Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word unenterprising Bengali definition [আন্এন্‌টাপ্রাইজিঙ্] (adjective) অনুদ্যোগী; উদ্যমহীন; নিশ্চেষ্ট; অচেষ্টিত
  • English Word unenviable Bengali definition [আন্এন্‌ভিআব্‌ল্] (adjective) ঈর্ষার অযোগ্য; অঈর্ষণীয়; অস্পৃহণীয়; অনাকাঙ্ক্ষণীয়
  • English Word unequal Bengali definition [আন্ঈকোয়াল্] (adjective) unequal (to something) (১) অসম(২) (বিশেষত লেখা) সর্বত্র সমান গুণবিশিষ্ট নয়; অসমান; অসমগুণান্বিত; পরিবর্তনশীল(৩) যথেষ্ট সবল, বিচক্ষণ ইত্যাদি নয়; অসমকক্ষ: He feels unequal to the task. unequally [আন্ঈকোয়ালি] (adverb) অসমভাবে।
  • English Word unequalled Bengali definition [আন্‌ঈকোয়ল্‌ড্] (adjective) অতুলনীয়; অপ্রতিদ্বন্দ্বী; অপ্রতিম; অনুপম
  • English Word unequivocal Bengali definition [আনিকোয়িভাক্‌ল্‌] (adjective) স্পষ্ট; দ্ব্যর্থহীন
  • English Word unerring Bengali definition [আন্আরিঙ্] (adjective) যথাযথ; নির্ভুল; অব্যর্থ; অমোঘ; অভ্রান্ত: unerringaim. unerringly (adverb) অব্যর্থভাবে; অমোঘভাবে।
  • English Word unessential Bengali definition [আন্ইসেন্‌শ্‌ল্] (adjective) অস্তিত্বহীন; অনাবশ্যক; গুরুত্বহীন; গৌণ; অমুখ্য; অপ্রধান
  • English Word uneven Bengali definition [আন্ঈভ্‌ন্] (adjective) অসম; বিষম; অমসৃণ; বন্ধুর; অসমতল; উন্নতানত
  • English Word uneventful Bengali definition [আনিভেন্‌ট্‌ফ্‌ল্] (adjective) ঘটনাবিরল
  • English Word unexampled Bengali definition [আনিগ্‌জা:ম্‌প্‌ল্‌ড্ America(n) আনিগ্‌জ্যামপ্‌ল্‌ড্] (adjective) দৃষ্টান্তহীন; নজিরবিহীন; অনুপম; তুলনাহীন; অপূর্বপ্রতিম
  • English Word unexcaveted Bengali definition [আন্‌এক্‌স্‌কাভেইটিড্] (adjective) অখনিত; অনুদ্ঘাটিত; অনুৎখাত; অনিখাত
  • English Word unexceptionable Bengali definition [আনিক্‌সেপ্‌শানাব্‌ল্‌] (adjective) সমালোচনার ঊর্ধ্বে; অনবদ্য; নিরবদ্য; অনিন্দ্য
  • English Word unexpected Bengali definition [আনিকস্‌পেকটিড্] (adjective) অনপেক্ষিত; আকস্মিক; অপ্রত্যাশিত; আলটপকা: unexpected guest/questions.
  • English Word unexplained Bengali definition [আনিক্‌স্‌প্লেইন্‌ড্] (adjective) অব্যাখ্যাত; কারণ দর্শানো হয়নি এমন; অব্যাকৃত
  • English Word unexposed Bengali definition [আনিক্‌সপোজড্‌] (adjective) আবৃত; অনুদ্ঘাটিত; অনুন্মোচিত; অপ্রকাশিত
  • English Word unfading Bengali definition [আন্‌ফেইডিঙ্] (adjective) চিরঅম্লান; অপরিম্লান
  • English Word unfailing Bengali definition [আন্‌ফেইলিঙ্] (adjective) অফুরন্ত; অনবসায়ী; অন্তহীন; চিরবিশ্বস্ত; অক্ষয়: Her good humour/patience; an unfailing friend. unfailingly (adverb) সদাসর্বদা; সর্বসময়ে। unfailingly courteous.
