Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কর্পূর Bengali definition [কোর্‌পুর] (বিশেষ্য) বৃক্ষরস থেকে প্রস্তুত গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় (আমাদেরও পেটের অসুখ আমানউল্লার সৈন্য বাহিনীর মত কর্পূর হয়ে উবে যাবে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃপ্‌+উর>(প্রাকৃত) কপ্‌পুর>}
  • Bengali Word কর্পোরেশন Bengali definition [কর্‌পোরেশন্‌] (বিশেষ্য) পৌরসভা; পরিষদ; সমিতি। {(ইংরেজি) corporation}
  • Bengali Word কর্বূর , কর্বুর Bengali definition [কোর্‌বুর্‌] (বিশেষ্য) রাক্ষস (সাজিল কর্বূরবৃন্দ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্‌+ঊর, উর (উরচ্‌)}
  • Bengali Word কর্ম Bengali definition [কর্‌মো] (বিশেষ্য) ১ কাজ; যা করা হয়। ২ ক্রিয়া; অনুষ্ঠান। ৩ সুকৃতি দুষ্কৃতি নির্বিশেষে সকল কাজের অনিবার্য ফল। ৪ অদৃষ্ট; ভাগ্য(কর্মদোষ)। ৫ সার্থকতা; উপযোগিতা (কোনো কর্মের নয়)। ৬ জীবিকা; ব্যবসায় (কর্মক্ষেত্র, কর্মস্থল)। ৭ অন্ত্যেষ্টিক্রিয়া (ক্রিয়াকর্ম)। ৮ কারকবিশেষ (objective case)। কর্মকর (বিশেষ্য) কর্মচারী; আজ্ঞাবাহী (কর্মকার ভালো কাজের জন্যে ভালো মাইনে, খারাপ কাজের জন্যে কম মাইনে পায়-রাহুল সাংকৃত্যায়ন)। কর্মকর্তা (বিশেষ্য) ১ যিনি কর্মনির্বাহ করান; অফিসার (officer)। ২ প্রধান। কর্মকারী(-রিন্‌) (বিশেষণ) (বিশেষ্য) যে কার্য করে; কর্মী; কর্মচারী (সহস্র সহস্র যত কর্মকারিগণ। সছন্দে সে ডিঙ্গা করিলা সুশোভন-সৈয়দ আলাওল)। কর্মকুশল, কর্মপটু (বিশেষণ ) কাজ করতে নিপুণ বা দক্ষ। কর্মক্ষম (বিশেষণ) কাজ করতে সক্ষম; কাজ করার ক্ষমতা রাখে এরূপ। কর্মক্ষেত্র (বিশেষ্য) কাজের জায়গা বা চাকরিস্থল।কর্মচারী(-রিন্‌) (বিশেষ্য) বেতনভোগী কর্মী; আমলা। কর্মঠ (বিশেষণ) কর্মপটু; কর্মের অন্ধিসন্ধি বিষয়ে জ্ঞানী। কর্মত্যাগ (বিশেষ্য ) ১ চাকরি ত্যাগ; resignation । ২ কর্মবর্জন; কাজ বন্ধ রাখা। কর্মত্যাগী (-রিন্‌) (বিশেষণ) কাজকর্ম ছেড়ে দিয়েছে এমন। কর্মদক্ষ (বিশেষণ) কাজে পটু; কর্মনিপুন। কর্মদোষ (বিশেষ্য) ১ কুকর্মের ফল; পাপ। ২ দুর্ভাগ্য। কর্মনাশা (বিশেষণ ) কর্ম পণ্ড করে এমন; কর্মে বিঘ্ন সৃষ্টিকারী (অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা-রবীন্দ্রনাথ ঠাকুর )। কর্মনিষ্ঠ, কর্মপরায়ণ (বিশেষণ) কর্মে নিষ্ঠা আছে এমন; কর্মে মনোযোগী। কর্মপটুতা (বিশেষ্য) কর্মে দক্ষতা; কর্মের ক্ষমতা; কর্মনিপুণতা (নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কর্মফল (বিশেষ্য) কৃতকর্মের পাপ বা পুণ্য; জীবনের সকল কর্মের পরিণাম। কর্মবশত, কর্মনিবন্ধন (ক্রিয়াবিশেষণ) কার্যানুরোধে; কাজের প্রয়োজনে। কর্মবীর (বিশেষ্য) যিনি মহদুদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেছেন; ‍যিনি মহৎ কার্য করে সার্থকতা বা সফলতা অর্জন করেছেন; সদুদ্দেশ্য সাধনে সার্থক কর্মী। কর্মভূমি (বিশেষ্য) কার্যক্ষেত্র; সংসার সমরাঙ্গণ। কর্মভোগ (বিশেষ্য) ১ দুষ্কর্মের পরিণাম। ২ দুর্ভোগ; অযথা হয়রানি। কর্মযোগ (বিশেষ্য) কার্যসাধনে একান্ত নিষ্ঠা। কর্মযোগী (কর্মযোগীন্‌) (বিশেষণ) যিনি কর্মসাধনে যোগীর ন্যায় নিষ্ঠাবান। কর্মলিপ্ত (বিশেষণ) কর্ম নিযুক্ত(তাকালে তার দুই কর্মলিপ্ত বলিষ্ঠ বাহুর দিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। কর্মশালা (বিশেষ্য) কর্মস্থল; কার্যালয়; কারখানা। কর্মশীল (বিশেষণ) কাজে নিষ্ঠা আছে এমন; কর্মসাধনে তৎপর। কর্মসচিব (বিশেষ্য) কর্মসম্পাদক; কার্যনির্বাহক। কর্মসিদ্ধ (বিশেষ্য) কার্যোদ্ধার; উদ্দেশ্য সাধন। কর্মসূত্র (বিশেষ্য) কাজের ক্রম নিয়ম বা গতিক; কার্যক্রম। কর্মস্থল, কর্মস্থান (বিশেষ্য) চাকরিস্থল; কার্যক্ষেত্র; অফিস। কর্মাক্ষম (বিশেষণ) কাজ করতে অক্ষম; কাজের অনুপযুক্ত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word কর্মকার Bengali definition [কর্‌মোকার্‌] (বিশেষ্য) কামার; লৌহের কারিগর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+কার (√কৃ+অ(অণ্‌)); উপপদ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কর্মধারয় Bengali definition [কর্‌মোধারয়্‌] (বিশেষ্য) সমাস বিশেষের নাম। (ব্যাকরণ) বিশেষণ ও বিশেষ্য পদের মিলনে যে পদ গঠিত হয় এবং তাতে বিশেষ্যের অর্থ প্রাধান্য লাভ করে যথা নীলাম্বর; চঞ্চল-অঞ্চল ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্ম+√ধৃ+ণিচ্‌+অ(শ); (কর্মধারয় সমাস) }
  • Bengali Word কর্মপ্রবচনীয় Bengali definition [কর্‌মোপ্রোবোচোনিয়ো] (বিশেষণ) (ব্যাকরণ পরি.) বিশেষ্য অথবা সর্বনাম পদের পর বসে যে অব্যয় শব্দ কারক-বিভক্তির কাজ করে। যথা-লাঠি ‘দিয়ে’ মারো; গাছ ‘থেকে’ লাফ দাও; আমার ‘প্রতি’ তোমার ভক্তি নাই। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+প্রবচনীয়}
  • Bengali Word কর্মাকর্ম Bengali definition [কর্‌মাকর্‌মো] (বিশেষ্য) কর্তব্য ও অকর্তব্য; কাজ ও অকাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অকর্ম; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word কর্মাধ্যক্ষ Bengali definition [কর্‌মাদ্‌ধোক্‌খো] (বিশেষ্য) প্রধান সম্পাদক; চূড়ান্ত কার্য-নির্বাহক; secretary । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অধ্যক্ষ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কর্মানুবন্ধ Bengali definition [কর্‌মানুবন্‌ধো] (বিশেষ্য) কার্যগতিক; কার্যব্যপদেশ; কাজের তাগিদ বা তাড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অনুবন্ধ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কর্মান্তর Bengali definition [কর্‌মান্‌তর] (বিশেষ্য) অন্যকর্ম; অপর কাজ; কার্যান্তর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অন্তর; (নিত্য সমাস)}
