Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঝাঁঝর, ঝাঁঝরা, ঝাঁঝরি Bengali definition ঝাঁজর১
  • Bengali Word ঝাঁঝাল Bengali definition ঝাঁজ১
  • Bengali Word ঝাঁট Bengali definition [ঝাঁট্‌] (বিশেষ্য) সম্মার্জন; ঝাঁটা দ্বারা আবর্জনাদি দূরীকরণ (ঝাঁট দেওয়া)। ঝাঁট পাট (বিশেষ্য) ঘর পরিষ্কার করা ও সাজানোর কাজ। ঝাঁট পাট দেওয়া (ক্রিয়া) ঝেঁটিয়ে নেওয়া; ঝাঁটানো। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ঝাঁটা, ঝেঁটা Bengali definition [ঝাঁটা, ঝেঁটা] (বিশেষ্য) সম্মার্জনী; যা দিয়ে ঝাঁট দেওয়া হয়; ঝাড়ু; খাংরা। ঝাঁটা খেকো (বিশেষণ) ১ গালিবিশেষ। ২ প্রায়ই ঝাঁটায় প্রহৃত হয়ে থাকে এমন। ৩ অতি নীচ বা ইতর। ঝাঁটপেটা (ক্রিয়া) ঝাঁটা দ্বারা আঘাত করা (ঝাঁটা পেটাতেই একঝাঁক আরশোলা…উঠে পালাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঝাঁটানো, ঝেঁটানো (ক্রিয়া) ১ ঝাঁটার সাহায্যে পরিষ্কার করা; ঝাঁটা দিয়ে প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্‌+অ(ঘঞ্‌)+(বাংলা) আ}
  • Bengali Word ঝাঁটি, ঝাটি, ঝাঁটী Bengali definition [ঝাঁটি, ঝাটি, ঝাঁটি] (বিশেষ্য) এক প্রকার ফুল ও তার গাছ; কুরুবক। ২ ঝাপটা (জলের ঝাঁটি)। {(তৎসম বা সংস্কৃত) ঝিন্টী>}
  • Bengali Word ঝাঁপ ১ Bengali definition [বি লাফ; হাত-পা ছড়িয়ে উপর থেকে নিচে পতন (আর কেহ বলে, ঝাঁপ দিব জলে তেজিব এ পাপ দেহ-চণ্ডীদাস)। ঝাঁপ দিয়ে পড়া (ক্রিয়া) লম্ফ প্রদান করা। ঝাঁপ-সন্ন্যাস (বিশেষ্য) হিন্দুদের উৎসব বিশেষ; যাতে গাজনের সন্ন্যাসীরা মঞ্চের উপর থেকে কাঁটা আগুন প্রভৃতির উপর ঝাঁপিয়ে পড়ে। কাঁটা ঝাঁপ (বিশেষ্য) গাজন উৎসবে কাঁটার উপর ঝাঁপ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ঝম্প>(প্রাকৃত) ঝংপ}
  • Bengali Word ঝাঁপ ২, ঝাঁপি, ঝাপ Bengali definition [ঝাঁপ্‌, ঝাঁপি, ঝাপ্‌] (বিশেষ্য) ১ আচ্ছাদন; ঢাকনি। ২ বাঁশের তৈরি কটাট; বেড়া (পথিপার্শ্বের দোকানগুলি ঝাঁপি বন্ধ করেছে-রখাঁ; দোকানের ঝাঁপ)। ৩ তাঁতযন্ত্রে সুতার যে ছিদ্রের মধ্য ‍দিয়ে মাকু চলে। {(প্রাকৃত) ঝম্প>}
  • Bengali Word ঝাঁপটা, ঝাপটা Bengali definition [ঝাঁপ্‌টা, ঝাপ্‌টা] (বিশেষ্য) স্ত্রীলোকের মাথার অলঙ্কার; ঝাঁপা (তিস্তা তোমার ঝাঁপটা সীথি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বাতাসের তোড়; ধাক্কা; বায়ুতাড়িত বৃষ্টির ঝাপটা। {(প্রাকৃত) ঝম্প>}
