Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word করতাল Bengali definition [কর্‌তাল্‌] (বিশেষ্য) ১ কাঁসার দ্বারা তৈরি বাদ্যযন্ত্র বিশেষ। ২ বড় মন্দিরা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+তাল}
  • Bengali Word করতালি , করত্রাণ Bengali definition কর১
  • Bengali Word করতাড়ন Bengali definition কর১
  • Bengali Word করদ Bengali definition [করোদ্‌] (বিশেষণ) কর দেয় এমন; কর দিয়ে বশ্যতা স্বীকারকারী। □ (বিশেষ্য) দেশ (করদ-রাজ্য)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কর+ √দা+ অ(ক)}
  • Bengali Word করদাতা Bengali definition কর৩
  • Bengali Word করনা Bengali definition কান্না
  • Bengali Word করনাল , কর্নাল Bengali definition [কর্‌নাল্‌] (বিশেষ্য) বাদ্য যন্ত্রবিশেষ।(রাজ সাজ সঙ্গে আছে সহস্র কর্নাল। সপ্তশত ঘোর শব্দ দুমদুমি বিশাল-সৈয়দ আলাওল)। {(ইংরেজি) cornel; (ফারসি) করনালি }
  • Bengali Word করপত্র Bengali definition [করোপত্‌ত্রো] (বিশেষ্য) করাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর+পত্র}
  • Bengali Word করপদ্ম , করপল্লব Bengali definition কর১
  • Bengali Word করপীড়ন Bengali definition [করোপিড়ন্‌] (বিশেষ্য) করমর্দন; পাণিগ্রহণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+পীড়ন; ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word করপুট , করপৃষ্ঠ Bengali definition কর
  • Bengali Word করপ্রপীড়িত Bengali definitionকর৩
  • Bengali Word করবাল Bengali definition [করোবাল্‌] (বিশেষ্য) তরবারি; খড়গ; তলোয়ার (সেই বাহু এই লোহার সমান ওই সেই করবাল! তুর্কি-শোণিত মেহেদির রঙে নখ যে এখনো লাল!-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর+বাল(<বল্‌+ণিচ্‌)}
  • Bengali Word করবী Bengali definition [করোবি] (বিশেষ্য) পুষ্পবিশেষ (কত ঝাটমল, পীরু, বনোয়ারী পরাল শিলার করবী যূথী-সত্যেন্দ্রনাথ দত্ত)। রক্তকরবী, শ্বেত করবী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+বীর=করবীর>}
  • Bengali Word করভ Bengali definition [করোভ] (বিশেষ্য) ১ হস্তিশাবক; হাতির বাচ্চা (করভ-করভী হইত অতিথি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উষ্ট্র; উষ্ট্রশাবক (চাঁদের করে গড়া করভ সুকুমার, ভবন-মরুভূমে মূরতি চারুতার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ খচ্চর; অশ্বতর। করভী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+√ভা+অ(ক); √কৃ+অভ (অভচ্‌), ঈ}
  • Bengali Word করম ১ Bengali definition [করম্‌] (বিশেষ্য) ১ ‘কর্ম’ শব্দের কবিতায় ব্যবহৃত রূপ; কার্য। (বিশেষ্য) ২ ভাগ্য; অদৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> করম (স্বরভক্তিতে)}
  • Bengali Word করম ২ Bengali definition [করম্‌] (বিশেষ্য) অনুগ্রহ; দয়া; কৃপা (হাসিল করিয়া কীম আল্লার করমে-সৈয়দ হামজা)। {( আরবি) করম }
  • Bengali Word করমচা , করঞ্চা , করঞ্জা , করঞ্জক Bengali definition [করোম্‌চা, করোন্‌চা, করোন্‌জো, করোন্‌জা, করোন্‌জক্‌] (বিশেষ্য) ১ করমচা গাছ ও তার ফল (করঞ্চা, টেপারি, তেলাকুচো, বৈচি, ডুমুর, জাম, এমনি সব নানা ফল-অবনীন্দ্রনাথ ঠাকুর; অতিচিরি, উরিআম, করঞ্চা, তেতই-সৈয়দ আলাওল; দুপাশে করচা-করবীর বন বাতাসে ছিটায় ঘ্রাণ-মহীউদ্দিন; দেওদার, করঞ্জ আর ছোট ছোট কাঁটা গাছের বন-গুমা)। ২ করমচার মতো লাল; করমচার ন্যায়। {( আরবি) কর্‌ম্‌ +(ফারসি) চই }
  • Bengali Word করমচা , করঞ্জা Bengali definition [করম্‌চা, করন্‌জা] (বিশেষ্য) টক স্বাদযুক্ত ফলবিশেষ। □ (বিশেষণ) করমচার ন্যায় লালবর্ণ (মুখখানি চীনে করমচা-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করঞ্জক>করঞ্জা, করঞ্চা,..করমচা}