  • Bengali Word কর্মার Bengali definition [কর্‌মার্‌] (বিশেষ্য) কর্মকার; কামার; লৌহকার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+√ঋ+অ(অণ্‌)}
  • Bengali Word কর্মিক Bengali definition [কোর্‌মিক্‌] (বিশেষ্য) কর্মশীল; কর্মক্ষম; কমিষ্ঠ (এক মেয়ে কর্মিক আবিষ্কার করেছে-মনোজ বসু )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+ই(ইন্‌)+ ক}
  • Bengali Word কর্মিষ্ঠ Bengali definition [কোর্‌মিশ্‌ঠো] (বিশেষণ) একান্ত কর্ম; কর্মপরায়ন; সক্রিয় (কমিষ্ঠ যন্ত্রণা না হলে বলবো-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+ইষ্ঠ}
  • Bengali Word কর্মী Bengali definition [কোর্‌মি] (বিশেষ্য), (বিশেষণ) ১ যে কাজ করে; শ্রমিক বা কর্মচারী। ২ কর্মকুশল; কর্মপটু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+ইন্‌(ইনি)}
  • Bengali Word কর্মোদ্যম Bengali definition [কর্‌মোদ্‌দম্‌] (বিশেষ্য) কর্মের উৎসাহ; কর্মপ্রচেষ্টা (কিন্তু অসীম কর্মোদ্যম-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+উদ্যম; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কর্য Bengali definition কর্জ
  • Bengali Word কর্ষ ১ Bengali definition [করশো] (বিশেষ্য) স্বর্ণ-রৌপ্যাদি ওজনের পরিমাণ বিশেষ। কবিরাজি মতে দুই তোলায় এক ‘কর্ষ’ {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word কর্ষ ২ কর্ষণ Bengali definition [কর্‌শো, কর্‌শন্‌] (বিশেষ্য) ১ চাষ। ২ আকর্ষণ। ৩ ঘর্ষণে যাচাই। কর্ষিত, কৃষ্ট বিণ। কর্ষক, কৃষক (বিশেষ্য ) ১ কৃষক; চাষি; কর্ণজীবী। ২ আকর্ষক। কর্ষিত (বিশেষণ) ১ ঘর্ষণে যাচাই কৃত (অগ্নি পরীক্ষায় গৌরবের সহিত উত্তীর্ণ হয়ে কর্ষিত কাঞ্চনের মত তুমি আরো উজ্জ্বল-ফক)। ২ চাষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃষ্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word কর্ষণ , কর্ষিত ১ Bengali definition কর্ষ
  • Bengali Word কল ১ Bengali definition [কল্‌] (বিশেষ্য) ১ যন্ত্র; মেশিন। ২ ফাঁদ; ভ্রমোৎপাদনের জন্য গুপ্ত কৌশলপূর্ণ যন্ত্র। ৩ কারখানা। ৪ কৌশল; কায়দা; প্যাঁচ। ৫ যন্ত্রের বোতাম; সুইচ, হাতল বা চাবি যা টিপলে বা ঘোরালে বা টানলে যন্ত্র চালু করা বা বন্ধ করা যায়। ৬ পানির কল; নলকূপ বিশেষ। কলকব্জা (বিশেষ্য) যন্ত্রপাতি; যন্ত্রের বিভিন্ন অংশ। কলকাঠি (বিশেষ্য) চাবিকাঠি। কলকারখানা (বিশেষ্য) মিল; যান্ত্রিক উৎপাদনের কেন্দ্র; বিভিন্ন ধরনের কারখানাস্থল। কলকৌশল (বিশেষ্য) নানা কায়দা; বিবিধ রকম চাতুর্য। কলঘর (বিশেষ্য) কারখানা ঘর বা মেশিন ঘর। ২ গোসলখানা; স্নানাগার। কলটেপা (ক্রিয়া) ১ বন্দুকের ঘোড়াকল (ট্রিগার) টিপে গুলি নিক্ষেপ করা। ২ ((আলঙ্কারিক)) গোপন মন্ত্রণা দ্বারা পরিচালনা করা। কলবল (বিশেষ্য) কায়দা-কৌশল; যান্ত্রিক কৌশল (পাখির ডানার মধ্যে নানা কলবল কিভাবে কাজ করছে তার খোঁজই নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কলে পাড়া ( বিশেষণ) ছকবাঁধা; গতানুগতিক; নিয়মবদ্ধ(এই কলে পড়া জীবনে-যাত্রার মধ্যে একটুখানি রস একটুখানি শিল্প সৌন্দর্য না ঢোকাতে পারলেও তো বাঁচিনে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কলের গান (বিশেষ্য) গ্রামোফোন। কলের পুতুল (বিশেষ্য) যান্ত্রচালিত পুতুল। □ (বিশেষণ) স্বকীয়তাশূন্য পরমতচারী; স্বীয় সত্তাবিহীন আদেশ পালনকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা; (তুলনীয়) (হিন্দী) কল}
  • Bengali Word কল ২ Bengali definition ( বিশেষ্য ) সুললিত ধ্বনি; কাকলি। □ (বিশেষণ) সুললিত; মধুর। কলকন্ঠ (বিশেষ্য), (বিশেষণ) ১ মধুর স্বর; ললিত কন্ঠধ্বনি। ২ মধুর কাব্য রচয়িতা। ৩ কপোত। ৪ কোকিল। ৫ কংস। কলকন্ঠী বিণ।কলকথা (বিশেষ্য) শ্রুতিমধুর ভাষা; সুললিত ভাষা (সমুচ্ছল কলকথা -রবীন্দ্রনাথ ঠাকুর)। কলকল নবি ১ জল প্রবাহজনিত মৃদু মধুর ধ্বনি। ২ নারী বা শিশু কন্ঠের কোলাহল। ৩ পাখির কাকলি (প্রভাত সময়ে কাক কলকলি আহার বাঁটিয়া খায়-চণ্ডীদাস)। কলকলানো (ক্রিয়া) কলকল ধ্বনি করা; মধুর কলরব করা (খাবি দাবি কলকলাবি-গান)। কলকাকলি (বিশেষ্য) সুমধুর কন্ঠধ্বনি; মধুর গুঞ্জনধ্বনি। কলকূজন, কলগুঞ্জন (বিশেষ্য) অস্ফুট মধুর ধ্বনি। কলতান (বিশেষ্য ) মধুর রব। কলধ্বনি (বিশেষ্য) কাকলি। কলনাদ (বিশেষ্য) কলশব্দ। কলনাদী বিণ। কলবাহিনী (বিশেষণ) কলকল মধুর স্বর উৎপন্ন হয় যার প্রবাহে; মধুর শব্দে প্রবাহিত (এই কলবাহিনী ভাগীরথীর তীরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কলমুখর, কলমুখরিত (বিশেষণ) কাকলিমুখর; মধুর গুঞ্জনে ধ্বনিত। কলরব, কলরোল (বিশেষ্য) বহুকন্ঠের সম্মিলিত গুঞ্জন; কোলাহল; গণ্ডগোল। কলস্বন, কলস্বর (বিশেষ্য) সুমধুর ধ্বনি, কলকাকলি (পাপিয়ার কলস্বনে তোমারি মাধুরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। কলহংস (বিশেষ্য) কলশব্দকারী হংস; রাজহাঁস বা বালিহাঁস।কলহংসী (স্ত্রীলিঙ্গ)। কলহাস্য (বিশেষ্য) মধুর উচ্চাহাস্য; উচ্ছ্বসিত মধুর হাসি; হাস্যময় মধুর ধ্বনি (এস তৃষ্ণার দেশে এস কলহাস্যে-সত্যেন্দ্রনাথ দত্ত)। কলহাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মধুর উচ্চহাস্যকারিণী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+অ(অচ্‌); ধ্বন্যাত্মক}
