Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word livelihood Bengali definition [লাইভ্‌লিহুড্] (noun) জীবিকা; অর্থোপার্জনের উপায়
  • English Word livelong Bengali definition [লিভ্‌লং America(n) লাইভ্‌লং] (adjective) the livelong day/night সারাদিন/রাত (আনন্দ বা উৎকণ্ঠা বোঝাতে)।
  • English Word lively Bengali definition [লাইভ্‌লি] (noun) (adjective) (livelier, liveliest) (১) আনন্দোচ্ছল; হাসিখুশিlook lively দ্রুততর চলাফেরা করা; অধিকতর প্রাণশক্তি প্রদর্শন করা। make things lively for somebody কোনো ব্যাপার অন্যের জন্য উত্তেজনাপূর্ণ এবং কিছুটা বিপজ্জনক করে তোলা। (২) (রঙের ক্ষেত্রে) উজ্জ্বল(৩) (প্রাণহীন কিছুর ক্ষেত্রে) দ্রুতগতিসম্পন্ন বা দ্রুতিকারক(৪) জীবনসদৃশ; বাস্তবliveliness (noun) [uncountable noun] উচ্ছলতা; হাসিখুশি ভাব।
  • English Word liven Bengali definition [লাইভ্‌ন্‌] (verb transitive), (verb intransitive) liven up প্রাণোচ্ছল করা; হাসিখুশি হওয়া
  • English Word liver 1 Bengali definition [লিভা(র্‌)] (noun) (১) [countable noun] যকৃৎ(২) [uncountable noun] কলিজা (খাদ্যরূপে ব্যবহৃত)। liverish [লিভাইশ্‌], livery (adjective) (কথ্য) যকৃতের পীড়ায় আক্রান্ত।
  • English Word liver 2 Bengali definition [লিভা(র্‌)] (noun) সুনির্দিষ্টপথে জীবনযাপনকারী: an honest liver.
  • English Word liverwurst Bengali definition [লিভাওয়া:স্‌ট্‌] (noun) [America(n)] স্যান্ডউইচে ব্যবহৃত কলিজার সসেজ
  • English Word livery Bengali definition [লিভারি] (noun) (plural liveries) (১) লিভারি, রাজপরিবার অথবা কোনো সম্ভ্রান্ত পরিবারের চাকর-অনুচরদের ইউনিফর্মin/out of livery এ ধরনের ইউনিফর্ম পরিহিত/পরিহিত নয়। livery company বিশেষ ইউনিফর্মধারী লন্ডনের একটি ব্যবসায়ী সংঘ। (২) (লাক্ষণিক) পোশাক, আচ্ছাদন(৩) livery (stable) অর্থের বিনিময়ে অন্যের অশ্ব পালন করা হয় এমন অশ্বশালা; অশ্ব ভাড়া পাওয়া যায় এমন অশ্বশালাliveried [লিভা্‌রিড্‌] (adjective) লিভারি পরিহিত। liveryman [লিভারিমান্‌] (noun) (plural liverymen) (১) কোনো লিভারি-কোম্পানির সদস্য(২) অশ্বশালারক্ষক
  • English Word lives Bengali definition [লাইভ্‌জ্‌] life- এর plural
  • English Word livestock Bengali definition [লাইভ্‌স্টক্] (noun) ব্যবহার অথবা লাভের জন্য পালিত গরুমহিষ, ছাগলভেড়া
  • English Word livid Bengali definition [লিভিড্‌] (adjective) সিসা রঙের; নীলধূসর; (কোনো ব্যক্তি বা তার দৃষ্টির ক্ষেত্রে) ভয়ংকর ক্রুদ্ধ। lividly (adverb) রাগের সঙ্গে।
  • English Word living 1 Bengali definition [লিভিং] (adjective) (১) জীবিত; এখনো অস্তিত্ব আছে এমনwithin/in living memory স্মৃতিতে উজ্জ্বল। (২) (সদৃশতার ক্ষেত্রে) জীবন্ত প্রতিরূপ(৩) জোরালো; সক্রিয়; প্রাণোচ্ছলThe living theatre রঙ্গমঞ্চ (সিনেমা বা টিভির পরদায় নয়)। □ (noun) the living (plural verb-সহ) এখন যারা জীবিত।
  • English Word living 2 Bengali definition [লিভিং] (noun) জীবিত রাখার উপায়; জীবিকা: make living as an actor. (২) [uncountable noun] জীবনযাপনপ্রণালি: plain living and high thinking; standard of living. living wage জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি। living-room (noun) দিনের বেলায় বিভিন্ন কাজে (বিশেষ করে ভোজন, আমোদপ্রমোদের জন্য) ব্যবহারের রুম। living -space (noun) কোনো রাষ্ট্রের বিবেচনায় তার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় এলাকা। (৩) খ্রিষ্টান যাজকের ভরণপোষণের জন্য প্রদত্ত সম্পত্তি
  • English Word lizard Bengali definition [লিজাড্‌] (noun) টিকটিকি
  • English Word llama Bengali definition [লা:মা] (noun) লামা; দক্ষিণ আমেরিকার প্রাণিবিশেষ
  • English Word lo Bengali definition [লৌ] (interjection) (প্রাচীন প্রয়োগ) দেখ! দেখ! lo and behold! তোমাকে বিস্মিত করবে
  • English Word load 1 Bengali definition [লোউড্] (noun) [countable noun] (১) বোঝা; (লাক্ষণিক) দায়িত্বের বোঝা; গুরুদায়িত্বtake a load off somebody’s mind কাউকে চিন্তামুক্ত করা। loads of (কথ্য) প্রচুর: loads of enemies. load-line (noun)= plimsoll line. জাহাজের মালবহন ক্ষমতাসম্পর্কিত চিহ্ন। (২) গরু অথবা ঘোড়ার গাড়ির মালবহনের পরিমাণ: three truck loads of jute. (৩) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত অথবা বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুতের পরিমাণload-shedding (noun) লোডশেডিং; বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া।
