Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঝন Bengali definition [ঝন্‌] (অব্যয়) ধাতু দ্রব্যাদি পতন বা আঘাতের তীক্ষ্ম শব্দ। ঝনঝন (অব্যয়) ১ দীর্ঘকালব্যাপী বা পুনঃপুন ঝন শব্দ। ২ টনটন; কাঠিন্যব্যঞ্জক বা বেদনাব্যঞ্জক শব্দ (মাথা ঝনঝন করছে)। ঝনঝনানো (ক্রিয়া) ১ ঝনঝন শব্দ করা বা হওয়া। ২ আঘাতজনিত টন টন করা; ব্যথা করা। ঝনঝনানি (বিশেষ্য) ঝনঝন শব্দ। (অসির ঝনঝনি-মাইকেল মধুসূদন দত্ত)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝনকাট, ঝনকাঠ, ঝঙ্কাট, ঝঙ্কাঠ Bengali definition [ঝন্‌কাট্‌, ঝন্‌কাঠ্‌, ঝঙ্‌কাট্‌, ঝঙ্‌কাঠ্‌] (বিশেষ্য) চৌকাঠের মাথার কাঠ; কপালি। {(তৎসম বা সংস্কৃত) ধানীকাষ্ঠ>}
  • Bengali Word ঝনঝট, ঝঞ্ঝট Bengali definition [ঝন্‌ঝট্‌] (বিশেষ্য) হাঙ্গামা; ঝামেলা। ২ অশান্তি; কষ্ট। {(হিন্দি) ঝংঝট}
  • Bengali Word ঝনঝনা Bengali definition [ঝন্‌ঝনা] (অব্যয়) ঝনঝন শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝনঝনায়মান Bengali definition [ঝন্‌ঝনায়োমান্‌] (বিশেষণ) ঝনঝন শব্দে শব্দায়মান এমন। {(তৎসম বা সংস্কৃত) √ঝনঝনায়+মান (শানচ্‌)}
  • Bengali Word ঝনন Bengali definition [ঝনন] (বিশেষ্য) ‍নিকৃণ; ঝনঝন শব্দ। (ঝিল্লি ঝনন অশোক-তলায় চমক মেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝনন-রণন Bengali definition [ঝনন্‌-রনন্‌] (বিশেষ্য) অনুরণিত ঝনঝন শব্দ। (দক্ষিণ করে ধরিয়া যন্ত্র ঝনন-রণন স্বর্ণতন্ত্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝনাৎ Bengali definition [ঝনাত্‌] (অব্যয়) ঝনঝন অপেক্ষা তীব্র ক্ষণস্থায়ী শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝনৎকার Bengali definition [ঝনত্‌কার্‌] (বিশেষ্য) ঝনঝন শব্দ (টাকা ঝন্‌ঝন্‌ ঝনৎকার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ঝনৎ+কার}
  • Bengali Word ঝপ Bengali definition [ঝপ্‌] (অব্যয়) ১ হঠাৎ পানিতে পতনের ধ্বনি। ২ অবিলম্বে; তাড়াতাড়ি (ঝপ্‌ করে ঝাপ দিয়ে ঘাড় ভেঙ্গে পড়ে-ঘনরাম চক্রবর্তী)। ঝপাঝপ (ক্রিয়াবিশেষণ) ১ ঝপঝপ শব্দ করে কোনো কাজ করা (ঝপাঝপ দাঁড় বাওয়া)। ২ শীঘ্র। (ঝপাঝপ করা সারা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝপাং, ঝপাৎ Bengali definition [ঝপাঙ্‌, ঝপাত] (অব্যয়) জলে ঝাঁপ দেওয়ার বা ভারী বস্তু জলে পড়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝপাঝপ Bengali definition ঝপ
