Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঝলমল Bengali definition [ঝল্‌মল্‌] (অব্যয়) ১ দীপ্তি বা উজ্জ্বলতার প্রকাশ (হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) প্রদীপ্ত; উজ্জ্বল (ঝলমল প্রাণ করিস যাপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝলমলানো (ক্রিয়া) ঝলমল করা। □(বিশেষণ) ঝলমল করার ভাবযুক্ত। □(বিশেষ্য) ঝলমল করার ভাব। ঝলমলানি (বিশেষ্য) ঝলমলকরণ; দীপ্তিময়তা; উজ্জ্বলতা। ঝলমলে (বিশেষণ) ঝলমল করে এমন। {(তৎসম বা সংস্কৃত) জ্বল্‌>ঝল্‌+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত) মল}
  • Bengali Word ঝলসানো, ঝলসান Bengali definition [ঝল্‌শানো] (ক্রিয়া) ১ ধাঁধানো; উজ্জ্বল আলো দ্বারা চোখ অন্ধ করা (চোখ ঝলসানো)। ২ অনেকটা দগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)। ৩ অর্ধদগ্ধ হওয়া (পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি-সুভ)। □(বিশেষণ) ১ ধাঁধাঁয় এমন (ছোখ-ঝলসানো আলো)। ২ দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)। ঝলসানি (বিশেষ্য) ঝলসানোর ভাব। ঝলসিত (বিশেষণ) ঝলসানো হয়েছে এমন। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। {√ঝলসা+আনো}
  • Bengali Word ঝলা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [ঝলা] (বিশেষ্য) কিরণতরঙ্গ (বিজুলীর ঝলাসম-মাইকেল মধুসূদন দত্ত)। □(ক্রিয়া) ঝলমল বা ঝিকমিক করা। {√জ্বল্‌>}
  • Bengali Word ঝল্লক, ঝল্লকি Bengali definition [ঝল্‌লক্‌, ঝল্‌লোকি] (বিশেষ্য) কাংস্যনির্মিত বাদ্যযন্ত্র; কাঁসর; করতাল। {(তৎসম বা সংস্কৃত) ঝল্ল+ক(কন্‌),+ ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ঝল্লকন্ঠ Bengali definition [ঝল্‌লোকন্‌ঠো] (বিশেষ্য) পারাবত। {(তৎসম বা সংস্কৃত) ঝল্ল+কন্ঠ}
  • Bengali Word ঝল্লরা, ঝল্লরী Bengali definition [ঝল্‌লোরা, ঝল্‌লোরি] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রবিশেষ; ঝঝরি নামক বাদ্যযন্ত্র। ২ হুড়কা। {(তৎসম বা সংস্কৃত) ঝল্ল+√রা+অ(ক)+আ(টাপ্‌), ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ঝল্লিকা Bengali definition [ঝোল্‌লিকা] (বিশেষ্য) গামছা; ঝলক; সূর্যরশ্মির তেজ। {(তৎসম বা সংস্কৃত) ঝল্ল+ইক(ঞিঠ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ঝা Bengali definition [ঝা] (বিশেষ্য) ১ পদবি; ওঝা। ২ ঝড়। {(তৎসম বা সংস্কৃত) উপাধ্যায়>}
  • Bengali Word ঝাঁ Bengali definition [ঝাঁ] (অব্যয়) অত্যন্ত শীঘ্রতার ভাব; ধাঁ। □(বিশেষ্য), (বিশেষণ) ঝটকরে; অবিলম্বে; এক দৌড়ে (লোকটা ঝাঁ করে চলে গেল)। ঝাঁই (অব্যয়) খুব ভাজা অর্থে; ঝামা (পুড়ে ঝাঁই হয়ে যাওয়া)। ঝাঁ ঝাঁ (অব্যয়) ১ প্রচণ্ড উত্তাপের ভাবব্যঞ্জক (রোদে ঝাঁ ঝাঁ করা)। ২ যন্ত্রণার ভাব (মাথা ঝাঁ ঝাঁ করছে)। ৩ নিস্তব্ধতার ভাবদ্যোতক (ঝাঁ ঝাঁ করে রাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অতি ক্ষিপ্র (ঝাঁ ঝাঁ করে কাজ করা)। {(তৎসম বা সংস্কৃত) ধাব্‌>ধা>ধাঁ>ঝাঁ}
