Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ব্যোম Bengali definition [বোম্‌] (বিশেষ্য) ১ অম্বর; আকাশ; শূন্য। ২ (আলঙ্কারিক) ফাঁকি। ব্যোমকেশ (বিশেষ্য) হিন্দু দেবতা শিব; মহাদেব। ব্যোমচর (বিশেষ্য) ১ গগনবিহারী; যাঁরা আকাশে বিচরণ করেন (ব্যোমচর নমিলা চৌদিকে সভয়ে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ গ্রহ- নক্ষত্রাদি। ৩ পাখি। ব্যোমযাত্রা (বিশেষ্য) শূন্যে ভ্রমণ; বিমানে চড়ে শূন্যে ভ্রমণ। ব্যোমযান (বিশেষ্য) আকাশযান; বিমান; এরোপ্লেন। {(তৎসম বা সংস্কৃত) √বো+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word ব্যয় Bengali definition [ব্যায়্‌] (বিশেষ্য) ১ খরচ (আয়ের চেয়ে ব্যয় বেশি)। ২ ধ্বংস; অপচয় (প্রাণ ব্যয়)। ৩ ক্ষয়; ক্ষতি (শক্তি ব্যয়)। ৪ প্রয়োগ; ব্যবহার; নিয়োগ (বুদ্ধি ব্যয়)। ব্যয়কুণ্ঠ (বিশেষণ) খরচে কুণ্ঠিত; কৃপণ। ব্যয়কুণ্ঠতা (বিশেষ্য) কৃপণতা; কার্পণ্য। ব্যয়ন (বিশেষ্য) প্রাপ্য প্রদান; খরচ; ব্যয়; disbursement। ব্যয়বহুল (বিশেষণ) ১ বেশি খরচ করায় এমন; ব্যয়সাধ্য। ২ প্রচুর অর্থব্যয় না করলে প্রাপ্তি অসম্ভব এমন। ব্যয়বহুলতা, ব্যয়বাহুল্য (বিশেষ্য) অধিক ব্যয়। ব্যয়সাধ্য, ব্যয়সাপেক্ষ (বিশেষণ) অধিক ব্যয় দ্বারা শুধু সম্ভব এমন; অধিক খরচ করায় এমন। ব্যয়িত (বিশেষণ) ১ খরচ হয়েছে এমন (বুড়ো শূন্য দেখায় তাকে ব্যয়িত-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ গত। ব্যয়ী (বিশেষণ) ১ খরচকারী; ব্যয়কারী। ২ ব্যয়শীল। {(তৎসম বা সংস্কৃত) বি+√ই+অ(অচ্‌)}
  • Bengali Word ব্রঙ্কাইটিস Bengali definition [ব্রোঙ্‌কাইটিস্‌] (বিশেষ্য) বায়ুনালির প্রদাহ রোগ; শ্বাসনালির শ্লৈষ্মিক ঝিল্লির বিকারজনিত শিরঃপীড়া, স্বরভঙ্গ, গাঢ় শ্লেষ্মা ও কাসি, গলা ঘড়ঘড়, বুকে বেদনাবোধ, শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণজনিত ব্যাধি। {(ইংরেজি) bronchitis}
  • Bengali Word ব্রজ Bengali definition [ব্রোজো] (বিশেষ্য) ১ গমন। ২ পথ (অধীর ভূধর ব্রজ, ভীমের গর্জনে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ গোষ্ঠ। ৪ হিন্দুশাস্ত্রে কৃষ্ণের বাল্যলীলাভূমি রূপে বর্ণিত মধুরার নিকটবর্তী গ্রামবিশেষ। ব্রজকিশোর, ব্রজমোহন, ব্রজসুন্দর (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ব্রজকিশোরী, ব্রজদুলাল (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ব্রজধাম (বিশেষ্য) বৃন্দাবন; গোকুল। ব্রজবুলি (বিশেষ্য) বৈষ্ণব