Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধর্মোপেত Bengali definition [ধরমোপেতো] (বিশেষণ) ধর্মযুক্ত; ধর্মসঙ্গত; ন্যায়সঙ্গত। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উপেত; ৩ তৎপুরুষ সমাস}
  • Bengali Word ধর্ম্য Bengali definition [ধর্‌মো](বিশেষণ) ১ ধর্ম অনুযায়ী; ধর্মসঙ্গত। ২ ধর্মযুক্ত; ধর্ম থেকে অবিছিন্ন। ৩ ধর্মলব্ধ। ধর্ম্যা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+যৎ)}
  • Bengali Word ধর্ষক Bengali definition [ধর্‌শোক্‌] (বিশেষণ)ধর্ষণকারী; পীড়ক; অত্যাচারী। {(তৎসম বা সংস্কৃত) √ধৃষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ধর্ষণ, -ধর্ষ (-ধর্ষ সাধারণত অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, যথা-দুর্ধর্ষ) Bengali definition [ধর্‌শোন্‌, ধর্‌শো] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; নির্যাতন (প্রজা-ধর্ষণ)। ২ বলাৎকার; বলপূর্বক গ্রহণ (নারীধর্ষণ)। ৩ দলন; পরাজিতকরণ (দুর্ধর্ষ)। ধর্ষণী (বিশেষ্য) অসতী নারী। ধর্ষণীয় (বিশেষণ) ধর্ষণযোগ্য; ধর্ষণসাধ্য; নির্যাতন বা দলন করতে পারা যায় এমন। ধর্ষিত (বিশেষণ) ১ উৎপীড়িত; অত্যাচারিত। ২ পরাভূত; পরাজিত। ৩ অপমানিত; তিরস্কৃত। ৪ ধর্ষণ বা বলাৎকার করা হয়েছে এমন। ধর্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বলাৎকৃতা; বলপূর্বক (কোনো নারীর) সতীত্ব নষ্ট করা হয়েছে এমন। □ (বিশেষণ) উৎপীড়িতা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃষ্‌+অন(ল্যুট্‌), অ(ঘঞ্‌)}
  • Bengali Word ধল, ধলা Bengali definition [ধল্‌,ধলা](বিশেষণ) শুভ্র; সাদা; ফরসা (সেখানে .... ধলা ভালুক আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধলী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধবল>}
  • Bengali Word ধস ১ Bengali definition [ধশ্‌](অব্যয়)মাটির বড় চাপ খসে পড়ার শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস>ধস (বিনাশ অর্থে)}
  • Bengali Word ধস ২ Bengali definition [ধশ্‌](বিশেষ্য)ধসে পড়া মাটির বড় চাপ। ধসন (বিশেষ্য) ধসে পড়া। ধসধসে (বিশেষণ) ১ ভেঙে পড়ার মতো। ২ অন্তঃসারশূন্য। ধস ভাঙা বা নামা (ক্রিয়া) ১ পুকুর বা নদীর পাড়ের বড় চাপ ভেঙে বা ধসে পড়া। ২ পাহাড়ের গা থেকে মাটির বড় চাপ খসে পড়া। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস>ধস (নিবাশ অর্থে)}
  • Bengali Word ধসকা Bengali definition [ধশ্‌কা](বিশেষণ) ১ ধসে পড়ার মতো; ভগ্নপ্রবণ। ২ ঢিলা; আলগা; শিথিল; শ্লথ (ধসকা মাটি)। ৩ কমজোর; দুর্বল; বলবীর্যহীন; অন্তঃসারশূন্য ((তুলনীয়) ঢোস্কা=ধসকা শরীর)। ধসকানো (ক্রিয়া) শিথিল বা ঢিলা বা আগলা হওয়া; ভেঙে পড়া; ধসে যাওয়া; ধসানো (পুকুরপাড় ধসকেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস্‌; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধসা Bengali definition [ধশা](ক্রিয়া) ১ খসে পড়া; ভেঙে পড়া (নদীর পাড় ধসা)। ২ ধ্বংসপ্রাপ্ত হওয়া। ৩ দুর্বল হওয়া বা বলবীর্য নষ্ট হওয়া (শরীর ধসে গেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ধসন বি। ধসানো (ক্রিয়া) ১ ধসকা বা মিথিল করা; ধস নামানো বা ভেঙে ফেলা। ২ সম্পাদন করা (সে তাহার স্তূপীকৃত কাজ ধসাইয়া চলিয়াছে-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বংস্‌>(বাংলা) ধস+আ}
