Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word unforgetable Bengali definition [আন্‌ফাগেটাব্‌ল্] (adjective) অবিস্মরণীয়
  • English Word unfortunate Bengali definition [আন্‌ফোচুনাট্] (adjective) দুর্ভাগ্যজনক; দুঃখজনক; শোচনীয়; হতভাগ্যunfortunately (adverb) দূরদৃষ্টক্রমে; দুঃখজনকভাবে।
  • English Word unfounded Bengali definition [আন্‌ফাউন্‌ডিড্] (adjective) ভিত্তিহীন; অমূলক
  • English Word unfrequented Bengali definition [আন্‌ফ্রিকোয়েন্‌টিড্] (adjective) (স্থান) ক্বচিৎ জনসমাগম ঘটে এমন; লোকসমাগমশূন্য; বিরল; বিজন
  • English Word unfriendly Bengali definition [আন্‌ফ্রেনড্‌লি] (adjective) অবন্ধুসুলভ; বৈরী; প্রতিকূল; অপ্রিয়; অস্নিগ্ধ
  • English Word unfrock Bengali definition [আন্‌ফ্রক্] (verb transitive) (অসদাচারের জন্য পাদরিকে) যাজকবৃত্তি থেকে অপসারণ করা
  • English Word unfruitful Bengali definition [আন্‌ফ্রূটফ্‌ল্‌] (adjective) অফলপ্রসূ; নিষ্ফল; অসফল; বিফল; বন্ধ্য
  • English Word unfulfilled Bengali definition [আন্‌ফুলফিল্‌ড্‌] (adjective) অপালিত; অপূর্ণ; অসম্পূর্ণ; অচরিতার্থ
  • English Word unfurl Bengali definition [আন্‌ফাল্] (verb transitive), (verb intransitive) (গোটানো অবস্থা থেকে) সমুৎক্ষিপ্ত/বিসারিত করা বা হওয়া; খোলা; মেলা; unfurl the sails.
  • English Word unfurnished Bengali definition [আন্‌ফানিশ্‌ট্] (adjective) (বিশেষত) আসবাবপত্রহীন; অসজ্জিত
  • English Word ungainly Bengali definition [আন্‌গেইন্‌লি] (adjective) বেঢপ; বেয়াড়া; অসুন্দর
  • English Word ungenerous Bengali definition [আন্‌জেনারাস্‌] (adjective) অনুদার; সংকীর্ণচিত্ত; ব্যয়কুণ্ঠ; নিষ্ঠুর; অল্পমনস্ক
  • English Word ungodly Bengali definition [আন্‌গড্‌লি] (adjective) অধার্মিক; অধর্মচারী; পাষণ্ড; অনীশ্বর; ঈশ্বরভক্তিহীন; পাপী(২) (কথ্য) বিরক্তিকর; অপ্রিয়কর; জঘন্য(৩) (কথ্য) অসংগত; অনুপযুক্ত; অসমীচীন: Why did you wake me at this ungodly hour?
  • English Word ungovernable Bengali definition [আন্‌গভানাব্‌ল্‌] (adjective) অশাসনীয়; দুঃশাসন-দুর্দনীয়; দুরন্ত; দুদর্ম: ungovernable passions; an ungovernable temper.
  • English Word ungrateful Bengali definition [আন্‌গ্রেইট্‌ফ্‌ল্] (adjective) অকৃতজ্ঞ; নিমকহারাম(২) (দায়িত্ব) অপ্রীতিকর; অপ্রিয়কর; অরুচিকর
  • English Word ungrudging Bengali definition [আন্‌গ্রাজিঙ্] (adjective) অকাতর; অকুণ্ঠচিত্ত
  • English Word unguarded Bengali definition [আন্‌গা:ডিড্] (adjective) (বিশেষত ব্যক্তি ও তার বক্তব্য) অসতর্ক; অরক্ষিত: in an unguarded moment.
  • English Word unguent Bengali definition [আন্‌গোয়ান্‌ট্] (noun) [countable noun, uncountable noun] মলম বা পিচ্ছিলকারক হিসেবে ব্যবহৃত নরম পদার্থ; প্রলেপ; বিলেপন; অনুলেপন
  • English Word unhallowed Bengali definition [আন্‌হ্যালোড্] (adjective) (১) পবিত্র করা হয়নি এমন; অসংস্কৃত; অপবিত্র; অপবিত্রিত: buried in unhallowed ground, গির্জা কর্তৃক ধর্মোদ্দেশ্যে উৎসৃষ্ট হয়নি এমন ক্ষেত্রে সমাধিস্থ। (২) দুষ্ট; অধার্মিক; ধর্মহীন; পাপিষ্ঠ
  • English Word unhappy Bengali definition [আন্‌হ্যাপি] (adjective) (unhappier, unhappiest) (১) অসুখী; নিরানন্দ; দুর্ভাগ্যজনক; অসুখকর(২) অনুপযোগী; অনুচিত; বেমওকা; বেফাঁস; অসঙ্গত; মুখছুট: an unhappy comment.
  • English Word unhealthy Bengali definition [আন্‌হেল্‌থি] (adjective) অস্বাস্থ্যকর; স্বাস্থ্যহানিকর; (কথ্য) বিপজ্জনক; সাংঘাতিক।
  • English Word unheard Bengali definition [আন্‌হাড্] (adjective) অশ্রুত; অনাকর্ণিত; শুনানি মঞ্জুর হয়নি এমনgo unheard (ক) অশ্রুত হওয়া বা থাকা। (খ) শ্রবণেচ্ছু কাউকে না-পাওয়া: unheard-of [আন্‌হাড্ অভ] অশ্রুতপূর্ব; অসাধারণ; দৃষ্টান্তবিহীন।
  • English Word unhesitating Bengali definition [আন্‌হেজিটেইটিঙ্] (adjective) দ্বিধাহীন; নিঃসংকোচ
  • English Word unhinge Bengali definition [আন্‌হিন্‌জ্‌] (verb transitive) (দরজা, ফটক, ইত্যাদি) কবজা থেকে খুলে নেওয়া; বিসন্ধিত করা; (কারো মন, মস্তিষ্ক) বিকল/ভারসাম্যহীন করা; মানসিকভাবে অসুস্থ করা।
  • English Word unholy Bengali definition [আন্‌হোলি] (adjective) (১) অশুভ; পাপময়; অপূত(২) অসংগত; অযৌক্তিক
  • English Word unhook Bengali definition [আন্‌হুক্] (verb transitive) (পোশাকপরিচ্ছদের) আঁকড়ি খোলা; আঁকড়ি বা বড়শি থেকে খুলে ফেলা
  • English Word unhoped-for Bengali definition [আন্‌হোপ্‌ট্‌ ফো(র্‌)] (adjective) অপ্রত্যাশিত; অনুপপন্ন
  • English Word unhurt Bengali definition [আন্‌হাট্‌] (adjective) অনাহত; অক্ষত; অপরিক্ষত
  • English Word unhygienic Bengali definition [আন্‌হাইজীনিক্] (adjective) অস্বাস্থ্যকর; স্বাস্থ্যবিধিবিরুদ্ধ
  • English Word unicameral Bengali definition [ইঊনিক্যামরাল্] (adjective) (সংসদ) এককক্ষবিশিষ্ট