Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উপভাষা Bengali definition [উপোভাশা] (বিশেষ্য) মূলভাষার বিভিন্ন প্রাদেশিক বা স্থানীয় রূপ; dialect। {(তৎসম বা সংস্কৃত) উপ+ভাষা; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপভোগ Bengali definition [উপোভোগ্] (বিশেষ্য) ১ বিশেষ তৃপ্তির সঙ্গে ভোগ; সম্ভোগ। ২ ভক্ষণ। ৩ ব্যবহারকরণ। উপভুক্ত (বিশেষণ) ১ উপভোগ করা হয়েছে এমন। ২ ভক্ষিতা। ৩ ব্যবহৃত। উপভোক্তা(-ক্তৃ) (বিশেষণ) ভোগ করেছে এমন; উপভোগকারী। উপভোগ্য (বিশেষণ) উপভোগের যোগ্য বা উপভোগ করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ভুজ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপম, উপাম (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উপমো, উপামো] (বিশেষণ) সদৃশ; তুল্য (প্রাসাদোপম)। □ (বিশেষ্য) উপমা; তুলনা (যা ভাবের উপম হয়ে বিচিত্র হয়ে দেখা দিলে-অবনীন্দ্রনাথ ঠাকুর; এ তিন ভুবনে নাহি যাহার উপাম-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √মা+অ(অঙ্‌,>}
  • Bengali Word উপমন Bengali definition [উপোমোন্] (বিশেষ্য) অপ্রধান চিত্ত; অবচেতন মন (কেষ্টর মনের আড়ালে যে আর-একটা উপমন এতদিন ছাই-চাপা ছিল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) উপ+মন}
  • Bengali Word উপমন্ত্রী Bengali definition [উপোমোন্‌ত্রি] (বিশেষ্য) সহকারী মন্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) উপ+মন্ত্রী; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপমা Bengali definition উপোমা] (বিশেষ্য) ১ তুলনা; সাদৃশ্য (ঠিক উপমা পাইনে খুঁজে-সে মাধুরী দেখায় কেমন-কাজী নজরুল ইসলাম)। ২ (অর.) এক ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর সাদৃশ্য বর্ণনা (এ জাতীয় উপমা অর্থাগমের সহায় নয়-সুধূন্দ্রনাথ দত্ত)। ঔপমিক (বিশেষণ)। উপমান (বিশেষ্য) যার সহিত তুলনা করা হয়। উপমিত (বিশেষণ) তুলনা করা হয়েছে এমন; তুলনাকৃত। উপমিতি (বিশেষণ) ১ উপমা; তুলনা। ২ সাদৃশ্য সম্পর্কে জ্ঞান। উপমেয় (বিশেষ্য) ১ উপমার বিষয়। □ (বিশেষণ) উপমিত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ্‌+√মা+ অ(অঙ্‌)}
  • Bengali Word উপমাংস Bengali definition [উপোমাঙ্‌শো] (বিশেষ্য) ত্বকের উপরে উদ্‌গত অতিরিক্ত মাংস; আঁচিল। {(তৎসম বা সংস্কৃত) উপ+মাংস; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপমাতা Bengali definition [উপোমাতা] (বিশেষ্য) ১ স্ত্রী; ধাত্রী পালিকা বা মাসিপিসি শ্রেণীয় মাতৃতুল্যা নারী। □ (বিশেষণ) উপমা দেয় এমন; তুলনাকারী। {(তৎসম বা সংস্কৃত) উপ+মাতা; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপমান, উপমিত, উপমিতি, উপমেয় Bengali definition উপমা
  • Bengali Word উপযাচক Bengali definition [উপোজাচোক্‌] (বিশেষণ) ১ নিজে থেকে এসে যাচ্ঞা করে এমন; স্বয়ংপ্রার্থী। ২ উপরপড়া। ৩ বিনা আহ্বানে অপরের দায়িত্ব নিযে কাজ করে দেয় এমন। উপযাচিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে রমণী আপনা থেকে আসক্তি প্রকাশ করে বা সম্ভোগ প্রার্থনা করে। ‍উপযাচিত (বিশেষণ) ১ নিজে থেকে প্রার্থিত। ২ প্রার্থনা করা হয়েছে এমন। □ (বিশেষ্য) উপযাচন; প্রার্থনা; যাচ্ঞা; ভিক্ষা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √যাচ্‌+অক(ণ্বুল্)}
