Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উন্নস Bengali definition [উন্‌নশ্] (বিশেষণ) নাসিকা উন্নত এমন; উঁচু নাকবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত ) উৎ+নাসা (>নস)+ সমাসান্ত অ(অচ্); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্নাসিক Bengali definition [উন্‌নাশিক্] (বিশেষণ) অবজ্ঞায় নাক উঁচু করে বা বাঁকায় এমন। ২ সব কিছুকেই তুচ্ছ করে এমন; snob (যত বড় উন্নাসিকই হোক না কেন, পুলিস সায়েবের বাংলোটি কিছুমাত্র ফেলনা নয়-সৈয়দ মুজতবা আলী)। ৩ ঘ্রাণ গ্রহণে আগ্রহশীল (তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়-সৈয়দ মুজতবা আলী)। উন্নাসিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+নাসিকা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্নিদ্র Bengali definition [উন্‌নিদ্‌দ্রো] (বিশেষণ) ১ নিদ্রাহীন; বিনিদ্র; জাগ্রত। ২ সাবধান; সতর্ক। উন্নিদ্রা (বিশেষ্য) ১ নিদ্রাহীনতা; ঘুম না আসা (উন্নিদ্রায় বহুক্ষণাবধি উৎকট মানসিক যন্ত্রণা-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সাবধানতা; সতর্কতা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+নিদ্রা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্নীত Bengali definition [উন্‌নিতো] (বিশেষণ) ১ উন্নতিপ্রাপ্ত। ২ উর্ধ্বে নীত বা স্থাপিত; উত্তোলিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+নীত}
  • Bengali Word উন্নেতা Bengali definition [উন্‌নেতা] (বিশেষ্য), (বিশেষণ) যে উন্নয়ন করে; উন্নতি সাধন করে এমন। □ (বিশেষণ) উর্ধ্বে নিয়ে যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+নেতা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্নয়ন Bengali definition [উন্‌নয়ন্] (বিশেষ্য) ১ উন্নতিসাধন। ২ উত্তোলন। ৩ উন্নতি। উন্নয়ন প্রকল্প (বিশেষ্য) ১ উন্নতিবিষয়ক পরিকল্পনা; planning of development। ২ উন্নতি বিষয়ে যুক্তিতর্ক সমর্থিত অনুমান বা সিদ্ধান্ত; development hypothesis। উন্নয়ন–প্রকল্পক ( বিশেষ্য) উন্নয়ন বিষয়ে নকশাকার; planner। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √নী+অন(ল্যুট্)}
  • Bengali Word উন্মগ্ন Bengali definition [উন্‌মগ্‌নো] (বিশেষণ) ১ জলতল থেকে উত্থিত। ২ ডুবন্ত অবস্থা থেকে উদ্ধারপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মস্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উন্মজ্জন Bengali definition [উন্‌মজ্‌জন্] (বিশেষ্য) জলতল থেকে উত্থান; ভেসে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+সম্‌জ্+অন(ল্যুট্)}
  • Bengali Word উন্মত্ত Bengali definition [উন্‌মত্‌তো] (বিশেষণ) ১ উন্মাদ; পাগল; বাতুল। ২ উত্তেজিত; ক্ষিপ্ত। ৩ হিতাহিত জ্ঞানলুপ্ত। ৪ মাতাল; অতিশয় আসক্ত। ৫ আত্মহারা; তন্ময়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√মদ্+ত(ক্ত)}
  • Bengali Word উন্মথন Bengali definition [উন্‌মথোন্] (বিশেষ্য) ১ উত্তমরূপে ঘোঁটা; মন্থন। ২ মর্দন। ৩ হনন। উন্মথিত (বিশেষণ) ১ ঘোঁটা বা মন্থন করা হয়েছে এমন (সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে-হাবীবুর রহমান)। ২ বহিরাগত আকর্ষণের ফলে উদ্বেলিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মথন}