  • Bengali Word ঝাঁ গুড়গুড় Bengali definition [ঝাঁ গুড়্‌গুড়্‌] (অব্যয়) ঢাকের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝাঁ ঝাঁ Bengali definition [ঝাঁ ঝাঁ] (অব্যয়) ১ গভীর নিস্তব্ধতা জ্ঞাপক শব্দ (যেন রৌদ্রময়ী রাতি, ঝাঁ ঝাঁ করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাদ্যধ্বনি জ্ঞাপক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঝাঁক Bengali definition [ঝাঁক্‌] (বিশেষ্য) পক্ষী পতঙ্গ বা মৎস্যাদির দল (পোনার ঝাঁক)। ঝাঁক-বাঁধা (ক্রিয়া) দল বেঁধে থাকা। {(তৎসম বা সংস্কৃত) পুঞ্জক>; (তুলনীয়) (হিন্দি) ঝাংক}
  • Bengali Word ঝাঁকরনো, ঝাঁকরানো, ঝাঁকরানি Bengali definition ঝাঁকা২
  • Bengali Word ঝাঁকা ১ Bengali definition [ঝাঁকা] (বিশেষ্য) চওড়ামুখ শক্ত ঝুড়ি, যাতে মাল বহন করা হয়। ঝাঁকামুটে (বিশেষ্য) যে মুটে ঝাঁকায় মাল বহন করে (এক সুন্দরী তরুণী এসে এক ঝাঁকামুটেকে নিয়ে বলল হরেক রকমের সওদা করতে-সৈয়দ মুজতবা আলী)। {(তুলনীয়) (হিন্দি) ঝাঁকা}
  • Bengali Word ঝাঁকা ২ Bengali definition [ঝাঁকা] (ক্রিয়া) জোরে নাড়া দেওয়া; সবেগে আন্দোলিত করা। □(বিশেষ্য) নাড়া (ঝাঁকা দাও)। ঝাঁকানো, ঝাঁকরানো, ঝাঁকরনো (ক্রিয়া) ১ সবেগে নাড়ানো; জোরে আন্দোলিত করা (বোতল ঝাঁকানো)। □(বিশেষ্য) ঐ অর্থে। ঝাঁকানি, ঝাঁকুনি, ঝাঁকি, ঝাঁকরানি (বিশেষ্য) জোরে নাড়া; বেগে আন্দোলন। {(প্রাকৃত) ঝঙ্‌খ>√ঝাঁক্‌+আ}
  • Bengali Word ঝাঁকার Bengali definition [ঝাঁকার্‌] (বিশেষ্য) ১ ঝাঁকুনি; আন্দোলন। ২ গা বমি বমি ভাব (গা ঝাঁকার দিয়ে উঠলো)। ৩ সহসা কুপিত হয়ে কঠোর ভাষণ। ৪ যানবাহনের গতি বিপর্যয়ে ধাক্কা। {(তৎসম বা সংস্কৃত) ঝঙ্কার>}
  • Bengali Word ঝাঁকি, ঝাঁকুনি Bengali definition ঝাঁকা২
  • Bengali Word ঝাঁকড় Bengali definition [ঝাঁকোড়্‌] (বিশেষ্য) অসম্বদ্ধ গুচ্ছ। ঝাঁকড়া (বিশেষণ) দীর্ঘ গুচ্ছ বিশিষ্ট লম্বা অথচ গুচ্ছময়; ঝোপের ন্যায়। ঝাঁকড়া-মাকড়া (বিশেষণ) উস্কো-খুস্কো; আলুথালু। {ঝাঁক+ড়+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)মাকড়}
  • Bengali Word ঝাঁকড়া Bengali definition [ঝাঁক্‌ড়া] (বিশেষণ) দীর্ঘ গুচ্ছ বিশিষ্ট লম্বা অথচ গুচ্ছময়; ঝোপের ন্যায় (ঝাঁকড়া চুল)। {ঝাঁক+ড়া}
  • Bengali Word ঝাঁজ ১, ঝাঁঝ ১ Bengali definition [ঝাঁজ্‌, ঝাঁঝ] (বিশেষ্য) তীব্র তেজ; আঁচ (আগুনের বা রোদ্রের ঝাঁজ)। ২ উগ্রতা; প্রখরতা। ৩ প্রবল গন্ধ; তীব্র স্বাদ (ওষুধের ঝাঁজ)। ঝাঁজালো, ঝাঁঝালো (বিশেষণ) ঝাঁঝবিশিষ্ট; উগ্র; প্রখর; তীব্র। {(তৎসম বা সংস্কৃত) ধ্মা>ঝাঁ; (তৎসম বা সংস্কৃত) অর্চিস>আঁচ>ঝাঁজ}
