Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধানুষ্ক Bengali definition [ধানুশ্‌কো](বিশেষণ) ১ ধনুর্ধর; ধনুর্বিদ্যায় পারদর্শী। ২ ধনুর্বাণধারী সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) ধনুস্‌+ইক(ঠক্‌)}
  • Bengali Word ধান্দ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধান্‌দো](বিশেষ্য) ধাঁধা; সংশয় (দেখিলু বদনচান্দ ঘুচিল মনের ধান্দ, এত জানি আইলু দেখিবার-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব সমাস>}
  • Bengali Word ধান্দা, ধান্ধা Bengali definition [ধান্‌দা,ধান্‌ধা](বিশেষ্য) ১ ধাঁধা; ধোঁকা; প্রতারণা; বিভ্রম সৃষ্টি। ২ সংশয়; সন্দেহ। ৩ কাজকর্মের সন্ধান (যুদ্ধের পূর্বে লণ্ডনে অগুণিত ভারতীয় নানা ধান্দায় ঘোরাঘুরি করত-সৈয়দ মুজতবা আলী)। ৪ জীবিকার প্রচেষ্টা; রোজগারের ফিকির (তবু কেন অবিশ্রাম আপন ধান্ধায় বিবর্ণ খেয়ালে করো অস্থির নিখিল-বিষ্ণু দে)। ৫ কষ্টে জীবিকা অর্জন (দুঃখ-ধান্দা করে খায়-কাজী নজরুল ইসলাম)। ৬ নেশা; খেয়াল (কেউ কাজকে দেখছে সুন্দর, যে দিনরাত কাজের ধান্ধায় ছুটছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ধন্ধ্‌>; দ্বন্দ্ব>}
  • Bengali Word ধান্য Bengali definition [ধান্‌নো](বিশেষ্য) ১ ধান ও ধান গাছ; যে শস্য থেকে চাল হয়। ২ তুষযুক্ত শস্য; যব, গম, মুগ প্রভৃতি (যবধান্য)। ৩ পরিমাণবিশেষ; রতির চার ভাগের এক ভাগ। ধান্যক, ধান্যাক (বিশেষ্য) ধনিয়া। ধান্য চমস (বিশেষ্য) চিড়া। ধান্যত্বক (বিশেষ্য) তুষ। ধান্যপঞ্চক (বিশেষ্য) শালী, ব্রীহি, শূক, শিম্বি, ও ক্ষুদ্র-এই পাঁচ প্রকার ধান। ধান্যবীজ (বিশেষ্য) ধানের বীজ। ধান্যবীর (বিশেষ্য) মাষকলাই। ধান্যরাজ (বিশেষ্য) যব। ধান্যশীর্ষক (বিশেষ্য) ধানের শিষ। ধান্যম্ল (বিশেষ্য) কাঁজি; আমানি। ধান্যারি (বিশেষ্য) মূষিক। ধান্যাস্থি (বিশেষ্য) তুষ। আশু ধান্য (বিশেষ্য) বর্ষাকালীন ধান; আউশ ধান। ((তৎসম বা সংস্কৃত) ধন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ধান্যেশ্বরী Bengali definition [ধান্‌নেশ্‌শোরি](বিশেষ্য) (ব্যঙ্গার্থ) চাল থেকে প্রস্তুত দেশি মদ; ধেনো মদ (দু’ বোতল ধান্যেশ্বরী শেষ করে বুঁদ হয়ে বসে আছে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ধান্য+ঈশ্বরী}
  • Bengali Word ধাপ Bengali definition [ধাপ্‌](বিশেষ্য) সিঁড়ির পৈঠা; সোপান। ধাপধাড়া গোবিন্দপুর (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অজ্ঞাত ও অখ্যাত অতি বাজে জায়গা। ধাপে ধাপে ওঠা (ক্রিয়া) ক্রমান্বয়ে উন্নতির শিখরে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) পদস্থাপনী>থাপ>ধাপ (দুরত্বের পরিমাণ জ্ঞাপক)।