  • Bengali Word করমর্দন Bengali definition কর১
  • Bengali Word করমি , কর্মী Bengali definition [কোর্‌মি] (বিশেষ্য) ঘটক; যে বিবাহে মধ্যস্থতা করে (মাঘ মাসে করমি আইল হীরাধরের বাড়ি-ময়মনসিংহ গীতিকা)। {কর্ম+ ইন্‌>ঈ>কর্মী>(স্বরভক্তিতে)করমী>}
  • Bengali Word করমুক্ত Bengali definition কর৩
  • Bengali Word কররুহ Bengali definition [করোরুহো] (বিশেষ্য) ১ হাতের আঙুল; অঙ্গুলি (সুবলিত কররুহে, রতন আঙ্গুরী শোহে, মেহেদি রঞ্জিত নখ সব-দৌলত উজির বাহরাম খান)। ২ নখ; নখর। ৩ তরবারি; কৃপাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+রুহ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word করল , করলু , করহুঁ Bengali definition কর৪
  • Bengali Word করলা , করেলা Bengali definition [করোলা, করেলা] (বিশেষ্য) উচ্ছে; তিক্ত আস্বাদযুক্ত আনাজ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করবেল্লা>কারএল>করেলা, করলা}
  • Bengali Word করসূত্র Bengali definition কর১
  • Bengali Word করহ Bengali definition কর৪
  • Bengali Word করা Bengali definition [করা] (ক্রিয়া) ১ সম্পাদন করা; সাধন করা; অনুষ্ঠান করা (কাজ করা, পাঠ করা, বিবাহ করা)। ২ উৎপাদন করা; সৃষ্টি করা; জন্মানো (বাতাস করা; আলো করা, ফসল করা)। ৩ নির্মাণ করা; গড়া; তৈরি করা (বাড়ি করা, বাগান করা)। ৪ নিয়োগ করা; প্রয়োগ করা; খাটানো (জোর করা)। ৫ উদ্ভাবন করা (উপায় করা, বৃদ্ধি করা)। ৬ হওয়া; ঘটা (অসুখ করা, পাস করা)। ৭ ভাড়া করা; নিযু্ক্ত করা; ব্যবহারের জন্য নেওয়া (গাড়ি করা, বাসা করা)। ৮ নিয়মিত হাজির হওয়া; নিত্য যাওয়া-আসা করা (অফিস করা)। ৯ তদন্বিত হওয়া; যুক্ত হওয়া (লজ্জা করা, ইচ্ছা করা, রাগ করা)। ১০ তথায় যাওয়া ও তৎসংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা)। ১১ ছোড়া; নিক্ষেপ করা; চালানো (গুলি করা)। ১২ সঞ্চালন করা (বাতাস করা, পাখা করা)। ১৩ লওয়া (কাঁধে করা, হাতে করা)। ১৪ ভোগ করা; অনুভব করা; ভোগা (অসুখ করা, কষ্ট করা)। ১৫ পরিচালনা করা; চালানো (দোকান করা, সংসার করা)। ১৬ উল্লেখ করা (নাম করা)। ১৭ স্থাপন করা (হাসপাতাল করা, কলেজ করা)। ১৮ সঞ্চয় করা; উপার্জন করা; জমানো (টাকা করা)। ১৯ রাঁধা; পাক করা (রুটি করা, পায়েস করা)। ২০ পরিণত করা; রূপান্তরিত করা (গদ্য করা)। ২১ অনুবাদ করা (ইংরেজি করা)। ২২ রচনা করা; লেখা (সাহিত্য করা, ব্যাখ্যা করা)। ২৩ পেশা বা বৃত্তি হিসাবে চালানো (ডাক্তারি করা, ওকালতি করা)। ২৪ কষা (অঙ্ক করা, দাগ করা)। ২৫ বিছানা পাতা(বিছানা করা)। ২৬ অর্জন করা (সে খুব নাম করেছে)। □ (বিশেষ্য) ক্রিয়ার সকল অর্থে; করণ সম্পাদন ইত্যাদি অর্থে। □ (বিশেষণ) ১ সম্পাদিত; কৃত; করেছে এমন (শ্বেত পাথরেতে গড়া, পথখানি ছায়া করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ>(বাংলা) √কর্‌+আ=করা}
  • Bengali Word করাঘাত Bengali definition [করাঘাত্‌] (বিশেষ্য) চাপড়; হস্ত দ্বারা আঘাত; করতাড়ন। শিরেকরাঘাত করা (ক্রিয়া) ১ অত্যন্ত আক্ষেপ করা। ২ হতাশাব্যঞ্জক ভঙ্গি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+আঘাত; ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word করাত Bengali definition [করাত্‌] (বিশেষ্য) কাঠ ইত্যাদি চেরার অস্ত্র বিশেষ। করাতি (বিশেষ্য) করাতের কাজ করে যে জীবিকা অর্জন করে। শাঁখের করাত (বিশেষ্য) ১ শঙ্খ কাটার জন্য উভয় প্রান্তে ধারবিশিষ্ট করাত। ২ ((আলঙ্কারিক)) যা আসতেও কাটে যেতেও কাটে বলে সর্বপ্রকারে কষ্টদায়ক; যা থেকে কোনোরূপেই নিস্তার নেই। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করপত্র>(প্রাকৃত) করবত্ত>করাত}