  • Bengali Word ঝাঁপতাল Bengali definition [ঝাঁপ্‌তাল্‌] (বিশেষ্য) গানের একটি তাল। {ঝাঁপ+তাল}
  • Bengali Word ঝাঁপা ১ Bengali definition [ঝাঁপা] (ক্রিয়া) আচ্ছাদন করা; আবৃত করা; ঢাকা। ২ ঝাঁপিয়ে পড়া। ৩ মনে পড়া; মনে উজিত হওয়া (সমুখে তাহার রূপ সদা মনে ঝাঁপে গো-চণ্ডীদাস)। {ঝাঁপ+আ}
  • Bengali Word ঝাঁপান Bengali definition [ঝাঁপান্‌] (বিশেষ্য) ১ হিন্দুদের মনসা পূজায় সাপ খেলার উৎসব। ২ পাহাড়ে চড়ার এক প্রকার শিবিকা বা ডুলি। ঝাঁপনে, ঝাঁপানিয়া (বিশেষণ) ঝাঁপান প্রদর্শক; ঝাঁপান উৎসবে যে সাপের খেলা দেখায়। {ঝাঁপ+আন}
  • Bengali Word ঝাঁপানো Bengali definition [ঝাঁপানো] (ক্রিয়া) ঝম্প প্রদান করা; ঝাঁপ দেওয়া; লাফানো। □(বিশেষ্য) উপরোক্ত অর্থে। {ঝাঁপ+আনো}
  • Bengali Word ঝাঁপাল Bengali definition [ঝাঁপাল্‌] (বিশেষণ) ঝোপদার; ঝাঁকড়; থোবা থোবা; ডালপালায় বা লতাপাতায় বিস্তৃত। {ঝাঁপ+আল}
  • Bengali Word ঝাঁপি, ঝাঁপী Bengali definition [ঝাঁপি] (বিশেষ্য) ঢাকনি সমেত বাঁশ, বেত, তাল বা খেজুর পাতার ছোট পেটিকা। (ঐ ফুলের ঝাঁপিতে লোভের সাপিনী আছে-কাজী নজরুল ইসলাম)। {ঝাঁপ+ই, ঈ}
  • Bengali Word ঝাউ Bengali definition [ঝাউ] (বিশেষ্য) বৃক্ষবিশেষ; সূচ্যগ্র পত্রবিশিষ্ট বৃক্ষ; tamarica indica। {(তৎসম বা সংস্কৃত) ঝাবুক>}
  • Bengali Word ঝাঝরি ২, ঝাজরি ২ Bengali definition [ঝাঁঝরি, ঝাঁজরি] (বিশেষ্য) কাঁসরজাতীয় বাদ্যবিশেষ (কেন দেবালয়ে বাজিছে ঝাঁঝরি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
  • Bengali Word ঝাট Bengali definition [ঝাট্‌] (ক্রিয়াবিশেষণ) তাড়াতাড়ি; শীঘ্র; ঝট। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>}
  • Bengali Word ঝাটনা, ঝাটিনা Bengali definition [ঝাট্‌না, ঝাটিনা] (ক্রিয়া) ঝাঁটা দ্বারা সংগৃহীত আবর্জনা। {√ঝাঁট্‌+না}
  • Bengali Word ঝাটল Bengali definition [ঝাটল্‌] (বিশেষ্য) ঘন্টা পাটল গাছ। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word ঝাটি, ঝাটী Bengali definition [ঝাটি] (বিশেষ্য) ঝাটিকা ফুল। {(তৎসম বা সংস্কৃত) ঝাটিকা]
  • Bengali Word ঝাটিনা Bengali definition ঝাটনা
