Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কলহ Bengali definition [কলোহো] (বিশেষ্য) ঝগড়া; বিবাদ; বচসা; বাক-বিতণ্ডা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+√হন্‌+অ(ড)}
  • Bengali Word কলহান্তরিতা Bengali definition [কিলোহান্‌তোরিতা] (বিশেষ্য) যে নায়িকা নায়কের সঙ্গে কলহ বা ঝগড়া করে দুরে থেকে অনুতাপ করে, তাকে ‘কলহান্তরিতা’ বলে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলহ+আন্তরিতা; ৩ (তৎপুরুষ সমাস); অথবা সুপ্‌সুপা; কলহ+অন্তর+ইত্‌(ইতচ্‌)}
  • Bengali Word কলহাস্য Bengali definition কল২
  • Bengali Word কলা ১ Bengali definition [কলা] (বিশেষ্য) ১ চাঁদের ষোলো ভাগের একভাগ (দ্বিতীয়ার চন্দ্র যেন নিত্য বাঢ়ে কলা-সৈয়দ আলাওল)। ২ কালের পরিমাণ বিশেষ; অল্প সময়। ৩ গীতবাদ্যনৃত্যাদি চৌষট্টি বিদ্যা। ৪ শিল্প; চারুশিল্প। ৫ কৌশল; কারিগরি; নির্মাণকুশলতা; করুশিল্প। ৬ ছল-চাতুরী (পতি ভুলাবার কলা-ভারতচন্দ্র রায় গুণাকর)। কলাধর (বিশেষ্য) চন্দ্র (আকাশে করেন কেলি লয়ে কলাধরে রোহিণী-মাইকেল মধুসূদন দত্ত)। কলাবৎ, কলাবত (বিশেষণ) (বিশেষ্য) ওস্তাদ গায়ক; কালোয়াত; সঙ্গীতশিল্পে পারদর্শী (কাবুলে যে দেড়জন কলাবত আছেন তাঁরা গান শিখেছেন যুক্ত প্রদেশে-সৈয়দ মুজতবা আলী)। কলাবতী (স্ত্রীলিঙ্গ) সুকুমার শিল্পে নিপুণা; শিল্পকুশলা স্ত্রী। কলাবিদ (বিশেষণ) শিল্পজ্ঞানী; শিল্পরসজ্ঞ; শিল্পরসিক। কলাবিদ্যা (বিশেষ্য ) শিল্পবিজ্ঞান। কলাভবন (বিশেষ্য) নানাবিধ শিল্পবিদ্যার আগার বা শিক্ষাকেন্দ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কলি+অ(অচ্‌)}
  • Bengali Word কলা ২ Bengali definition [কলা] (বিশেষ্য) ১ স্বনাম প্রসিদ্ধ ফল; কদলী; রম্ভা। ২ কলাগাছ; কদলীতরু। ৩ বৃদ্ধাঙ্গুষ্ঠ; অবজ্ঞাসূচক শব্দ। ৪ অকিঞ্চিৎকর কিচু (কলা করবে; আমার ক্ষতি না, কলা হবে)। কলা খাওয়া (ক্রিয়া) নিরাশ হয়ে ফাঁকিতে পড়া; অবজ্ঞাপ্রকাশক উক্তি। কলা দেখানো (ক্রিয়া) ফাঁকি দেওয়া; বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন; ঠকানো (তোমায় ভেংচুতে ভেংচুতে ও কলা দেখাতে দেখাতে তবে যাব-কালীপসন্ন সিংহ)। কলাপোড়া খাও (ক্রিয়া) ফাঁকিতে পড়ো; উৎসন্নে যাও। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদলক>(প্রাকৃত) কঅলঅ>কলা}
  • Bengali Word কলাই ১ Bengali definition [কলাই] (বিশেষ্য) শস্যবিশেষ; মাষকলাই; মটর কলাই জাতীয় শস্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলায়>কলাই}
  • Bengali Word কলাই ২ Bengali definition [কলাই] (বিশেষ্য) ধাতুপাত্রের পালিশ; ধাতুর ঔজ্জ্বল্য সাধক প্রলেপ। কলাইকর, কলাইগর (বিশেষ্য) কলাইকারী বা কলাই ব্যবসায়ী। কলাইকরা ( ক্রিয়া) উক্ত প্রলেপ দেওয়া। {(আরবি) কল’ঈ }
  • Bengali Word কলানাথ , কলানিধি Bengali definition ( বিশেষ্য ) চন্দ্র
  • Bengali Word কলানুনাদী Bengali definition [কলানুনাদি] (বিশেষ্য) ১ চড়ুই পাখি। ২ চাতক পাখি। ৩ ভ্রমর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+অনুনাদী; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কলাপ Bengali definition [কলাপ্‌] (বিশেষ্য) ১ ময়ূরের পুচ্ছ (কলাপ মেলি করে সে কেলি রৌদ্রে স্নেহ সঞ্চারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অলঙ্কার। ৩ গুচ্ছ; সমূহ (অমনি সে বাণবিদ্ধ কেশরীর মত আন্দোলিয়া কেশর কলাপ ছুটে গেল বনান্তরে ঊর্ধ্বশ্বাসে-মোহিতলাল মজুমদার)। ৪ বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা+√আপ্‌+অ, অথবা কলা+√পা+অ(অণ্‌)}
  • Bengali Word কলাপী Bengali definition [কলাপি] (বিশেষ্য) ময়ূর। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কলাপ+ইন্‌(ইনি)}