পদাবলি সাহিত্যে ব্যবহৃত মিশ্র ভাষাবিশেষ। ব্রজভাষা (বিশেষ্য) ব্রজবুলি। ব্রজলীলা (বিশেষ্য) ব্রজধামে শ্রীকৃষ্ণের রসলীলা। ব্রজসুন্দরী (বিশেষ্য) রাধিকা। ব্রজাঙ্গনা (বিশেষ্য) ১ ব্রজের রমণী। ২ গোপনারী। ৩ রাধা। ব্রজেশ্বর (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শ্রীরাধা। {(তৎসম বা সংস্কৃত) √ব্রজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্রজ্যা Bengali definition [ব্রোজ্‌জা] (বিশেষ্য) পর্যটন; ভ্রমণ। ((তুলনীয়) বৌদ্ধ প্রব্রজ্যা) {(তৎসম বা সংস্কৃত) √ব্রজ্‌+য(ক্যপ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ব্রণ Bengali definition [ব্রোন্‌] (বিশেষ্য) ১ বয়স-ফোঁড়া; যৌবনাগমনে মুখে ওঠা ক্ষুদ্র ফোঁড়া বা ফুস্কুড়ি। ২ ক্ষত; ঘা। {(তৎসম বা সংস্কৃত) √ব্রণ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ব্রত Bengali definition [ব্রোতো] (বিশেষ্য) ১ ধর্মানুষ্ঠান; পাপক্ষয় ও পুণ্যলাভের ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকার্য। ২ নিয়ম; সংযম। ৩ তপস্যা। ব্রতচারী (বিশেষণ) ব্রত আচরণ করে এমন। ব্রতধারী, ব্রতী (বিশেষণ) ব্রতচারী; তপস্বী (ত্রিশ ক্রোর ব্রতী পুত্রের মতো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ব্রতধারিণী, ব্রতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অত(অতক্‌)}
  • Bengali Word ব্রততি, ব্রততী Bengali definition [ব্রোতোতি] (বিশেষ্য) ১ লতা; বল্লি (ব্রততী যেমতি বিশাল রসাল মূলে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ লতার মতো বিস্তার বা বিস্তৃতি (ব্রততিবালা)। {(তৎসম বা সংস্কৃত) প্র+√তন্‌+তি(ক্তি)(প্র>ব্র)}
  • Bengali Word ব্রততী Bengali definition ⇒ ব্রততি
  • Bengali Word ব্রতধারী, ব্রতী Bengali definition ⇒ ব্রত
  • Bengali Word ব্রহ্ম ১ (-ন্‌) Bengali definition [ব্রোম্‌হো] (বিশেষ্য) ১ হিন্দুমতে পরমপুরুষ; পরমেশ্বর; অনন্ত; অনাদি; অদ্বিতীয় পুরুষ। ২ বিধাতা। ৩ বেদ। ৪ ব্রাহ্মণ (ব্রহ্মহত্যা)। ৫ ব্রহ্মদেশ; Burma। ব্রহ্মচর্য (বিশেষ্য) ব্রহ্মচারীর করণীয় ব্রত; মৈথুন ও অন্যান্য ভোগবাসনা বর্জিত সংযত জীবনযাপন। ব্রহ্মচর্যাশ্রম (বিশেষ্য) হিন্দু শাস্ত্রানুসারে জীবনের প্রথমাংশে ব্রহ্মচারীর অবস্থা। ব্রহ্মচারী (বিশেষণ) ব্রহ্মচর্য পালনকারী। □(বিশেষ্য), (বিশেষণ) উপনয়নের পর যে ব্রাহ্মণ-সন্তান গুরুগৃহে থেকে অধ্যয়ন করে। ব্রহ্মচারিণী (স্ত্রীলিঙ্গ)। বহ্মজ্ঞ (বিশেষণ), (বিশেষ্য) যার ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্রহ্মজ্ঞান (বিশেষ্য) পরমাত্মা জ্ঞান; ব্রহ্মের স্বরূপসম্বন্ধীয় জ্ঞান; তত্ত্বজ্ঞান। বহ্মজ্ঞানী (বিশেষ্য), (বিশেষণ) ১ ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ২ ব্রহ্মধর্মাবলম্বী। ব্রহ্মডাঙ্গা (বিশেষ্য) উচ্চে অবস্থিত উর্বরতাহীন জমি। ব্রহ্মণ্য (বিশেষণ) ব্রহ্ম বা ব্রাহ্মণ সম্বন্ধীয়। □(বিশেষ্য) ১ হিন্দুদেবতা নারায়ণ। ২ ব্রহ্মতেজ। ব্রহ্মতালু (বিশেষ্য) মাথার চাঁদি। ব্রহ্মতেজ (বিশেষ্য) ১ ব্রহ্মজ্ঞানজনিত তেজ; ব্রাহ্মণ্য। ২ ব্রাহ্মণের শক্তি। ব্রহ্মত্র, ব্রহ্মত্রা (বিশেষ্য) ব্রহ্মোত্তর। ব্রহ্মত্ব (বিশেষ্য) ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। বহ্মদৈত্য, ব্রহ্মপিশাচ, ব্রহ্মরাক্ষস (বিশেষ্য) হিন্দুমতে ব্রাহ্মণের প্রেতযোনি (আমরা নব্য হিন্দুর দল পরস্পরের মধ্যে তাহাকে ব্রহ্মদৈত্য বলিয়া ডাকিতাম-রবীন্দ্রনাথ ঠাকুর))। ব্রহ্মনাভ (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণু। ব্রহ্মপাতক (বিশেষ্য) ব্রাহ্মণ হত্যারূপ পাপ। ব্রহ্মপুরী, ব্রহ্মলোক (বিশেষ্য) ১ ব্রহ্মার বাসস্থান। ২ স্বর্গ। ৩ পুরোণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক। ব্রহ্মবাদী (বিশেষ্য), (বিশেষণ) ১ বেদাধ্যায়ী। ২ ব্রহ্মজ্ঞানী। ৩ ব্রহ্মবিদ্যার বক্তা। ৪ বৈদান্তিক। ব্রহ্মবাদিনী (স্ত্রীলিঙ্গ)। ব্রহ্মবিদ্যা (বিশেষ্য) ব্রহ্মজ্ঞান বিষয়ক শাস্ত্র। ব্রহ্মবৈবর্ত (বিশেষ্য) অষ্টাদশ পুরাণের অন্যতম। ব্রহ্মরন্ধ্র (বিশেষ্য) ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রবর্তী ছিদ্র (তখন মাথাটি রিম ঝিম করে ব্রহ্মরন্ধ্র বুঝি ফেটেই পড়ে-মোহিতলাল মজুমদার)। ব্রহ্মর্ষি (বিশেষ্য) ঋষি ব্রাহ্মণ। ব্রহ্মলোক (বিশেষ্য) ব্রহ্মার বাসস্থান; লোকবিশেষ। ব্রহ্মশাপ (বিশেষ্য) ব্রাহ্মণের অভিশাপ। ব্রহ্মশির, ব্রহ্মশিরা (বিশেষ্য) পুরোণোক্ত অস্ত্রবিশেষ। ব্রহ্মসংহিতা (বিশেষ্য) চৈতন্যদের কর্তৃক রচিত দাক্ষিণাত্য থেকে আনীত বৈষ্ণব গ্রন্থবিশেষ। ব্রহ্মসঙ্গীত (বিশেষ্য) ব্রহ্মের উপাসনামূলক সঙ্গীত। ব্রহ্মসাবর্ণি (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুসারে দশম মনু। ব্রহ্মসূত্র (বিশেষ্য) ১ বেদব্যাস কর্তৃক বেদান্ত সূত্র। ২ উপবীত; পৈতা। ব্রহ্মস্ব (বিশেষ্য) ব্রাহ্মণের সম্পত্তি। ব্রহ্মহত্যা (বিশেষ্য) ১ ব্রাহ্মণ- বধ। ২ হিন্দুমতে মহাপাপ। {(তৎসম বা সংস্কৃত) √বৃন্‌হ্‌+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word ব্রহ্ম ২, ব্রহ্মদেশ Bengali definition [ব্রোম্‌হো, ব্রোম্‌হোদেশ্‌] (বিশেষ্য) বাংলাদেশের দক্ষিণ-পূর্বস্থ দেশবিশেষ; বর্তমান নাম মিয়ানমার; ব্রহ্মদেশ; Burma; Myanmar। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্ম>, +দেশ}
