Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কমলিওয়ালা , কমলিওয়ালে Bengali definition [কোম্‌লিওয়ালা, কোম্‌লিওয়ালে] (বিশেষণ) কম্বল পরিহিত। □ (বিশেষ্য) কম্বলাবৃত সাধু (তারপর এই যে হিন্দু্স্তানের অলিতে গলিতে ‘কমলি-ওয়ালে’ সেজে ফিরে এলুম, সে তো শুধু এই এক ব্যথার সান্ত্বনাটা বুকে চেপেই-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দী ) কমলি+(বাংলা) ওয়ালা}
  • Bengali Word কমলিনী Bengali definition [কমোলিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পদ্ম। ২ পদ্মের ঝাড়; পদ্ম সমূহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কমল+ইন্‌+ঈ}
  • Bengali Word কমলে কামিনী Bengali definition [কমোলে কামিনি] (বিশেষ্য) হিন্দুদের উপাস্য চণ্ডীদেবীর এই রূপ ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে পাওয়া যায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কমল+ এ+ কামিনী}
  • Bengali Word কমসে কম Bengali definition [কম্‌সেকম্‌] (ক্রিয়াবিশেষণ) খুব কম করে ধরেও; সবচেয়ে কমপক্ষে; অন্ততপক্ষে। {(ফারসি) কম্‌ }
  • Bengali Word কমহার Bengali definition [কম্‌হার] (বিশেষ্য) কন্ঠাভরণ বিশেষ (ওগুলো আমাদের মায়ের দেওয়া ভাবী বিজয়ের আশিসমালা, বোনের দেওয়া স্নেহ বিজড়িত অশ্রুর গৌরবোজ্জ্বল কমহার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠহার>}
  • Bengali Word কমা ১ Bengali definition [কমা] (বিশেষ্য) বিরতি-চিহ্ন বিশেষ। {(ইংরেজি) comma}
  • Bengali Word কমা ২ Bengali definition [কমা] (ক্রিয়া) হ্রাস পাওয়া; কমে যাওয়া। কমানো (ক্রিয়া) ১ হ্রাস বা কম করা। ২ খাটো করা। {(ফারসি) কম্‌ +(বাংলা) আ}
  • Bengali Word কমি Bengali definition [কোমি] (বিশেষ্য) ১ অল্পতা; কমতি; নূন্যতা (সোনা রূপার আসবাব, তারও কমি নাই-মীর মশাররফ হোসেন)। ২ খর্বতা; হ্রাস (দুরবীন কষে বিজ্ঞেরা ঘোষে; সূর্যের বুকে পিঠে আছে মসীরেখা, আলোর তাহে কি কমি হয় এক ছিটে?-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) কমী }
  • Bengali Word কমিটি Bengali definition [কোমিটি] (বিশেষ্য) ১ কার্যনির্বাহ সভা; সংস্থা; কার্যভার প্রাপ্ত সঙ্ঘ (আবু হানিফা একটা কমিটি গঠন করেন, মুসলিম ব্যবারহ শাস্ত্র প্রণয়নের জন্য-আবদুল মওদুদ)। ২ মন্ত্রণাসভা; জটলা। { (ইংরেজি) committee}
  • Bengali Word কমিন Bengali definition [কোমিন্‌] (বিশেষণ) ১ অসৎ; বদ (হাকিম বাবু বেঁটেখাট হৃষ্টপুষ্ট দিব্বি দুষ্ট চেহারা বেওয়া কমিন-মীর মশাররফ হোসেন)। ২ নীচ বংশজাত; ইতর। কমিনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দুশ্চরিত্রা; নষ্টা (ও ছেনাল কমিনার ঝি-পাগলা কানাই)। □ (বিশেষণ) নীচ-কুলজাত নিম্নশ্রেণীর (সর্প কহে এক বেঙ যদি পাই নিতি, পাছে বা বিরল হয় কমিনা পদাতি-হেয়াত মাহমুদ)। {(ফারসি) কমীন }
