Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word linguist Bengali definition [লিঙ্‌গোইস্‌ট্‌] (noun) (১) যিনি অনেক ভাষা জানেন; ভাষাবিদ(২) ভাষাবিজ্ঞানী; যিনি ভাষাবিজ্ঞান চর্চা করেন
  • English Word linguistic Bengali definition [লিঙ্‌গোইস্‌টিক্‌] (adjective) ভাষা বা ভাষাবিজ্ঞান সম্বন্ধীয়linguistics (noun) (plural) (singular-সহ) ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব। applied linguistics ফলিত ভাষাতত্ত্ব।
  • English Word liniment Bengali definition [লিনিমান্‌ট্‌] (noun) [countable noun, uncountable noun] তরল মলম বা মালিশ
  • English Word lining Bengali definition [লাইনিঙ্] (noun) (১) [countable noun] (কোট, গহনার বাক্স) প্রভৃতির অভ্যন্তর আবরণ; বস্ত্রাদির আন্তরণEvery cloud has a silver lining (প্রবাদ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে। (২) [uncountable noun] আস্তরণের উপাদান বা কাপড়
  • English Word link Bengali definition [লিঙ্‌ক্‌] (noun) (১) শিকলের আংটা বা কড়া; পরস্পর সংযুক্ত বস্তুর যে কোনো অংশ(২) (সাধারণত plural) শার্টের হাতার সংযোগকারী বস্তু: cuff-links. (৩) সংযোগকারী ব্যক্তি বা বস্তুmissing link ধারাবাহিকভাবে যুক্ত বস্তুর কোনো নিখোঁজ অংশ; মানবজাতির বিবর্তনধারায় অন্তর্ভুক্ত একটি লুপ্ত রূপ। linkman (noun) (plural linkmen) দুটি দলের মধ্যে যে ব্যক্তি সংযোগ সাধনের কাজ করে। (৪) দৈর্ঘ্যের পরিমাপ, এক ‘চেইন’-এর ১০০ ভাগের ১ ভাগ; ৭.৯২ ইঞ্চি বা ২০ সেন্টিমিটার (প্রায়)। (verb transitive), (verb intransitive) link (up) সংযুক্ত করা বা হওয়া; আংটা দ্বারা সংযুক্ত করা বা হওয়া। link-up (noun) সংযুক্তি; সংযোগসাধন।
  • English Word links Bengali definition [লিঙ্‌ক্‌স্‌] (noun) (১) (plural verb-এর সঙ্গে) সমুদ্রতীরবর্তী তৃণাচ্ছাদিত বালির পাহাড়(২) গল্‌ফ খেলার মাঠ
  • English Word linnet Bengali definition [লিনিট্] (noun) শ্যামাজাতীয় ছোট পিঙ্গলবর্ণ গায়ক পাখিবিশেষ
  • English Word lino Bengali definition [লাইনোউ] (noun) [uncountable noun] linoleum- এর সংক্ষিপ্ত রূপ
  • English Word linoleum Bengali definition [লিনোউলিআম্] (noun) [uncountable noun] মেঝে ঢাকার জন্য মসিনা বা তিসির তেলের প্রলেপযুক্ত এক প্রকার শক্ত কাপড়lino-cut উক্ত বস্ত্রে খোদাইকৃত নকশা; উক্ত নকশাকাটা বস্ত্র থেকে মুদ্রণ বা ছাপা।
  • English Word linotype Bengali definition [লাইনোউটাইপ্‌] (noun) মুদ্রণের জন্য অক্ষরপঙ্‌ক্তি তৈরির যন্ত্র; লাইনোটাইপ মেশিন
  • English Word linseed Bengali definition [লিন্‌সীড্] (noun) [uncountable noun] মসিনা বা তিসির বীজlinseed oil (noun) [uncountable noun] মসিনা বা তিসির তেল।
  • English Word lint Bengali definition [লিন্‌ট্] (noun) ব্যান্ডেজ বাঁধার নরম কাপড়
  • English Word lintel Bengali definition [লিন্‌টিল্‌] (noun) দরজা বা জানালার উপরে স্থাপিত কাঠ বা পাথর; সরদল; চৌকাঠ
  • English Word lion Bengali definition [লাইআন্] (noun) (১) সিংহ; সাহসী পুরুষthe lion’s share সিংহভাগ; সর্বাপেক্ষা বেশি অংশ। lion-hearted (adjective) সিংহহৃদয়; সিংহের ন্যায় সাহসী ব্যক্তি; সাহসী ও পরাক্রমশালী। (২) গণ্যমান্য বা বিখ্যাত ব্যক্তিlion hunter (noun) যে ব্যক্তি ভোজসভার আয়োজন করে গণ্যমান্য বা বিখ্যাত ব্যক্তিদের আনতে সচেষ্ট। lioness (noun) সিংহী। lionize, lionise (verb) কাউকে বিখ্যাত ব্যক্তিরূপে গণ্য করা।
  • English Word lip Bengali definition [লিপ্‌] (noun) (১) অধর; ওষ্ঠ; ঠোঁটbite one’s lip (বিরক্তি বা ক্রোধ চেপে রাখার প্রচেষ্টায়) ঠোঁট কামড়ানো। cut one’s lip অবজ্ঞা প্রকাশ করা। give/pay lip service to something আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দেওয়া। hang on/up somebody’s lips কেউ যা বলছে তা সাগ্রহে শোনা। keep a stiff upper lip কোনো প্রকার আবেগ, ভয় বা উদ্বিগ্নতা প্রকাশ না-করা। lick/smack one’s lips ঠোঁট চাটা; ব্যগ্রতা প্রকাশ করা। lip-deep (adjective) আন্তরিকতাহীন। lip-read (verb transitive) ঠোঁট নড়া দেখে কথা বোঝা। lip-reading (noun) [uncountable noun] বধিরদের শিক্ষা দেওয়ার পদ্ধতি। lipstick (noun) অধররঞ্জনী; লিপস্টিক। (২) পাত্রের ধার বা কানা(৩) [uncountable noun] (অপশব্দ) ঔদ্ধত্য: None of your lips! lipped (adjective) (যৌগশব্দে): thick-/dry-lipped, পুরু/শুষ্ক ঠোঁটযুক্ত।
