Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বকবৃত্তি, বকব্রতী Bengali definition বক
  • Bengali Word বকম Bengali definition [বকম্‌] (বিশেষ্য) এক প্রকার গাছ বা তার কাঠ; এর কাঠে নানা রং তৈরি হয়। {(হিন্দি) বক্কম}
  • Bengali Word বকযন্ত্র Bengali definition [বক্‌জন্‌ত্রো] (বিশেষ্য) ১ পাতনযন্ত্র; যে যন্ত্রে কোনো পদার্থের অংশ বাষ্পীভুত বা চোলাই করে পৃথক করা হয়। ২ রোগীর বক্ষ পরীক্ষার যন্ত্রবিশেষ; স্টেথোসকোপ। {(বাংলা) বক+ (তৎসম বা সংস্কৃত) যন্ত্র}
  • Bengali Word বকরা Bengali definition [বক্‌রা] (বিশেষ্য) ছাগ; ছাগল (লাখো ‘বকরা’র বদলে সে পার হবে না পুল্‌সেরাত-কাজী নজরুল ইসলাম)। বকরি, বকরী, (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ছাগি; ছাগলি (বকরী জবাই যথা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি) বক্‌রাহ}
  • Bengali Word বকরিদ, বক্‌রীদ Bengali definition [বোক্‌রিদ] (বিশেষ্য) ঈদুজ্জোহা; মুসলমানদের অন্যতম ঈদ (ঈদ এল বক্‌রীদ্‌-কাজী নজরুল ইসলাম)। বকরিদি, বক্‌রীদি (বিশেষণ) বকরি ঈদ সম্বন্ধীয় (বক্‌রীদি চাঁদ করে ফরয়্যাদ্‌ দাও দাও কোরবানী-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) বক্‌রাহ+(আরবি) ঈদ}
  • Bengali Word বকলম Bengali definition [বকলোম্‌] (বিশেষ্য) ১ লিখতে অক্ষম এমন ব্যক্তির পরিবর্তে যে লেখে বা সই করে (প্রায় বকলমে কাজ চলে-দীনবন্ধু মিত্র)। ২ এক বস্তুর অন্তরালে অন্য বস্তুর স্বরূপ গোপন। {(আরবি) বক্‌ল্‌ম্‌}
  • Bengali Word বকলশ Bengali definition বকলস
  • Bengali Word বকলস, বকলশ, বগলস Bengali definition [বক্‌লস্‌, বক্‌লশ্‌, বগ্‌লস্‌] (বিশেষ্য) কোমরবন্ধ ফিতা প্রভৃতি আটকানোর খিল (জুতো জোড়াটিতে রূপোর বক্‌লস দেওয়া ছিলকালীপ্রসন্ন সিংহ; বক্‌লস আঁটা কুকুরের মতো-বুদ্ধদেব বসু; পায়ে রূপার বগলসওয়ালা ইংরেজী জুতা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(ইংরেজি) Buckles}
  • Bengali Word বকশি, বকসি, বক্সী, বখশী Bengali definition [বোক্‌শি, বোক্‌শি, বোক্‌শি, বোখ্‌শি] (বিশেষ্য) ১ তুর্কি-মোগল আমলের বেতন বন্টনকারী রাজ কর্মচারী; paymaster (রায় বক্সী মদন গোপাল মহামতি-ভারতচন্দ্র রায়গুণাকর; আমি বখশী রাজার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ খাজনা আদায়কারী কর্মচারী। ৩ সেনাধ্যক্ষ। ৪ একটি পদবি। {(ফারসি) বখ্‌শী}
  • Bengali Word বকশিশ, বকসিস Bengali definition বখশিশ
  • Bengali Word বকশী, বকসী Bengali definition = বকশি
  • Bengali Word বকা ১ Bengali definition [বকা] (ক্রিয়া) ১ অনাবশ্যকভাবে বেশি কথা বলা; বকবক করা; বাচালতা করা (রাধুনিকে ব’কে এবং গিন্নীর উপর রেগে-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ ভর্ৎসান করা; ধমক দেওয়া। ৩ গালি দেওয়া; গালমন্দ বলা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। বকানো (ক্রিয়া) ১ অধিক বা বৃথা কথা বলানো। ২ গলানো; প্রতিবাদ বা তর্ক করবার জন্য আগ্রহ দেখানো (সে বিষয়ে আমাদের মাথা বকাবার দরকার নেই-প্রথম চৌধুরী)। ৩ উক্ত সকল অর্থে। বকাবকি (বিশেষ্য) ১ তর্কবিতর্ক। ২ গালাগালি; কলহ; বচসা। ৩ তিরস্কার; ভর্ৎসনা। {(তৎসম বা সংস্কৃত) √বুক্ক (কথনে)>, (তুলনীয়) (হিন্দি) বক্‌না; অথবা (তৎসম বা সংস্কৃত) √বচ্‌+আ}
  • Bengali Word বকা ২ Bengali definition বখা
  • Bengali Word বকাট Bengali definition বখাট
  • Bengali Word বকাণ্ড প্রত্যাশা, বকাণ্ড-ন্যায় Bengali definition [বকান্‌ডো প্রোত্‌তাশা, বকান্‌ডো ন্যায়্‌] (বিশেষ্য) (আলঙ্কারিক) নিষ্ফল আশা; বক কর্তৃক বৃষের দোদুল্যমান অণ্ড লাভের আশার মতো নিষ্ফল প্রত্যাশা। {(তৎসম বা সংস্কৃত) বক+অণ্ড+প্রত্যাশা, ন্যায়}