  • Bengali Word উপযুক্ত Bengali definition [উপোজুক্‌তো] (বিশেষণ) ১ যোগ্য; যথোপযোগী। ২ সমকক্ষ; তুল্য; অনুরূপ। ৩ ন্যায্য; উচিত। ৪ সমর্থ; সক্ষম। উপযুক্ততা, উপযুক্তি (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √যুজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপযোগ Bengali definition [উপোজোগ্] (বিশেষ্য) ১ উপোযোগিতা; আবশ্যকতা; কার্যকারিতা। ২ উপকার; আনুকূল্য। ৩ ব্যবহার; প্রয়োগ। ৪ ভোজন; ভোগ। উপযোগবাদ (বিশেষ্য) (দর্শন.) জগতের সমস্তই মঙ্গলকর এই মতবাদ (তিনি ড্যুই-প্রচারিত উপযোগ-বাদের আদিপুরুষ-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)উপ+ √যুজ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপযোগী(-গিন্‌) Bengali definition [উপোজোগি] (বিশেষ্য) ১ উপযুক্ত; যোগ্য; সঙ্গত। ২ প্রয়োজন সাধনে সমর্থ। ৩ কার্যকর। ৪ অনুকূল। উপযোগিতা (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উপযোগ+ইন্‌(ইনি)}
  • Bengali Word উপযোজন Bengali definition [উপোজোজোন্‌] (বিশেষ্য) অবস্থার উপযোগীকরণ; সামঞ্জস্যবিধান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √যুজ্‌+অন(ল্যুট্)}
  • Bengali Word উপর Bengali definition [উপোর্‌] (বিশেষ্য) ১ ঊর্ধ্বভাগ; ঊর্ধ্বদিক। ২ ঘরের চাল বা ছাদ। □ (বিশেষণ) ১ ঊর্ধ্বে স্থিত; উচ্চ। ২ অতিরিক্ত। উপরঅলা, উপরআলা, উপরওয়ালা (বিশেষ্য) ১ ঊর্ধ্বতন কর্মচারী। ২ মালিক; প্রভু। □ (বিশেষণ) উপরিতম; উপরস্থ। উপর উপর অব্য (ক্রিয়া) (বিশেষণ) ভাসাভাসা; আলগা আলগা; অগভীরভাবে। □ (বিশেষণ) উপর্যুপরি; একর পর আর। উপরচড়া (বিশেষণ) ১ গায়ে পড়ে ঝগড়া করে এমন। ২ আক্রমণকারী। উপরচাল (বিশেষ্য) ১ দাবা সতরঞ্জ বা ঐ জাতীয় খেলায় প্রতিপক্ষের চালকে বিফল করে পরাস্ত করার জন্য প্রদত্ত চাল। ২ চতুর বিপক্ষকে পরাস্ত করার মতো পাল্টা চাতুরী। উপর চালক (বিশেষণ) ১ অতিরিক্ত ধূর্ত; মাত্রাতিরিক্ত চালাক। ২ ফাজিল। উপর চালাকি (বিশেষ্য) লোক দেখানো বুদ্ধিমত্তা; অযথা চাতুরী (সবজান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপরচালাকি-সুকুমার রায়)। উপরপড়া (বিশেষণ) উপযাচক; স্বয়ংপ্রবৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) উপরি>}
  • Bengali Word উপরত Bengali definition [উপোরতো] (বিশেষণ) ১ নিবৃত্ত; বিরত। ২ বিগত। ৩ গত; মৃত। উপরতি (বিশেষ্য) ১ বাসনানিবৃত্তি; নিরাসক্তি; বৈরাগ্য। ২ মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপরত্ন Bengali definition [উপোরত্‌নো] (বিশেষ্য) ১ কৃত্রিম রত্ন; রত্নসদৃশ উজ্জ্বল বস্তু। ২ অল্প দামের রত্ন। {(তৎসম বা সংস্কৃত) উপ+রত্ন; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপরন্তু Bengali definition [উপোরোন্‌তু] (অব্যয়) এতদ্ব্যতীত; এ ছাড়া; অধিকন্তু (উপরন্তু বিড়ম্বনা-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অপরন্তু>উপরন্তু}
  • Bengali Word উপরাজ Bengali definition [উপোরাজ্] (বিশেষ্য) রাজপ্রতিনিধি; viceroy (তুচ্ছ করি রাজ-রোষ উপরাজে দিল যে ধিক্কার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+রাজন্‌; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপরি ১ Bengali definition [উপ্‌রি] (বিশেষণ) ১ নির্দিষ্টের অতিরিক্ত; বাড়তি (উপরি খরচ)। ২ অপ্রত্যাশিত (উপরি লাভ)। □ (বিশেষ্য) ঘুষ; নিয়ম বহির্ভূত আয় (বেতন ছাড়া উপরি কতো?)। {উপর+ই}