  • Bengali Word কমিশন Bengali definition [কোমিশন্‌] (বিশেষ্য) ১ দালালি; ক্রয়-বিক্রয়ের সহায়তার দস্তুরি। ২ তদন্ত কমিটি (সরকার নীল কমিশন সবালেন-আনিস চৌধুরী)। {(ইংরেজি) commission}
  • Bengali Word কমিশনার , কমিসনার Bengali definition [কোমিশনার্‌] (বিশেষ্য) ১ বিভাগের প্রধান শাসনকর্তা (কমিশনারের কাছে প্রতিকার চাইতে গেলেন-আনিস চৌধুরী)। ২ পৌরসভার সদস্য। ৩ তদন্ত কমিটির সদস্য। {(ইংরেজি) Commissioner}
  • Bengali Word কমিসেরিয়েট Bengali definition [কোমিসেরিয়েট্‌] (বিশেষ্য) সৈনিকদের রসদ সরবরাহ দপ্তর। (নীরমণি রায় কমিসেরিয়েটে চাকরী করিতেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Commissariate}
  • Bengali Word কম্প , কম্পন Bengali definition [কম্‌পো, কম্‌পোন্‌] (বিশেষ্য) কাঁপন; শিহরণ; স্পন্দন (জাগাও কি জীবনের কম্প তব দেহে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। কম্পমান (বিশেষণ) ১ অস্থির; কম্পনযুক্ত; স্পন্দিত (ব্যাকুলা আশঙ্কাভরে চির কম্পমান-বৃদ্ধ হরিনাথ শিশুর মতো কাঁদিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মৃদু সঞ্চারিত; ঈষৎ আন্দোলনশীল (অশথ গাছের কম্পমান শাখান্তরাল হইতে একখানি বৃহৎ চাঁদ উঠিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কম্প্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word কম্পাউন্ড Bengali definition [কম্‌পাউন্‌ড] (বিশেষ্য) যে ঘেরা স্থানের মধ্যে বাড়ি থাকে; উঠান; অঙ্গন (আজ স্কুল ঘরের বারান্দা ও কম্পাউন্ড এত সাফ করিয়া রাখা হইয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) compound}
  • Bengali Word কম্পাউন্ডার Bengali definition [কম্‌পাউন্‌ডার্‌] (বিশেষ্য) ডাক্তারের নির্দেশ অনুসারে ঔষধমিশ্রণকারী। (এখানে কম্পাউন্ডারই ডাক্তার)। {(ইংরেজি ) compounder}
  • Bengali Word কম্পাউন্ডারি Bengali definition [কম্‌পাউন্‌ডারি] (বিশেষ্য) কম্পাউন্ডারের কাজ বা পদ (কম্পাউন্ডার ডাক্তারি ও কম্পাউন্ডারি করতেন)। {(ইংরেজি ) Compounder+ (বাংলা) ই}
  • Bengali Word কম্পানি Bengali definition কোম্পানি
  • Bengali Word কম্পান্বিত Bengali definition [কম্‌পান্‌নিতো] (বিশেষণ) কম্পনযুক্ত; দোদুল্যমান (পুলকিত কম্পান্বিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্প+ অন্বিত}
  • Bengali Word কম্পাস Bengali definition [কম্‌পাশ্‌] (বিশেষ্য) ১ দিগদর্শন যন্ত্র (জাহাজ চালানোর জন্য কম্পাসের প্রয়োজন)। ২ বৃত্ত আঁকার যন্ত্র। {(ইংরেজি ) Compass}
  • Bengali Word কম্পিউটার Bengali definition [কম্‌পিউটার্‌] (বিশেষ্য) বিভিন্ন পদ্ধতিতে নানা ধরনের তথ্য দ্রুত বিশ্লেষণ করতে ও ফলাফল প্রদান করতে সক্ষম এমন এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র, যা সূক্ষ্ম হিসাব নিকাশ, ব্যাংকিং ব্যবস্থা, প্রকাশনার কাজ, চিত্রসম্পাদনা, রোগ নির্ণয়, যোগাযোগ প্রভৃতি কাজে ব্যবহৃত হয়ে থাকে। {( ইংরেজি) computer}
  • Bengali Word কম্পিটিশন Bengali definition কমপিটিশন
