Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধ্যেয় Bengali definition [ধেয়ো](বিশেষণ) ১ ধ্যানের যোগ্য; ধ্যানের বিষয়ীভূত। ২ চিন্তনীয়। ৩ স্মরণীয়। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+য(যৎ)}
  • Bengali Word ধ্যেয়ায়, ধ্যায়ায় Bengali definition [ধ্যায়ায়্‌](মধ্যযুগীয় বাংলা)(ক্রিয়া) ধ্যান করে (শয়নে স্বপনে মনে যে যারে ধ্যায়ার-হরু ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ>}
  • Bengali Word ধ্রিয়মাণ Bengali definition [ধ্রিয়োমান্‌](বিশেষণ) ধারণ করা বা ধরা যাচ্ছে এমন (সপ্ত প্রদীপ ধ্রিয়মাণ বাম হস্তে-সুধীন্দ্রনাথ দত্ত)। ধ্রিয়মাণা বিন( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+আন(মানচ্‌)}
  • Bengali Word ধ্রু Bengali definition [ধ্রু](বিশেষ্য) ধারক। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+অ(ক)}
  • Bengali Word ধ্রুপদ Bengali definition [ধ্রুপদো](বিশেষ্য)উচ্চ শ্রেণির ভারতীয় সঙ্গীত-চিরন্তন গুণসম্পন্ন শ্রেষ্ঠ হিন্দু দেবতাদের স্তুতি গান, রাজাদের কীর্তিকলাপ অথবা প্রবল যুদ্ধাদিও যার বিষয় (ধ্রুপদের অধীনতা হতে মুক্ত হবার বাসনাই খেয়ালের উৎপত্তির কারণ-প্রথম চৌধুরী)। ধ্রুপদী (বিশেষ্য) ধ্রুপদ গায়ক (শুধুই তাঁর বিষয়বস্তু সনাতন নয়; এমনকি যে অন্তঃপ্রেরণার জোরে তিনি কবি, তাও আদ্যন্ত বহিরাশ্রয়ী বলেই ধ্রুপদী আখ্যার যোগ্য-সুধীন)। □ (বিশেষণ) ধ্রুপদ গানে দক্ষ; ধ্রুপদ মর্যাদাযুক্ত; ক্লাসিক্যাল; classical (ধ্রুপদী সাহিত্য)। {(তৎসম বা সংস্কৃত) ধ্রুবপদ>}
  • Bengali Word ধ্রুব Bengali definition [ধ্রুবো](বিশেষ্য) ১ দৃশ্যত নিশ্চল নক্ষত্রবিশেষ; pole star; দিক নির্ণয়ের সহায়ক উত্তর দিকস্থ নক্ষত্রবিশেষ। ২ উত্তর মেরু। □ (বিশেষণ) ১ স্থির; অচঞ্চল; নিশ্চল (কেমন শান্ত ধ্রুব হয়ে আছে কোটি গ্রহতারা পেয়ে-কাজী নজরুল ইসলাম)। ২ দৃঢ়; অবিচলিত; বদ্ধমূল (কেন্দ্রস্থলে ধ্রুব হইয়া বিরাজ করেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নিশ্চিত; সংশয়হীন (মেহেরউন্নিসা যে দিল্লীশ্বরী; হইবেন; তাহা লুৎফউন্নিসা ধ্রুব জানিয়াছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ খাঁটি; প্রকৃত; ঠিক; যথার্থ (ধ্রুব সত্য)। ৫ অবশ্য। ধ্রুবক (বিশেষ্য) ১ স্থাণু। ২ গানের ধুয়া; ধ্রুপদ। ধ্রুবতা (বিশেষ্য) নিশ্চয়তা; স্থিরতা; নিত্যতা; অক্ষমতা। ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র (বিশেষ্য) ১ উত্তর আকাশস্থ দিক নির্ণয়ে সাহায্যকারী নক্ষত্রবিশেষ; pole star। ২ (আলঙ্কারিক) জীবনের আদর্শ; অন্য লক্ষ্য (তোমাকেই করিয়াছি এ জীবনে ধ্রুবতারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধ্রুবপদ (বিশেষ্য) ধ্রুপদ; ধুয়া; স্থিরপদ; স্থির লক্ষ্য (যে ধ্রুপদ দিয়েছে বাঁধি বিশ্বতানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধ্রুব বিশ্বাস (বিশেষ্য) স্থির বিশ্বাস; অটল বিশ্বাস। ধ্রুবরেখা (বিশেষ্য) বিষুবরেখা; equator। ধ্রুবলোক (বিশেষ্য) নিত্যধাম; অক্ষয় অনন্তলোক। ধ্রুবাবর্ত (বিশেষ্য) ঘোড়ার শিরোমধ্যস্থ রোমাবর্ত ধ্রুবা (বিশেষ্য) গানের ধুয়া। {(তৎসম বা সংস্কৃত) √ধ্রু+অ(ক)}
