Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word ঝিঙ্গুর, ঝিঙুর Bengali definition [ঝিঙ্‌গুর্‌, ঝিঙুর্‌] (বিশেষ্য) ঝিঁঝিঁ পোকা। {(হিন্দি) ঝিঙ্গুর}
 • Bengali Word ঝিঝি Bengali definition ঝিঁঝিঁ
 • Bengali Word ঝিঝিট Bengali definition ঝিঁঝিট
 • Bengali Word ঝিনঝিন Bengali definition [ঝিন্‌ঝিন্‌] (অব্যয়) রক্ত চলাচল বন্ধজনিত কোনো প্রত্যঙ্গের অনুভূতি (হাত-পা-ঝিন করা)। ঝিনঝিনি (বিশেষ্য) ঝিন ঝিন করার অনুভূতি। {(তৎসম বা সংস্কৃত) ক্ষীণ>(প্রাকৃত) ঝীণ>}
 • Bengali Word ঝিনিঝিনি, ঝিনিকিঝিনি Bengali definition [ঝিনিঝিনি, ঝিনিকিঝিনি] (অব্যয়) নূপুরের মৃদু শিঞ্জন ধ্বনি; মৃদু ঝনঝন ধ্বনি; নিক্বণ। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) রিনিঝিনি}
 • Bengali Word ঝিনুক Bengali definition [ঝিনুক্‌] (বিশেষ্য) শুক্তি; শামুক (ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী-কাজী নজরুল ইসলাম)। ২ ধাতুনির্মিত ঝিনুকাকৃতি চামচ; শিশুদের দুগ্ধাদি পান করানোর জন্য ব্যবহৃত কুষির মতো এক প্রকার চামচ। {(তৎসম বা সংস্কৃত) অব্ধি>ঝি+মণ্ডুক>নুক; ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) শুণ্ডিক>ঝিনুক}
 • Bengali Word ঝিন্টী, ঝিন্টিকা Bengali definition [ঝিন্‌টি, ঝিন্‌টিকা] (বিশেষ্য) ১ ঝাঁটিফুল ও তার গাছ। ২ ঝাড়। {(তৎসম বা সংস্কৃত) ঝিন্টী}
 • Bengali Word ঝিম Bengali definition [ঝিম্‌] (বিশেষ্য) ক্লান্তিজনিত অবসন্নতা; নেশা বা তন্দ্রা দ্বারা আচ্ছন্নতার ভাব। □(বিশেষণ) তন্দ্রা বা নেশার কারণে জড়ীভূত বা অবসাদগ্রস্ত (ঝিম হয়ে বসে থাকা)। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) ঝিন}
 • Bengali Word ঝিমঝিম Bengali definition [ঝিম্‌ঝিম্‌] (অব্যয়) অবসন্নতার ভাব। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) ঝিনঝিন}
 • Bengali Word ঝিমমিক, ঝিকিমিকি Bengali definition [ঝিক্‌মিক্‌, ঝিকিমিকি] (অব্যয়) কখনো উজ্জ্বল কখনো ম্লান এরূপ করার ভাব (ঝিকিমিকি করে পাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝিকিমিকি বেলা (বিশেষ্য) বিকালবেলা; প্রায় সূর্যাস্তের কাল। {ঝকমক}
 • Bengali Word ঝিমানো, ঝিমনো Bengali definition [ঝিমানো, ঝিমোনো] (ক্রিয়া) নেশা বা তন্দ্রার আবেশে চোখ বন্ধ করে ঢোকা (লোকটা কেমন ঝিমুচ্ছে)। □(বিশেষ্য) নিস্তেজ নিশ্চেষ্ট হয়ে পড়া (আগুনটা ঝিমিয়ে আসছে)। ঝিমানি, ঝিমুনি (বিশেষ্য) নিদ্রার আবেশে ঢুলুনি। (ঝিমুনি আসছে-মনোজ বসু)। {ঝিম+আনো; ক্রিয়ারূপ-ঝিমাই, ঝিমাও, ঝিমায়, ঝিমান; (অসমাপিকা ক্রিয়া) -ঝিমিয়ে, ঝিমালে, ঝিমাতে ইত্যাদি}