  • Bengali Word ধস্ত, ধ্বস্ত Bengali definition [ধস্‌তো](বিশেষণ) বিধ্বস্ত (সাধারণত বিধ্বস্ত শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়)। ধস্ত বিধ্বস্ত (বিশেষণ) ভীষণভাবে বিধ্বস্ত। {(তৎসম বা সংস্কৃত) ধ্বস্‌>(বাংলা) ধস্‌+ত(ক্ত)}
  • Bengali Word ধস্তাধস্তি Bengali definition [ধস্‌তাধোস্‌তি](বিশেষ্য) ১ পরস্পর বিক্রম প্রকাশ; পরস্পর বল প্রয়োগ; টানাটানি; ঠেলাঠেলি (বিপক্ষের সঙ্গে ধস্তাধস্তি)। ২ সমবেতভাবে অনবরত বলপ্রয়োগ (ধস্তাধস্তি করে মাল তোলা)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বস্ত+আ+ধ্বস্ত+ই; বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধা ১ Bengali definition [ধা](বিশেষ্য) ১ (সনৃ) স্বরগ্রামের ষষ্ঠস্বর ধৈবতের সংকেত। ২ ধারক; ধারণকর্তা। {(তৎসম বা সংস্কৃত) ধৈবত>}
  • Bengali Word ধাঁ Bengali definition [ধাঁ](অব্যয়) ১ শীঘ্র; চট; সহসা; দ্রুঁতগতি (ধাঁ করে চলে যাওয়া)। ২ সহসা আগুন জ্বলার শব্দ বা প্রহারের আওয়াজ (ধাঁ করে আগুন জ্বলে উঠল)। {(তৎসম বা সংস্কৃত) ধাব্‌>}
  • Bengali Word ধাঁ ধাঁ Bengali definition [ধাঁধাঁ](ক্রিয়াবিশেষণ)দ্রুত; খুব তাড়াতাড়ি (জ্বর ধাঁ ধাঁ করে বাড়লো)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা>}
  • Bengali Word ধাঁই Bengali definition [ধাঁই](অব্যয়) হঠাৎ জোরে মারার শব্দ (ধাঁই করে মেরে বসল)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধাঁচ, ধাঁচা, ধাঁজ Bengali definition [ধাঁচ্‌,ধাঁচা,ধাঁজ্‌](বিশেষ্য) ১ প্রকৃতি; ধরন; আদল; ছাঁচ; রকম (কড়া ধাঁচের মেজাজ)। ২ আকৃতি; ধরন; গড়ন (আরবী চিহ্নগুলি সহজ ধাঁচের ও অনায়াসে লেখা যায়-মওলানা আকরম খাঁ)। {সাঁচ>}
  • Bengali Word ধাঁধা Bengali definition [ধাঁধা](বিশেষ্য) ১ দৃষ্টিবিভ্রম (চোখে ধাঁধা লাগা)। ২ দিশেহারা ভাব; সংশয়; ধোঁকা (ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ জটিল সমস্যা (গোলকধাঁধা)। ৪ কৌতূহল সৃষ্টিকারী বিভ্রান্তিকর অথচ বুদ্ধিদীপ্ত প্রশ্ন (ধাঁধার উত্তর)। ধাঁধানো (ক্রিয়া) দৃষ্টি বিভ্রান্তকর; ধাঁধা লাগানো; চোখ ঝলসানো (দৈব বিভা ধাঁধিল নয়নে-মাইকেল মধুসূদন দত্ত)। ধাঁধা লাগা (ক্রিয়াবিশেষণ) বিমূঢ় হওয়া; দৃষ্টিভ্রম হওয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>}
  • Bengali Word ধাই ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধাই](বিশেষ্য) ধাবন; ধাওয়া; দৌড়ে পালিয়ে যাওয়া; ধেয়ে যাওয়া; দৌড়; চম্পট (সময়ে কাটায়ে ঘোড়া সবে দিল ধাই-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}
