Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধাক্কা Bengali definition [ধাক্‌কা](বিশেষ্য) ১ সম্মুখে জোরে ঠেলা দেওয়া; হঠাৎ ঠেলা (গলা ধাক্কা দেওয়া)। ২ সংঘর্ষ; পরস্পর আঘাত; ঠোকাঠুকি (রিক্সা বাসে ধাক্কা)। ৩ আঘাত (দরজায় ধাক্কা দেওয়া)। ৪ সহসা আগত চাপ বা বেগ (জ্বরের ধাক্কা)। ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি (বিশেষ্য) ধাক্কার বদলে ধাক্কা। ধাক্কানো (ক্রিয়া) ১ (অনবরত) ঠেলা দেওয়া। ২ উক্ত অর্থে। ধাক্কা সামলানো (ক্রিয়া) বিপদ কাটানো; উপদ্রব সহ্য করা। গলাধাক্কা খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অপমানিত হয়ে বিতাড়িত হওয়া। গলাধাক্কা দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অপমান করে বিতাড়ন করা। {(তৎসম বা সংস্কৃত) ধক্ক>}
  • Bengali Word ধাকড়া ২, ধাগড়া, তাগড়া Bengali definition [ধাক্‌ড়া,ধাগ্‌ড়া,তাগ্‌ড়া](বিশেষণ) বলিষ্ঠ; বলবান; হৃষ্টপুষ্ট। {তাগড়া>; (তুলনীয়) (হিন্দি) ধোকড়}
  • Bengali Word ধাকড়া, ধোকড়া, ধুকড়ি Bengali definition [ধাক্‌ড়া,ধোক্‌ড়া, ধুক্‌ড়ি](বিশেষণ) ১ ছিন্ন; ছেঁড়া; কুটিকুটি; অত্যন্ত ছেঁড়া। ২ ছেড়া কাঁথা। ৩ মোটা কাপড়। {(তৎসম বা সংস্কৃত) ধৌতকট>}
  • Bengali Word ধাগা Bengali definition [ধাগা](বিশেষ্য)সেলাই করার মোটা সুতা। {(তুলনীয়) তাগা}
  • Bengali Word ধাঙ Bengali definition [ধাঙ্‌](অব্যয়) ধাঁ ধাঁ শব্দ। ধাঙসা নামক বাদ্যযন্ত্রের ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধাঙসা Bengali definition [ধাঙ্‌সা](বিশেষ্য) দামামা প্রভৃতি রণবাদ্য (ধাঙসা বাজে-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধাঙড়, ধাঙ্গড় Bengali definition [ধাঙোড়্‌,ধাঙ্‌গোড়্‌](বিশেষ্য) নিম্নশ্রেণির হিন্দু সম্প্রদায় বিশেষ; হাজারিবাগ অঞ্চলের আদিম জাতি বিশেষ; ঝাড়ুদার। ২ অসভ্য; বর্বর। ৩ অপরিষ্কার (শ্বশুর ধাঙ্গড় সুখে রইতে দিলে না ঘরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধাঙড়ী, ধাঙ্গুরী (স্ত্রীলিঙ্গ) (চান্দ বলে কোথাকার ধাঙ্গুরী-দ্বিব)। {কোল.; মুণ্ডারি ধানগড় (ভৃত্য)}
  • Bengali Word ধাটী Bengali definition [ধাটি](বিশেষ্য)শত্রুর দিকে ধাবন। {(তুলনীয়) (হিন্দি) ধাবট}
