Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঝুটো Bengali definition ঝুটা
  • Bengali Word ঝুনঝুন, ঝুমুঝুমু, ঝুমুর, ঝুমুর Bengali definition [ঝুন্‌ঝুন্‌, ঝুমুঝুমু, ঝুমুর্‌ঝুমুর্‌] (অব্যয়) নুপুর শিঞ্জন; নিক্বণ; নূপুর মল প্রভৃতির শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুনা Bengali definition [ঝুনা] (বিশেষণ) ১ পক্ব ও কঠিন (ঝুনা নারিকেল)। ২ অভিজ্ঞ; বিচক্ষণ (ঝুনা লোক)। ৩ কঠোর প্রকৃতি (ঝুনা জমিদার)। {(তৎসম বা সংস্কৃত) জীর্ণ>(প্রাকৃত) জুণ্ন>}
  • Bengali Word ঝুনুঝুনু, ঝুনুর ঝুনুর Bengali definition [ঝুনুঝুনু, ঝুনুর্‌ঝুনুর্‌] (অব্যয়) নূপুরাদির নিক্বণ (ঝুনুর ঝুনুর ঘুঙ্গুর নাদ-রামরাম বসু)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুপঝাপ Bengali definition ঝুপঝুপ
  • Bengali Word ঝুপঝুপ, ঝুপঝাপ Bengali definition [ঝুপ্‌ঝুপ্‌, ঝুপ্‌ঝাপ্‌] (অব্যয়) ১ বারিপাতের শব্দ (বৃষ্টি ঘেরা চারিধার, ঘনশ্যাম অন্ধকার ঝুপঝুপ শব্দ আর ঝর ঝর পাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুনঃপুন দাঁড়া ফেলার শব্দ। ৩ পতনের শব্দ; ঝাঁপ দিয়ে পড়ার শব্দ; ক্রমাগত ঝুপ শব্দ (নদীর পাড় ঝুপঝাপ করে ভেঙে পড়ছে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুপুর-ঝুপুর, ঝুপুর-ঝাপুর Bengali definition [ঝুপুর্‌ঝুপুর্‌, ঝুপুর্‌ঝাপুর্‌] (অব্যয়) উপর্যুপরি নৌকার দাঁড় ফেলার শব্দ বা ক্রমাগত বারিপতনের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুপড়ি, ঝুপড়ী Bengali definition [ঝুপ্‌ড়ি] (বিশেষ্য) ডালপালা, লতাপাতা দ্বারা আচ্ছাদিত বা নির্মিত কুঁড়েঘর। {(প্রাকৃত) ঝুম্পডা>}
  • Bengali Word ঝুমকা, ঝুমকো Bengali definition [ঝুম্‌কা, ঝুম্‌কো] (বিশেষ্য) ১ ঘন্টার মতো দোদুল্যমান পুষ্পবিশেষ; passiflora। ২ ঝুমকা ফুলের আকৃতিবিশিষ্ট জবা ফুল (তার চাঁচর কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুমঝুম Bengali definition [ঝুম্‌ঝুম্‌] (অব্যয়) লঘু বা মৃদু ঝমঝম ধ্বনি; ঘুঙুরাদির নিক্বণ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুমঝুমি Bengali definition [ঝুমঝুমি] (বিশেষ্য) ১ শিশুর খেলনা বিশেষ। ২ শিশুর কোমরের ঘুঙুরমালা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুমরি Bengali definition [ঝুম্‌রি] (বিশেষ্য) একটি আদি রসাত্মক রাগিণী। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুমুর Bengali definition [ঝুমুর্‌] (বিশেষ্য) নৃত্যযুক্ত শৃঙ্গার রসাত্মক এক প্রকার সঙ্গীত। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুর Bengali definition [ঝুর্‌] (ক্রিয়া) কাঁদা; শোক করা; দুঃখ বা খেদ করা (কানুর পিরীতে, ঝুরি দিবা রাতে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্‌>(প্রাকৃত) √ঝুর্‌>}
  • Bengali Word ঝুরঝুর Bengali definition [ঝুর্‌ঝুর্‌] (অব্যয়) ক্রমাগত মাটি বালি প্রভৃতি পড়ার মৃদু ঝরঝরে শব্দ। ঝুরঝুরে (বিশেষণ) ১ ঝুরঝুর ঝব্দে ঝরে বা ঝরতে পারে এমন (ঝুরঝুরে ভাত)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুরা ১ Bengali definition [ঝুরা] (ক্রিয়া) ১ ঝরা; ঝরে বা গলে পড়া। ২ অশ্রুপাত করা (আমি অন্ন হেতুর ঝুরি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্‌>(প্রাকৃত) √ঝুর>}
