Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word unwind Bengali definition [আন্ওয়াইন্‌ড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle undwound [আন্ওয়াইন্‌ড্] (১) পাক বা প্যাচ খোলা(২) (কথ্য) উত্তেজনা, ক্লান্তিকর কাজ ইত্যাদির পরে আরাম করা; হাঁপ ছাড়া
  • English Word unwitting Bengali definition [আন্ওয়িটিঙ্] (adjective) অনবহিত; অবিদিত; বেখবর; অজ্ঞ; অনভিপ্রায়িক; অনিচ্ছাকৃতunwittingly (adverb) অজ্ঞাতসারে; অজান্তে।
  • English Word unwritten Bengali definition [আন্‌রিট্‌ন্] (adjective) অলিখিতan unwritten law প্রথা বা ঐতিহ্যভিত্তিক আইন, যা কোথাও সুস্পষ্টভাবে বিবৃত হয়নি; অলিখিত আইন।
  • English Word un·fit·ted, un·fit·ting, un·fits Excerpted from The American Heritage Dictionary of the English Language, Third Edition Copyright © 1992 by Houghton Mifflin Company. Electronic version licensed from Lernout & Hauspie Speech Bengali definition [আন্‌ফিট্‌] (adjective) unfit (for something/to do something) অনুপযোগী; অনুপযুক্ত; অযোগ্য(verb transitive) (unfitted, unfitting, unfits) unfit somebody for something অক্ষম করা: an attack of sciatica unfitted me for jogging.
  • English Word un·zipped, un·zip·ping, un·zips Excerpted from The American Heritage Dictionary of the English Language, Third Edition Copyright © 1992 by Houghton Mifflin Company. Electronic version licensed from Lernout & Hauspie Speech P Bengali definition [আন্‌জিপ্] (verb transitive) (unzipped, unzipping, unzips) (পোশাক; থলে ইত্যাদি) চেন টেনে খোলাzip দ্রষ্টব্য
  • English Word up Bengali definition [আপ্‌] (adverbial particle) (১) (ক্রিয়াপদের সঙ্গে যুক্তভাবে ব্যবহার যথাস্থানে দ্রষ্টব্য) He’s not yet up, এখনো শয্যাত্যাগ করেনি; রাত জাগা; be up late, গভীর রাত পর্যন্ত জাগা; get up শয্যাত্যাগ করা; উঠে দাঁড়ানো; Get up to ask a question; Up with you! ওঠো! দাঁড়াও! parliament is up, অধিবেশন সমাপ্তWhat’s up? (কথ্য) কী হচ্ছে? There’s is something up, অস্বাভাবিক কিছু ঘটছে। up and about (বিশেষত সম্প্রতি অসুস্থ কোনো ব্যক্তি) শয্যাত্যাগী ও সক্রিয়; সুস্থসবল। (২) উচ্চতর স্থানে, অবস্থানে, মাত্রায় ইত্যাদি; উপরে; ঊর্ধ্বে; The tide is up, জোয়ার হয়েছে; go up, বাড়া; চড়া; Are you well up in German? ভালো অগ্রগতি হওয়া(৩) কোনো গুরুত্বপূর্ণ স্থানে; (ইংল্যান্ডে) লন্ডনে: When are you going up to London? The case will be brought up before the Supreme Court. (৪) (down, round, over ও across এর মতো অস্পষ্টভাবে ব্যবহৃত) কথিত স্থানে; যেস্থানে বক্তা আছেন, ছিলেন যা থাকবেন সেখানে: I went straight up to the counter. Go up to the policeman and ask him how to get there. (৫) (verb(s) এর সঙ্গে সম্পূর্ণতা বা অবসান নির্দেশ করতে): He has used up all his strength; Time’s up, সময় শেষ(৬) (তীব্রতা ইত্যাদির বৃদ্ধি নির্দেশ করতে): Please speak up! Their spirits went up. (৭) up against something (বাধাবিঘ্ন ইত্যাদির) সম্মুখীন হওয়াbe up before somebody আদালতে (বিচারক প্রভৃতির সম্মুখে) উপস্থিত হওয়া। up and down (ক) সামনে পিছনে; এ মাথা থেকে ও মাথা; ইতস্তত। (খ) উপরে-নিচে: bob up and down, ওঠানামা করা। সুতরাং, ups and down (সাধারণত লাক্ষণিক) উত্থানপতন। on the up (and up) (কথ্য) উত্তরোত্তর উন্নতি করা/ সাফল্যমণ্ডিত হওয়া। up for something (ক) (অপরাধ ইত্যাদির জন্য) অভিযুক্ত: up for driving without licence. (খ) বিবেচনাধীন; বিক্রয় বা নিলাম হবে বলে ঘোষিত: The law is up for amendment. The car is up for sale. be well up in/on something কোনো বিষয়ে বিশেষজ্ঞ/তথ্যাভিজ্ঞ হওয়া: She’s well up on motor mechanics. up to something (ক) কিছু নিয়ে ব্যস্ত; কিছুতে নিয়োজিত: What’re you up to? (খ) তুল্য/যোগ্য: She does not feel up to receiving visitors. He’s not up to the task. (গ) পর্যন্ত; অবধি: up to now/then. up to somebody কারো দায়িত্ব/ব্যাপার হওয়া: It’s up to you to choose a partner. all up (with somebody) দ্রষ্টব্য all 2 (১). up and-coming (ব্যক্তি) পেশায় বা কর্মজীবনে উন্নতিশীল; উদীয়মান; সম্ভাবনাময়: an up-an-coming young lawer. □(preposition(al)) (adverb- এর অর্থে): walk up the stairs; travel up country, (উপকূল থেকে) দেশের অভ্যন্তরে যাওয়া; walk up the road, রাস্তা ধরে। □(verb intransitive), (verb transitive) (upped, upping, ups) (১) (কেবল হাস্য বা কথ্য) জেগে ওঠা; লাফিয়ে ওঠা; খেপে যাওয়া: The insulted woman upped and threw the flowerpot at her oppressor. (২) (কথ্য) বাড়ানো; up the price.