  • Bengali Word কলাবউ , কলাবৌ , কলাবধূ Bengali definition [কলাবোউ, কলাবোউ, কলাবোধূ] (বিশেষ্য) ১ দীর্ঘ অবগুন্ঠনবতী বধূ; অতি লজ্জাশীলা বধূ (কলা বউয়ের মত আধহাত ঘোমটা দেওয়া ক্ষুদে ক্ষুদে কনে বউ-কালীপসন্ন সিংহ)। ২ হিন্দুমতে কদলীপত্ররচিত নব পত্রিকারূপিণী নব দুর্গা। এই মূর্তিকে বস্ত্রালঙ্কার, অবগুন্ঠন, সিন্দুর প্রভৃতিতে নববধূ সাজে সজ্জিত করা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলাবধূ> কলাবহু>কলাবউ>কলাবৌ; কলাবউ}
  • Bengali Word কলাবত , কলাবৎ , কলাবতী Bengali definition কল১
  • Bengali Word কলাবধূ Bengali definition কলাবউ
  • Bengali Word কলাবিদ , কলাবিদ্যা Bengali definition কলা১
  • Bengali Word কলাভবন Bengali definition কলা১
  • Bengali Word কলার Bengali definition [কলার্‌] (বিশেষ্য) জামার গলা। {(ইংরেজি) collar}
  • Bengali Word কলি ১ Bengali definition [কোলি] (বিশেষ্য) ১ ফুলের কুঁড়ি; কলিকা; কোরক; ফুলের কলি। ২ বৈষ্ণবদের তিলক বিশেষ। ৩ কবিতা বা গানের পদ। ৪ কলির আকারে কাটা পোশাকে লাগানোর বস্ত্রখণ্ড (কলিদার জামা)। ৫ কলির ন্যায় হুঁকার খোল (কলি হুঁকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+ই(ইন্‌)}
  • Bengali Word কলি ২ Bengali definition [কোলি] (বিশেষ্য) চুনকাম (কলি ফেরানো)। কলিচুন (বিশেষ্য) চুনকামের কাজে ব্যবহৃত ঔজ্জ্বল্য সাধক বিশেষ চুন। কলি ফিরানো (ক্রিয়া) চুনকাম করা; গৃহের দেয়ালে চুনের প্রলেপ দেওয়া। {(আরবি) কল’ঈ }
  • Bengali Word কলি ৩ Bengali definition [কোলি] (বিশেষ্য) হিন্দুদের পুরাণ বর্ণিত চতুর্থ বা শেষ যুগ; ধর্মভাবের অভাবের ফলে অঘটন সংঘটনের যুগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+ই(ইন্‌)}
  • Bengali Word কলিকা ১ , কলিকা পাওয়া Bengali definition কল্কে
  • Bengali Word কলিকা ২ Bengali definition [কোলিকা] (বিশেষ্য) ১ কুড়ি; কলি (ক্ষণে ক্ষণে … পিঙ্গল বরণ। … কলিজা জিনি রাতুল নয়ন-সৈয়দ আলাওল )। ২ পুষ্প বিশেষ; কল্কে ফুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলি+ক(কন্‌)+আ}
  • Bengali Word কলিকাবয়সী Bengali definition [কোলিকাবয়োশি] (বিশেষণ) অস্ফুট যৌবনা (প্রথম যৌবন বালা কলিকা বয়সী-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলিকা+ বয়সী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কলিঙ্গ Bengali definition [কোলিঙগো] (বিশেষ্য) উড়িষ্যা বা উৎকলদেশ ও তৎপার্শ্ববর্তী কিয়দংশের পুরাতন নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলি+√গম্‌+অ(খচ্‌)}
  • Bengali Word কলিজা , কলজে Bengali definition [কোলিজা, কোল্‌জে] (বিশেষ্য) ১ যকৃৎ; liver; মেটুলি। ২ সাহস; বুকের পাটা। ৩ মর্ম; প্রাণ; অন্তর (ছেলেদের মুখে বনি-আমীনের খবর শুনে বৃদ্ধ পয়গম্বরের কলেজা ছিঁড়ে গেল-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালেয়>‘কলেজা’ (তুলনীয়) (হিন্দী) কলেজা}
  • Bengali Word কলিঞ্জ Bengali definition [কোলিন্‌জো] (বিশেষ্য) দরমা; মাদুর; চাঁচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলিঞ্জ}
  • Bengali Word কলিদার Bengali definition কল্লিদার
  • Bengali Word কলু Bengali definition [কোলু] (বিশেষ্য) তৈল ব্যবসায়ী জাতি বিশেষ (যত উমেদার মোসায়েব সকলে কলু সাজিয়া তেলের ভাঁড় লইয়া সারি সারি বসিয়া গিয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কলুর বলদ (বিশেষণ) বিনা প্রতিবাদে পরের নির্দেশে অন্ধের ন্যায় পরিশ্রম করে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+(বাংলা) উ; (তুলনীয়) (হিন্দী) ‘কোল্‌হু’}
  • Bengali Word কলুই Bengali definition [কোলুই] (বিশেষ্য) কলাই; কড়াই। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কলায়>}
  • Bengali Word কলুষ Bengali definition [কোলুশ] (বিশেষ্য) ১ পাপ; দোষ। ২ মলিনতা; আবিলতা। □ (বিশেষণ) পাপ-মলিন; আবিল। কলুষিত (বিশেষণ ) মলিন; দূষিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+উষ}