Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ব্যাপ্ত Bengali definition [ব্যাপ্‌তো] (বিশেষণ) ১ প্রসারিত; বিস্তৃত। ২ আচ্ছন্ন। ৩ পূরিত; পরিপূর্ণ। ব্যাপ্তি (বিশেষ্য) ১ প্রসার; বিস্তৃতি। ২ আবরণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ব্যাবর্তন Bengali definition [ব্যাবর্‌তোন্‌] (বিশেষ্য) ১ আবর্তন; প্রত্যাবর্তন। ২ আবর্তিতকরণ। ৩ মোচড়। ব্যাবর্তিত (বিশেষণ) ১ আবর্তিত; প্রত্যাবর্তিত। ২ প্রত্যাবৃত্ত। ৩ মোচড়ানো হয়েছে এমন। ব্যাবৃত্ত (বিশেষণ) ১ নিরাকৃত। ২ অংশীকৃত; খণ্ডিত। ৩ প্রত্যাবৃত্ত; নিবৃত্ত; নিবারিত। ব্যাবৃত্তি (বিশেষ্য) প্রত্যাবর্তন; নিবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√বৃৎ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ব্যাবহারিক = ব্যবহারিক Bengali definition ⇒ ব্যবহার
  • Bengali Word ব্যাবৃত্ত, ব্যাবৃত্তি Bengali definition ⇒ ব্যাবর্তন
  • Bengali Word ব্যাভার Bengali definition [ব্যাভার্‌] (বিশেষ্য) ১ ব্যবহার (এমত ব্যাভার না বুঝি তাহার-চদ)। ২ অভ্যাস। {(তৎসম বা সংস্কৃত) ব্যবহার>}
  • Bengali Word ব্যাম Bengali definition [ব্যাম্‌] (বিশেষ্য) বাঁও; প্রসারিত বাহুদ্বয়ের একটির আঙুলের অগ্রভাগ থেকে অপরটির আঙুলের অগ্রভাগ পর্যন্ত মাপ; চার হাত পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√মা+অ(ক)}
  • Bengali Word ব্যামো Bengali definition [ব্যামো] (বিশেষ্য) রোগ; পীড়া; ব্যাধি (তাহার ব্যামো সারিবার নহে-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) ব্যামোহ>}
  • Bengali Word ব্যামোহ Bengali definition [ব্যামোহো] (বিশেষ্য) ১ অতিমুগ্ধতা; বিমূঢ়তা; চিত্তবৈকল্য। ২ অজ্ঞানতা। ৩ ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√মুহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যারাক Bengali definition [ব্যারাক্‌] (বিশেষ্য) ১ সেনানিবাস (অস্ত্রাগারে আগুন ধরাইয়া দিয়া নিজেদের ব্যারাক ত্যাগ করে-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ বিরাট ও বেঢপ অট্টালিকা। {(ইংরেজি) barrack}
  • Bengali Word ব্যারিস্টার Bengali definition [ব্যারিশ্‌টার্‌] (বিশেষ্য) ইংল্যান্ড থেকে আইন পাস করা উকিল; উচ্চ শ্রেণির ব্যবহারাজীব। ব্যারিস্টারি (বিশেষ্য) ব্যারিস্টারের কাজ। {(ইংরেজি) barrister}
  • Bengali Word ব্যাল Bengali definition [ব্যাল্‌] (বিশেষ্য) হিংস্র জানোয়ার। ২ সর্প; সাপ। ৩ চিতাবাঘ; শ্বাপদ। ৪ দুর্দান্ত হস্তী। ব্যালী (স্ত্রীলিঙ্গ)। ব্যালগ্রাহ, ব্যালগ্রাহী (বিশেষ্য) সাপুড়ে। ব্যালমৃগ (বিশেষ্য) চিতাবাঘ। {(তৎসম বা সংস্কৃত) ব্যাল}
  • Bengali Word ব্যালট পেপার Bengali definition [ব্যালোট্‌ পেপার্‌] (বিশেষ্য) ভোটদানের পত্র; নির্বাচনে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কাগজ, যাতে চিহ্ন দিয়ে বা নাম লিখে ভোট দেওয়া হয় (আমার ভোটাধিকার নেই, জীবনের নির্বাচন কেন্দ্রে আমি ব্যালট পেপার হারিয়ে ফেলেছি-শামসুর রাহমান)। {(ইংরেজি) ballot paper}
  • Bengali Word ব্যালেন্স, ব্যাল্যান্স Bengali definition [ব্যালেন্‌স্‌, ব্যালান্‌স্‌] (বিশেষ্য) ১ ভারসাম্য (সহজে এরা হাতে ব্যালেন্সের খেলা দেখাচ্ছে-আহসান হাবীব)। ২ দাঁড়িপাল্লা; ওজন করার যন্ত্র। {(ইংরেজি) balance}
  • Bengali Word ব্যালেরিনা Bengali definition [ব্যালেরিনা] (বিশেষ্য) পেশাদার নর্তকী (আমাদের ছোট খুপরিতে ভোর আসে ব্যালেরিনার মতো নিপুণ বিন্যাসে-শামসুর রাহমান)। {(ইংরেজি) ballerina}
  • Bengali Word ব্যালোল Bengali definition [ব্যালোল্‌] (বিশেষণ) ১ ব্যাকুল; আকুল। ২ অতিশয় চঞ্চল। ৩ বিলোল। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√লুল্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যাস Bengali definition [ব্যাশ্‌] (বিশেষ্য) ১ বৃত্তের কেন্দ্র ভেদ করে উভয়পার্শ্বে যে সরলরেখা পরিধি স্পর্শ করে। ২ বৃত্তের সর্বাধিক প্রস্থ। ৩ বিস্তার। ৪ বিভাগ। ৫ বেদমন্ত্রসমূহের বিভাজক; বেদব্যাস। ব্যাসার্ধ (বিশেষ্য) ব্যাসের অর্ধাংশ; বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত প্রসারিত সরলরেখা। {(তