Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word ঝেঁটা, ঝেঁটানো Bengali definition ঝাঁটা
 • Bengali Word ঝোপড়া, ঝুপড়ি Bengali definition [ঝোপ্‌ড়া, ঝুপ্‌ড়ি] (বিশেষ্য) কুঁড়েঘর; ছাউনি। {(হিন্দি) ঝোপড়ী>}
 • Bengali Word ঝোঁক Bengali definition [ঝোঁক্‌] (বিশেষ্য) ১ ঝুঁকে অবস্থান। ২ আকর্ষণ; টান (শুঁড়ীখানার ঝোঁকে তারা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ৩ পক্ষপাত; এক পক্ষের প্রতি আসক্তি বা অনুরাগ (তোমার কেবল একদিকে ঝোঁক)। ৪ শখ; সাধ (বেড়াবার ঝোঁক)। ৫ ঘোর বিহবলতা; আবেশ; প্রভাব (নেশার ঝোঁক)। ৬ আগ্রহ (রাজনীতিতে ঝোঁক)। {√ঝুঁক্‌+অ}
 • Bengali Word ঝোঁকা Bengali definition ঝুঁকা
 • Bengali Word ঝোঁটন, ঝোটন Bengali definition [ঝোঁটন্‌, ঝোটন্‌] (বিশেষ্য) ঝুঁটি (সেই সিংহের কেশর আমার ঘাড়ে উচ্চ ঝোটন আকারে বিরাজমান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □(বিশেষণ) ঝুঁটিযুক্ত (ঝোঁটন বুলবুলি)। {ঝুঁটি+আন>}
 • Bengali Word ঝোপ Bengali definition [ঝোপ্‌] (বিশেষ্য) ১ ছোট গাছের জঙ্গল বা ঝাড়। ২ গুল্ম। ঝোপ ঝাজড় (বিশেষ্য) লতাগুল্মাদিতে আচ্ছন্ন ও ছোট ছোট গাছের ঝাড়ে পূর্ণ স্থান। ঝোপ বুঝে কোপ মারা (ক্রিয়া) অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা; সুযোগমতো আঘাত করা; সুযোগ বুঝে কাজ করা। {(তৎসম বা সংস্কৃত) ক্ষুপ্‌>(প্রাকৃত) ঝুর্‌>}
 • Bengali Word ঝোর Bengali definition [ঝোর্‌] (বিশেষ্য) জলনালি, নয়নজুলি; নির্ঝর। {√ঝর্‌}
 • Bengali Word ঝোরা ১ Bengali definition [ঝোরা] (বিশেষ্য) ১ নর্দমা; প্রণালি। ২ ঝরনা (পাগলা ঝোরা)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্‌>√ঝর্‌>}
 • Bengali Word ঝোরা ২ Bengali definition [ঝোরা] (বিশেষ্য) ধানক্ষেতে সুপুষ্ট ধানগাছের মধ্যকার শস্যহীন গাছ। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>}
 • Bengali Word ঝোল Bengali definition [ঝোল্‌] (বিশেষ্য) তরল ব্যঞ্জন; স্যুপ (মাছের ঝোল); শুরুয়া। {(তৎসম বা সংস্কৃত) জল>}
 • Bengali Word ঝোলা ১ Bengali definition [ঝোলা] (বিশেষণ) তরল ঝোলের মতো (ঝোলা গুড়)। {ঝোলা+আ}
 • Bengali Word ঝোলা ২, ঝুলা Bengali definition [ঝোলা, ঝুলা] (বিশেষণ) ১ ঝুলে লম্বা হওয়া; ‍ঢিলা হওয়া (গাছের ডাল থেকে ঝোলা)। ২ দোল খাওয়া। ৩ ঝোঁক; পক্ষপাতী বা এক পক্ষের প্রতি অনুরক্ত। ৪ উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>; √ঝুল্‌+আ}