  • Bengali Word ব্রহ্মপুত্র Bengali definition [ব্রোম্‌হোপুত্‌ত্রো] (বিশেষ্য) আসাম ও বাংলাদেশের মধ্যবর্তী নদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্ম+পুত্র}
  • Bengali Word ব্রহ্মা Bengali definition [ব্রোম্‌হা] (বিশেষ্য) হিন্দুমতে সৃষ্টিকর্তা; জগৎস্রষ্টা; বিধাতা; কমলাসন; চতুরানন; প্রজাপতি; হিরণ্যগর্ভ; বিরিঞ্চি; স্বয়ম্ভু; লোকপিতামত। ব্রহ্মাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ব্রহ্মার পত্নী বা শক্তি। ব্রহ্মারণ্য (বিশেষ্য) বেদাধ্যয়নের জন্য উৎকৃষ্ট পৌরাণিক স্থান। ‍ব্রহ্মাস্ত্র (বিশেষ্য) অতিশয় ক্ষমতাশালী অস্ত্র (নারিকেলের হুঁকাটাই শীতের বিরুদ্ধে লড়বার তাদের একমাত্র ব্রহ্মাস্ত্র-আবুল ফজল)। ব্রহ্মাণ্ড (বিশেষ্য) বিশ্বজগৎ; সৃষ্টি। ব্রহ্মোত্তর (বিশেষ্য) ব্রাহ্মণকে প্রদত্ত নিষ্কর-ভূমি। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌>}
  • Bengali Word ব্রহ্মাণ্ড Bengali definition ⇒ ব্রহ্মা
  • Bengali Word ব্রহ্মারণ্য, ব্রহ্মাস্ত্র Bengali definition ⇒ ব্রহ্মা
  • Bengali Word ব্রহ্মোত্তর Bengali definition ⇒ ব্রহ্মা
  • Bengali Word ব্রাকেট Bengali definition [ব্রাকেট্‌] (বিশেষ্য) ১ বন্ধনীচিহ্ন, যথা- (), {}, []। ২ এক কোঠা; সমপর্যায়। ৩ ঘরের দেয়াল সংলগ্ন তাক বা আলনাবিশেষ। {(ইংরেজি) bracket}
  • Bengali Word ব্রাণ্ডি Bengali definition ⇒ ব্রান্ডি
  • Bengali Word ব্রাত্য Bengali definition [ব্রাত্‌তো] (বিশেষ্য) পতিত; সংস্কারহীন; ব্রতভ্রষ্ট (আড্ডা যখন গুরুচণ্ডাল সকলের জন্যই অবারিত দ্বার তখন এরাই বা আমাকে ব্রাত্য করে রাখবে কেস?-সৈয়দ মুজতবা আলী)। □(বিশেষণ) আচারভ্রষ্ট। {(তৎসম বা সংস্কৃত) ব্রাত(ব্যাধ আদি)+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ব্রাদার Bengali definition [ব্রাদার্‌] (বিশেষ্য) ভাই (কি জানো ব্রাদার)। {(ইংরেজি) brother}
  • Bengali Word ব্রান্ডি, ব্রাণ্ডি Bengali definition [ব্রান্‌ডি] (বিশেষ্য) আঙুর ফলের রস থেকে প্রস্তুত মদবিশেষ। {(ইংরেজি) brandy}