  • Bengali Word বকান, বকানো, বকাবকি Bengali definition বকা১
  • Bengali Word বকামি, বকামো Bengali definition কথাট
  • Bengali Word বকাল, বক্কাল Bengali definition [বকাল্‌, বক্‌কাল্‌] (বিশেষ্য) ১ ঔষধরূপে ব্যবহৃত গাছগাছড়া বা এর ছাল। ২ বেনে মসলাবিশেষ; বণিক দ্রব্যবিশেষ (কেহ বেচয়ে বকাল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; সঝাল বক্কাল কত মিছরী মিশাইয়া-ঘনরাম চক্রবর্তী)। বকালি (বিশেষ্য) বেনে; ঔষধের গাছ গাছড়া বা উপাদান বিক্রয়কারী। {(আরবি) বকাল, (হিন্দি) বক্কাল, (বাংলা) বক্কাল}
  • Bengali Word বকুনি Bengali definition [বোকুনি] (বিশেষ্য) ১ তিরস্কার; ভর্ৎসনা; ধমক (মেদিনী ফাটিয়া যায় বকুনির চোটে-ঈশ্বর গুপ্ত)। ২ বকবকানি; অনর্গল কথা বলা (নয় গো এ নয় ভালবাসার বকুনি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বাক্‌>+(বাংলা) উন+ই}
  • Bengali Word বকুল Bengali definition [বোকুল্‌] (বিশেষ্য) এক জাতীয় সুগন্ধি ফুল বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+উল(ঘুল)}
  • Bengali Word বকেয়া ১ Bengali definition [বকেয়া] (বিশেষণ) ১ বাকি, যা পাওয়া রয়েছে; অবশিষ্ট (বকেয়া হিসাব চুকিয়ে দেবে বছর-শেষের শেষ দিনেতে-সত্যেন্দ্রনাথ দত্ত; বকেয়া খাজনা সব আদায় করবে-আসকার ইবনে শাইখ)। ২ পুরনো (বাক্সটি বিষম বকেয়াদীনবন্ধু মিত্র)। ৩ প্রাচীন (বাতিল হল বকেয়া কেতাব-সত্যেন্দ্রনাথ দত্ত)। বকেয়া খাজনা (বিশেষ্য) আগের বা গত সনের সে সমস্ত খাজনা বাকি পড়েছে। বকেয়া বাকি (বিশেষ্য) আগের বা গত সনের বাবত যে বাকি পড়েছে। {(আরবি) বাকী}
  • Bengali Word বকেয়া ২ Bengali definition কখেয়া
  • Bengali Word বকৌলি Bengali definition [বকোউলি] (বিশেষ্য) বন্যা (ছুটিয়া চলেছে মরুবকৌলি নীল দরিয়ার পানি-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word বক্কাল Bengali definition বকাল
  • Bengali Word বক্কেশ্বর Bengali definition [বক্‌কেশ্‌শর্‌] (বিশেষণ) হাবা; বোকা (তিনি একটা পয়লা নম্বরের বক্কেশ্বর-সৈয়দ মুজতবা আলী)। {তুচ্ছার্থে চলতি ও আঞ্চলিক; বক্ক<বোকা; বক্ক+ঈশ্বর; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বক্ত, বখ্‌ত, বখ্‌ৎ Bengali definition [বক্‌ত্‌, বখ্‌ত্‌ বিখ্‌ত্‌] (বিশেষ্য) ১ ভগ্য অদৃষ্ট; নসিব (বক্তগুণে হানিফা মিলিল-সৈয়দ হামজা; বখ্‌তের লেখাকে পারে মুহূর্তে তাহা-আজ)। ২ মুসলিম উপাধি। {(আরবি) বখত্‌}
  • Bengali Word বক্তব্য Bengali definition [বক্‌তোব্‌বো] (বিশেষণ) ১ বক্তৃতা; কথ্য; কথনীয়; বলতে হবে এমন। ২ আলোচ্য। ৩ বলবার উপযোগী। ৪ উল্লেখনীয়; উল্লেখ্য। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+তব্য}
  • Bengali Word বক্তা ১ Bengali definition [বক্‌তা] (বিশেষণ) ভাগ্যবান; সৌভাগ্যের অধিকারী। {(ফারসি) বখ্‌তার (=অধিকারী)}
  • Bengali Word বক্তা ২ Bengali definition [বক্‌তা] (বিশেষণ), (বিশেষ্য) ১ বক্তৃতাকারী; যে ভাষণ দেয়। ২ উক্তিকারী; যে বলে। ৩ বাকপটু; বাগ্মী। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word বক্তার Bengali definition [বক্‌তার্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ অলৌকিক আবেশের প্রভাবে বক্তৃতা করে এমন। ২ ভর্ৎসান বা গালাগালি করে এমন (একটু বক্তার বটে কিন্তু বদমাশ তো নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বাচাল; বাক্‌পটু। {(তৎসম বা সংস্কৃত) বক্তৃ>}