Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধীরাধীরা Bengali definition [ধিরাধিরা](বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যে নায়িকার কোপ কিছু ব্যক্ত ও কিছু অব্যক্ত থাকে, যে নায়িকা কখনো ধীরা এবং কখনো অধীরা। {(তৎসম বা সংস্কৃত) ধীরা+অধীরা}
  • Bengali Word ধীরি, ধীরি, ধীরি Bengali definition [ধিরি,ধিরিধিরি] ক্রিবিন (পদ্যে ব্যবহৃত) ধীরে; মন্থর গতিতে; মৃদু মৃদু। {(তৎসম বা সংস্কৃত) ধীর>}
  • Bengali Word ধীরে Bengali definition [ধিরে](ক্রিয়াবিশেষণ) ব্যস্ত না হয়ে; মন্থরগতিতে; মৃদু মৃদু; মৃদুভাবে। ধীরে ধীরে (বিশেষণ) আস্তে আস্তে; মৃদুমন্দ গতিতে; অবারিতভাবে। □ (ক্রিয়াবিশেষণ) অনুচ্চস্বরে; চুপিসারে। ধীরে সুস্থে (ক্রিয়াবিশেষণ) ব্যস্ত না হয়ে; ধীরে ধীরে; রয়ে-সয়ে; আরাম করে। □ (বিশেষণ) উত্তেজিত না হয়ে। {(তৎসম বা সংস্কৃত) ধীর+(বাংলা) এ}
  • Bengali Word ধীরোদাত্ত Bengali definition [ধিরোদাত্‌তো](বিশেষ্য) গর্বশূন্য; নম্র; সুখদুঃখে নিরুদ্বেগ প্রভৃতি নানা গুণসম্পন্ন নায়ক (এক কথায় ধীরোদাত্ত নায়কের সকল গুণই তাতে বর্তমান-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) ধীর+উদাত্ত}
  • Bengali Word ধীরোদ্ধত Bengali definition [ধিরোদ্‌ধতো](বিশেষ্য) স্বভাবত শান্ত, স্থিরচিত্ত কিন্তু মাঝে মাঝে উদ্ধত অহঙ্কৃত আত্মশ্লাঘাকারী নায়ক বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ধীর+উদ্ধত}
  • Bengali Word ধু-ধু Bengali definition [ধুধু](অব্যয়) ১ প্রজ্বলিত অগ্নির শব্দ; দাউ দাউ (ধু-ধু করে আগুন জ্বলছে)। ২ শূন্যতা, নির্জনতা, বিশালতা প্রভৃতি লক্ষণজ্ঞাপক (মাঠ ধু-ধু করছে)। {(তৎসম বা সংস্কৃত) √ধু; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধুঁকনি, ধুঁকুনি Bengali definition [ধুঁক্‌নি,ধুঁকুনি](বিশেষ্য) ঘন ঘন শ্বাস ত্যাগ; শ্রম বা দুর্বলতার জন্য হাঁপানি; বুক ওঠাপড়া; বুক ধড়ফড়। {ধুঁক+নি>}
  • Bengali Word ধুঁকা, ধুকা Bengali definition [ধুঁকা, ধুকা](ক্রিয়া) ঘন ঘন শ্বাস ত্যাগ করার ফলে দুর্বল হয়ে পড়া; হাঁপানো (মরুভূমে এরা ধুঁকে মরে তবু পরে না শিকল পদ্ধতির-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা>}
  • Bengali Word ধুঁদুল, ধঁধুল, ধুন্দল Bengali definition [ধুঁদুল্‌,ধঁধুল্‌,ধুন্‌দল্‌](বিশেষ্য) ঝিঙ্গে জাতীয় তরকারি। {(তৎসম বা সংস্কৃত) ধামাগর্ব}
  • Bengali Word ধুঁয়া Bengali definition [ধুঁয়া] ⇒ ধোঁওয়া