  • Bengali Word কম্পিত Bengali definition [কোমপিতো] (বিশেষণ) কম্পযুক্ত; শিহরিত; চঞ্চল। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কম্প্‌+ত(ক্ত)}
  • Bengali Word কম্পোজিটর Bengali definition [কম্‌পোজিটর্‌] (বিশেষ্য) ছাপানোর জন্য হরফ সজ্জিতকারী; অক্ষর-সংযোজক। {(ইংরেজি) compositor}
  • Bengali Word কম্পোস্ট Bengali definition [কম্‌পোস্‌ট্‌] (বিশেষ্য) এক প্রকার সার; মিশ্রসার (জৈব আবর্জনা পচাইয়া যে সার প্রস্তুত করা হয় তাহাকে কম্পোস্ট বলে- আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) compost}
  • Bengali Word কম্প্র Bengali definition [কম্‌প্রো] (বিশেষণ) ১ কম্পিত; কম্পমান (ঘুমন্ত দিঘিরে দাও কম্প্রজ্যোতি তার-সাহা)। ২ স্পন্দিত (কম্প্রবক্ষে নম্র নেত্রপাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ভয়কম্পিত; কম্পান্বিত (কার কাছে তুই নোয়াস মাথা, এস্ত চোখে কম্প্রদেহে-সত্যেন্দ্রনাথ দত্ত)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্প্‌+র}
  • Bengali Word কম্ফর্টার Bengali definition [কম্‌ফর্‌টার্‌] (বিশেষ্য) পশমি গলাবন্ধ (সে তার হাতের বোনা কয়েকটা কম্ফর্টার আর ফুল-তোলা রুমাল পাঠিয়েছে-কাজী নজরুল ইসলাম)। { (ইংরেজি) comforter}
  • Bengali Word কম্বল Bengali definition [কম্‌বোল্‌] (বিশেষ্য) শীত নিবারক মোটা পশমি বস্ত্র বিশেষ; শীত নিবারক শয্যা উপকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্‌+ অল(কলচ্‌)}
  • Bengali Word কম্বু Bengali definition [কোম্‌বু] (বিশেষ্য) শাঁখ; শঙ্খ (মনোহর কন্ঠ দেখি কম্বু হৈল মনোদুঃখী জলমধ্যে করিল প্রবেশ-দৌলত উজির বাহরাম খান)। কম্বুকন্ঠ (বিশেষ্য) ১ যে কন্ঠ শঙ্খের ন্যায় রেখাযুক্ত। ২ যে কন্ঠধ্বনি শঙ্খধ্বনির ন্যায় প্রবল ও গম্ভীর। □ (বিশেষণ) ১ শঙ্খের ন্যায় রেখাযু্ক্ত কন্ঠধারী। ২ শঙ্খের ন্যায় উচ্চ ও গভীর কন্ঠ ধ্বনিবিশিষ্ট। কম্বুকন্ঠী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শঙ্খের ন্যায় রেখাবিশিষ্ট কন্ঠধারিণী। কম্বুগ্রীব (বিশেষণ) শঙ্খের মতো রেখাযু্ক্ত গ্রীবাধারী। কম্বুগ্রীবা (বিশেষ্য) যে গ্রীবা শঙ্খের মতো রেখাবিশিষ্ট। কম্বুনিনাদ (বিশেষ্য) শঙ্খের সুগম্ভীর ধ্বনি; শঙ্খের বির্ঘোষ। কম্বুবর (বিশেষণ) শঙ্খশ্রেষ্ঠ; উত্তম শঙ্খ (কম্বুবর নিন্দিয়া কন্ঠের পরিপাটি- সৈয়দ আলাওল)। কম্বুরেখা (বিশেষ্য) শঙ্খদেহের রেখা (তাঁর জটিলতার আড়ালে হেগেলী উৎক্রান্তির কম্বুরেখা ধরা পড়ত না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্ব্‌+উ}
  • Bengali Word কম্র Bengali definition [কম্‌ম্রো] (বিশেষণ) ১ মনোহর; কমনীয়; প্রিয়দর্শন; সুন্দর; lovely (চিরন্তন যৌবনের কম্র মালবিকা-শাহাদাত হোসেন)। ২ কামনাযুক্ত (মৃদুল সময়ে বরাতুনখানি ঘিরে কম্র কামোদে কামনা জানালো ধীরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কামুক; অভিলাষী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্‌+র}