Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কর্কশ Bengali definition [কর্‌কশ্‌} (বিশেষণ) ১ শ্রীহীন; দুষ্টিকটু; অসুন্দর (মাণিক্য প্রবাল নীরস কর্কশ-সৈয়দ আলাওল)। ২ অমসৃণ; খশখশে (কর্কশ গাত্র)। ৩ পরুষ (কর্কশ বাক্য)। ৪ শ্রুতিকটু (কর্কশ স্বর)। ৫ শুষ্ক; নীরস; কঠিন (কর্কশ প্রকৃতি)। কর্কশতা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্ক+শ}
  • Bengali Word কর্জ Bengali definition [কর্‌জো] (বিশেষ্য) ঋণ; ধার; হাওলাত (ধনকুবেরকে টাকা কর্জ দেওয়া নিষেধ কর্তে পারেন-মীর মশাররফ হোসেন)। কর্জপাতি, কর্জপত্র (বিশেষ্য) ধার ও তদুনরূপ দেনা (কর্জপাতি করে গরু কিনে চাষ খাড়া করতে পারব-কাজী আবদুল ওদুদ)। {(আরবি) করদ }
  • Bengali Word কর্ঠীরব Bengali definition [কোন্‌ঠিরব্] (বিশেষ্য) ১ কপোত; পারাবত। ২ মত্তহস্তী। ৩ সিংহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী+রব}
  • Bengali Word কর্ণ ১ Bengali definition [কর্‌নো] (বিশেষ্য) যে রেখা চতুর্ভজের বিপরীত দুই কোণকে যুক্ত করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ন}
  • Bengali Word কর্ণ ২ Bengali definition [কর্‌নো] (বিশেষ্য) মহাভারতোক্ত চরিত্র বিশেষ; সূর্যের ঔরসজাত কুন্তীর কুমারী অবস্থায় জাত পুত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্ণি+ অ(অচ্‌)}
  • Bengali Word কর্ণ ৩ Bengali definition [কর্‌নো] (বিশেষ্য) হাল; বৈঠা। কর্ণধার (বিশেষ্য) নৌকার প্রধান মাঝি; কাণ্ডারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ন(নন্‌)}
  • Bengali Word কর্ণ ৪ Bengali definition [কর্‌নো] (বিশেষ্য) কান; শ্রবণেন্দ্রিয়। কর্ণকুহর, কর্ণপথ, কর্ণবিবর (বিশেষ্য) কানের গর্ত বা ছিদ্র। কর্ণগত (বিশেষণ) শ্রুতিগত বা শ্রুত। কর্ণগোচর (বিশেষণ) শ্রুত; শ্রবণগত। কর্ণপট, কর্ণপটহ (বিশেষ্য) কানের পর্দা-যার স্পন্দনের ফলে ধ্বনি শ্রুত হয়। কর্ণপাত (বিশেষ্য) কান দেওয়া; শ্রবণ (তাঁহাদের কথায় কর্ণপাত না করায়-শেআ)। কর্ণপুট (বিশেষ্য) কর্ণের পাত্র বা আধার; কর্ণরূপ আধার (দুটি কর্ণপুট দিয়া অনন্তরহস্য লীলাময় স্বরের ধারা অহরহ পান করিয়া যে ফুরাইল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। কর্ণফুল (বিশেষ্য) কানফুল; অলঙ্কার বিশেষ (সুবর্ণের কর্ণফুল কর্ণে আনি দিল-বিজয় গুপ্ত)। কর্ণবেধ (বিশেষ্য) কান বিধানো অনুষ্ঠান।কর্ণভূষণ (বিশেষ্য) কানের অলঙ্কার। কর্ণমূল (বিশেষ্য) কানের গোড়া। কর্ণরন্ধ্র (বিশেষ্য) কানের গর্ত বা গহবর। কর্ণশূল (বিশেষ্য) রোগ বিশেষ; কানের বেদনা। কর্ণান্তর (বিশেষ্য) এক কান থেকে অন্যকান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ন(নন্‌), অথবা, √কর্ণ +অ(অচ্‌)}
  • Bengali Word কর্ণধার Bengali definition কর্ণ৩