 • Bengali Word ঝিমিকি Bengali definition [ঝিমিকি] (বিশেষ্য) ১ ঝকমক করার বা উজ্জ্বলতার ভাব। ২ বিদ্যুতের দীপ্তি। ৩ লঘু বা ধীর পদবিক্ষেপ (বিভূতি মাখেন গায় ঝিমিয়ে ঝিমিকে যায়-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঝিমুনি Bengali definition ঝিমানো
 • Bengali Word ঝিরঝির Bengali definition [ঝির্‌ঝির্‌] (অব্যয়) ১ ধীরগতিতে প্রবাহিত হওয়ার ভাব (ঝিরঝির করে বাতাস বওয়া); লঘু ক্ষরণের ভাব (ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে); মৃদু ঝরঝর ধ্বনি (ঝিরঝির করে ঝরনার জল পড়ছে)। ঝিরঝিরে (বিশেষণ) ঝিরঝির করে প্রবাহিত (মৃদুমন্দ ঝিরঝিরে হাওয়া)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঝিরিক Bengali definition [ঝিরিক্‌] গাছের পাতাবিশেষ (বিসিক পাতার ঝিরি ঝিরি বাজে নুপুর তারি-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঝিল Bengali definition ঝিল্‌] (বিশেষ্য) বিলের চেয়ে ছোট পুকুর জাতীয় লম্বা জলাশয় (মিঠা পানি ভরা সেই দিগন্ত বিস্তৃত স্বচ্ছ ঝিলে-ফররুখ আহমদ)। {(প্রাকৃত) ঝিল্ল>}
 • Bengali Word ঝিলমিল ১ Bengali definition [ঝিল্‌মিল্‌] (বিশেষ্য) জানালার খড়খড়ি (জিলমিল খড়খড়ে নচেচড়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ঝলমল>; ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঝিলমিল ২ Bengali definition [ঝিল্‌মিল্‌] (অব্যয়) তরঙ্গায়িত উজ্জ্বল আলোক-দীপ্তি; চিকমিক; মৃদু চাকচিক্য; উজ্জ্বলতা বা ঝিকমিক (ঝিলমিল করে দুলিবে সমীরে তাজা অঙ্কুরগুলি-সত্যেন্দ্রনাথ দত্ত; প্রাণের ঝিলমিল যদি না কাঁপে-জাহানারা আরজু)। ঝিলমিল২ (বিশেষ্য) ১ ঝিলমিল করা। ২ উজ্জ্বলতার ভাব। ঝিলমিলে (বিশেষণ) উজ্জ্বল; ঝিলমিল করছে এমন। {ঝলমল>}
 • Bengali Word ঝিলিক Bengali definition [ঝিলিক্‌] (বিশেষ্য) ১ ক্ষণিক তীব্র দীপ্তি (তার ডাগর চোখের ঝিলিক লেগে রাত হয়েছে ভোর-কাজী নজরুল ইসলাম)। ২ বিদ্যুতের চমক; ক্ষণেক বিদ্যুত স্ফুরণ; ছোট ঝলক বা চমক। {ধ্বন্যাত্মক; জ্বল>; (তৎসম বা সংস্কৃত) ঝলক>}