  • Bengali Word ধাই ২, দাই Bengali definition [ধাই, দাই](বিশেষ্য) ১ উপমাতা; ধাত্রী; মাতার ন্যায় যে স্ত্রীলোক শিশু পালন করে। ২ যে স্ত্রীলোক সন্তান প্রসব করায়; প্রসূতিকে সাহায্য করে এবং আঁতুড় ঘরে প্রসূতি ও নবজাত শিশুর সেবা করে; দাইমা। ৩ শিশু বা বালক-বালিকার পরিচারিকা; ঝি। ৪ যে স্ত্রীলোক নিজের স্তন্যে অন্যের সন্তান পালন করে (বান্দী লোউণ্ডি দাই কত খেদমতে হাজির-সৈয়দ হামজা)। ধাই-তোলা (বিশেষণ) ধাত্রী যেমন নবজাত শিশুর শরীরে প্রচুর তেল মাখায় সেরূপ তেল মাখা; অতিরিক্ত তৈলমর্দিত। ধাইমা, দাইমা (বিশেষ্য) ধাত্রীমাতা। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী>}
  • Bengali Word ধাই ৩ Bengali definition [ধাই](বিশেষ্য) ১ ধাই ফুল গাছ; ঘাতকী ফুল গাছ; Woodfordia floribunda। ২ আমলকী। {(তৎসম বা সংস্কৃত) ঘাতকী>(প্রাকৃত) ধাঅই>}
  • Bengali Word ধাউত (প্রাচীন বাংলা) Bengali definition [ধাউত্‌](বিশেষ্য) দেহের ধাতু (এই চারি ধাউত-গোরক্ষ বিজয়)। {(তৎসম বা সংস্কৃত) ধাতু>}
  • Bengali Word ধাউস, ঢাউস Bengali definition [ধাউশ্‌,ঢাউস](বিশেষণ) অতি বৃহদাকার। □ (বিশেষ্য) বড় ঘুড়িবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ধাব>}
  • Bengali Word ধাউড় ১ Bengali definition [ধাউড়্‌](বিশেষণ) ধাবক; দ্রুতগামী; সংবাদ বাহক। □ (বিশেষ্য) দৌড়; ধাবন। {(তৎসম বা সংস্কৃত) ধাবক>}
  • Bengali Word ধাউড় ২, ধাউর Bengali definition [ধাউড়,ধাউর্‌] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) প্রবঞ্চক; শঠ; কপট (চোর-ধাউড়)। {(তৎসম বা সংস্কৃত) ধূর্ত>; (তৎসম বা সংস্কৃত) ধাটী>(প্রাকৃত) ধাড়ী>}
  • Bengali Word ধাউড়িয়া Bengali definition [ধাউড়িয়া](বিশেষণ) দ্রুতগামী সংবাদবাহক। {(তৎসম বা সংস্কৃত) ধাবক>ধাউড়+ইয়া}
  • Bengali Word ধাওলা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধাওলা](বিশেষণ) ধবল; সাদা; শ্বেত (ধাওলা পাঁঠালেন রশী-মাব)। {(তৎসম বা সংস্কৃত) ধবল>}
  • Bengali Word ধাওড়া Bengali definition [ধাওড়া](বিশেষ্য) সাঁওতাল কুলিদের কুটির বা বাসগৃহ (ধাওড়া পাড়ার নৈশ উল্লাসের ধ্বনি-আলাউদ্দীন আল আজাদ)। □ (বিশেষণ) সুবিস্তৃত; চওড়া; অতিশয় লম্বা। ধাওড়ী( স্ত্রীলিঙ্গ) । {সাওতালি. ধাওড়া}
  • Bengali Word ধাওয়া ১ Bengali definition [ধাওয়া](ক্রিয়া) দৌড়ানো; ধাবন করা; ছুটে চলা; দ্রুত পলায়ন করা (বেগে ধায় নাহি রহে স্থির-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষণ) ধাবন; পশ্চাৎ থেকে তাড়া দেওয়া। ধাওয়া করা (ক্রিয়া) ১ পশ্চাদ্ধাবন করা; পিছনে ধাওয়া করা (অফিস পর্যন্ত ধাওয়া করেছে)। ২ উদ্দেশ্য সাধনের জন্য বহু দূরে যাওয়া (ঢাকা পর্যন্ত ধাওয়া করেছে)। ধাওয়াধাই (ক্রিয়া) দ্রুত; সত্বর ধাবনের দ্বারা (ধাওয়াধাই আসি বাসে শিরে হাত হানে-ঘনরাম চক্রবর্তী)। ধাওয়ানো (ক্রিয়া) দৌড়ানো; তাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}
  • Bengali Word ধাওয়া ২ Bengali definition [ধাওয়া](বিশেষ্য) মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}
  • Bengali Word ধাওয়া ৩ (ব্রজবুলি) Bengali definition [ধাওয়া](ক্রিয়া) ধাবিত বা প্রবাহিত হলো (মধুঋতু ধাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}