  • Bengali Word ঝাঁজ ২, ঝাঁঝ ২, ঝাঁজর ১, ঝাঁঝর ১ Bengali definition [ঝাঁজ, ঝাঁঝ, ঝাঁজোর্‌, ঝাঁঝোর্‌] (বিশেষ্য) ১ কাঁসর; কাংস্য-নির্মিত বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
  • Bengali Word ঝাঁজ ৩ Bengali definition ঝাঁজি
  • Bengali Word ঝাঁজর ২, ঝাঁঝর ২ Bengali definition [ঝাঁজোর্‌, ঝাঁঝোর্‌] (বিশেষণ) বহু ছিদ্রসম্বলিত; ফোঁপরা (পাঁজর ঝাঁঝর মোর দাঁড়াই কোথা-বিহারীলাল চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>(প্রাকৃত) ঝজ্‌ঝড়>ঝাঁজর্‌, ঝাঁঝর}
  • Bengali Word ঝাঁজর ৩, ঝাঁঝর ৩ Bengali definition [ঝাঁজোর্‌, ঝাঁঝোর্‌] (বিশেষ্য) ১ ঝমঝম শব্দে বাজে এমন ফাঁপা ও ভিতরে কড়াই দেওয়া মল (নাকে নাকচাবি, পায়েতে ঝাঁজর-জসীমউদ্‌দীন)। ২ কাঁসর ঝাঁজর জাতীয় কাংস্যময় বাদ্যযন্ত্রাদি (সারাটা আকাশ একখানা যেন ঝাঁঝরের মত ঝিমিকি বাজে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
  • Bengali Word ঝাঁজর ৪, ঝাঁঝর ৪ Bengali definition [ঝাঁজোর্‌, ঝাঁঝোর্‌] (বিশেষ্য) ঝর্জর নামক জলপাত্র; কুঁজো। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্‌>}
  • Bengali Word ঝাঁজরা, ঝাঁঝরা Bengali definition [ঝাঁজ্‌রা, ঝাঁঝ্‌রা] (বিশেষণ) ১ বহুছিদ্রবিশিষ্ট; সচ্ছিদ্র (বুকের ভিতরটা যেন একবারে ঝাঁঝরা ফাঁকা বলে মনে হল-সৈয়দ মুজতবা আলী)। ২ অত্যন্ত জীর্ণ বা পুরনো। □(বিশেষ্য) ছিদ্রযুক্ত হাতা; ছানতা। ঝাঁঝরা হয়ে যাওয়া (ক্রিয়া) ছিদ্রযুক্ত জীর্ণ ফাঁপা হয়ে যাওয়া (আমার নিজের বুক যে ব্যথার আঘাতে বেদনার কাঁটায় কত ছিন্ন ভিন্ন কি রকম ঝাঁঝরা হয়ে গেছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর/জর্জর>}
  • Bengali Word ঝাঁজরাচকি Bengali definition [ঝাঁজ্‌রাচোকি] (বিশেষণ) ঝাঁজরা-চক্ষু; চক্ষু যাহার ছিদ্রময় (আমার ঝাঁজরাচকি-টস্‌টস্‌ করে চকের জল ফেলতেন-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর/জর্জর>+চক্ষু>}
  • Bengali Word ঝাঁজরি ১, ঝাঁঝরি ১, ঝাঁঝরী Bengali definition [ঝাঁজ্‌রি, ঝাঁঝ্‌রি, ঝাঁঝ্‌রি] (বিশেষ্য) ১ বহু ছিদ্রযুক্ত জাল হাতা প্রভৃতি। ২ ফুল গাছে জল ছিটানোর পাত্রবিশেষ; ঝারি। ৩ নর্দমার মুখের ছিদ্রযুক্ত ঢাকনি। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
  • Bengali Word ঝাঁজি, ঝাঁঝি, ঝাজি Bengali definition [ঝাঁজি, ঝাঁঝি, ঝাজি] (বিশেষ্য) এক প্রকার জলজ গুল্ম; বহুদিন ধরে জমা শেওলা (একশ যুগের বনস্পতি বাকল ঝাঁঝি সকল গায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জর্জর>}
  • Bengali Word ঝাঁঝ Bengali definition ঝাঁজ১ ও ঝাঁজ২