  • Bengali Word ধাপা Bengali definition [ধাপা](বিশেষ্য) যে স্থানে আবর্জনাদি নিক্ষিপ্ত হয় (ধাপার মাঠ)।{(ইংরেজি) depot>; (তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word ধাপ্পা Bengali definition [ধাপ্‌পা](বিশেষ্য) ১ মিথ্যা ভরসা; ভুয়া আশ্বাস; কপট উপদেশ; মিথ্যা ভীতি প্রদর্শন। ২ ধোঁকা। ৩ প্রতারণা; প্রবঞ্চনা; ফাঁকি; দম। ধাপ্পাবাজ (বিশেষ্য) প্রতারক; শঠ; ফাঁকিবাজ। ধাপ্পাবাজি (বিশেষ্য) ধোকাবাজের কাজ; প্রতারণা; ধোঁকাবাজি (প্রেম একটা ধাক্কাবাজি-রাজশেখর বসু (পরশু))। {(তুলনীয়) (হিন্দি) ধপ্পা}
  • Bengali Word ধাপড়া Bengali definition [ধাপ্‌ড়া](ক্রিয়া) মাটিতে শুয়ে হাত-পা ছোড়া। {√ধাপড়া}
  • Bengali Word ধাপড়ানো Bengali definition [ধাপ্‌ড়ানো](বিশেষ্য) মাটিতে শুয়ে হাত-পা ছোড়ার কাজ। {√ধাপড়া+আনো}
  • Bengali Word ধাবই (ব্রজবুলি) Bengali definition [ধাবই](ক্রিয়া) ধাবিত হয়। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}
  • Bengali Word ধাবক Bengali definition [ধাবোক্‌](বিশেষণ) ১ দৌড়ে যায় এমন; শীঘ্রগামী; দ্রুতগামী। ২ ধৌতকারী; ঝাড়ুদার; প্রক্ষালক। □ (বিশেষ্য) ১ পত্রবাহক বা সংবাদবাহক; দূত। ২ ধোপা; রজক। ধাবিকা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ধাবকা Bengali definition [ধাব্‌কা] (বিশেষ্য) ১ চাপ; ধকল; ধাক্কা; প্রভাব (মকদ্দমা করা কেতাবী লোকের কাজ নয়; তেনারা একটা ধাবকাতেই পালিয়ে যান-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ বেগ; সন্দেহ; ফাঁকি। ৩ রীতি; অভ্যাস। {(তুলনীয়) ধাক্কা}
  • Bengali Word ধাবকি Bengali definition [ধাব্‌কি](বিশেষ্য) ভীতি প্রদর্শন। {(প্রাকৃত) দ্রবক্ক>}
  • Bengali Word ধাবন Bengali definition [ধাবোন্‌](বিশেষ্য) বেগে বা খুব দ্রুত গমন; ধাওয়া। ২ ধৌতকরণ; পরিষ্কারকরণ; ধোয়া; মজা (দন্ত ধাবন)। ধাবনকুর্দন (বিশেষ্য) দৌড়ঝাঁপ; দৌড়াতে দৌড়াতে খেলা; দৌড়ানো; লাফানো। ধাবমান (বিশেষণ) দৌড়াচ্ছে বা গমন করছে এমন; দ্রুত গমনশীল (ধাবমান অশ্ব)। ধাবাধাবি (বিশেষ্য) দৌড়াদৌড়ি; ছুটাছুটি। ধাবিত (বিশেষণ) দৌড়ায় এমন; ছুটেছে এমন; বেগে গমন করছে এমন। ধাবিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ধাবড়া, ধ্যাবড়া Bengali definition [ধাব্‌ড়া,ধ্যাবড়া] (বিশেষ্য) কালির বিস্তৃত দাগ। □ (বিশেষণ) বিস্তৃত ও পুরু করে লেপিত (সর্বাঙ্গে হরি নামের ছাপ, নাকে তিলক ও অদৃষ্টে (কপালে) এক ধাবড়া চন্দনকালীপ্রসন্ন সিংহ)। ধাবড়ানো (ক্রিয়া) ছড়িয়ে কুৎসিতভাবে লেপে যাওয়া; বিস্তৃতভাবে লাগিয়ে নোংরা করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তুলনীয়) (হিন্দি) ধব্বা}