  • Bengali Word ধুকধুক Bengali definition [ধুক্‌ধুক্‌](অব্যয়) ১ হৃৎপিণ্ড স্পন্দিত হওয়ার আওয়াজ। ২ উপর্যুপরি ধুক এই শব্দ। ধুকধুক করা, ধুকপুক করা (ক্রিয়া) ভয়ে বুকের মধ্যে বেগে স্পন্দিত হওয়া। ধুকধুকানি, ধুকধুকানি (বিশেষ্য) ধুক ধুক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধুকধুকি, ধুকধুকী Bengali definition [ধুক্‌ধুকি](বিশেষ্য) ১ কণ্ঠহারের সংলগ্ন যে অলঙ্কার বুকের উপর দোলে; pendant (গলে দোলে ধুকধুকী করে ধকধক। মণিময় আভরণ করে চকমক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মনের অশান্তি; সন্দেহ; দুর্ভাবনা। {ধ্বন্যাত্মক ধুকধুক>}
  • Bengali Word ধুকপুক, ধুকুরপুকুর, ধুকপুকুনি Bengali definition [ধুক্‌পুক্‌,ধুকুর্‌পুকুর্‌,ধুক্‌পুকুনি](অব্যয়) ভীতিপ্রদ হৃৎস্পন্দন; তোলপাড়; আশঙ্কা উদ্বেগ অস্থিরতা প্রভৃতি ভাব প্রকাশক (জেলার পুরান হাকিম বদলী হলে নীল প্রজাদের মন ধুকপুক করেকালীপ্রসন্ন সিংহ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধুকড়ি Bengali definition ⇒ ধোকড়
  • Bengali Word ধুচন Bengali definition [ধুচোন্‌](বিশেষ্য) ১ ধুচনি; খালই; ছোট সচ্ছিদ্র ঝাঁকবিশেষ, যাতে করে চাল ধোয়া হয়। ২ অকেজো বস্তু; অপদার্থ; অকর্মা লোক (খালি কথার ধুচন কাজের না-শাহেদ)। {ধু+চুবনি>}
  • Bengali Word ধুচনি, ধুচুনি Bengali definition [ধুচ্‌নি,ধুচুনি](বিশেষ্য) খালই; ফুলের সাজি; বাঁশের শলা দিয়ে প্রস্তুত চাল ধোয়ার বা মাছ ধরার সচ্ছিদ্র পাত্র; মালশা (যে চাউল তোমার ধুচুনিতে এসে পৌঁছুচ্ছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ধুচনি টুপি (বিশেষ্য) বাঁশ বেত প্রভৃতির শলা দিয়ে তৈরি করা টুপি। {(তৎসম বা সংস্কৃত) ধুচন+ই>}
  • Bengali Word ধুত, ধূত Bengali definition [ধুতো](বিশেষণ) ১ কম্পিত; আন্দোলিত; বিধূনিত। ২ পরিত্যক্ত; বর্জিত। □ (বিশেষ্য) অবধূত (গোর্খ হেন ধুত নাহি-গোরক্ষ বিজয়)। ধুতপাপ (বিশেষ্য) পাপবর্জিত। {(তৎসম বা সংস্কৃত) √ধু/ধূ+ত(ক্ত)}
  • Bengali Word ধুতরা, ধুতুরা, ধুতরো Bengali definition [ধুত্‌রা,ধুতুরা,ধুত্‌রো](বিশেষ্য) এক প্রকার বিষাক্ত ফল; ঐ ফলের গাছ বা বীজ (এক প্রান্তে অতি দীনভাবে সুশুভ্র বসন-পরা ধুতুরা দুঃখিনী শুকাইছে অন্দরে-কায়কোবাদ; তাঁহার গাঁজার সঙ্গে দুইটা ধুতুরার বীচি সাজিয়া দেয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ধুস্তুর>(প্রাকৃত) ধুংথর>
  • Bengali Word ধুতি ১ Bengali definition [ধুতি](বিশেষ্য) ১ পুরুষের পরিধেয় বস্ত্রবিশেষ (খুঙ্গী পুথি ধূতী ধরে তারা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ উৎকোচ; ঘুষ; বেট; উপঢৌকন (বিনা উপকারে খায় ধুতি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ধুতি খাওয়া (ক্রিয়া) ঘুষ খাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধৌত>; (তৎসম বা সংস্কৃত) ধটী>ধোটি>ধুতি}