  • English Word up- Bengali definition [আপ-] (prefix) উপরের দিকে
  • English Word upbeat Bengali definition [আপ্‌বীট্] (noun) (সংগীত) বিশেষত পদের (bar দ্রষ্টব্য) শেষে প্রস্বনহীন যাত্রা
  • English Word upbraid Bengali definition [আপ্‌ব্রেইড] (verb transitive) upbraid somebody (for doing something/with something) ভর্ৎসনা/তিরস্কার করা; শাসন করা; ধমকে দেওয়া
  • English Word upbringing Bengali definition [আপব্রিঙ্গিঙ্‌] (noun) [uncountable noun] ছেলেবেলার শিক্ষাদীক্ষা
  • English Word upcountry Bengali definition [আপ্‌কান্‌ট্রি] (adjective), (adverb) (বিশেষত কোনো বৃহৎ জনবিরল দেশে) অভ্যন্তরের দিকে; অভ্যন্তরীণ; অভ্যন্তরস্থ: upcountry district; travel upcountry.
  • English Word upcycle Bengali definition [আপ্‌সাইকল্] (verb) ('up' আর 'recycle' মিলে তৈরি): ফেলনা জিনিস দিয়ে মূলের চেয়ে দামি ও গুণগত উৎকর্ষের পণ্য তৈরি করা: upcycled into surprisingly nice clothing.
  • English Word update Bengali definition [আপ্‌ডেইট্] (verb transitive) হালনাগাদ করা; আধুনিক করা
  • English Word upgrade Bengali definition [আপগ্রেইড্‌] (verb transitive) উচ্চতর স্তরে উন্নীত করা। □(noun) [আপ্‌গ্রেইড্‌] (বিশেষত) on the upgrade উন্নতিরপথে; উন্নতিশীল।
  • English Word upheaval Bengali definition [আপ্‌হীভ্‌ল্] (noun) আকস্মিক বিরাট পরিবর্তন; অভ্যুৎপাত; অভ্যুত্থান: a volcanic upheaval; political upheavals.
  • English Word upheld Bengali definition [আপ্‌হেল্‌ড্‌] up hold এর past tense, past participle
  • English Word uphill Bengali definition [আপ্‌হিল্] (adjective) উপরের দিকে ঢালু; ঊর্ধ্বগামী; চড়াই; ঊর্ধ্বগ: an uphill road; (লাক্ষণিক) দুরূহ; শ্রমসাধ্য। an uphill task অতি দুরূহ কর্তব্য। □(adverb) চড়াই পথে: walk uphill.
  • English Word uphold Bengali definition [আপ্‌হোলড্] (verb transitive) (past tense, past participle up held [আপ্‌হেল্‌ড্‌] (১) (ব্যক্তি, তার আচরণ, কাজ ইত্যাদি) অনুমোদন/সমর্থন করা(২) (সিদ্ধান্ত, রায়) অনুসমর্থন করা; বহাল রাখা
  • English Word upholster Bengali definition [আপ্‌হোল্‌স্‌টার] (verb transitive) (আসন ইত্যাদিতে) গদি, স্প্রিং, আচ্ছাদন ইত্যাদি লাগানো; (কক্ষে) গালিচা, পরদা, গদিওয়ালা আসন ইত্যাদি সরবরাহ করা; সজ্জিত/মণ্ডিত/পরিশোভিত করা: upholstered in/with velvet. upholsterer (noun) আসবাবপত্র বা কক্ষের সজ্জনা যার কাজ; সজ্জকার। upholstery [আপ্‌হোল্‌সটারি] (noun) এরূপ সজ্জীকরণের উপকরণ; সজ্জনা; সজ্জকর্ম।
  • English Word upkeep Bengali definition [আপ্‌কীপ্] (noun) [uncountable noun] রক্ষণাবেক্ষণ (- এর ব্যয়): the upkeep of a large building.