  • Bengali Word ধাত Bengali definition [ধাত্‌](বিশেষ্য) ১ স্বভাব (জন্মগত একটা ধাত গড়ে না উঠলে শুধু কলের লাঙ্গল কিনলেও হয় না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ মানসিক প্রকৃতি; মেজাজ (এক এক বস্তুর ধাত বুঝে তবে ছবিতে লাবণ্য যোজনা করাই হল কাজ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শারীরিক সহন ক্ষমতা (শক্ত ধাতের লোক)। ৪ নাড়ি (ধাত-ছাড়া)। ৫ শারীরিক প্রকৃতি (কফের ধাত)। ৬ শুক্র; বীর্য (ধাতের রোগ)। ৭ ধাতু; metal (অষ্ট ধাতের আংটি)। ধাত ধরা (ক্রিয়া) সুস্থ সবল হওয়া। ধাতসহ, ধাতসওয়া (বিশেষণ) ধাতে সহ্য হয় এমন; স্বভাবের অনুকূল; প্রকৃতির সঙ্গে সুসঙ্গত; অভ্যস্ত (খারাপ কথা শোনা তাহার ধাতসওয়া হয়ে গেছে)। ধাতস্থ (বিশেষণ) প্রকৃতিস্থ; স্বাভাবিক অবস্থায় উপনীত; সুস্থ; শান্ত। {(তৎসম বা সংস্কৃত) ধাতু>}
  • Bengali Word ধাতকান Bengali definition [ধাত্‌কান্‌](ক্রিয়া) ১ ধক ধক করা। ২ চমকানো। {(তুলনীয়) তি. ধৎকনা}
  • Bengali Word ধাতকী Bengali definition [ধাতোকি](বিশেষ্য) ধাই ফুল ও তাহার গাছ। {(তৎসম বা সংস্কৃত) ধাতকী}
  • Bengali Word ধাতব Bengali definition [ধাতোব্‌](বিশেষণ) ধাতু সংক্রান্ত; দাতুনির্মিত; দাতুময়; ধাতুঘটিত; metallic। {(তৎসম বা সংস্কৃত) ধাতু+অ(অণ্‌)}
  • Bengali Word ধাতা(-তৃ) Bengali definition [ধাতা](বিশেষ্য) ১ বিধাতা; আল্লাহ (না জানি কি দোষে মোরে বিড়ম্বিল ধাতা-ফকির গরীবুল্লাহ)। ২ পালনকর্তা। ৩ পিতা। □ (বিশেষণ) ১ ধারণকর্তা; ধারক। ২ রক্ষাকর্তা; রক্ষক। ৩ স্রষ্টা; নির্মাতা। ধাত্রী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধা+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word ধাতানো Bengali definition [ধাতানো](ক্রিয়া) ধমক দেওয়া; তিরস্কার করা।□ (বিশেষ্য) উক্ত অর্থে। ধাতানি (বিশেষ্য) তিরস্কার; কড়া ধমক; শাসন (ধাতানি খাওয়া)। {ধ্বন্যাত্মক ধৎ>}
  • Bengali Word ধাতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধাতি](বিশেষ্য) আবর্জনা পরিষ্কার করা (হাড়িপাত্র বাহিবো হইলে ধাতি কারো-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) ধৌতি>}
  • Bengali Word ধাতু Bengali definition [ধাতু](বিশেষ্য) ১ (আয়ু.) শরীরস্থ বায়ু, পিত্ত, কফ, মেদ, মজ্জা, অস্থি প্রভৃতি (লোকটি শক্ত ধাতুতে গড়া)। ২ স্বর্ণ, রোপ্য, লৌহ প্রভৃতি খনিজ পদার্থ। ৩ শুক্র (ধাতুদৌর্বল্য)। ৪ প্রকৃতি; স্বভাব; ধাত (তার ধাতুই ভালো)। ৫ উৎপাদন; উপকরণ (সে কোন ধাতুতে গড়া)। ৬ পঞ্চভূত-ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ও ব্যোম। ৭ (মধ্যযুগীয় বাংলা) জ্ঞান; চেতনা (পড়িলা পৃথিবীতলে ধাতুমাত্র নাই-বৃন্দাবন দাস)। ৮ (ব্যাকরণ) ক্রিয়াবাচক শব্দ-মূল (কথার ব্যাকরণে যাকে বলে ‘ধাতু’ ছবির ব্যাকরণে তার নাম ‘কাঠামো’-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধাতুকুশল (বিশেষণ) ধাতুদ্রব্য নির্মাণে সুদক্ষ। ধাতুকোষ (বিশেষ্য) যে পুস্তকে ধাতুর বিবিধ রূপের নির্ঘন্ট থাকে। ধাতুক্ষয় (বিশেষ্য) ১ শরীরে রস বা রক্তের ক্ষয়। ২ শুক্রক্ষয়। ৩ কাশ রোগবিশেষ। ধাতুগত (বিশেষণ) ১ শরীরে উপাদান সংক্রান্ত; প্রকৃতিগত। ২ ধাতু সম্বন্ধীয়। ধাতুগর্ভ (বিশেষণ) ভিতরে ধাতু আছে এমন; খনিজ ধাতু সম্বলিত মাটির স্তর; metalliferous। ধাতুঘটিত (বিশেষণ) ১ ধাতু-সংক্রান্ত। ২ খনিজ দ্রব্য সংযোগে তৈরি (ধাতুঘটিত ঔষধ)। ৩ শুক্র সম্পর্কিত। ধাতুঘ্ন, ধাতুনাশক (বিশেষণ) শরীরের বাত পিত্তাদির দোষ নাশ করে এমন। □ (বিশেষ্য) কাঁজি। ধাতুদ্রাবক (বিশেষণ) ধাতু গলায় বা গলে এমন। □ (বিশেষ্য) সোহাগা। ধাতুদ্রাবিকা( স্ত্রীলিঙ্গ) । ধাতু নরম হওয়া (ক্রিয়া) শ্লেষ্মা বৃদ্ধি পাওয়া। ধাতুপ (বিশেষ্য) অম্লরস। ধাতুপল (বিশেষ্য) খড়িমাটি; chalk। ধাতুপাঠ (বিশেষ্য) ব্যাকরণের সংস্কৃত ধাতুসমূহের বিবরণমূলক ও অর্থবোধক গ্রন্থ। ধাতুপুষ্পিকা, ধাতুপুষ্প (বিশেষ্য) ধাই ফুল। ধাতুপোষক (বিশেষণ) শরীরের পুষ্টি সাধনকারী। ধাতুপ্রত্যয় (বিশেষ্য) কৃদন্ত পদের ব্যুৎপত্তি নির্দেশকারী ধাতু ও প্রত্যয়। ধাতুবিজ্ঞান, ধাতুবিদ্যা (বিশেষ্য) যে বিদ্যাবলে ধাতু কী ও তা কিভাবে পরিষ্কার করা যায় তা জানা যায়; ধাতুবাদ; mineralogy; metallurgy। ধাতুবিদ (বিশেষণ) ধাতুবিদ্যায় পারদর্শী; ধাতুবাদী; metallur-gist। ধাতুবৈরী (বিশেষ্য) গন্ধক। ধাতুভৎ (বিশেষ্য) পর্বত। ধাতুময় (বিশেষণ) ১ ধাতু দ্বারা প্রস্তুত; ধাতুনির্মিত। ২ ধাতুপূর্ণ। ধাতুমল (বিশেষ্য) মরিচা; জং; rust। ধাতুমারিণী (বিশেষ্য) সোহাগা। ধাতুরূপ (বিশেষ্য) (ব্যাকরণ) বিভিন্ন কালে ও পুরুষে ধাতুর বিভিন্ন ক্রিয়ারূপ। ধাতুশিল্প (বিশেষ্য) সোনা, রুপা, লোহা প্রভৃতি ধাতু দ্বারা নির্মিত শিল্প। ধাতুসাম্য (বিশেষ্য) শরীরে বায়ু কফ প্রভৃতির সমতা। {(তৎসম বা সংস্কৃত) √ধা+তু(তুন্‌)}
  • Bengali Word ধাত্র Bengali definition [ধাত্‌ত্রো](বিশেষ্য) পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √ধা+ত্র}
  • Bengali Word ধাত্রিকা Bengali definition [ধাত্‌ত্রিকা](বিশেষ্য) আমলকী। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ধাত্রী Bengali definition [ধাত্‌ত্রি](বিশেষ্য) ১ গর্ভধারিণী; মাতা (ছিলে কি জীবের ধাত্রী পৃথিবীর মত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পালনকারিণী; ধাইমা। ৩ যে নারী সন্তান প্রসব করায় এবং শিশু ও প্রসূতির পরিচর্যা করে। ৪ পৃথিবী। □ (বিশেষ্য), (বিশেষণ) ধারণ করে যে নারী; ধারণকারিণী। ধাত্রীবিদ্যা (বিশেষ্য) যে বিদ্যা দ্বারা সন্তান প্রসব সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। {(তৎসম বা সংস্কৃত) √ধা+তৃ(তৃচ্‌) ধাতা+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ধাত্রীফল Bengali definition [ধাত্‌ত্রিফল্‌](বিশেষ্য) আমলকী। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী+ফল}