  • Bengali Word ঝাণ্ডা Bengali definition [ঝান্‌ডা] (বিশেষণ) অভিজ্ঞ; ঘাগি; পাকা; ঝুনা (কিন্তু এখন সে ঝানু হয়ে না গেলেও ডাঁশিয়ে উঠেছে-কাজী নজরুল ইসলাম)। ২ চতুর; চালাক; হুঁশিয়ার। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>ঝান(চর্যাপদ)+উ; ঝুনা (বর্ণ বিপর্যয়ে)> ঝানু; (তৎসম বা সংস্কৃত) জীর্ণ>(প্রাকৃত) জুন্ন>}
  • Bengali Word ঝাপট, ঝাপটা Bengali definition [ঝাপোট্‌, ঝাপ্‌টা] (বিশেষ্য) ১ বাতাসের প্রবল আঘাত; ঝড়ের প্রচণ্ড ধাক্কা (লাগিয়ে বুকে ঢেউয়ের ঝাপট পেইছি যা তা এই গো এই-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হঠাৎ জোরে ধাক্কা। ৩ পাখির পাখার আঘাত। {মুণ্ডারি ঝাপটাও>}
  • Bengali Word ঝাপতাড়া Bengali definition [ঝাপ্‌তাড়া] (বিশেষ্য) ঝাঁপ; বাঁশের তৈরি কপাট বা দ্বার (দোকানীরা দোকানের ঝাপতাড়া খুলে-কালীপ্রসন্ন সিংহ)। {ঝাঁপ+তালা>?}
  • Bengali Word ঝাপসা, ঝাপ্সা Bengali definition [ঝাপ্‌সা] (বিশেষণ) অস্পষ্ট; আবছা; অপরিচ্ছন্ন। {ঝাঁপ+সা(সাদৃশ্যে)}
  • Bengali Word ঝাবকা, ঝুব্বা, ঝোপ্পা Bengali definition [ঝাব্‌কা, ঝুব্‌বা, ঝাপ্‌পা, ঝোপ্‌পা] (বিশেষ্য) আলখাল্লাজাতীয় ঢিলেঢালা পোশাক। {(হিন্দি) ঝব্বা}
  • Bengali Word ঝাবুক, ঝাবু, ঝাবূ Bengali definition [ঝাবুক, ঝাবু, ঝাবু] (বিশেষ্য) ঝাউগাছ। {(তৎসম বা সংস্কৃত) ঝাবু}
  • Bengali Word ঝামটা, ঝামট (বিরল) Bengali definition [ঝাম্‌টা, ঝামোট্‌] (বিশেষ্য) বিরক্তিসহ রুষ্ট মুখভঙ্গি ও ধমক (মুখ ঝামটা)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষম্‌>(পালি)ঝাম+(বাংলা) টা}
  • Bengali Word ঝামর ১, ঝামরু, ঝামরি (বিরল) Bengali definition [ঝামোর্‌, ঝাম্‌রু, ঝাম্‌রি] (বিশেষ্য) ১ ঝামার মতো মলিন; বিবর্ণ (জিয়া উদ্দিন ফিরে এসে মুখ ঝামর করে উপরে চলে গেলেন-সৈয়দ মুজতবা আলী)। □(বিশেষণ) ১ উস্কোখুস্কো; অস্থির; চঞ্চল (হালকা জলে ঝামর হাওয়া চামর ঢুলাবে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বৃষ্টি পতনোন্মুখ; জল ভারাক্রান্ত। ঝামরানো, ঝামরান (ক্রিয়া) ১ মলিন হওয়া; বিবর্ণ হওয়া। ২ রসস্থ হওয়া; ভারী হওয়া (সর্দিতে চোখ মুখ ঝামরানো)। ৩ মেঘ বর্ষণোন্মুখ হওয়া (আকাশ ঝামরাচ্ছে)। □(বিশেষণ) উক্ত সমুদয় অর্থে। {(পালি)ঝাম>; মৈথিলি. ঝামরু}
  • Bengali Word ঝামর ২ Bengali definition [ঝামোর্‌] (বিশেষ্য) শাণ দেওয়ার ক্ষুদ্র পাথর। {(পালি)ঝাম>}