  • Bengali Word কর্ণাট Bengali definition [কর্‌নাট্‌] (বিশেষ্য) দাক্ষিণাত্যের দেশ বিশেষ। কর্ণাটী, কর্ণাটিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেশীয় রমণী (ঝিলাম রেবা নদী তীরে, মেঘদূত গতি খুঁজে ফিরে, তোমারি হে তন্বী শ্যামা কর্ণাটিকা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণ+√অট্‌+অ(অণ্‌)}
  • Bengali Word কর্ণিক, কর্ণিকা Bengali definition [কোর্‌নিক্‌, কোর্‌নিকা] (বিশেষ্য) রাজমিস্ত্রিদের পলস্তারা লাগানোর কাজে ব্যবহৃত যন্ত্র বিশেষ (রাজমিস্ত্রির বেশ পরিগ্রহ করেও কর্ণিক ধারণ-পূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণ+ইক(ঠন্‌),+আ(টাপ্‌)}
  • Bengali Word কর্ণিকা ১ Bengali definition [কোর্‌নিকা] (বিশেষ্য) কর্ণভূষণ; কর্ণাভরণ (কর্ণিকা কানে যূথী হেলে পড়ে ঢলঢল। ডগমগ মদভরে রসভরে টলমল-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণ+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কর্ণিকা ২ Bengali definition [কোর্‌নিকা] (বিশেষ্য) ১ লেখনী। ২ পদ্মের বীজকোষ। ৩ বৃন্ত। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণ+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কর্ণিকার Bengali definition [কোর্‌নিকার] (বিশেষ্য) সোঁদাল গাছ অথবা সোঁদাল (সোনালু) ফুল; সোনালু পুষ্প বা বৃক্ষ (অনাবিল শুভ্রতার কোলে ফুটে উঠল সোনার ফুলে সাজানো একটি মাত্র কর্ণিকার-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণিকা+√ঋ+অ(অণ্‌)}
  • Bengali Word কর্তন Bengali definition [কর্‌তোন্‌/কর্‌তন] (বিশেষ্য) ১ কাটা; ছেদন। ২ অতিবাহন; কাটানো (কাল কর্তন)। কর্তনী (বিশেষ্য) কাঁচি; কাতান; ছেদনাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word কর্তব Bengali definition করতব
  • Bengali Word কর্তব্য Bengali definition [কর্‌তোব্‌বো] (বিশেষণ) ১ করণীয়। ২ উচিত; বিধেয়। □ (বিশেষ্য) ১ করণীয় কর্ম। ২ উচিত কর্ম।কর্তব্য কর্ম (বিশেষ্য) করণীয় কাজ। কর্তব্যনিষ্ঠ, কর্তব্যপর, কর্তব্য-পরায়ণ (বিশেষণ ) কর্তব্য পালনকারী। কর্তব্যতা (বিশেষ্য) ঔচিত্য; করণীয়তা। কর্তব্য-নিষ্ঠা, কর্তব্য পরতা, কর্তব্য পরায়নতা (বিশেষ্য) কার্যে আসক্তি; কর্তব্যানুরক্তি। কর্তব্যপরাঙ্‌মুখ, কর্তব্যবিমুখ (বিশেষণ) কর্তব্য কার্য অবহেলাকারী, কর্তব্যে যত্নবান নয় এমন। কর্তব্য-পালন, কর্তব্য সম্পাদন, কর্তব্য সাধন (বিশেষ্য) কর্তব্যকার্য করণ। কর্তব্য-বিমূঢ়, কিংকর্তব্যবিমূঢ় (বিশেষণ) কর্তব্য স্থির করতে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+তব্য}
  • Bengali Word কর্তরিকা , কর্তরী Bengali definition [কর্‌তোরিকা, কর্‌তোরি] (বিশেষ্য) কাটারি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ+অর(অরন্‌)+ঈ(ঙীষ্‌)+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কর্তা Bengali definition [কর্‌তা] (বিশেষ্য), (বিশেষণ) ১ করে যে। ২ করানোর ক্ষমতা যার হাতে; মনিব; মালিক। ৩ প্রধান; অধ্যক্ষ। ৪ গৃহস্বামী। ৫ স্বামী; পতি। ৬ নির্মাতা; স্রষ্টা; প্রণেতা। □ (বিশেষ্য) ১ বিধাতা। ২ কারক বিশেষ। কর্তৃত্ব (বিশেষ্য) ১ প্রভুত্ব; নেতৃত্ব; নায়কত্ব। ২ কর্তার ভাব। ৩ অধিকার।কর্তাত্বি, কর্তাত্তি, কর্তালি (বিশেষ্য) ওস্তাদি; মাতব্বারি। কর্তার ইচ্ছায় কর্ম (বিশেষ্য) কর্তার খেয়াল মোতাবেক যে কাজ করা হয়-যাতে অন্যের কিছু বলার বা করার নাই। ২ স্বেচ্ছাচারিতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃ+ তৃ(তৃচ্‌)}