 • Bengali Word ঝোলা ৩, ঝুলা Bengali definition [ঝোলা, ঝুলা] (বিশেষ্য) বড় থলি। ঝোলাঝুলি (বিশেষ্য) ছোট বড় নানা প্রকারের থলি। ঝোলা-মালা (বিশেষ্য) ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠী। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>}
 • Bengali Word ঝোলা ৪ Bengali definition [ঝোলা] (বিশেষ্য) লম্বা ঝুল সমন্বিত; লম্বা এবং ঢিলা (ঝোলা আস্তিন)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>}
 • Bengali Word ঝোলা ৫ Bengali definition [ঝোলা] (বিশেষ্য) ১ কলেরা; ওলাওঠা; ভেদবমি। ২ কলেরা বা ভেদবমির দেবতা। {ঝোল (জল)+আ}
 • Bengali Word ঝোলাঝুলি Bengali definition ঝোলা৩
 • Bengali Word ঝোলানো, ঝোলান Bengali definition [ঝোলানো] (ক্রিয়া) ঝুলানো; লম্বিত করা; লটকানো; টাঙানো। □(বিশেষণ) উক্ত সকল অর্থে। {ঝুল+আনো}
 • Bengali Word ঝোড়া ১ Bengali definition [ঝোড়া] (বিশেষ্য) বড় ঝুড়ি (বেদের ঝোড়ার ভিতরে কে নড়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ঝুড়ি>}
 • Bengali Word ঝোড়া, ঝুড়া ২ Bengali definition [ঝোড়া, ঝুড়া] (ক্রিয়া) ১ অপ্রয়োজনীয় শাখা-প্রশাখা ছেঁটে বা কেটে ফেলা। ২ ছেঁটে বা কেটে ফেলা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {√ঝুড়্‌+আ}
 • Bengali Word ঝোড়ো Bengali definition ঝড়ো
 • Bengali Word ঝড় Bengali definition [ঝড়] (বিশেষ্য) বাতাসের প্রবল প্রবাহ; ঝটিকা (শোকের ঝড় বহিল চৌদ্দিকে-মাইকেল মধুসূদন দত্ত)। ঝড়গতি (বিশেষণ) ঝড়ের ন্যায় গতি সম্পন্ন। ঝড়ঝাপটা (বিশেষ্য) ১ ঝড়ের তাড়না। ২ (আলঙ্কারিক) আপদ-বিদ্যাপতিদ; বিপদের ধাক্কা বা তাড়না। ঝড়-তুফান (বিশেষ্য) বড় রকমের ঝড়। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্‌>(প্রাকৃত) ঝড়ী>}
 • Bengali Word ঝড়তি-পড়তি Bengali definition [ঝোড়্‌তিপোড়্‌তি] (বিশেষ্য) যা ঝরে পড়ে। ২ নানা কারণে যে অংশ নষ্ট হয় (মালের ঝড়তি-পড়তি বাদ)। {√ঝর্‌+তি+√পড়্‌+তি}
 • Bengali Word ঝড়ি (আঞ্চলিক) Bengali definition [ঝোড়ি] (বিশেষণ) ঝড়; বৃষ্টি।
 • Bengali Word ঝড়িয়া Bengali definition [ঝোড়িয়া] (বিশেষণ) ঝড়ো; ঝঞ্ঝাপূর্ণ (যে গাছ ভেঙেছে ঝড়িয়া বাতাসে কেমন করিয়া হায়-জসীমউদ্‌দীন)। {ঝড়+ইয়া}
 • Bengali Word ঝড়ো, ঝোড়ো Bengali definition [ঝোড়ো] (বিশেষণ) ঝড়ের মতো; ঝড়যুক্ত; ঝড়সম্বন্ধীয় (ঝড়ো বাতাস)। ২ ঝড়ের দ্বারা পীড়িত বা ঝড়ের দ্বারা পতিত (ঝড়ো আম, কাক)। {ঝড়+উয়া>ও=ঝড়ো>ঝোড়ো}