Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উপনিবেশ Bengali definition [উপোনিবেশ্] (বিশেষ্য) জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয়; colony (প্রাথমিক যুগে বঙ্গদেশ ছিল মুসলমান বণিকদের একটি উপনিবেশ)। ঔপনিবেশিক (বিশেষণ)। উপনিবিষ্ট, উপনিবেশিত (বিশেষণ) উপনিবেশ স্থাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+√বিশ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপনিষদ, উপনিষৎ Bengali definition [উপোনিশদ্, উপোনিশত্] ১ (বিশেষ্য) হিন্দু ধর্মগ্রস্থ বেদের শেযাশং; জ্ঞানকাণ্ড; বেদান্ত। ২ ব্রহ্মবিদ্যা। ঔপনিষদ; ঔপনিষদিক (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+√সদ্+ক্বিপ্}
  • Bengali Word উপনিহিত Bengali definition [উপোনিহিতো] (বিশেষণ) অন্যের নিকট রক্ষিত; গচ্ছিত; ন্যস্ত। {উপ+নি+ √ধা+ত(ক্ত)}
  • Bengali Word উপনীত Bengali definition [উপোনিতো] (বিশেষণ) ১ উপস্থিত; আগত (নগরীতে উপনীত হইয়া-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ আনীত। ৩ উপনয়ন দ্বারা সংস্কৃত; পৈতা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √নী+ত(ক্ত)}
  • Bengali Word উপনেতা(-তৃ) Bengali definition [উপোনেতা] (বিশেষণ) ১ কৃত্রিম বা সহকারী নেতা। ২ যিনি উপনয়ন করান। ৩ যিনি আনয়ন করেন। {(তৎসম বা সংস্কৃত) উপ+নেতা; উপ+ √নী+ তৃ(তৃচ); (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপন্যস্ত Bengali definition [উপোন্‌নস্‌তো, উপোন্‌ন্যাস্‌তো] (বিশেষ্য), (বিশেষণ) ১ গচ্ছিত; অন্যের নিকট রক্ষিত। ২ উপস্থাপিত। ৩ প্রস্তাবিত উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+ √অস্+ত(ক্ত)}
  • Bengali Word উপন্যাস Bengali definition [উপোন্‌ন্যাস্] (বিশেষ্য) ১ দীর্ঘ আখ্যায়িকা; বড়ো গল্প; novel। ২ কাল্পনিক উপাখ্যান (বাল্যকালে যত ভৌতিক উপন্যাস শ্রুত হইয়াছিল-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ মুখবন্ধ। ৪ (বিশেষ্য) প্রস্তাব। উপন্যাসিকা (বিশেষ্য) ক্ষুদ্র উপন্যাস; novelette। {উপ+নি+ √অস্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপনয়ন Bengali definition [উপোনয়োন্] (বিশেষ্য) আনুষ্ঠানিকভাবে বালকের যজ্ঞোপবীত ধারণ; পৈতা দেওয়া (নবম বৎসরে মুচিরামের উপনয়ন হইল-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) উপ+√নী+অন(ল্যুট্)}
  • Bengali Word উপপতি Bengali definition [উপোপোতি] (বিশেষ্য) নাগর; অবৈধ প্রণয়ী; জার। উপপত্নী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+পতি; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপপত্তি Bengali definition [উপোপোত্‌তি] (বিশেষ্য) ১ যুক্তি; প্রমাণ (ব্যাকরণ মতে উপপত্তি দেখাইয়া ন্যায়মতেও উপপত্তি দেখাইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সিদ্ধান্ত; মীমাংসা। ৩ সম্পাদন। ৪ প্রাপ্তি। ৫ ঘটনা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √পদ্‌+তি(ক্তি)}
  • Bengali Word উপপত্নী Bengali definition [উপোপোত্‌নি] (বিশেষ্য) অবৈধ প্রণয়িনী; রক্ষিতা; উপস্ত্রী। উপপতি (পুলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+পত্নী; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপপথ Bengali definition [উপোপথ্] (বিশেষ্য) ১ অপ্রশস্ত পথ; গলি। ২ অপ্রধান পথ। {(তৎসম বা সংস্কৃত) উপ+পথ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপপদ Bengali definition [উপোপদ্] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) সমসবিশেষ; পূর্বপদের সহিত কৃদন্ত পদের সমাস। ২ পদের নিকটস্থ পদ; পূর্বপদ। ৩ অপ্রধান পদ। {(তৎসম বা সংস্কৃত) উপ+পদ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপপাতক Bengali definition [উপোপাতোক্] (বিশেষ্য) অপেক্ষাকৃত ন্যূন বা লঘু পাপ। {(তৎসম বা সংস্কৃত) উপ+পাতক; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপপাদ Bengali definition [উপোপাদো] (বিশেষ্য) ১ মীমাংসা; যুক্তির দ্বারা সম্পাদন সমর্থন বা সমাধান; প্রতিপাদন; প্রমাণ করা। ২ প্রাপ্তি; লাভ; সংঘটন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √পদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপপাদক Bengali definition [উপোপাদোক] (বিশেষণ) ১ মীমাংসাকারী; সমাধানকারী। ২ সম্পাদক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √পদ্+ণিচ্+অক}
