উ পৃষ্ঠা ২০
- Bengali Word উরস ১ Bengali definition [উরশ্] (বিশেষ্য) বক্ষঃস্থল; উরঃ (অধরে, উরসে, চরণে, পাণিতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. √ঋ+অস্}
- Bengali Word উরস ২, ওরস Bengali definition [উরশ্, ওরশ্] (বিশেষ্য) অলি দরবেশের মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে দোয়া ও জিয়াফত। উরসশরিফ (বিশেষ্য) অলি দরবেশের মৃত্যুবার্ষিকীতে তাঁদের সমাধিস্থলে পবিত্র অনুষ্ঠানবিশেষ (পীরের মাজারে অনুষ্ঠিত উরস শরিফ)। {আরবি উর্স্ }
- Bengali Word উরসিজ Bengali definition [উরসিজ] (বিশেষ্য) স্তন। {সংস্কৃত. উরসি+জ<জন্+অহমিয়া(ড)}
- Bengali Word উরস্ত্র, উরস্ত্রাণ Bengali definition ⇒ উরশ্ছদ
- Bengali Word উরুমাল, উরমাল Bengali definition [উরুমাল্, উরমাল্] (বিশেষ্য) ১ রুমাল; মুখ ইত্যাদি মোছার জন্য বস্ত্রখণ্ডবিশেষ (ধায় পাইক চাপ ঢাল, ঢালে বান্ধে উরুমাল-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ অশ্বাদির উরুত্রাণ (চারি পায়ে বান্ধিল ঘাঘর উরুমাল-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) <রূমাল}
- Bengali Word উরূত Bengali definition ⇒ উরত
- Bengali Word উরোগামী Bengali definition [উরোগামি] (বিশেষণ) বুকে ভর দিয়ে চলে এমন; সাপ। {সংস্কৃত. উরস্+ √গম্+ইন্}
- Bengali Word উরোজ Bengali definition [উরোজ্] (বিশেষণ) বক্ষঃস্থলে জন্মেছে এমন। □ (বিশেষ্য) স্তন (অভিরাম গ্রীবাভঙ্গে উরোজের অনবগুণ্ঠনে?-সুধূন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. উরস্+ √জন্+অ(ড)}
- Bengali Word উর্ণ, ঊর্ণ Bengali definition [উর্নো] (বিশেষ্য) ১ উর্ণা। ২ সূত্র। {সংস্কৃত. √উর্ণ্+অ}
- Bengali Word উর্ণনাভ Bengali definition ⇒ ঊর্ণনাভ
- Bengali Word উর্ণা, ঊর্ণা Bengali definition [উর্না] (বিশেষ্য) ১ মেষাদি পশুর লোম; পশম; wool। ২ জাল (আমরা যখন ঘরের আঁধার কোণে বসে মাকড়সার মত কথার উর্না বুনি-কাজী নজরুল ইসলাম)। উর্ণাময় (বিশেষণ) মেষাদি পশুর লোম থেকে প্রস্তুত; পশমি। {সংস্কৃত.√উর্ণ্+অহমিয়া+আরবি(স্ত্রীলিঙ্গ)}
- Bengali Word উর্দি, উর্দী Bengali definition [উর্দি] (বিশেষ্য) কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক; uniform(...তাদের অভিসম্পাত দিতে দিতে খানা ছেড়ে উর্দ্দি চড়াণে-সৈয়দ মুজতবা আলী)। {(তুর্কি) ররদী }