  • Bengali Word ধুত্তোর, ধুত্তুরি Bengali definition [ধুত্‌তোর,ধুত্‌তুরি](অব্যয়) ধুৎ-এর জোরোলো রূপ। ধুৎ ধুৎ (বিশেষ্য) দূর দূর; অবজ্ঞা প্রকাশ সহ বিতাড়ন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধুদ্ধুড়ি Bengali definition ⇒ধুড়ধুড়ি
  • Bengali Word ধুনক, ধোনকার Bengali definition [ধুনোক্‌,ধোন্‌কার্‌](বিশেষ্য) যারা তুলা ধোনে। {(তৎসম বা সংস্কৃত) √ধু>√ধুনি>(প্রাকৃত) √ধুণ>ধুন+ক, কার}
  • Bengali Word ধুনখারা Bengali definition [ধুন্‌খারা](বিশেষ্য) তুলা ধুনার কাজে ব্যবহৃত ধনুকের আকৃতি যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √ধু>√ধুনি>(প্রাকৃত) √ধণু>ধুন>}
  • Bengali Word ধুনচি, ধুনাচি, ধুনুচি Bengali definition [ধুন্‌চি,ধুনাচি,ধুনুচি](বিশেষ্য) ১ ধুনা জ্বালানোর আধার বা পাত্র। ২ তুলা ধোনার যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ধুনক>ধুন+তুর্কি চি}
  • Bengali Word ধুনন, ধূনন Bengali definition [ধুনন্‌](বিশেষ্য) কম্পন; স্পন্দন; চালন। {(তৎসম বা সংস্কৃত) √ধু>√ধুনি>(প্রাকৃত) √ধুণ>ধুনন}
  • Bengali Word ধুনা ১, ধূনা, ধুনো Bengali definition [ধুনা,ধূনা,ধুনো](বিশেষ্য) গন্ধদ্রব্যবিশেষ; শালগাছের নির্যাস (তার মুখের কাছে আগুনের উপর গুঁড়ো ধুনো ফেলতে লাগলোকালীপ্রসন্ন সিংহ)। ধুনাচুর (বিশেষ্য) যে পাত্রে ধুনাচূর্ণ জ্বলানো হয়; ধুনচি। ধুনাদেওয়া (ক্রিয়া) ধুনা জ্বালানো। ধূপ ধুনা দেওয়া (ক্রিয়া) বায়ু নির্মল করার উদ্দেশ্যে ধূপ ধুনা জ্বালানো। {(তৎসম বা সংস্কৃত) ধূনক>}
  • Bengali Word ধুনা ২, ধোনা Bengali definition [ধুনা,দোনা](বিশেষ্য) ধুনাচির সাহায্যে তুলা পরিষ্কার করা ও পেঁজা (সারং বাজিয়ে তুলো ধোনাও গেল না-যদি কেউ কেউ সুর ধোনে বটে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়া) ভীষণ প্রহার দেওয়া। ধুনানি বি। {(তৎসম বা সংস্কৃত) ধুনক>}
  • Bengali Word ধুনারি, ধুনরি, ধুনুরি Bengali definition [ধুনারি,ধুনোরি,ধুনুরি](বিশেষ্য) যে তুলা ধুনে লেপ তোশকাদি তৈরি করে; তুলা ধোনা বৃত্তি যার (সেতার বাজায় তু লো ধুনুরী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ধনুঃ>(বাংলা) ধুন+আরি, উরি, ধুনকারী>}
  • Bengali Word ধুনি ১, ধুনী ১ Bengali definition [ধুনি](বিশেষ্য) সন্ন্যাসী; যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখে (দগ্ধপ্রায় ধুনী যেন-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ধূমী>}
  • Bengali Word ধুনি ২, ধুনী ২ Bengali definition [ধুনি](বিশেষ্য) নদী; তটিনী; স্রোতস্বতী (সুরধুনী)। {(তৎসম বা সংস্কৃত) √ধু+নি(নিক)}