Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word করানো Bengali definition [করানো] (ক্রিয়া) ১ (অপরকে দিয়ে) করিয়ে নেওয়া (আনাড়ি লোককে দিয়ে কাজ করানো যায় না)। {(বাংলা) কর্‌+আনো}
  • Bengali Word করামত , করামৎ Bengali definition কেরামত
  • Bengali Word করার , কড়াল , কড়ার Bengali definition [করার্‌, কড়াল্‌, কড়ার্‌] (বিশেষ্য) ১ চুক্তি; শর্ত (আদ্যের গুরু অর্ধেক ধরার! মৃত্যুর ডেরায় মুক্তির করার!-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অঙ্গীকার; স্বীকৃতি; ওয়াদা (আমি এই রাতে তারে দিয়াছি করার-সৈয়দ হামজা)। {(আরবি) করার }
  • Bengali Word করারদাদ Bengali definition [করার্‌দাদ্‌] (বিশেষ্য) মীমাংসিত বাক্য; সর্বসম্মত সংকল্প। {(আরবি) করার্‌ }
  • Bengali Word করাল Bengali definition [করাল্‌] (বিশেষণ) ১ ভীষণ দর্শন; ভয়ঙ্কর মূর্তি। ২ বৃহৎ দন্ত বিশিষ্ট; দাঁতাল। ৩ ভয়াল; ভয়ঙ্কর; ভীষণ। ৪ উচ্চ; তুঙ্গ। করালী (-নিন্‌),করালিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দুদের চণ্ডী দেবী; চামুণ্ডা। ২ ভয়ঙ্করী; ভীষণা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) করাল, ইন্‌+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word করায়ত্ত Bengali definition [করায়োত্‌তো] (বিশেষণ) হস্তগত; সম্পূর্ণ আয়ত্ত; হাতের মুঠোয় প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+আয়ত্ত}
  • Bengali Word করি Bengali definition করী
  • Bengali Word করিঅরি Bengali definition [কোরিয়োরি] (বিশেষ্য) সিংহ (করি অরি জিনি মধ্য মাজা ক্ষীণী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) করী+অরি}
  • Bengali Word করিকর Bengali definition [কোরিকর্‌] (বিশেষ্য) হাতির শুঁড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) করি+কর}
  • Bengali Word করিডর Bengali definition [কোরিডোর] (বিশেষ্য) বারান্দা; দরদালান (করিডরে পর্যন্ত ক্যাম্পকট্‌ পেতে শোবার ব্যবস্থা-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) corridor}
  • Bengali Word করিণী Bengali definition করী
  • Bengali Word করিতকর্মা , করিৎকর্মা Bengali definition কৃত২
  • Bengali Word করিম , করীম Bengali definition [কোরিম্‌] (বিশেষণ) করুণাময়; দয়াময়; দয়ালু (বন্দেগী করিবে বন্দী জমিনে ঠুকিয়া। করিম দিয়াছে মাথা করম করিয়া- ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য) ১ দয়ালু ঈশ্বর; করুণাময় আল্লাহ। ২ উদার ক্ষমাকারী (মুমীন সবের গুণা করিমে ক্ষেমিব-সৈয়দ আলাওল)। {(আরবি) করীম }
  • Bengali Word করিমা , করীমা Bengali definition [কোরিমা] পারস্য কবি শেখ সা’দী রচিত উপদেশমালার কাব্যগ্রন্থ ‘পন্দেনামা’; এর প্রথম পঙ্‌ক্তির প্রথম শব্দ ‘করীমা’ (করীম শব্দের সম্বোধনে) বলে সমগ্র পুস্তক ‘করীম’ নামে প্রসিদ্ধ (বাবুদিগের পাঠ আরম্ভ হইল। অতি সূক্ষ্ম বুদ্ধি প্রযুক্ত দুই বৎসরের মধ্যেই প্রায় করিমা সমাপ্তি করিলেন-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) কারীমা }
  • Bengali Word করিহ Bengali definition করঃ
  • Bengali Word করী ১ , করি Bengali definition [কোরি] (বিশেষ্য) হস্তী; হাতি; গজ (করি পুচ্ছে ধরিলে সমুদ্র হয় পার। ধরিলে অজার পুচ্ছে ডুবে মধ্য ধার-সৈয়দ আলাওল)। করিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+ইন্‌(ইনি)}
  • Bengali Word করী ২ Bengali definition কর
  • Bengali Word করীষ Bengali definition [কোরিশ্‌] (বিশেষ্য) শুকনা গোবর; ঘুঁটে; ঘসি। করীষাগ্নি (বিশেষ্য) ঘুঁটের আগুন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ঈষ(ঈষন্‌)}
  • Bengali Word করু (ব্রজবুলি, মধ্যযুগীয় বাংলা) Bengali definition [কোরু] (ক্রিয়া) করে; করুক (উদয় করু চন্দা-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ>( বাংলা) √কর্‌+উ}