  • English Word load 2 Bengali definition [লোউড্] (verb transitive), (verb intransitive) (১) load something into/on to something/somebody; load something/somebody (with something); load somebody/something down (with something) বোঝাই করা; বোঝা চাপানোload (something) up মাল ভরতি করা: They have loaded up the lorry. (২) (বন্দুক) গুলি ভরতি করা অথবা (ক্যামেরায়) ফিল্ম ভরা(৩) সিসা দ্বারা আবৃত করা; কোনো কিছুর ওজন বাড়ানোload the dice (against somebody) (লাক্ষণিক) কিছু করে অন্যকে অন্যায় সুযোগ প্রদান। a loaded question ফাঁদে ফেলে ক্ষতিকারক স্বীকৃতি আদায় করা। (৪) কম্পিউটারে ডাটা স্থানান্তরloaded (adjective) (অপশব্দ) বিত্তশালী।
  • English Word load-star, loadstone Bengali definition দ্রষ্টব্য lode
  • English Word loaf 1 Bengali definition [লোউফ্‌] (noun) (plural loaves [ লোউভ্‌জ্‌]) (১) পাউরুটির বড় খণ্ডবিশেষ: Half a loaf is better than no bread, নাই মামার চেয়ে কানা মামা ভালো। (২) sugar-loaf (noun) [countable noun] মিছরিloaf-sugar (noun) [uncountable noun] চিনির দলা। (৩) [countable noun, uncountable noun] বিভিন্ন আকার ও প্রণালিতে তৈরি খাদ্য(৪) (অপশব্দ) Use one’s loaf বুদ্ধি দ্বারা বিবেচনা করা
  • English Word loaf 2 Bengali definition [লোউফ্‌] (verb intransitive), (verb transitive) (কথ্য) সময় নষ্ট করা: He has loafed away his time.  (noun) (কেরল singular = loafing). loafer (noun) অলসভাবে সময় নষ্টকারী।
  • English Word loam Bengali definition [লোউম্] (noun) [uncountable noun] দোআঁশ মাটি loamy (adjective) দোআঁশ; দোআঁশ মাটিসদৃশ: loamy land.
  • English Word loan Bengali definition [লোউন্‌] (noun) (১) [countable noun] ঋণ; ধার; দেনা(২) [uncountable noun] ঋণপ্রদানhave the loan of something; have something on loan (from somebody) ধার হিসেবে গ্রহণ: He has the book out on loan from the library. loan-collection (noun) প্রদর্শনীর জন্য ধার হিসেবে সংগৃহীত ছবি। loanword ঋণ শব্দ; বিদেশি ভাষা থেকে গৃহীত শব্দ। □ (verb transitive) loan something (to somebody) ধার দেওয়া; ধার করা।
  • English Word loath, loth Bengali definition [লোউথ্‌] (adjective) (কেবল বিধেয়) loath to do something অনিচ্ছুকnothing loath অনিচ্ছুক নয় এমন।
  • English Word loathe Bengali definition [লোউদ] (verb transitive) (১) বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা(২) (কথ্য) অপছন্দ করা। loathing (noun) [uncountable noun] বিরাগ; ঘৃণার মনোভাব। loathsome [লোউদসাম্‌] (adjective) বিরাগ বা ঘৃণা উৎপাদক; জঘন্য।
  • English Word loaves Bengali definition [লোউভ্‌জ্‌] loaf 1 -এর plural
  • English Word lob 1 Bengali definition [লব্‌] (verb intransitive), (verb transitive) (টেনিস বল) নিচু থেকে হাত উঁচু করে ছোড়া; লব করা।  (noun) ক্রিকেটে কনুই বা কাঁধের নিচে হাত এনে নিক্ষিপ্ত বল অথবা টেনিসে উপরের হিট করা বল।
  • English Word lobby Bengali definition [লবি] (noun) (plural lobbies) (১) ছোট বৈঠকখানাবিশেষ; প্রবেশদ্বার করিডর(২) (হাউজ অব কমনস ইত্যাদির ক্ষেত্রে) নির্বাচিত সদস্য এবং জনসাধারণের মধ্যে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত মিলনায়তন; লবি; আইনসভার প্রস্তাবিত কোনো বিষয়ে সমর্থন আদায় অথবা বিরোধিতার উদ্দেশ্যে অন্য সদস্যদের প্রভাবিত করার জন্য নিয়োজিত সদস্যবৃন্দ(৩) (division) lob (হাউজ অব কমনস) হাউজে ভোটগ্রহণকালে সদস্যদের বিশ্রামের জন্য নির্ধারিত দুটি করিডরের একটি।  (verb transitive), (verb intransitive) আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষকে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালানো; ঐ পদ্ধতিতে কোনো বিল পাস করিয়ে নেওয়া অথবা বাতিল করে দেওয়া: He started lobbing to get the bill passed. lobbist [লবিইস্‌ট্‌] (noun) লবিকারী।
  • English Word lobe Bengali definition [লোউব্‌] (noun) (১) কানের লতি(২) ফুসফুস অথবা মস্তিষ্কের উপরিভাগlobed (adjective) লতিযুক্ত।
  • English Word lobstar Bengali definition [লবস্‌টা(র্‌)] (noun) (১) [countable noun] গলদা চিংড়িজাতীয় বড় আকারের সামুদ্রিক প্রাণী; লবস্টারlobstar pot (noun) লবস্টার ধরার ফাঁদ। (২) [uncountable noun] খাদ্য হিসেবে ব্যবহৃত লবস্টার