Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word Bengali definition বাংলা বর্ণমালার নবম ব্যঞ্জনবর্ণ এবং চ-বর্গের চতুর্থ বর্ণ। এটি প্রশস্ত দন্তমূলীয় (dorso palate-alveolar); মহাপ্রাণ (voiced); ঘোষ স্পর্শধ্বনি (plosive sound)। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এটি শিস ধ্বনিরূপে (fricative) উচ্চারিত হয়। ঢাকার উর্দুভাষী আদি বাসিন্দাদের (কুট্টিদের) উচ্চারিত বাংলা ভাষায় এই বর্ণটি প্রায়ই ঘৃষ্ট (affricate) ধ্বনিরূপে উচ্চারিত হয়।
  • Bengali Word ঝঁটি, ঝুটি Bengali definition [ঝুঁটি, ঝুটি] (বিশেষ্য) খোঁপা; চূড়া করে বাঁধা চুল (পরদিন বুড়ী আউল চুলের ঝুঁটি বাঁধিয়া-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ঝোটন; মোটা কেশগুচ্ছ (পায়রার মাথার ঝুঁটি)। ৩ চূড়ার তুল্য মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। ঝুঁটি বাঁধা (বিশেষণ) চূড়া বাঁধা চুল (ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জূট>}
  • Bengali Word ঝংকার Bengali definition ঝঙ্কার
  • Bengali Word ঝংকারা Bengali definition ঝঙ্কারা
  • Bengali Word ঝংকৃত Bengali definition ঝঙ্কৃত
  • Bengali Word ঝকছে Bengali definition [ঝোক্‌ছে] (ক্রিয়া) ঝকঝক করছে (ধান পেকে কোথায় সোনার মত ঝকছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝকঝক, ঝকমক, ঝগ-ঝগ (বিরল) Bengali definition [ঝক্‌ঝক্‌, ঝক্‌মক্‌, ঝগ্‌ঝগ্‌] (অব্যয়) চাকচিক্য বা ঔজ্জ্বল্যের ভাব প্রকাশক (একটা বরাত চলছিল তারই ঝকমক ঝমঝম-অবনীন্দ্রনাথ ঠাকুর; তার মধুর ব্যথা-ভরা স্মৃতিটা একদিন হঠাৎ অশান্ত জীবন যাপনের মাঝে ঝগঝগ করে ওঠে-কাজী নজরুল ইসলাম)। ঝকঝকানি, ঝকমকানি (বিশেষ্য) দীপ্তি (ফুলশয্যার রাতের গহনাগাঁটির ঝকমকানি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক} ঝকঝকে, ঝকমকে [ঝকঝোকে, ঝকমোকে] (বিশেষণ) ঔজ্জ্বল্যময়, চকচকে (যাই ঝকঝকে তাই সোনা নয়- অঠা)। ঝকমকি (বিশেষ্য) ঝকমক করার অবস্থা বা ভাব। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝকঝকি, ঝকামকি Bengali definition [ঝক্‌ঝোকি, ঝকামোকি] (বিশেষ্য) অকারণ কলহ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝকমারি Bengali definition [ঝকমারি] (বিশেষ্য) মূর্খতা; বোকামি; নির্বুদ্ধিতা (সুর ভাবে সুরা লাগি বনে ছোটা ঝকমারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আপদ; ঝঞ্ঝাট; লেঠা। ৩ বাজে কাজ; অর্থহীন ব্যাপার (যত কেলেঙ্কারী ঝকমারি ব্যাপার; এই দাগাদরির সময় হয়েছে-মীর মশাররফ হোসেন)। {(হিন্দি) ঝখ(ত্রুটি)+√মার+ই}
  • Bengali Word ঝক্কি Bengali definition [ঝোক্‌কি] (বিশেষ্য) ১ ঝঞ্ঝাটপূর্ণ দায়িত্ব; ঝুঁকি; ঝঞ্ঝাট (ঝক্কি নেওয়া)। ধকল; উপদ্রব (তাকে কোন ঝক্কিই পোহাতে হতো না-রখাঁ)। {(হিন্দি) ঝক্কী}
  • Bengali Word ঝগ-ঝগ Bengali definition ঝকঝক
  • Bengali Word ঝগড় ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [ঝগোড়্‌] (বিশেষ্য) ১ ঝগড়া; কলহ (মিছাই ঝগড় কর-বড়ু চণ্ডীদাস)। ২ অপরাধ; ত্রুটি; দোষ (কি মোর ঝগড় ভৈল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ঝকট>(প্রাকৃত) ঝকড়া>}
  • Bengali Word ঝগড়া Bengali definition [ঝগ্‌ড়া] (বিশেষ্য) ১ কলহ। ২ কলহমূলক। ৩ তর্কাতর্কি বা বাদানুবাদ; বচসা। ৪ বিবাদ। ঝগড়াঝাঁটি, ঝগড়াফসাদ (বিশেষ্য) ১ ক্ষুদ্র কলহ। ২ অপ্রীতিকর বাদ-বিসম্বাদ (দেশে যতসব ঝগড়া-ফসাদের তাঁহারা সালিস করিতেন-হবীবুল্লাহ বাহার)। ঝগড়াটে (বিশেষণ) কলহপ্রিয়; কলহাসক্ত। {(তৎসম বা সংস্কৃত) ঝকট>(প্রাকৃত) ঝকড়া>}
  • Bengali Word ঝঙ্কার, ঝংকার Bengali definition [ঝঙ্‌কার] (বিশেষ্য) ১ বীণা ইত্যাদি বাদ্য যন্ত্রাদির শব্দ। ২ গুঞ্জন (মধুপ ঝঙ্কার)। ৩ অস্ফুট ধ্বনি; তর্জন ক্রোধ ইত্যাদি ব্যঞ্জন ভাব (ঝঙ্কার দিয়া ওঠা)। ঝঙ্কারিত (বিশেষণ) ঝঙ্কৃত; গুঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত) ঝন্‌(ধ্বন্যাত্মক)+কার; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word ঝঙ্কারা, ঝংকারা Bengali definition [ঝঙ্‌কারা] (ক্রিয়া) গুন গুন ধ্বনি করা; ঝংকার করা; গুঞ্জন করা (এক বার ঝঙ্কারো বীণা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ঝঙ্কার+(বাংলা) আ}
  • Bengali Word ঝঙ্কৃত, ঝংকৃত Bengali definition [ঝঙ্‌কৃত] (বিশেষণ) ঝংকারযুক্ত; গুঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত) ঝন্‌(ধ্বন্যাত্মক)+কৃত}
  • Bengali Word ঝঙ্কৃতি, ঝংকৃতি Bengali definition [ঝঙ্‌কৃতি] (বিশেষ্য) ঝংকার; গুঞ্জন। {(তৎসম বা সংস্কৃত) ঝন্‌(ধ্বন্যাত্মক)+কৃতি}
  • Bengali Word ঝঝরিক Bengali definition [ঝর্‌ঝোরিক্‌] (বিশেষ্য) দেহ; শরীর। {(তৎসম বা সংস্কৃত) জর্জরীক>}
  • Bengali Word ঝঞ্ঝনা Bengali definition [ঝন্‌ঝনা] (বিশেষ্য) ধাতু দ্রব্যাদির বা অস্ত্রের সংঘাত বা পতনের তীক্ষ্ণ উচ্চ শব্দ; ঝনৎকার; ঝনঝন ধ্বনি। ২ ((প্রাচীন বাংলা)) বজ্র। (ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝন (ধ্বন্যাত্মক)+(বাংলা) আ}