  • Bengali Word ধাম (-মন্‌) Bengali definition [ধাম্‌](বিশেষ্য) ১ গৃহ; বাসস্থান (নামধাম)। ২ স্থান (শান্তিধাম)। ৩ পুণ্যস্থান; তীর্থ (মক্কাধাম)। ৪ পাত্র; আধার; আস্পদ; নিধান (গুণধাম)। ৪ প্রভাব; তেজ। নামধাম (বিশেষ্য) ১ নাম ও বাসস্থান; নাম ও ঠিকানা। ২ পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) √ধা+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word ধামগুজারি Bengali definition [ধাম্‌গুজারি](বিশেষ্য) ১ ধুমধাম; দাপাদাপি; লাফালাফি। ২ উপদ্রব; দৌরাত্ম্য। {(হিন্দি) ধম্‌+(ফারসি) গুজারি}
  • Bengali Word ধামন Bengali definition [ধামোন্‌](বিশেষ্য) ১ গোধা; গোসাপ; ঢেমনা নামক সাপ। ২ এক প্রকার বাঁশ। {(তৎসম বা সংস্কৃত) ধর্মন্‌>}
  • Bengali Word ধামনা Bengali definition [ধাম্‌না](বিশেষ্য) ঢেমনা। ধামনী( স্ত্রীলিঙ্গ) । {ধামন+আ}
  • Bengali Word ধামনিক Bengali definition [ধামোনিক্‌](বিশেষ্য) ধমনি সংক্রান্ত; নাভিসম্বন্ধীয়। ধামনিকী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধমনি+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word ধামসা Bengali definition [ধাম্‌শা](বিশেষ্য) টিকারি নামক বাদ্যযন্ত্র; বড় নাগরা। ধামসানো (ক্রিয়া) দলিত করা; চটকানো; হাত-পা দিয়ে মর্দন করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। ধামসানি (বিশেষ্য) দলিতকরণ; মর্দন। {(তুলনীয়) সাঁওতালি, ধুমসা}
  • Bengali Word ধামা Bengali definition [ধামা](বিশেষ্য) ধান প্রভৃতি রাখার বা মাপার বড় বেতের ঝুড়ি (এক ধামা চাল)। ধামাচাপা দেওয়া (ক্রিয়া) ১ অন্যায়ভাবে লোকচক্ষু থেকে অপসারিত করা। ২ অল্প সময়ের জন্য স্থগিত রাখা। ৩ অন্য বিষয় বা বস্তু দ্বারা আবৃত করা। ধামাধরা (বিশেষণ) (আলঙ্কারিক) তোষামোদকারী; খোশামুদে; সব সময়ে জো-হুকুম বলে এমন। ধামা ধামা (বিশেষণ) যথেষ্ট; পর্যাপ্ত; প্রচুর পরিমাণে (ধামা ধামা চাউল)। {ধাম(বাঁশ)+আ}
  • Bengali Word ধামার Bengali definition [ধামার্‌](বিশেষ্য) সঙ্গীতের তাল; একটা রাগিণীর নাম (কথা কি কথক নাচ নাচ্‌বে চৌতালে ধামারে-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) ধামাল}