  • Bengali Word উপপাদন Bengali definition [উপোপাদোন্] (বিশেষ্য) ১ তর্ক ও যুক্তির সাহায্যে সমর্থন; মীমাংসাকরণ। ২ সাধন, সম্পাদন। ৩ প্রতিপাদন। উপপাদনীয় (বিশেষণ) ১ উপপাদনযোগ্য। ২ প্রতিপাদ্য। ৩ সম্পাদ্য। উপপাদ্য (বিশেষ্য) (গণিত.) যথার্থ বলে প্রমাণ করতে হবে এমন; প্রতিজ্ঞা; theorem । {(তৎসম বা সংস্কৃত) উপ+ √পদ্+ ই(ণিচ্)+অন(ল্যুট্)}
  • Bengali Word উপপুরাণ Bengali definition [উপোপুরান্] (বিশেষ্য) অপ্রধান পুরাণ (কালিকাপুরাণ, নৃসিংহ পুরাণ ইত্যাদি) {(তৎসম বা সংস্কৃত) উপ+পুরাণ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপপ্লব Bengali definition [উপোপ্‌প্লবো] (বিশেষ্য) ১ বিপ্লব; বিদ্রোহ (দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির-কাজী নজরুল ইসলাম; সাধু নামধারী ব্যক্তিগণ কর্তৃক উপস্থাপিত উপপ্লবাদির চরম লক্ষ্য-মওলানা আকরম খাঁ)। ২ প্রাকৃতিক দুর্যোগ বা উপদ্রব। ৩ বিপদ। উপপ্লাবী(-বিন্) (বিশেষণ) ১ বিদ্রোহী। ২ প্রচণ্ড; উন্মত্ত (উপপ্লাবী বাসনার বর্বর জোয়ারে-বুদ্ধদেব বসু)। উপপ্লুত (বিশেষণ) ১ প্রাকৃতিক উপদ্রবে পীড়িত। ২ বিপদগ্রস্থ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √প্লু+অ(অপ্)}
  • Bengali Word উপবন Bengali definition [উপোবন্] (বিশেষ্য) ১ উদ্যান; বাগান। ২ বিলাসকুঞ্জ; উদ্যান-বাটিকা (ভাগ্যক্রমে তপোবন তোমার উপবন হইয়া উঠিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ বনের সমীপস্থ ক্ষুদ্র বন (বনে উপবনে কুঞ্জে ফোটাও চামেলি চম্পা হেনা-কাজী নজরুল ইসলাম)। ৪ পরিকল্পনানুযায়ী নির্মিত কৃত্রিম বন। {(তৎসম বা সংস্কৃত) উপ+বন; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপবাস Bengali definition [উপোবাশ্] (বিশেষ্য) অনশন; উপোস। উপবাসী(-সিন্), উপবাসক (বিশেষণ) না খেয়ে আছে এমন; অনাহারী (স্নেহে প্রেমে সম্ভাষণে উপবাসী প্রবাসী-হৃদয় আবারো আকাশ হয়-রখা)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √বস্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপবিদ্যা Bengali definition [উপোবিদ্‌দা] (বিশেষ্য) গৌণ বা অপ্রধান বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) উপ+বিদ্যা; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপবিধি Bengali definition [উপোবিধি] (বিশেষ্য) প্রধান বা মূল আইনের অন্তর্গত অন্য আইন; bylaw। {(তৎসম বা সংস্কৃত) উপ+বিধি; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপবিষ Bengali definition [উপোবিশ্‌] (বিশেষ্য) ১ আকন্দ করবী প্রভৃতি বৃক্ষ থেকে নির্গত বিষাক্ত আঠা। ২ কৃত্রিম বিষ। {(তৎসম বা সংস্কৃত) উপ+বিষ}
  • Bengali Word উপবিষ্ট Bengali definition [উপোবিশ্‌টো] উপবেশন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √বিশ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপবীত Bengali definition [উপোবিত্] (বিশেষ্য) পৈতা; যজ্ঞসূত্র (পুরোহিতের কথায় অপু চেলী পরিল, নতুন উপবীত ধারণ করিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। উপবীতী (-তিন্) (বিশেষণ) উপবীত ধারণ করেছে এমন, যজ্ঞসূত্রধারী। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √বী+ত(ক্ত)}
  • Bengali Word উপবৃত্তাকার Bengali definition [উপোবৃত্‌তাকার] (বিশেষ্য) বৃত্তাকারতুল্য, বৃত্তাকার সদৃশ (গ্রহের পথ বৃত্তাকার নয়, উপবৃত্তাকার-শাফ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+বৃত্তাকার; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপবেদ Bengali definition [উপোবেদ্] (বিশেষ্য) আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) উপ+বেদ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপবেশ Bengali definition উপবেশন
  • Bengali Word উপবেশন, উপবেশ Bengali definition [উপোবেশোন্, উপোবেশ্] (বিশেষ্য) ১ বসা; আসনগ্রহণ। ২ বসানো। উপবেশয়িতা(-তৃ) (বিশেষ্য), (বিশেষণ) বসায় বা বসিয়ে দেয় এমন। উপবেশিত (বিশেষণ) উপবেশন করানো হয়েছে এমন। উপবিষ্ট (বিশেষণ) বসে আছে এমন; আসীন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √বিশ্+অন(ল্যুট্)}