  • English Word liquefy Bengali definition [লিকুয়িফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle liqufied) তরল করা বা হওয়াliquefaction [লিকুইফ্যাকশন্‌] (noun) [uncountable noun] তরলকরণ; তরল করার প্রক্রিয়া।
  • English Word liquescent Bengali definition [লিকোয়েস্‌ন্‌ট্‌] (adjective) তরল হচ্ছে বা সহজে তরলীকৃত হয় এমন
  • English Word liqueur Bengali definition [লিকিউইআ(র্‌) America(n) লিকিউইকার্‌] (noun) মিষ্টি ও গন্ধযুক্ত উগ্র সুরাবিশেষliqueur glass সুরাপানের খুব ছোট পাত্রবিশেষ।
  • English Word liquid Bengali definition [লিকুইড্] (১) [countable noun, uncountable noun] তরল পদার্থ(২) (ধ্বনিবিজ্ঞান) ইংরেজি /r/ ও /i/ ব্যঞ্জনধ্বনি।  (adjective) (১) তরল (কঠিন বা বায়বীয় নয়): liquid food. liquid gas তরল গ্যাস। (২) নির্মল; উজ্জ্বল ও আর্দ্র: liquid eyes. (৩) (শব্দ) পরিষ্কার; কণ্ঠপথে উচ্চারিত নয়(৪) অনড় নয়: liquid opinions. (৫) (সম্পত্তি ইত্যাদি) নগদ টাকায় সহজে পরিবর্তন করা যায় এমন
  • English Word liquidate Bengali definition [লিকুইডেইট্] (verb transitive), (verb intransitive) (১) (দেনা) পরিশোধ করা বা মেটানো(২) অংশীদারদের মধ্যে সম্পত্তি বণ্টন করে দেউলিয়া সম্পত্তির দেনাদায় মেটানো(৩) (কথ্য, অথবা সংবাদপত্রসুলভ) নিষ্কৃতি পাওয়া; খতম করে দেওয়া; মেরে ফেলা: He wanted to liquidate his rivals. liquidation [লিকুইডেইশ্‌ন্‌] (noun) টাকাকড়ির হিসাব মেটানো; দেউলিয়া সম্পত্তির কাজকর্মের হিসাব-নিকাশ। go into liquidation দেউলে হওয়া। liquidator [লিকুইডেইটা(র্‌)](noun) কারবারের দেনাপাওনা চুকিয়ে সেটা বন্ধ করে দেওয়ার জন্য নিযুক্ত কর্মকর্তা।
  • English Word liquidity Bengali definition [লিকুইডাটি] (noun) [uncountable noun] তরল অবস্থা; তারল্য; সম্পত্তি বিক্রি করে সহজে ফান্ড সংগ্রহের অবস্থা; সহজে নগদ টাকায় রূপান্তরণযোগ্যতা
  • English Word liquidize, liquidise Bengali definition [লিকুইডাইজ্‌] (verb transitive) রস নিংড়ানোliquidizer (noun) ফলের রস নিংড়ানোর যন্ত্র।
  • English Word liquor Bengali definition [লিকা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] (১) (British/Britain) যে কোনো কড়া মদ(২) কোনো খাদ্যদ্রব্য সিদ্ধ করার পরে প্রাপ্ত তরল রস
  • English Word liquorice Bengali definition (America(n)= licorice) [লিকারিস্] (noun) [uncountable noun] যষ্টিমধু
  • English Word lira Bengali definition [লিআরা] (noun) (plural lire [লিআরেই, লিআরা] or liras) ইতালীয় মুদ্রার একক
  • English Word lisle Bengali definition [লাইল্‌] (noun) [uncountable noun] মোজা তৈরিতে ব্যবহৃত শক্ত করে পাকানো মসৃণ সুতা
  • English Word lisp Bengali definition [লিস্প্‌] (verb intransitive), (verb transitive) ‘স’ ও ‘জ’ উচ্চারণে অসমর্থ হওয়া, যেমন, ইংরেজি Sixteen উচ্চারণ করতে গিয়ে ‘থিক্‌থ্‌টিন্‌’ বলা; আধো আধো কথা বলা: He lisps. আধো আধো বোলে কথা বলার অভ্যাস। lispingly (adverb)
  • English Word lissom, lissome Bengali definition [লিসাম্] (adjective(s) কমনীয়; চটপটেlissomness (noun) চটপটে ভাব; কমনীয়তা।
  • English Word list 1 Bengali definition [লিস্ট্‌] (noun) তালিকাlist price বিজ্ঞাপিত মূল্য। the active list যুদ্ধে অংশ নিতে ডাকা যাবে সেনাবাহিনীর এমন অফিসারদের তালিকা। the free list (ক) শুল্কমুক্ত দ্রব্যসমূহ;(খ) টিকিট না-করে সিনেমা হল অথবা রঙ্গমঞ্চে ঢুকতে পারে এরকম ব্যক্তিবর্গ।  (verb transitive) তালিকা করা; তালিকাভুক্ত করা।
  • English Word list 2 Bengali definition [লিস্ট্‌] (verb intransitive) (জাহাজ) কাত হয়ে যাওয়া।  (noun) (জাহাজ) কাত হওয়া অবস্থা।