  • Bengali Word কল ৩ Bengali definition [কল্‌] অঙ্কুর। কলই, কলাই (বিশেষ্য) শস্যবিশেষ; মাস কলাই(কাইন্দনা কাইন্দনা বাছা কলই ভাজা দিমু-গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+অল(অলচ্‌)=কলল>কল}
  • Bengali Word কলকা , কল্কা Bengali definition [কল্‌কা] (বিশেষ্য) কাপড়ের পাড় প্রভৃতিতে মোরগ-ফুলের মতো অথবা পাতার আকৃতি নকশা; ছোট ছোট পাতার বা পদ্মকুঁড়ির আকৃতির নকশা (কাস্কীরের পদ্ম-সরোবর আপনাকে ধরা দিলে একটুখানি কলকার কাজের মধ্যে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। কল্কাদার (বিশেষণ) কলকার দ্বারা চিত্রিত। কল্কাপেড়ে (বিশেষণ) কলকার দ্বারা বুটিদার পাড়যুক্ত। {(তুর্কি) কলগী ; (হিন্দী) ‘কলগা’}
  • Bengali Word কলকাতা , কলকেতা Bengali definition [কোলকাতা, কল্‌কেতা] (বিশেষ্য) ‘করিকাতা’ শব্দের পশ্চিম বঙ্গীয় কথ্য প্রয়োগ (এর জন্যেই বোধহয় কলকেতায় যেতে হবে-বঙ্গবাণী)। ( (ইংরেজি) Calcutta; কালীঘাট>}
  • Bengali Word কলকে , কলকি , কলিকা Bengali definition [কোল্‌কে, কল্‌কি, কোলিকা] (বিশেষ্য) তামাকের ছিলিম; হুঁকার শীর্ষদেশে ন্যস্ত মৃন্ময় বা ধাতব তামাকাধার; যাতে অগ্নি সংযোগ করে ধূমপান করা হয় (বসে আছি নৈচে ধরে শূন্য কলকে শূন্যে তুলে-কাজী নজরুল ইসলাম)। কলকে পাওয়া (ক্রিয়া) ১ আসরে মর্যাদা পাওয়া; খতির-যত্ন পাওয়া; সম্মান পাওয়া (অবশিষ্ট প্রায় কেহই কলকে পান নাই-বঙ্গবাসী; স্বভাব কবি কল্কে পেলে না সে সভায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পাত্তা পাওয়া (আর তাহারা আমার কাছে কলিকা পাইবে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলিকা (কলি+ক(কন্‌)+আ অথবা কল+ইক(ঠন্‌)+আঁ}
  • Bengali Word কলক্কল Bengali definition [কলক্‌কল্‌] (বিশেষ্য) ১ উচ্চ কলরব (শব্দমধ্যস্থ যুক্ত বর্ণটি ওজঃ-প্রকাশক)। ২ পক্ষীদের উচ্চস্বর কলরব। ৩ সবেগে জলনির্গমনের শব্দ। { ধ্বন্যাত্মক কলকল}
  • Bengali Word কলগী Bengali definition [কোল্‌গি] (বিশেষ্য) শিরোভূষণ; তাজ; রামুকুটের বিচিত্রিত পক্ষময় চূড়া; tiara (মানিক কলগী তোরা চক&মকে হীরা- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তুর্কি) কলগী }
  • Bengali Word কলঘোষ Bengali definition [কলোঘোশ্‌] (বিশেষ্য) মধুর কন্ঠ; কলকন্ঠ; মিষ্ট স্বর; কোকিল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+ঘোষ}
  • Bengali Word কলঙ (অপ্র.) Bengali definition [কলোঙ্‌] (বিশেষ্য) ‘কলঙ্ক’ শব্দের অপভ্রংশ (সোআমীর পদে মরণ হউক কলঙ ঝ্যান্‌না (যেন না) ওঠে- গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলঙ্ক>}