  • English Word unfair Bengali definition [আন্‌ফেআ(র্‌)] (adjective) অন্যায়; অন্যায্য; বিষম; অনুচিত; অসরল; পক্ষপাতদুষ্ট: unfair treatment/competition. unfairly (adverb) অন্যায়ভাবে। unfairness (noun) অন্যায়; অনৌচিত্য; অন্যায়াচারণ; অবিচার; বৈষম্য; অসমতা।
  • English Word unfaithful Bengali definition [আন্‌ফেইথফ্‌ল] (adjective) নিজ কর্তব্য, প্রতিশ্রুতি ইত্যাদির প্রতি বিশ্বস্ত নয়; (বিশেষত) বিবাহবন্ধনের প্রতি বিশ্বস্ত নয়; অবিশ্বাসী; বিশ্বাসহন্তা; বিশ্বাসহন্ত্রী; অপতিব্রতা; অবিশ্বস্ত: unfaithful wife, অপতিব্রতা/অসতী স্ত্রী। unfaithfully [আন্‌ফেইথফালি] (adverb) বিশ্বাস ভঙ্গ করে; বিশ্বাসঘাতকতা করে। unfaithfulness (noun) বিশ্বাসঘাতকতা; বিশ্বাসহীনতা; বিশ্বাসভঙ্গ; প্রতিজ্ঞাভঙ্গ।
  • English Word unfaltering Bengali definition [আন্‌ফোল্‌টারিঙ্] (adjective) অবিচলিত; দৃঢ়: with unfaltering steps/courage. unfalteringly (adverb) অবিচলিতভাবে।
  • English Word unfamiliar Bengali definition [আন্‌ফামিলিআ(র্‌)] (adjective) (১) অবিদিত; অচেনা; অপরিচিত: This scene is not unfamiliar to me. (২) unfamiliar with অপরিচিত; অনভ্যস্ত: unfamiliar with this kind of life.
  • English Word unfathomable Bengali definition [আন্‌ফ্যাদামাব্‌ল্‌] (adjective) অতল; অগাধ; অতলস্পর্শ; অনবগাহ্য; (লাক্ষণিক) দুর্জ্ঞেয়; দুর্বোধ; অনধিগম্য। unfathomed [আন্‌ফ্যাদম্‌ড্] (adjective) (ব্যক্তিচরিত্র) দুর্বোধ্য; অনধিগত; অজ্ঞাত; (অপরাধ ইত্যাদি) অনুদ্ঘাটিত; (সাগরের গভীরতা ইত্যাদি) মাপা হয়নি এমন; অগাধ; অতলস্পর্শ।
  • English Word unfed Bengali definition [আনফেড্] (adjective) অভুক্ত
  • English Word unfeeling Bengali definition [আন্‌ফীলিঙ্] (adjective) (১) কঠিনহৃদয়; নির্দয়; সহানুভূতিহীন; নিঃসাড়; নির্মম(২) অনুভূতিহীন; হৃদয়হীনunfeelingly (adverb) হৃদয়হীনভাবে ইত্যাদি।
  • English Word unfeigned Bengali definition [আন্‌ফেইন্‌ড্‌] (adjective) অকৃত্রিম; অকপট; অবিমিশ্র: unfeigned satisfaction. unfeignedly (adverb) অকপটে।
  • English Word unflagging Bengali definition [আন্‌ফ্ল্যাগিঙ্] অক্লান্ত; অবিশ্রান্ত; নিরবচ্ছিন্ন: work with unflagging energy.
  • English Word unflappable Bengali definition [আন্‌ফ্যাপাব্‌ল্] (adjective) (কথ্য) সংকটকালে অস্থির বা চঞ্চল হয় না এমন; অচঞ্চল; অবিচলিত; অবিচলচিত্ত। দ্রষ্টব্য flap 1 (৪).
  • English Word unfledged Bengali definition [আন্‌ফ্লেজড্] (adjective) (পাখি) এখনো উড়তে সক্ষম নয়; (লাক্ষণিক, ব্যক্তি) অপরিপক্ব; অনভিজ্ঞ; আনাড়ি; অনুদ্গতপক্ষ্ম; অজাতপক্ষ; অনুদ্‌ভিন্নপক্ষ্ম।
  • English Word unflinching Bengali definition [আন্‌ফ্লিল্‌চিঙ্] (adjective) নিঃশঙ্ক; নির্ভীক; দৃঢ়সংকল্প; সংকল্পবদ্ধ; অবিকম্পিত
  • English Word unfold Bengali definition [আন্‌ফোউল্‌ড্] (verb transitive), (verb intransitive) (১) (ভাঁজ-করা কিছু) খোলা; উন্মোচন করা(২) প্রকাশ পাওয়া বা হওয়া; উন্মোচন করা; উন্মোচিত হওয়া: as the story unfolds (itself).