  • Bengali Word ঝুরা ২ Bengali definition [ঝুরা] (বিশেষণ) ১ গুঁড়ানো; চূর্ণিত। ২ ঝুরঝুর (ঝুরা মাটি)। {(হিন্দি) চূর্ণ>চূর>ঝুর}
  • Bengali Word ঝুরি Bengali definition [ঝুরি] (বিশেষ্য) বৃক্ষাদির শাখা-প্রশাখা থেকে নেমে আসা শিকড় সদৃশ জটা (বটের ঝুরি)। ঝুরিভাজা (বিশেষ্য) বেশম দিয়ে তৈরি সরু সরু ঝুরি আকারে ভাজা এক প্রকার খাদ্য। ফুলঝুরি (বিশেষ্য) এক প্রকার আতশবাজি। {√ঝুল্‌>; মুণ্ডারি ঝোলা}
  • Bengali Word ঝুরুঝুরু Bengali definition [ঝুরুঝুরু] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ঝুরু ঝুরু শব্দে; মৃদু ধারায়; ঝির-ঝিরে (হঠাৎ বায়ু বইল ঝুরুঝুরু-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝুরো ঝুরো Bengali definition ঝুরো
  • Bengali Word ঝুরো, ঝুরোঝুরো, ঝরঝুরা Bengali definition [ঝুরো, ঝুরোঝুরো, ঝুর্‌ঝুরা] (বিশেষণ) ঝুরঝুরে শুষ্ক ও পরস্পর অসংলগ্ন; বালুকণার মতো গুঁড়া (আঙুলে ঝুরো মাটি খুঁটতে খুঁটতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুর>ঝুর}
  • Bengali Word ঝুল Bengali definition [ঝুল্‌] (বিশেষ্য) ১ জামার লম্বালম্বি মাপ (জামার ঝুল)। ২ পতন বা ঝোলার ভাব; ঝোঁক; নিচের দিকে টান বা আকর্ষণ। ৩ মাকড়সার জালের সঙ্গে মিলিত ধোঁয়ার কালি (ঘরের কোণে ঝুলের মতো ঝুলতে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অশ্ব বা হস্তীর পিঠের আস্তরণ। ঝুলঝোপ্‌পুর (বিশেষণ) ঢিলাঢালা; শিথিল ও অবিন্যস্ত (লতিফা হেসে বললে, এখন তোমার এই ঝুলঝোপ্‌পুর পোশাক গুলো খুলে ফেল দেখি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>ঝুল}
  • Bengali Word ঝুলন Bengali definition [ঝুলন্‌] (বিশেষ্য) ঝুলে থাকে যা; দোলন; শ্রীকৃষ্ণের দোল উৎসব (খেলিব দুজনে ঝুলন খেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝুলন-যাত্রা (বিশেষ্য) শ্রীকৃষ্ণের দোল উৎসব। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌+অন; √ঝুল+অন}
  • Bengali Word ঝুলনা, ঝোলনা Bengali definition (বিশেষ্য) দোলনা। {√ঝুল+না}
  • Bengali Word ঝুলা Bengali definition ঝোলা১
  • Bengali Word ঝুলাঝুলি, ঝুলোঝুলি Bengali definition [ঝুলাঝুলি, ঝুলোঝুলি] (বিশেষ্য) ১ জেদাজেদি। ২ পীড়াপীড়ি; সনিবন্ধ অনুরোধ (সৈয়দ সাহেব অনেক ঝুলাঝুলি করলেন, কিন্তু ভোলানাথ সেই সাত হাজারই তাঁহার শেষ কথা বলিয়া উঠিয়া গেলেন-কাজী ইমদাদুল হক)। {√ঝুল্‌}
  • Bengali Word ঝুলান Bengali definition ঝোলা২
  • Bengali Word ঝুলি Bengali definition [ঝুলি] (বিশেষ্য) কাপড়ের তৈরি থলে; কাঁধে ঝুলানো হয় যে থলে। ঝুলি-ঝাড়া (বিশেষ্য) ঝুলি ঝাড়ার পর যা পড়ে। ঝুলি লওয়া (ক্রিয়া) ভিক্ষাবৃত্তি গ্রহণ করা। {√ঝুল্‌+ই; মুণ্ডারি, ঝোলা}
  • Bengali Word ঝুলোঝুলি Bengali definition ঝুলাঝুলি
  • Bengali Word ঝুড়ি Bengali definition [ঝুড়ি] (বিশেষ্য) বাঁশ বা বেতের তৈরি চাঙারি। ঝুড়িঝুড়ি (বিশেষণ) অনেক; প্রচুর। {মুণ্ডারি ঝুরি}