  • Bengali Word উপরি ২ Bengali definition [উপোরি] (অব্যয়) ১ উপরে; ঊর্ধ্বে। ২ তারপর; অনন্তর; অতঃপর। উপরিউক্ত (বিশেষণ) উপরে বা পূর্বে যা বলা হয়েছে; পূর্বোক্ত; প্রাগুক্ত (‘উপরোক্ত’ ভুল)। উপরি উপরি, উপরাউপরি (বিশেষণ) ১ পরপর; উপর্যুপরি। ২ একটির উপর আর একটি (উপরাউপরি এত বড় দুটো আঘাত কি করে সামলাবে নকু-শামসুল হক)। □ ( ক্রিয়াবিশেষণ) ভাসা ভাসা; অগভীরভাবে। উপরিচর (বিশেষণ) ঊর্ধ্বচর; আকাশগামী। □ (বিশেষ্য) পৌরাণিক রাজাবিশেষ। উপরিতন (বিশেষণ) ১ ঊর্ধ্বতন; ঊর্ধ্বস্থ। ২ পদমর্যাদায় উচ্চতর; উপরওয়ালা। উপরিভাগ (বিশেষ্য) বস্তুর যে অংশ উপরে থাকে; পৃষ্ঠ। উপরিস্থ, উপরিস্থিত (বিশেষণ) উপরে রয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+রি; অথবা, ঊর্ধ্ব+রি (নিপাতনে)}
  • Bengali Word উপরুদ্ধ Bengali definition [উপোরুদ্‌ধো] (বিশেষণ) ১ অনুরুদ্ধ। ২ আবদ্ধ। ৩ উৎপীড়িত; অত্যাচারিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+√রুধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপরোক্ত, উপর্যুক্ত Bengali definition [উপোরোক্‌তো, উপোরজুক্‌তো] (বিশেষণ) পূর্বে উক্ত হয়েছে এমন; পূর্বে কথিত। {(তৎসম বা সংস্কৃত) উপরি+উক্ত; সংস্কৃত ব্যাকরণে সন্ধির নিয়মে ‘উপর্যুক্ত’ শব্দটি শুদ্ধ, অন্যদিকে ‘উপরোক্ত’ শব্দটি বাংলায় বহুল প্রচলিত}
  • Bengali Word উপরোধ Bengali definition [উপোরোধ্‌] (বিশেষ্য)(বিশেষ্য) অনুরোধ (মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সুপারিশ। ৩ খাতির (তাহা সনে যুদ্ধ মোর কোন উপরোধ-কাদৌ)। উপরোধক (বিশেষণ) উপরোধকারী। উপরোধে ঢেঁকি গেলা-অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √রুধ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপর্যুক্ত Bengali definition উপরোক্ত
  • Bengali Word উপর্যুপরি Bengali definition [উপোর্‌জুপোরি] (অব্যয়) ১ একটির উপর অন্য একটি; উপরিউপরি। ২ ক্রমাগত; ক্রমান্বয়ে। {(তৎসম বা সংস্কৃত) উপরি+উপরি}
  • Bengali Word উপল Bengali definition [উপল্‌] (বিশেষ্য) ১ শিলা; পাথর। ২ মহার্ঘপ্রস্তর। ৩ রত্ন। উপলধোওয়া (বিশেষণ) পাথরের উপর দিয়ে প্রবাহিত ও স্বচ্ছ (পাহাড়ী ঝরনার উপলধোওয়া পানির স্বচ্ছতা তার চোখের মণিতে-আবু জাফর শামসুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লা+অ(ক)}
  • Bengali Word উপলক্ষ Bengali definition [উপোলক্‌খো] (বিশেষ্য) ১ উদ্দেশ্য; প্রয়োজন। ২ অবলম্বন; ব্যপদেশ। ৩ অজুহাত; ওছিলা; ছুতা। ৪ উদ্দেশ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লক্ষ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপলক্ষক Bengali definition [উপোলক্‌খোক্‌] (বিশেষণ) সাধারণ চিহ্নাদি অবলম্বন করে প্রকৃত ব্যাপার অবগত হওয়া যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লক্ষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word উপলক্ষণ Bengali definition [উপোলক্‌খোন্‌] (বিশেষ্য) ১ সূচনা; আভাস। ২ নির্দশন; চিহ্ন। ৩ উপক্রম। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লক্ষ্‌+অন(ল্যুট্)}