  • Bengali Word ঝঞ্ঝা Bengali definition [ঝন্‌ঝা] (বিশেষ্য) ১ প্রচণ্ড ঝড়; ঝড়বৃষ্টি (আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা-কাজী নজরুল ইসলাম)। ২ বাদ্যযন্ত্রবিশেষ। ঝঞ্ঝা ক্ষুব্ধ (বিশেষণ) বাত্যা দ্বারা আন্দোলিত; প্রবল; ঝটিকার বেগে উত্তাল ও আলোড়িত। ঝঞ্ঝাবর্ত (বিশেষ্য) ঘূর্ণিবাত; এলোমেলো সঞ্চরণশীল প্রবল ঝড়বৃষ্টি; tornado। ঝঞ্ঝাবাত (বিশেষ্য) প্রবল ঝড়ো বাতাস। {(তৎসম বা সংস্কৃত) ঝম্‌+ঝট্‌ (ট্‌ লোপ এবং ম্‌ স্থানে ঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ঝঞ্ঝাট, ঝঞ্ঝট Bengali definition [ঝন্‌ঝাট্‌, ঝন্‌ঝট্‌] (বিশেষ্য) অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি (কাজের ঝঞ্ঝাট; ঝঞ্ঝাট মেটা)। ২ কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)। {(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝা+(বাংলা) ট}
  • Bengali Word ঝঞ্ঝাট, ঝঞ্ঝট Bengali definition [ঝন্‌ঝাট্‌, ঝন্‌ঝট্‌] (বিশেষ্য) অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি (কাজের ঝঞ্ঝাট; ঝঞ্ঝাট মেটা)। ২ কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)। {(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝা+(বাংলা) ট}
  • Bengali Word ঝটকা, ঝটকানি Bengali definition [ঝট্‌কা, ঝট্‌কানি] (বিশেষ্য) আকস্মিক তীব্র আকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>ঝট্‌+(বাংলা) কা}
  • Bengali Word ঝটপট ১, ঝটপট Bengali definition [ঝট্‌পট্‌] (ক্রিয়াবিশেষণ) ত্বরিত; দ্রুত (আমানুল্লা বাদশার সবকিছু ঝটপট-সৈয়দ মুজতবা আলী)। {(বাংলা) ঝট+অনু.পট}
  • Bengali Word ঝটপট ২, ঝটপট Bengali definition [ঝট্‌পট্‌] (অব্যয়) ডানা সঞ্চালনের শব্দ; আহত পাখির ডানা ঝাড়ার শব্দ (হৃদয় বিহগসম ঝটপট করতহি পঞ্জর-পিঞ্জর মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝটপটানো, ঝটপটান Bengali definition [ঝটপোটানো] (ক্রিয়া) ঝটপট করা। □(বিশেষ্য) ঝটপটকরণ। ঝটপটানি (বিশেষ্য) ডানা-আন্দোলন; পক্ষ-সঞ্চালন; ঝটপট করার কার্য। {ঝটপট+আনো}
  • Bengali Word ঝটাপটি Bengali definition [ঝটাপোটি] (বিশেষ্য) পরস্পরের মধ্যে জাপটাজপটি করে কলহ। {ঝটপট (ধ্বন্যাত্মক)+ই}
  • Bengali Word ঝটিকা Bengali definition [ঝোটিকা] (বিশেষ্য) ঝড়; বাত্যা (থেমে যায় ঝটিকার রণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝটিকাবর্ত (বিশেষ্য) ঘূর্ণিবায়ু; cyclone। {(তৎসম বা সংস্কৃত) ঝট+ক(কন্‌)=ঝটক>ঝটিকা}
  • Bengali Word ঝটিতি, ঝটতি Bengali definition [ঝোটিতি, ঝোট্‌তি] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) চটজলদি; শীঘ্র; অতি দ্রুত (একবার চারিদিকে ঝট্‌তি চোখের সার্চলাইট বুলাইয়া লইল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ঝটৎ+ইতি}
  • Bengali Word ঝণ্ডা, ঝাণ্ডা Bengali definition [ঝন্‌ডা] (বিশেষ্য) পতাকা; নিশান; ঝাণ্ডা। {(তৎসম বা সংস্কৃত) ধ্বজদণ্ড>; মুণ্ডারি ঝান্‌ডা}