  • Bengali Word ধামারি Bengali definition [ধামারি](বিশেষ্য) চতুরালি; রঙ্গরস; ধামালি; নাচগান (খেলায় বঁধুর সনে প্রেমের ধামারী-দৌলত উজির বাহরাম খান)। {ধামার+ই}
  • Bengali Word ধামাল Bengali definition [ধামাল্‌](বিশেষ্য) ১ ধামার রাগিণী। ২ প্রভাব; তেজ; বীর্য। □ (বিশেষণ) অশান্ত; দুরন্ত; দামাল; দুর্দান্ত (আমার ছাওয়াল বড়ই ধামাল এ দোষ ক্ষমিবে আপনি-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) ধাম+আল}
  • Bengali Word ধামালি, ধামালী Bengali definition [ধামালি](বিশেষ্য) ১ রঙ্গরস; পরিহাস বাক্য; কৌতুক (প্রাণ রাখ ছাড়িয়া ধামালি-নসে)। ২ অঙ্গভঙ্গি করে নাচ-গান। ৩ চতুরালি; ছলনা। ৪ ছড়া কাটা; কথকতা; পাঁচালির মৌখিক আদিরূপ। {(তুলনীয়) ধামারি}
  • Bengali Word ধামি, ধামী Bengali definition [ধামী](বিশেষ্য) ছোট ধামা (খেতে দিলেন দুটি ছোট ধামীতে করে মুড়মুড়ে মুড়ি-খগেন্দ্র)। {ধামা+ই}
  • Bengali Word ধার Bengali definition [ধার্‌](বিশেষ্য) ১ শোধ দেওয়ার কথা দিয়ে যা গ্রহণ করা হয়; ঋন; হাওলাত; কর্জ (এবার তোমার ধার কিছু শুনিবার-ঘনরাম চক্রবর্তী)। ২ তীক্ষ্ণতা; প্রাখর্য (পড়িলে ভেড়ার শৃঙ্গে ভাঙ্গে হীরার ধার-ভারতচন্দ্র রায়গুণাকর; তোমার যুক্তির ধার খাপে বন্ধ কর-সৈয়দ হামজা)। ৩ অস্ত্রের তীক্ষ্ণ প্রান্ত (ছুরির ধার)। ৪ সম্পর্ক; সংস্রব (সে কারো ধার ধারে না)। ৫ প্রান্ত; কিনারা; শেষ সীমা (বনের ধারে)। ৬ পার্শ্ব (খেয়ার আশে বসেরে মন ডুবল বেলা খেয়ার ধারে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৭ ধারা (কণ্ঠ হইতে রুধির উঠিছে তিন ধারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৮ তীর (নদীর ধার)। ধারকর্জ (বিশেষ্য) দেনা; ঋণ; ধার-ধোর (ধারকর্জের মাত্রা বেড়ে চলেছে)। ধার চুকানো (ক্রিয়া) ঋণ শোধ করা। ধার ধারা (ক্রিয়া) ১ সংস্রব রাখা; খাতির করা। ২ নিজেকে কোনো রকমে ঋণী মনে করা। ধারশোধ করা, ধারধুর করা (ক্রিয়া) ধারকর্জ করা; দেনাপত্র করা (কিন্তু চাল বা চারটে জোগাড় করা যেত ধারধুর করে আজ আবার চুলোও নেই-কাজী নজরুল ইসলাম)। ধারবান (বিশেষণ) ধারযুক্ত; ধারবিশিষ্ট (অতিশয় ধারবান-রবীন্দ্রনাথ ঠাকুর)। বৌদ্ধশাস্ত্র মতে অঙ্গ গ্রহণ করার মন্ত্র। ধারণীয় (বিশেষণ) ধারণযোগ্য; রক্ষণীয়। ধারয়িতা (বিশেষণ) ধারক; ধারণকর্তা। ধারয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ধারণকারিণী; ধারণকর্ত্রী। ২ পৃথিবী; ধরণী। ধারয়িষ্ণু (বিশেষণ) ধারণশীল; যে ধারণ করে আছে। {(তৎসম বা সংস্কৃত) √ধারি+অ(অচ্‌, অণ্‌)}