- Bengali Word উর্দু, উর্দূ Bengali definition [উরদু] (বিশেষ্য) ১ বাক্যগঠন ও ক্রিয়াপদের ব্যবহারে হিন্দি ভাষার অনুরূপ এবং হিন্দি ও ফারসি শব্দের মিশ্রণে সৃষ্ট ভাষাবিশেষ, যা মুসলিম বাদশাহ ও নবাবদের আমলে প্রচলিত হয়। ২ পাকিস্তানের রাষ্ট্রভাসা। ৩ সৈনিক। ৪ সেনানিবাস। □ (বিশেষণ) উর্দু ভাষাসুলভ (উদাস উর্দুসুর মৃদু মিঠে স্বরে-বিষ্ণু দে)। উর্দুনবিস (বিশেষ্য) যে উর্দু ভাষায় লেখাপড়া ভাল জানে। উর্দুওয়ালা (বিশেষণ) উর্দুভাষী; উর্দুভাষা বলে এমন (পশ্চিমের কোন উর্দু-কওয়া বিবিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। উর্দু বাজার (বিশেষ্য) সেনানিবাস সংলগ্ন বাজার। {(তুর্কি) উর্দু }
- Bengali Word উর্বর, ঊর্বর Bengali definition [উর্বর্] (বিশেষণ) ১ প্রচুর সৃস্টি শক্তিবিশিষ্ট (উর্বর-মস্তিষ্কপ্রসূত চিন্তা)। ২ সর্বপ্রকার শস্যের উৎপাদক। উর্বরা, উর্বরা (স্ত্রীলিঙ্গ) (জমির উর্বরা শক্তি)। {সংস্কৃত. উরু+ √ঋ+অহমিয়া}
- Bengali Word উর্বশী, ঊর্বশী Bengali definition [উর্বোশি] (বিশেষ্য) পুরাণোক্ত সুন্দরীশ্রেষ্ঠা ও অনন্ত-যৌবনা অপ্সরাবিশেষ। {সংস্কৃত. উরু+ √বশ্+অহমিয়া(অচ্)+ঈ}
- Bengali Word উর্বস্থি Bengali definition [উর্বোস্থি] (বিশেষ্য) ১ ঊরুর হাড়। ২ স্থূল হাড়। {সংস্কৃত. ঊরু+অস্থি}
- Bengali Word উর্বী Bengali definition [উর্বি] (বিশেষ্য) পৃথিবী। {সংস্কৃত. উরু+ঈ}
- Bengali Word উল Bengali definition [উল্] (বিশেষ্য) পশম; পশুলোমজাত সুতা। {ইংরেজি wool}
- Bengali Word উলকি, উল্কি Bengali definition [উল্কি] (বিশেষ্য) সুচের সাহায্যে দেহে অঙ্কিত স্থায়ী নকশা বা চিত্র (কুপালের একটি ছোট উলকী টিপের মত দেখাইত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {সংস্কৃত. (উৎ+ √লিখ্>) উল্লিখ>}
- Bengali Word উলকুড় Bengali definition [উল্কুড়্] (ক্রিয়া) (বিশেষণ) মূলসহ; শিকড়সমেত; জড়শুদ্ধ (যে তার অবাধ্য হয়েছে তার ভিটেমাটি একেবারে ‘উলকুড়’ উটিয়ে নিয়েছে-মীর মশাররফ হোসেন)। {আঞ্চলিক}
- Bengali Word উলঙ্গ Bengali definition [উলঙ্গো] (বিশেষণ) ১ নগ্ন; বিবস্ত্র; নেংটা। ২ অকপট; উন্মুক্ত; উদার (উদ্ধত উলঙ্গদৃষ্টি-কাজী নজরুল ইসলাম)। ৩ খাপমুক্ত; অনাবৃত (উলঙ্গ কৃপাণ)। উলঙ্গা, উলঙ্গিনী (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. উন্নগ্ন>}
- Bengali Word উলঝলুল (বিরল) Bengali definition [উল্ঝলুল্] (বিশেষণ) এলোমেলো; বিশৃঙ্খল; আলুথালু (মনে পড়ে শুধু সোঁদা সোঁদা বাস এলো খোঁপার আকুল কবরী উল্ঝলুল-কাজী নজরুল ইসলাম)। {আঞ্চলিক}