  • Bengali Word ঝমঝম Bengali definition [ঝম্‌ঝম্‌] (অব্যয়) ১ জোরে বৃষ্টি পতনের শব্দ (ঝম্‌ঝম্‌ করে বৃষ্টি নাবল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মল পায়ে দিয়ে চলার শব্দ। ঝমাঝম (অব্যয়) ১ প্রবল বৃষ্টিপাতের শব্দ; মুষলধারে বৃষ্টিপতনের শব্দ (ঝমাঝম বৃষ্টি হচ্ছে)। ২ ঢাকঢোলের সঙ্গে কাঁসর ও ঝাঁঝর ইত্যাদির মিলিত ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝমর, ঝমর-ঝমর Bengali definition [ঝম্‌র, ঝমর্‌-ঝমর্‌] (ক্রিয়াবিশেষণ) মল নূপুর ইত্যাদির জোর শব্দ; চরণালঙ্কার বাদ্য বা ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝমাঝম Bengali definition ঝমঝম
  • Bengali Word ঝম্প Bengali definition [ঝম্‌পো] (বিশেষ্য) ১ ঝাঁপ; লম্ফ; লাফ। ২ বাদ্যযন্ত্র। ((তুলনীয়) জগঝম্প)। {(তৎসম বা সংস্কৃত) লম্ফ/√ভ্রম্‌>(প্রাকৃত) ঝম্প}
  • Bengali Word ঝম্পন Bengali definition [ঝম্‌পন্‌] (বিশেষ্য) ঝম্প প্রদানকরণ; ঝাঁপ দেওয়া। লম্ফঝম্প⇒লম্ফ। {ঝম্প+অন}
  • Bengali Word ঝরই, ঝরু ((ব্রজবুলি)) Bengali definition [ঝরোই, ঝোরু] (ক্রিয়া) ঝরে। {√ঝ্রর্‌+ই/উ}
  • Bengali Word ঝরকা, ঝরোকা, ঝরোখা Bengali definition [ঝর্‌কা, ঝরোকা, ঝরোখা] (বিশেষ্য) ১ জাফরিকাটা জানালা; ছোট জানালা (ঝরকা ওঠাও তুমি দেখি তাকাইয়া-ফকির গরীবুল্লাহ)। ২ ছোট জানালা; গাবক্ষ; বাতায়ন। ৩ জাফরি কাটা বা জাল দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) জালক>; (তুলনীয়) (হিন্দি) ঝরোখা}
  • Bengali Word ঝরঝর Bengali definition [ঝর্‌ঝর্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ অবিরল ধারায় পতন (ঝরঝর বরিষে বারিধারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কোনো কিছুর ক্রমাগত ক্ষরণ (ঝরঝর করে রক্ত ঝরছে)। ৩ পরিচ্ছন্ন তার ভাবব্যঞ্জক। ঝরঝরে (বিশেষণ) ১ পরিষ্কার; পরিচ্ছন্ন। ২ সুস্থ; হালকা (দেহটা আজ বেশ ঝরঝরে)। ৩ আর্দ্র ভাব। ৪ স্পষ্ট (ঝরঝরে লেখা)। ৫ জর্জরিত; বিনষ্ট (আখের ঝরঝরে হওয়া)। ৬ প্রত্যেকটি দানা আলাদা করা যায় এমন; দানা-দানা (ঝরঝরে ভাত)। ঝরণ (বিশেষ্য) ক্ষরণ; ধারায় পতন। ঝরঝরানি (বিশেষ্য) অবিরল প্রবাহ বা ক্ষরণ (ঝরঝরানি হঠাৎ হাওয়ার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষর>(প্রাকৃত) √ঝর্‌>ঝর+ঝর}
  • Bengali Word ঝরতি Bengali definition [ঝোর্‌তি] (বিশেষ্য) শস্য পরিপূর্ণ বস্তা থেকে ঝরে পড়া অংশ। □(বিশেষণ) ঝরে পড়ছে এমন। ঝরতি পড়তি (বিশেষ্য) ১ ঝরা বা পড়া অংশ। ২ উপেক্ষণীয় ক্ষতির ভাগ; নাড়াচাড়ায় বা গুদামে যে অংশ নষ্ট হয়। {√ঝর্‌+তি}
  • Bengali Word ঝরনা, ঝর্ণা, ঝর্ণা (অশুদ্ধ) Bengali definition [ঝর্‌না] (বিশেষ্য) ফোয়ার; নির্ঝর। ঝরনা কলম (বিশেষ্য) ফাউন্টেন পেন; fountain pen। ঝর্নাগড়া (বিশেষণ) ঝর্ণাক্ষরা (অনিঃশেষে ঝর্নাগগড় স্নেহ-হাসান হাফিজুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর>√ঝর্‌+না; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নির্ঝর}