  • Bengali Word ধারা ১ Bengali definition [ধারা](বিশেষ্য) ১ প্রবাহ; স্রোত; স্রাব; ক্ষরণ (রক্তধারা)। ২ বৃষ্টি; প্রবল বর্ষণ (শ্রাবণের ধারা)। ৩ অবিরল পানি স্রাব; নিরন্তর ক্ষরণ (কিছুতেই থামে না যে মা, পোড়া এ লিখনের ধারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ প্রস্রবণ; ঝরনা (সহস্র ধারা)। ৫ নিয়ম; শৃঙ্খলা; পদ্ধতি; নীতি (কাজের ধারা)। ৬ আইনের বিধি; section (৩২৫ ধারা)। ৭ পরম্পরা (চিন্তাধারা)। ৮ পরিচ্ছেদ; অধ্যায়। ৯ রীতি; রকম (কেমন ধারা)। ১০ চালচলন (যদি তোমার বাপের ধারা ধর-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ধারাকদম্ব (বিশেষ্য) কদম ফুল ও তার গাছ; নীপ; কেলিকদম্ব; Adina cordifolia। ধারাকারে (ক্রিয়াবিশেষণ) বৃষ্টির মতো সুপ্রচুর ধারায়; স্রোতের আকারে। ধারাক্রমে (ক্রিয়াবিশেষণ) ধারাকারে; পরম্পরা অনুসারে; ধারাবাহিকভাবে; রীতি অনুসারে। ধারাগৃহ (বিশেষ্য) ফোয়ারাযুক্ত গৃহ; পানির ধারাযুক্ত গৃহ; ফোয়ারা। ধারাঙ্কুর (বিশেষ্য) ১ পানির কণা। ২ করকা; শিলা। ৩ যুদ্ধক্ষেত্রে অগ্রবর্তী সৈন্য। ধারাঙ্গ (বিশেষ্য) তীক্ষ্ণধার অস্ত্র। ধারাধর (বিশেষ্য) মেঘ; জলধর। ধারা নিবদ্ধ (বিশেষণ) ১ প্রথাবদ্ধ। ২ কেতাদুরস্ত। ৩ ধারে ধারে সংলগ্ন। ধারাপাত (বিশেষ্য) ১ পানির ধারার পতন; অবিরাম বৃষ্টিপাত (মস্তকোপরি প্রবল বেগে ধারাপাত হইতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ অঙ্কবিদ্যা শেখার প্রাথমিক পুস্তক। ধারাবর্ষ, ধারাবর্ষণ (বিশেষ্য) অবিরাম বর্ষণ; অবিশ্রান্ত বৃষ্টিপাত। ধারাবাহিক, ধারাবাহী (বিশেষণ) ১ অবিছিন্ন; ক্রমাগত; ক্রমিক; পরম্পরাযুক্ত। ২ শৃঙ্খলিত। ধারাবাহিকী, ধারাবাহিনী( স্ত্রীলিঙ্গ) । ধারাবাহিকতা, ধারাবাহিতা (বিশেষণ) অবিচ্ছিন্ততা; পারম্পর্য। ধারাবিষ (বিশেষণ) যে অস্ত্রের ধার বিষের ন্যায় তীব্র অথবা বিষমিশ্রিত। ধারাযন্ত্র (বিশেষ্য) ১ স্নানের কৃত্রিম ঝরনা; shower; ফোয়ারা (ধারাযন্ত্রে স্নানের শেষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পিচকারি। ৩ গোলাপ পাশ। ধারালো, ধারাল (বিশেষ্য) ১ তীক্ষ্ণধার; খর-ধার; সুতীক্ষ্ণ; শাণিত। ২ সুদক্ষ; বিপুণ (ধারালো পায়ের খেলা-বিষ্ণু দে)। ধারাসম্পাত (বিশেষ্য) অবিরল ধারায় বৃষ্টি পতন; অত্যধিক বৃষ্টিপাত বা বর্ষণ। ধারসার (বিশেষ্য) মুষল ধারায় বা অজস্র ধারায় পতিত বৃষ্টি; সুপ্রচুর বর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ই(ণিচ্‌)+অ(অচ্‌)+আ(টাপ্‌)}