 • Bengali Word ঝিল্লি, ঝিল্লী, ঝিল্লিকা Bengali definition [ঝিল্‌লি, ঝিল্‌লি, ঝিল্‌লিকা] (বিশেষ্য) ১ ঝিঁঝিঁ পোকা; cricket (ঢুলু ঢুলু ওই চোখের চাহনি ভুলিয়ে দিল ঝিল্লিরই ধ্বনি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (দেহো) চামড়ার পাতলা আবরণ; membrane। ঝিল্লিমুখর (বিশেষণ) ঝিঁঝিঁ পোকার শব্দমুখর (ঝিল্লিমুখর রাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ঝিল্লি, + ঈ(ঙীপ্‌), ক(কন্‌)+আ(টাপ্‌); ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঝিয়ারি, ঝিয়ারী Bengali definition [ঝিয়ারি] (বিশেষ্য) ১ কন্যা; দুহিতা (ছিলে ভূঁইমালিদের তুমি ঝিয়ারি-কাজী নজরুল ইসলাম)। ২ অবিবাহিতা কন্যা; কুমারী (খুল্লনা যৌবন তবুও ঝিয়ারি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ পুত্রের শ্যালিকা; কন্যার ননদ। {(তৎসম বা সংস্কৃত) দুহিতা>(পালি)ধীতা/ধীতারি>ঝিআরি>ঝিয়ারি}
 • Bengali Word ঝুঁকা, ঝোঁকা Bengali definition [ঝুঁকা, ঝোঁকা] (ক্রিয়া) ১ হেলে পড়া; অবনত হওয়া (গাছ ইত্যাদি ঝুঁকে পড়া)। ২ পক্ষপাতী হওয়া; আকৃষ্ট হওয়া (তিনি সবসময়ে তাঁর ছোট ছেলের দিকে ঝোঁকেন)। □(বিশেষ্য), (বিশেষণ) উপরি উক্ত সকল অর্থে। {(হিন্দি) √ঝু্ক্‌}
 • Bengali Word ঝুঁকানো, ঝোঁকানো Bengali definition [ঝুকানো, ঝোঁকানো] (ক্রিয়া) ১ ঝুঁকে পড়া; হেলানো; নত করা। ২ আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। □(বিশেষণ) উপরি উক্ত সকল অর্থে। {√ঝুঁক্‌+আনো; ক্রিয়ারূপ-ঝুঁকাই/ঝোঁকাই, ঝোঁকাও, ঝোঁকায়, ঝোঁকান; (অসমাপিকা ক্রিয়া) – ঝুঁকিয়ে, ঝোঁকাতে, ঝোঁকালে ইত্যাদি}
 • Bengali Word ঝুঁকি Bengali definition [ঝুঁকি] (বিশেষ্য) ভাব; তত্ত্বাবধান; দায়িত্ব; risk responsibility (কাজের ঝুঁকি নেওয়া)। ঝুঁকি সামলানো (ক্রিয়া) দায়িত্ব বা কর্মভার ঠিকভাবে সম্পাদনা করা (কাজটা যে হাতে নিলে ঝুঁকি সামলাতে পারবে তো?)। {ঝুঁক+ই; (তুলনীয়) (হিন্দি) ঝোংকি}
 • Bengali Word ঝুঁট, ঝুট Bengali definition ঝুঁট, ঝুট] (বিশেষ্য) ১ ঝুঁটি। ২ মিথ্যা। {(হিন্দি) ঝুট}
 • Bengali Word ঝুট Bengali definition ঝুঁট
 • Bengali Word ঝুটমুট Bengali definition [ঝুট্‌মুট্‌] (ক্রিয়াবিশেষণ) অনর্থক; শুধু; মিছামিছি। {(হিন্দি) ঝুটমুট}
 • Bengali Word ঝুটা, ঝুটো Bengali definition [ঝুটা, ঝুটো] (বিশেষ্য), (বিশেষণ) ১ ঝুঁটি; মিথ্যা (ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা-কাজী নজরুল ইসলাম)। ২ উচ্ছিষ্ট; এঁটো। □(বিশেষণ) নকল; জাল। {(তৎসম বা সংস্কৃত) জুষ্ট; (তুলনীয়) (হিন্দি) জুটা}
 • Bengali Word ঝুটাপুটি, ঝুটাপটি, ঝুটাঝুটি (বিরল) Bengali definition {ঝুটাঝুটি, ঝুটাপোটি, ঝুটাঝুটি] (বিশেষ্য) ১ কেশাকেশি; চুলাচুলি। ২ জাপটাজাপটি। {ঝুট+আ, ঝুট+ই; (তুলনীয়) (হিন্দি) ঝোংটা-ঝোংটী}
 • Bengali Word ঝুটি Bengali definition ঝুঁটি