- Bengali Word উলট পালট, ওলট পালট, উলটা পালটা, উলটো পালটা Bengali definition [ উলোট্পালোট্, ওলোট্পালোট্, উলটোপাল্টা, উলটোপালোট্] (বিশেষণ) ১ বিপর্যস্ত; বিশৃঙ্খল (হয় দুনিয়া ওলটপালট আর কিশে ভাই রক্ষা হবে-ঈশ্বর গুপ্ত)। ২ অসংলগ্ন; পরস্পরবিরোধী। ৩ বিপরীত। ৪ বিধ্বস্ত; বিনষ্ট। ৫ এলোমেলো; গোলমেলে। □ (বিশেষ্য) বিশৃঙ্খলা (সেখানে শুধুই ঝড় বাদল ওলোট পালট-আকবর উদ্দিন। □ (ক্রিয়া) (বিশেষণ) নড়চড় {প্রাকৃত. অলট্ট-পলট্ট>উলট-পালট}
- Bengali Word উলটা, উল্টা, উলটো, উল্টো Bengali definition [উল্টা, উল্টা, উল্টো, উল্টো] (বিশেষণ) ১ অধোমুখ; উপুড়। ২ বিপর্যস্ত। ৩ বিপরীত। ৪ ঘোরালো; প্যাঁচালো (উলটা ক’রে বলি আমি সহজ কথাটাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। উলটা কথা (বিশেষ্য) বিপরীত কথা। উলটা বুঝা ক্রিয়া ভালো কথার মন্দ অর্থ বোঝা; ভুল বোঝা; বিকৃত অর্থ করা। উলটারথ (বিশেষ্য) ১ রথ-যাত্রার অষ্টম দিনে রথ যথাস্থানে ফিরিয়ে আনার উৎসব। ২ বৈপরীত্যসূচক যাত্রা। উলটা বুঝিলি রাম-ভালো কথার মন্দ অর্থ বোঝা; বিপরীত মানে করা। {প্রাকৃত অল্লট্ট>উলট্ট>উল্ট, উলটো; তুলনীয়. হিন্দি. উলট্}
- Bengali Word উলটানো, ওলটানো Bengali definition [উল্টানো, ওল্টানো] (ক্রিয়া) ১ উল্টা হওয়া বা করা। ২ অস্বীকার করা; প্রত্যাহার করা; বদলানো (কথা উলটানো)। ৩ পরিবর্তন করা; প্রত্যাহার করানো (নিয়ম উলটানো)। ৪ পার্শ্ব পরিবর্তন করা (পাতা উলটানো)। ৫ বিপর্যস্ত করা। ৬ ভাব পরিবর্তন করা (চোখ উলটানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {বাংলা. √উল্টা+আনো}
- Bengali Word উলন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উলন্] (বিশেষ্য) উল্বন; শরীরস্থ পিত্তজনিত ব্যাধিবিশেষ (আমি কাঁপি কামজ্বরে সে বলে উলন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {সংস্কৃত উল্বণ>উল্লন>ঊলন>উলন}
- Bengali Word উলপ Bengali definition [উরপ্] (বিশেষ্য) উলুখড়। {সংস্কৃত. Öউল্+অপ}
- Bengali Word উলফত, উলফৎ, ওলফৎ Bengali definition [উল্ফত্, উল্ফত্, ওল্ফত্] (বিশেষ্য) বন্ধুত্ব; প্রেম; অনুরাগ; আসক্তি। {আরবি. উল্ফত}
- Bengali Word উলমা Bengali definition ⇒ উলামা
- Bengali Word উলস ১, উড়শ, উড়ুশ Bengali definition [উলশ্, উড়শ্, উড়ুশ্] (বিশেষ্য) ছারপোকা। {সংস্কৃত উদ্দংশ> প্রাকৃত উড্ডংশ> বাংলা, উড়স, উড়ুশ}