  • Bengali Word কর্তাভজা Bengali definition [কর্‌তাভজা] (বিশেষ্য) ধর্মসম্প্রদায় বিশেষ; আউল চাঁদের মতাবলম্বী ধর্মীয় দল। □ (বিশেষণ) প্রভুভক্ত; স্তাবক; তোষামোদকারী (হালিম একদিকে যেমন কোম্পানির বিশ্বস্ত ও প্রিয়পাত্র অন্যদিকে ব্যাপারী ও কেরাণীদের কাছে নিতান্ত কর্তাভজা ও ধামাধরা- আবুল মনসুর আহমদ)। {কর্তা+ ভজা; ২ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কর্তাল Bengali definition করতাল
  • Bengali Word কর্তালি Bengali definition কর্তা
  • Bengali Word কর্তিত Bengali definition [কোর্‌তিতো] (বিশেষণ) ১ ছিন্ন; খণ্ডিত (কর্তিত শির)। ২ কাটা হয়েছে এমন (কর্তিত ফসল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ+ (ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word কর্তৃক Bengali definition [কোরতৃক] (অব্যয়) দ্বারা; থেকে; সহায়তায়; আনুকূল্যে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+ক(কপ্‌)}
  • Bengali Word কর্তৃকারক Bengali definition [কোর্‌তৃকারোক্‌] (বিশেষ্য) (ব্যাকরণ) ক্রিয়ার সঙ্গে অন্বিত ক্রিয়ার সম্পাদক; কর্তৃপদ; nominative case। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+ কারক; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word কর্তৃত্ব Bengali definition কর্তা
  • Bengali Word কর্তৃপক্ষ , কর্তৃবর্গ Bengali definition [কোর্‌তৃপক্‌খো, কোর্‌তৃবর্‌গো] (বিশেষ্য) কর্তাস্থানীয়গণ; প্রধানগণ; কর্মকর্তাগণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+পক্ষ, বর্গ}
  • Bengali Word কর্তৃবাচ্য Bengali definition [কর্‌তৃবাচ্‌চো] (বিশেষ্য) যে-বাচ্যে কর্তৃপদ প্রধান; active voice । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+বাচ্য}
  • Bengali Word কর্ত্রী Bengali definition [কোর্‌ত্রি] (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ক্ষমতার অধিকারী। ২ গৃহিনী। ৩ গৃহস্বামী; প্রভুপত্নী। ৪ প্রণেত্রী। ৫ প্রধান;অধ্যক্ষা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word কর্দম Bengali definition [কর্‌দম্‌] (বিশেষ্য) ১ কাদা; পাঁকা। ২ পাপ; কলুষ। কর্দমপিচ্ছিল (বিশেষণ) অত্যন্ত কর্দমাক্ত; কাদায় পিছল (বাংলা দেশ আপনার কর্দমপিচ্ছিল ঘনসিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)।কর্দমময়, কর্দমাক্ত (বিশেষণ) পঙ্কিল; পাঁকভরা; কাদামাখা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্দ+ অম}
  • Bengali Word কর্পর Bengali definition খর্পর