  • Bengali Word করু - চৌহান Bengali definition [কোরুচোউহান্‌] (বিশেষ্য) জাতিবিশেষ (করু-চৌহান মারাঠা পাঠান….মোঘল শিখের লোহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {চোহান >চৌহান}
  • Bengali Word করুণ Bengali definition [কোরুন্‌] (বিশেষণ) ১ কাতর; বেদনাপূর্ণ (আঁচলের ফুলগুলি করুণ নয়নে, নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে-কাজী নজরুল ইসলাম)। ২ স্নেহ বা সহানুভূতিময়; দরদি (করুণ হৃদয়)। ৩ বিষন্ন; বেদনামলিন (অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে-কাজী নজরুল ইসলাম)। ৪ বেদনা উদ্দীপক; দুঃখাবেগজনক (বুকে তার লাল-পেড়ে ভিজে শাড়ি করুণ শঙ্খের মত ছবি ফুটাইতেছে-জীবনানন্দ দাশ)। □ (বিশেষ্য) সাহিত্যের নবরসের অন্যতম রস। করুণ-লোচনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সহানুভূতিপূর্ণ দৃষ্টিসম্পন্না; স্নেহদৃষ্টিবিশিষ্টা (নিঃসঙ্গ এ অন্তরের চির-আকিঞ্চন:করুণ-লোচনা!-সত্যেন্দ্রনাথ দত্ত)। করুণিমা (বিশেষ্য) বিষন্নতা; ম্লানিমা; করুণভাব (বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+উন্‌(উনন্‌)}
  • Bengali Word করুণা Bengali definition [কোরুনা] (বিশেষ্য) ১ ‍কৃপা; দয়া। ২ অনুকম্পা; অনুগ্রহ। ৩ বিলাপ; কাতরতা প্রকাশ; দুঃখ (ঘর হতে বাহিরায় কান্দিতে কান্দিতে। নবীর মোকামে যায় করুণা করিতে-হেয়াত মাহমুদ)। করুণ্য বি। করুণানিদান, করুণানিধান, করুণানিধি, করুণানিলয়, করুণাময় (বিশেষণ) দয়ার সাগর; কৃপাময়; রহমান; রহিম। □ (বিশেষ্য) আল্লাহ, ঈশ্বর, God। করুণাময়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দয়াবতী; দয়াশীলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করুণ+আ(টাপ্‌)}
  • Bengali Word করুবক, কুরবক Bengali definition [কুরুবক্‌, কুরবক্‌] (বিশেষ্য) ১ ঝাঁটিফুল; রক্তবর্ণ ঝিন্টি ফুল(কালাফুল আবস্তক কুরুবক-সৈয়দ আলাওল)।২ ঝিন্টি বা ঝাঁটি ফুলের গাছ্ । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুরব+ক(কন্‌)}
  • Bengali Word করেলা Bengali definition করলা
  • Bengali Word করোগেট , করগেট Bengali definition [করোগেট্‌, কর্‌গেট্‌] (বিশেষ্য) দস্তার কলাই-করা লোহার ঢেউ টিন; গৃহছাদের উপকরণ বিশেষ (কলের চিমনি কুশ্রী করেছে ধরা, করোগেটগুলো দেখে দেখে আঁখি জরা-সত্যেন্দ্রনাথ দত্ত; করগেটের পাঁচ ছ’টা ঘর-আহসান হাবীব)। করোগেটেড (বিশেষণ) ঢেউ তোলা; তরঙ্গায়িত (বয়স ষাটের কাছাকাছি, লম্বা করোগেটেড দাড়ি-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) corrugate}
  • Bengali Word করোট Bengali definition করোটি
  • Bengali Word করোটি , করোটী , করোট Bengali definition [করোটি, করোটি, করোট্‌] (বিশেষ্য) মাথার খুলি; নরকপাল (যতরক্ত ঝরেছে মাটিতে, চিহ্ন তার রয়ে গেছে ক্লান্ত করোটিতে- আহসান হাবীব)। করোটি-কঙ্কাল (বিশেষ্য) অস্থিপঞ্জর, মুণ্ড ও দেহাস্থি (অন্ততঃপক্ষে তাদের পুরাকালীন ভাস্কর্য তথা করোটি কঙ্কালের-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√রুট্‌+অ(অচ্‌)+ বা ই, ঈ}
  • Bengali Word কর্ক, কাক ১ Bengali definition [কর্‌ক্‌, কাক্‌] (বিশেষ্য) শিশিবোতলের মুখ আটকাবার ছিপি; কাক। {(ইংরেজি) cork}
  • Bengali Word কর্কট, কর্কটক Bengali definition [কর্‌কট্‌, কর্‌কটক্‌] (বিশেষ্য) ১ কাঁকড়া। ২ টিউমার জাতীয় প্রসারণশীল সাংঘাতিক রোগবিশেষ; ক্যান্সার। ৩ জ্যোতিষ শাস্ত্রে উল্লিখিত রাশি বিশেষ। কর্কটক্রান্তি (বিশেষ্য) বিষুব রেখার উপরিস্থ নিরক্ষীয় অঞ্চরের সীমা নির্দেশক অক্ষরেখা; tropic of Cancer। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কর্ক্‌+অট(অটন্‌)}
  • Bengali Word কর্করা , করকরা , কড়কড়া Bengali definition [কর্‌করা, কর্‌করা, কড়্‌কড়া] (বিশেষণ) শুষ্ক বাসি (ভাত); পর্যুষিত (সালন দিয়ে কর্করা ভাত খাওয়ার প্রস্তাব)। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ক+ √রা+ অ(ক)}