  • Bengali Word উন্মদ Bengali definition [উন্‌মদ্] (বিশেষণ) ১ উন্মত্ত; ক্ষিপ্ত। ২ প্রমত্ত (উন্মদ পবনে যমুনা তর্জিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। উন্মদা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মদ্+অ(অচ্); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মন Bengali definition [উন্‌মন্] (বিশেষ্য) ১ অন্যমনস্ক; উদাস (কলসে কঙ্কণে রিনিঠিনি ঝনকে চমকায় উন্মন চম্পা বনকে-কাজী নজরুল ইসলাম)। ২ উদ্বেগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মনস্>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মনা, উন্মনাঃ Bengali definition [উন্‌মনা, উন্‌মনাহ্] (বিশেষণ) ১ উৎকণ্ঠিত; ব্যাকুল। ২ অন্যমনস্ক; আনমনা (স্নিগ্ধ নবঘন হেরি আছিল উন্মনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ উদাস (আমার উন্মনা আঁখি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ উৎসুক; আগ্রহশীল (চক্ষু তাহার কামনায় উন্মনা-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মনস্; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মন্থ Bengali definition উন্মন্থন
  • Bengali Word উন্মন্থন, উন্মন্থ Bengali definition [উন্‌মন্‌থন্, উন্‌মন্‌থো] (বিশেষ্য) ১ আলোড়ন; মন্থন; ঘাঁটা। ২ হনন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মন্থ্+অন(ল্যুট্), অ(ঘঞ্)}
  • Bengali Word উন্মাদ Bengali definition [উন্‌মাদ্] (বিশেষ্য) ১ পাগল; উন্মত্ত; ক্ষিপ্ত। ২ হিতাহিত জ্ঞানহারা। ৩ প্রচণ্ড (উন্মাদগতি)। □ (বিশেষ্য) পাগলামি; উন্মত্ততা; বায়ুরোগ। উন্মাদাগার (বিশেষ্য) পাগলাগারদ; পাগলদের চিকিৎসালয়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√মদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উন্মাদন Bengali definition [উন্‌মাদন্] (বিশেষ্য) উন্মত্ততা জন্মানো; পাগল করা। □ (বিশেষণ) উন্মত্ত করা যায় এমন; উন্মত্ততা সম্পাদক। উন্মাদক (বিশেষণ) ১ উন্মত্ততা জন্মায় এমন; পাগল করে এমন। ২ মত্ততা সৃষ্টিকারী; মাতাল করে এমন। উন্মাদনা (বিশেষ্য) ১ উত্তেজনা। ২ প্রেরণা; প্রবল উৎসাহ। ৩ চিত্তবিক্ষোভ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মদ্+ই(ণিচ্)+অন(ল্যুট্)}
  • Bengali Word উন্মাদিত Bengali definition [উন্‌মাদিতো] (বিশেষণ) ১ উন্মাদ করা হয়েছে এমন। ২ উন্মাদনাবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√মদ্+ই(ণিচ্)+ত(ক্ত)}
  • Bengali Word উন্মাদী (-দিন্) Bengali definition [উন্‌মাদি] (বিশেষণ) ১ উন্মাদযুক্ত; প্রমত্ত। ২ উন্মত্তকারী; উন্মাদক। উন্মাদিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মদ্+ইন্‌(ণিনি)}
  • Bengali Word উন্মান Bengali definition [উন্‌মান্] (বিশেষ্য) ১ পরিমাণবিশেষ। ২ ওজন; তৌল; ভাবনির্ণয়। ৩ উচ্চতা নির্ণয়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মা+অন(ল্যুট্)}
  • Bengali Word উন্মার্গ Bengali definition [উন্‌মার্‌গো] (বিশেষ্য) ১ কুপথ; অবিহিত পন্থা। ২ ভ্রষ্টাচার; কদাচার। □ (বিশেষণ) ১ কুপথ বা বিপথগামী। ২ কদাচারী; ভ্রষ্টাচারী। ৩ অন্যপথে বা বিপথে চালিত (উন্মার্গ হয়েছে নদী-সুধূন্দ্রনাথ দত্ত)। উন্মার্গগামী (বিশেষণ ) ১ কুপথগামী; বিপথগামী (জাবালি ভ্রষ্টাচার উন্মার্গগামী নাস্তিক-রাজশেখর বসু (পরশু))। ২ অসদাচারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মার্গ}