  • Bengali Word ব্রাহ্ম, ব্রাহ্মধর্ম Bengali definition [ব্রাম্‌হো, ব্রাম্‌হোধর্‌মো] (বিশেষ্য) রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত দেবেন্দ্রেনাথ ঠাকুর প্রভৃতি কর্তৃক প্রচারিত একেশ্বরবাদী ধর্মসম্প্রদায় ও তার অনুসারী। □(বিশেষণ) ১ ব্রহ্মজ্ঞানী। ২ ব্রহ্মসম্বন্ধীয়। ব্রাহ্মবিবাহ (বিশেষ্য) ১ ব্রাহ্মধর্মের নিয়মানুযায়ী বিবাহ। ২ বরকে আহ্বান করে সালঙ্কারা কন্যাদান। ব্রাহ্মমুহূর্ত (বিশেষ্য) সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী এক ঘন্টা বিশ মিনিট কাল। ব্রাহ্মসমাজ (বিশেষ্য) ব্রাহ্মধর্মাবলম্বী সম্প্রদায়। ব্রাহ্মসমাজী (বিশেষণ) ১ ব্রাহ্মসমাজগত। ২ ব্রাহ্ম-সমাজভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌+অ(অণ্‌)}
  • Bengali Word ব্রাহ্মণ Bengali definition [ব্রাম্‌হন্‌] (বিশেষ্য) যিনি ব্রহ্মকে জানেন; হিন্দুমতে উচ্চবর্ণের লোক। ২ আর্যদের চারবর্ণের প্রথম বর্ণ। ৩ বিপ্র; বামুন। ৪ বেদের অংশবিশেষ। ৫ পুরোহিত ব্রাহ্মণ; পাচক ব্রাহ্মণ। ব্রাহ্মণী (স্ত্রীলিঙ্গ)। ব্রাহ্মণসমাজ (বিশেষ্য) ব্রাহ্মণ সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌+অ(অণ্‌)}
  • Bengali Word ব্রাহ্মণ্য Bengali definition [ব্রাম্‌হোন্‌নো] (বিশেষ্য) ১ ব্রাহ্মণের ধর্ম। ২ ব্রাহ্মণত্ব। ৩ ব্রাহ্মণসমূহ। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌+য(যৎ)}
  • Bengali Word ব্রাহ্মিকা Bengali definition [ব্রাম্‌হিকা] (বিশেষ্য) ১ ব্রাহ্ম মহিলা। ২ ব্রাহ্মের স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) ব্রাহ্ম+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ব্রাহ্মী Bengali definition [ব্রাম্‌হি] (বিশেষ্য) ১ ব্রহ্মার শক্তি; মাতৃকাবিশেষ। ২ লিপি; ভারতের প্রাচীন লিপি বিশেষ। ৩ তিক্ত শাকবিশেষ। □(বিশেষণ) ব্রহ্মজ্ঞা; ব্রহ্মসম্বন্ধীয়া। {(তৎসম বা সংস্কৃত) ব্রাহ্ম+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ব্রিচ অব কন্ট্রাক্ট Bengali definition [ব্রিচ্‌ অব্‌ কন্‌ট্রাক্‌ট্‌] (বিশেষ্য) চুক্তিভঙ্গ অপরাধ। {(ইংরেজি) breach of contract}
  • Bengali Word ব্রিচ অব ট্রাস্ট Bengali definition [ব্রিচ্‌ অব্‌ ট্রাস্‌ট্‌] (বিশেষ্য) চুক্তিভঙ্গ অপরাধ। {(ইংরেজি) breach of trust}
  • Bengali Word ব্রিজ Bengali definition [ব্রিজ্‌] (বিশেষ্য) ১ তাস খেলাবিশেষ (ব্রিজের টেবিলে সে যোগ দিতে পারিল না; কারণ ব্রিজ খেলা সে জানে না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ সাঁকো; পোল; সেতু। {(ইংরেজি) bridge}