  • Bengali Word ঝরা Bengali definition [ঝরা] (ক্রিয়া) ফোঁটায় ফোঁটায় পড়া; ক্ষরিত হওয়া (জল ঝরা; অশ্রু ঝরা)। ২ স্রাবযু্ক্ত হওয়া (রক্ত ঝরা)। ৩ খসে পড়া (গাছের পাতা ঝরছে)। □(বিশেষণ) ঝরিত; পতিত (ঝরা পাতা গো আমি তোমারি দলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝরানো (ক্রিয়া) পতিত করা; (ফুল ঝরানো, পনি ঝরানো, পাতা ঝরানো)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্‌>√ঝর্‌+আ}
  • Bengali Word ঝরিত Bengali definition [ঝোরিত] (বিশেষণ) ক্ষরিত; গলিত; ঝরে পড়েছে এমন (নির্ঝর-ঝরিত বারি-রাশি স্থানে স্থানে-মাইকেল মধুসূদন দত্ত)। {√ঝর্‌+ইত}
  • Bengali Word ঝরোকা, ঝরোখা Bengali definition ঝরকা
  • Bengali Word ঝর্ঝর Bengali definition [ঝর্‌ঝর্‌] (বিশেষ্য) ১ বারিপতন শব্দ; ঝরনার জলপ্রবাহের শব্দ। ২ হাতাবিশেষ; ঝাঁঝরি। ৩ বাদ্যযন্ত্রবিশেষ; কাড়া। ঝর্ঝরিত (বিশেষণ) ১ ঝর্ঝর শব্দবিশিষ্ট। ২ ঝাঁঝরা হয়ে গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝ+√রা+অ(ড)}
  • Bengali Word ঝর্ঝরি Bengali definition [ঝর্‌ঝোরি] (বিশেষ্য) ঝাঁঝরি; তেল কিংবা ঘিয়ে ভাজা দ্রব্য ছেঁকে তোলার হাতা। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
  • Bengali Word ঝর্না Bengali definition ঝরনা
  • Bengali Word ঝলক, ঝলকা Bengali definition [ঝলোক্‌, ঝল্‌কা] (বিশেষ্য) ১ অগ্নিতরঙ্গ; অগ্নিশিখা (ঝলকে ঝলকে উল্কা উগারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দ্যুতি; উদ্ভাসক; ঝাপটা (ঘাসের শিষ, ফোটা ফুলের পাপড়ি, তার উপরে শিশিরের ফোঁটা-সবই আলোতে ঝলক দিতে থাকল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ উদ্‌গার (চোকে আগুনের হলক; মুখে বিষের ঝলক-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ঝলক দর্পণ (বিশেষ্য) উজ্জ্বল ক্ষুদ্র আয়নাবিশেষ। ঝলকানো (ক্রিয়া) ঝমক করা; ঝলকে ঝলকে বিস্তৃত হয়ে উজ্জ্বল আলো প্রকাশ করা। ঝলকানি (বিশেষ্য) প্রখর আলোর আকস্মিক স্ফুরণ (তার আত্মার ঝল্‌কানি দেখতে পাওয়া যায়-মোতাহের হোসেন চৌধুরী)। ঝলকিত (বিশেষণ) তীব্র বা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। {(প্রাকৃত) ঝলক্কা; মুণ্ডারি ঝলক}
  • Bengali Word ঝলঝল Bengali definition [ঝল্‌ঝল্‌] (অব্যয়) ১ ঝুলে পড়ার বা শিথিলতার ভাবদ্যোতক (জামাটা ঝলঝল করছে)। ২ দীপ্ত হওয়ার ভাব। ঝলঝলে (বিশেষণ) ঝলঝল করে এমন। {(তৎসম বা সংস্কৃত) জ্বলজ্বল>ঝলঝল}