  • Bengali Word ধাত্রেয়ী, ধাত্রেয়িকা Bengali definition [ধাত্‌ত্রেয়ি,ধাত্‌ত্রেয়িকা](বিশেষ্য) ১ ধাত্রী। ২ ধাত্রীকন্যা। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী+এয়(ঢক্‌)+ঈ(ঙীপ্‌), +ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ধান ১ Bengali definition [ধান্‌](বিশেষ্য) সুপরিচিত শস্যবিশেষ; ধান্য (ধান সিদ্ধ করা)। ২ ধান গাছ (ধান কাটা)। ৩ এক ধান পরিমান ভার; ওজনবিশেষ; সিকি রতি; এক গ্রেনের মতো। ধানি (ধানি জমি), ধেনো (ধেনো মদ) বিণ। ধান কাঁড়া (ক্রিয়া) তুষ পৃথক করে চাল বের করা। ধান কাটা (ক্রিয়া) ধান পাকলে ধান গাছ কেটে আঁটি বাঁধা (রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধান কাড়ানো (ক্রিয়া) ধানক্ষেত কর্ষণ দ্বারা আগাছা দূর করা। ধানকুটনি (বিশেষ্য), (বিশেষণ) যে স্ত্রীলোক ধান ভানে; ধান ভানুনি। ধান কোটা (ক্রিয়া) ধান ভানা। ধান গাছের তক্তা (বিশেষ্য) যা অবাস্তব; অসম্ভব বস্তু। ধান ঝাড়া (ক্রিয়া) কাটা ধান পাটায় আছড়ে ঝাড়া। ২ কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করা। ধান-ঠেঙ্গানো (ক্রিয়া) কাটা ধান পাটায় আছড়িয়ে ঝাড়া। ধান দিয়ে লেখাপড়া শেখা (ক্রিয়া) ১ কম খরচে (পল্লিগ্রামের শিক্ষকের নিকট থেকে) সামান্য বিদ্যালাভ করা। ২ পয়সা খরচ না করার ফলে অল্প বিদ্যা শিক্ষা; অত্যন্ত অল্প বা মূল্যহীন বিদ্যা শেখা। ধানদূর্বা (বিশেষ্য) ১ ধান ও দূর্বা ঘাস। ২ হিন্দু সমাজে বরণ ও আশীর্বাদ (ধান দূর্বা দিয়ে আশীর্বাদ)। ধান নেড়ে দেওয়া (ক্রিয়া) ধানের চারা গজালে ঐগুলো উঠিয়ে অন্যত্র ফাঁক ফাঁক করে লাগানো। ধান পালা দেওয়া (ক্রিয়া) ধানগাছ সুশৃঙ্খলভাবে গাদি করা। ধান বাড়ি (বিশেষ্য) ঋণস্বরূপ দেওয়া ধান, যা পরিশোধের সময়ে বেশি দিতে হয়। ধান বোনা (ক্রিয়া) জমিতে ধান বীজ ছড়ানো (এরূপ চারা পুনরায় তুলে রোপণ করা হয় না)। ধানভানা (ক্রিয়া) ঢেঁকিতে কুটে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা। ধান ভানতে শিবের গীত (বিশেষ্য) অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই (বিশেষ্য) বিছানো ধানগাছের উপর গরু চালিয়ে শিষ থেকে ধান পৃথক করা। ধান শুকানো (ক্রিয়া) সিদ্ধ ধান রোদে শুকিয়ে ভানার যোগ্য করা। আউস ধান (বিশেষ্য) যে ধান বর্ষাকালে কাটা হয়। আমন ধান (বিশেষ্য) যে ধান হেমন্ত কালে হয়; শালিধান। ইরিধান (বিশেষ্য) আউশ আমন বোরো সব মৌসুমে উৎপন্ন উচ্চ ফলনশীল (উফশী) ধান; IRRI। উড়কি ধানের মুড়কি, উড়ি ধানের মুড়ি (বিশেষ্য) অজ্ঞাত বস্তু, যার নাম করে ছেলে ভুলানো হয় (উড়কি ধানের মুড়কি দেব-ছড়া)। উড়ি ধান (বিশেষ্য) বন্য ধানবিশেষ; এটা সাধারণত পেকে ঝরে পড়ে এবং সময়মতো তা থেকে পুনরায় গাছ হয়; ঝরা ধান। কত ধানে কত চাল ১ কোন ধানে কী পরিমাণ চাল হয় তা জানা, বোঝা বা সে খবর রাখা। ২ (আলঙ্কারিক) ওয়াকিফহাল হওয়া। ৩ ধমক বা ভীতি প্রদর্শনবিশেষ। ঝরাধান (বিশেষ্য) যে ধান পাকলে জমিতে ঝরে পড়ে। ধানি জমি (বিশেষ্য) ধান উৎপাদনের উপযোগী জমি; যে জমিতে ধান উৎপন্ন হয় (পাঁচ বিঘে ধানী জমি নিষ্কর লিখে দিচ্ছি-মীর মশাররফ হোসেন)। ধানি মরিচ, ধানি লঙ্কা (বিশেষ্য) প্রায় ধানের মতো ছোট অথচ খুব ঝাল মরিচ (গায়ে ধানী লঙ্কা ঘষে দেবে-কাজী নজরুল ইসলাম)। বীজধান (বিশেষ্য) যে পাকা ধান বোনার জন্য রাখা হয়। ষাট বা ষেটে ধান (বিশেষ্য) গ্রীষ্মকালীন ধান; বোরো ধান। {(তৎসম বা সংস্কৃত) ধান্য>}
  • Bengali Word ধান ২ Bengali definition [ধান্‌](বিশেষ্য) ১ আধার; আশ্রয়; নিধান; ভাণ্ডার। ২ স্থান;জায়গা। ধানী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধান+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ধানক Bengali definition [ধানক্‌](বিশেষ্য) ধনে। {ধান+ক}
  • Bengali Word ধানশি, ধানসি Bengali definition [ধান্‌শি](বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) ধানশ্রী>}
  • Bengali Word ধানাইপানাই Bengali definition [ধানাইপানাই](বিশেষ্য) অসংবদ্ধ কথা; আবোলতাবোল; নানা অপ্রাসঙ্গিক উক্তি (সত্যের নাই ধানাইপানাই, সত্য যাহা সমজ তাই-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word ধানি Bengali definition [ধানি](বিশেষণ) ১ কাঁচা ধানের মতো সবুজ রং বিশিষ্ট; হালকা সবুজ (অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল তাদের ধানী রঙের শাড়ীর ঢেউ-কাজী নজরুল ইসলাম)। ২ ধানযুক্ত (ধানী চাউল)। ৩ ধানের মতো চোট (ধানি লঙ্কা)। {ধান+ই}
  • Bengali Word ধানিকী Bengali definition [ধানিকি](বিশেষ্য) ক্ষুদ্র আধার বা স্থান। {(তৎসম বা সংস্কৃত) ধান+ক(কন্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ধানী Bengali definition [ধানি] বি.(স্ত্রীলিঙ্গ) স্থান; আবাস (রাজধানী)। ২ আধার (পুষ্পধানী)। {(তৎসম বা সংস্কৃত) ধান+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ধানুকি, ধানুকী Bengali definition [ধানুকি](বিশেষ্য),(বিশেষণ) ধনুকধারী; ধনর্ধর। {(তৎসম বা সংস্কৃত) ধানুষ্ক>(প্রাকৃত) ধাণুক্ক>ধানুকী, ধানুকি}