  • Bengali Word উন্মিষিত Bengali definition [উন্‌মিশিতো] (বিশেষণ) বিকশিত; প্রস্ফুট (একই অনপেক্ষ আকাশ। একই উন্মিষিত ভবিষ্যৎ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মিষ্+ত(ক্ত)}
  • Bengali Word উন্মীলন Bengali definition [উন্‌মিলন্] (বিশেষ্য) ১ চোখ মেলে চাওয়া; চোখ খোলা। ২ বিকাশ। ৩ উদ্‌ঘাটন; উন্মোচন। উন্মীলিত (বিশেষণ) ১ উন্মীলন হয়েছে এমন। ২ প্রকাশিত। ৩ বিকশিত। ৪ উন্মোচিত; উদ্‌ঘাটিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মীল্+অন(ল্যুট্)}
  • Bengali Word উন্মুক্ত Bengali definition [উন্‌মুক্‌তো] (বিশেষণ) ১ খোলা; বন্ধনরহিত; অবরোধমুক্ত। ২ মুক্তিপ্রাপ্ত; নিষ্কৃতিপ্রাপ্ত; খালাস। ৩ অনাবৃত; খোলা। ৪ অকপট; উদার। উন্মুক্ততা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মুচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উন্মুখ Bengali definition [উন্‌মুখ্] (বিশেষণ) ১ ব্যগ্র; উৎসুক (নিজেদের ছত্রচ্ছায় রাখিতেই সে যেন বেশি উন্মুখ-আবুল কালাম শাসসুদ্দিন)। ২ উদ্যত (উন্মুখ অধরে চুম্বন-অমৃত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ প্রবৃত্ত; তৎপর। উন্মুখতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ মুখ; ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মুখর Bengali definition [উন্‌মুখর্] (বিশেষণ) উন্মুখ ও মুখর; সোচ্চার; আগ্রহোদ্দীপ্ত; স্পষ্টরূপে ব্যগ্র; প্রকটভাবে আগ্রহান্বিত (সহজ বিস্ময় ও সরল জিজ্ঞাসার উন্মুখ-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মুখ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মুদ্র Bengali definition [উন্‌মুদ্‌দ্রো] (বিশেষণ) ১ সিলমোহর দেওয়া নেই এমন। ২ চিহ্নশূন্য; অকলঙ্ক। ৩ বিকশিত; প্রস্ফুটিত (উন্মুদ্র উষার লগ্নে যদি তুমি আদরে রাখিতে-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মুদ্রা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মূল Bengali definition [উন্‌মুল্‌] (বিশেষণ) নির্মূল। □ (বিশেষ্য) উচ্ছেদ (জীবনের অবসানে হবে কি উন্মূল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মূল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উন্মূলন Bengali definition [উন্‌মুলন্] (বিশেষ্য) ১ উৎপাটন। ২ উচ্ছেদ। ৩ বিনাশ। উন্মূলিত (বিশেষণ) উৎপাটিত (এই বলিয়া উন্মূলিত তরুর ন্যায় ভূতলে পতিত হইয়া, লক্ষ্মণ হাহাকার করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উন্মূলয়িতা (-তৃ) ( বিশেষণ) ১ উৎপাটন বা উন্মূলনকারী। ২ উচ্ছেদকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মূল্+ ণিচ্+অন(ল্যুট্)}
  • Bengali Word উন্মেষ , উন্মেষণ Bengali definition [উন্‌মেশ্‌, উন্‌মেশন্‌] (বিশেষ্য) ১ উন্মিলন; চোখ মেলে চাওয়া। ২ উদ্রেক; সঞ্চার (স্নেহের উন্মেষ)। ৩ ঈষৎ প্রকাশ। ৪ উদ্ভব। উন্মেষিত, উন্মিষিত (বিশেষণ) ১ উন্মেষপ্রাপ্ত। ২ বিকশিত; উন্মীলিত। উন্মেষিত-যৌবনা (বিশেষণ) সদ্যবিকশিত যৌবনসম্পন্না (উন্মেষিত যৌবনা নববধূ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মিষ্‌+অ(ঘঞ্), অন(ল্যুট্)}