  • Bengali Word ধ্রৌব্য Bengali definition [ধ্রোউব্‌বো](বিশেষ্য) স্থিরতা; ধ্রুবতা; নিশ্চয়তা; নিশ্চলতা। {(তৎসম বা সংস্কৃত) ধ্রুব+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ধড়, ধর(মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধড়্‌, ধর্‌] (বিশেষ্য) ১ দেহ; সমস্ত শরীর (চীনের পুতুলের ধড় আছে কিন্তু মুণ্ডু নেই-প্রথম চৌধুরী; ইউসুফ এবার ধরে প্রাণ রাখবে না-ফক; তেমন চেষ্টা করলে তার ধড়ে মস্তক থাকবে না-আবু জাফর শামসুদ্দীন)। ২ মস্তকহীন দেহ (ধড়ে প্রাণ নাই)। ৩ কাঁধ থেকে কোমর পর্যন্ত অংশ (তাহার ধড়টা লম্বা)। ধড়ে প্রাণ আসা (ক্রিয়া) বিপদ থেকে উদ্ধার পেয়ে সুস্থির হওয়া (বিপদের সময়ে তাকে পেয়ে আমাদের ধড়ে প্রাণ এলো)। আগধড় (বিশেষ্য) কাঁধ থেকে কটি পর্যন্ত অংশ। পাচধড় (বিশেষ্য) কটি থেকে নিম্নাংশ। {(তৎসম বা সংস্কৃত) ষট (সর্বঘটে বিদ্যমান)>}
  • Bengali Word ধড়ফড়, ধড়পড় Bengali definition [ধড়্‌ফড়্‌, ধড়্‌পড়্‌] (অব্যয়) ১ অস্থিরতা প্রকাশ; অতিরিক্ত ছটফট। ২ হৃৎপিন্ডের স্পন্দন।
  • Bengali Word ধড়ফড়ানি Bengali definition (বিশেষ্য) ১ ছটফটানি। ২ অস্থির; অস্থিরতা; ব্যাকুলতা (বুকের ধড়ফড়ানি)। ৩ হাঁপানি। ধড়ফড়ে, ধড়ফড়িয়া (বিশেষণ) ১ ছটফটে। ২ অধীর; ব্যস্তসমস্ত (ধড়ফড়ে লোকের কাজ ভালো হয় না)। ধড়ফড়ে কাজ (বিশেষ্য) যে কাজ তাড়াহুড়া করে করা হয়। ধড়ফড়ে ব্যথা (বিশেষ্য) যে তীব্র ব্যথায় প্রসূতি ধড়ফড় করে ও অল্প সময়ের মধ্যে সন্তান ভূমিষ্ট হয়; যে ব্যথা অবিলম্বে সন্তান প্রসব করায়। বুক ধড়ফড় করা (ক্রিয়া) ১ দুর্বলতা অথবা ভয়ে হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হওয়া। ২ হৃৎপিণ্ডের স্পন্দনরূপ ব্যাধি; palpitation of the heart। মন বা প্রাণ ধড়ফড় করা (ক্রিয়া) চিত্ত ব্যাকুল হওয়া। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধড়মড় Bengali definition [ধড়্‌মড়্‌] (অব্যয়) কোনো আকস্মিক ঘটনাতে ব্যস্ততার ভাব; অত্যন্ত উৎকন্ঠা ও ব্যস্ততাজ্ঞাপক ভাব (ধড়মড় করে ওঠা)। ধড়মড়ানি বি। ধড়মড়ানো ক্রি। ধড়মড়ে বিণ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধড়া Bengali definition [ধড়া] (বিশেষ্য) ১ কটিবসন; মাল কোঁচা দিয়ে পরা কাপড় (হাতে খড়গ শোভে নেত ধরা পরিধান-দৌলত উজির বাহরাম খান)। ২ চীরবস্ত্র; কৌপীন; নেকড়া; ধুতি। ধড়াচূড়া, ধড়াচুড়ো (বিশেষ্য) ১ সঙ্গে ধুতি ও মুকুট; সাজ পোশাক। ২ (ব্যঙ্গার্থ) বিজাতীয় পোশাক অথবা অফিস-আদালতের বিশেষ ধরনের সাজ-পোশাক (এখন আবার ধড়াচূড়ো পরে বেরুতে হবে-কাজী নজরুল ইসলাম)। পীতধড়া (বিশেষ্য) হলুদ বর্ণ রঞ্জিত কৃষ্ণের পরিচ্ছদ (আহা মরি পীতধড়া যেন-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ধট/ ধটিকা>}
  • Bengali Word ধড়াস Bengali definition [ধড়াশ্‌](অব্যয়) ১ জিনিস পড়ার শব্দ। ২ হৃৎস্পন্দনের শব্দ। ধড়াস ধড়াস (অব্যয়) ক্রমাগত বেগে হৃৎস্পন্দনের শব্দ; প্রবল ধড়ফড়। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধড়ি, ধড়ী Bengali definition [ধোড়ি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ ধড়া; ধুতি। ২ বসন (নেত ধড়ী পরিধানে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ধটী>}
  • Bengali Word ধড়িবাজ Bengali definition [ধোড়িবাজ্‌] (বিশেষণ) ১ ধূর্ত; শঠ; ফন্দিবাজ; প্রতারক (যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান-কাজী নজরুল ইসলাম)। ২ অতি চতুর; দক্ষ; কূটকৌশলী (কী ধড়িবাজ ছেলে? মামলা মকদ্দমায় বড় ধড়িবাজ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ধড়িবাজি (বিশেষ্য) ধড়িবাজের ন্যায় ব্যবহার; ধূর্তামি। {(তৎসম বা সংস্কৃত) ধূর্ত> ধড়ি}