) অবিচলিত; সহিষ্ণু; ধীর। ধৈর্যশালিনী, ধৈর্যশীলা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৈর্যহারা (বিশেষণ) অসহিষ্ণু; অধৈর্য। {(তৎসম বা সংস্কৃত) ধীর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ধোঁকা ১ Bengali definition [ধোঁকা](বিশেষ্য) ১ ফাঁকি; ধাপ্পা; প্রবঞ্চনা। ২ সন্দেহ; সংশয় (ধোঁকায় পড়া)। ৩ ভ্রম; ভুল। ধোঁকা দেওয়া (ক্রিয়া) ১ ফাঁকি দেওয়া। ২ ঠকানো। ৩ ধাপ্পা দেওয়া। ধোঁকাবাজ (বিশেষ্য) ফাঁকিবাজ; প্রবঞ্চক; প্রতারক। ধোঁকাবাজি (বিশেষ্য) ফাঁকি; ধাপ্পা; প্রবঞ্চনা। ধোঁকায় পড়া (ক্রিয়া) সংশয়গ্রস্ত হওয়া; সন্দেহযুক্ত হওয়া; প্রভাবিত হওয়া; ভ্রমবশত বঞ্চিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধুঁক অথবা (তৎসম বা সংস্কৃত) ধূক্ষ্>}
  • Bengali Word ধোঁকা ২ Bengali definition [ধোঁকা](বিশেষ্য) ডাল বেঁটে বড়া তৈরি করে তা দিয়ে তৈরি ব্যঞ্জন। ধোঁকার টাটি (বিশেষ্য) ((হিন্দি) ধোখে কী টট্টী) যে বেড়া বা আড়াল তৈরি করে শিকারি শিকার করে থাকে; মায়ার বা কুহকের ঘর (এই সংসার ধোকার টাটি)। {(তৎসম বা সংস্কৃত) ধুঁক অথবা (তৎসম বা সংস্কৃত) ধুক্ষ্‌>}
  • Bengali Word ধোঁয়া, ধুঁয়া, ধোঁওয়া Bengali definition [ধোঁয়া, ধুঁয়া, ধোঁওয়া](বিশেষ্য) ধূম (কেবল ধোঁওয়া এবং আওয়াজই সার হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধোঁয়াটে (বিশেষণ) ১ ধোঁয়ার মতো অস্পষ্ট। ২ ধোঁয়ার গন্ধযুক্ত; ধোঁয়ার ভাব (দুধের ধোঁয়াটে গন্ধ)। ৩ ধূম্রাচ্ছন্ন। ধোঁয়ালি পাঁজালি (বিশেষ্য) যে ঘরের গাদায় চাষিরা আগুন জ্বালিয়ে রাখে। ধোঁয়াশা (বিশেষ্য) ধোঁয়া ও কুয়াশা। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া (বিশেষ্য) ধূমপান দিয়ে চিন্তাশক্তি বাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) ধূম>}
  • Bengali Word ধোঁয়ানো Bengali definition [ধোঁয়ান্‌](ক্রিয়া) ধোঁয়া জ্বালানো (মশা তাড়ানোর জন্য গোয়ালঘর ধোঁয়ানো হয়)। {ধোঁয়া+আনো}
  • Bengali Word ধোকা Bengali definition ⇒ ধোঁকা