  • English Word upland Bengali definition [আপ্‌লান্‌ড্] (noun) (প্রায়ই plural) কোন দেশ বা অঞ্চলের উচ্চতর অংশ(সমূহ) (যা পর্বতময় না- ও হতে পারে); উঁচু এলাকা (attributive(ly)) an upland region.
  • English Word uplift Bengali definition [আপ্‌লিফ্‌ট্‌] (verb transitive) (লাক্ষণিক) (আত্মিক বা আবেগগতভাবে) উন্নীত করা; উন্নমিত করা; উচ্ছ্বসিত করা। □(noun) [আপলিফ্‌ট্‌] [uncountable noun] সামাজিক বা মানসিক উৎকর্ষজনক প্রভাব; নৈতিক অনুপ্রেরণা।
  • English Word upmost Bengali definition [আপ্‌মোস্‌ট্] (adverb)= uppermost.
  • English Word upon Bengali definition [আপন্‌] (preposition(al)) (আনুষ্ঠানিক)= on 2 (১-৭) (এটাই অধিকতর প্রচলিতupon- এর একমাত্র স্বাভাবিক ব্যবহার): upon my word; once upon a time.
  • English Word upper Bengali definition [আপা(র্)] (adjective) উপরের; উচ্চতর; উপরিস্থিত; ঊর্ধ্বতন; ঊর্ধ্বস্থ: the upper lip; the upper arm, দ্রষ্টব্য upper case, দ্রষ্টব্য case 2 (২). upperclass দ্রষ্টব্য class(৩). the upper crust (কথ্য) সমাজের উচ্চতর শ্রেণী। the upper storey (লাক্ষণিক কথ্য) মগজ; মস্তিষ্ক: wrong in the upper storey, বিকলমস্তিষ্ক। have/get the upper hand (of) (কারো উপর) সুবিধা/প্রাধান্য/প্রতিপত্তি লাভ করা। the Upper House (সংসদে) উচ্চতর কক্ষ (হাউজ অব লর্ডস)। upper cut (মুষ্টিযুদ্ধ) প্রতিপক্ষের আত্মরক্ষামূলক ব্যবস্থার ভিতরে বাহু ঢুকিয়ে ঊর্ধ্বমুখী আঘাত; ঊর্ধ্বাঘাত। □(noun) জুতার উপরিভাগ। be (down) on one’s uppers নিঃস্ব/সর্বস্বান্ত হওয়া। uppermost [আপা(র্)মোউস্‌ট্] (adjective) উচ্চতম; প্রধানতম। □(adverb) উপরে; উপরিভাগে: You should not say whatever comes uppermost, যা মনে আসে।
  • English Word uppish Bengali definition [আপি্শ্‌] (adjective) (কথ্য) হামবড়া; আত্মম্ভরি; জেঁকোuppishly (adverb) আত্মম্ভরিতা করে। uppishness (noun) হামবড়াই; আত্মম্ভরিতা; বড়মানুষি।
  • English Word uppity Bengali definition [আপাটি] (adjective) (কথ্য): uppish.
  • English Word upright Bengali definition [আপ্‌রাইট্] (adjective) (১) ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়াupright piano ঊর্ধ্বাধভাবে তারযুক্ত পিয়ানো (গ্রান্ড পিয়ানোতে অনুভূমিকভাবে তার সাজানো হয়); খাড়া পিয়ানো। মর্যাদাবান; ঋজুপ্রকৃতি; সরলোন্নত; আচরণে অকপট; পরিচ্ছন্ন মানসিকতা: an upright man/judge. uprightly (adverb) ঋজুতার সঙ্গে; ঋজুভাবে। uprightness (noun) ঋজুতা।
  • English Word uprising Bengali definition [আপ্‌রাইজিঙ্] (noun) [countable noun] বিদ্রোহ; অভ্যুত্থান
  • English Word uproar Bengali definition [আপ্‌রো(র্)] (noun) [uncountable noun, countable noun] (কেবল singular) হৈচৈ; হৈ-হুল্লোড়; হট্টগোল; তুমুলuproarious [আপ্রোরিআস্] (adjective) বিশেষত উচ্চ হাস্যধ্বনি ও অত্যন্ত আনন্দোদ্বেল; হৈ-হুল্লোড়পূর্ণ: an uproar welcome. uproariously (adverb) হৈচৈসহকারে; তুমুল আনন্দ-কোলাহলসহকারে।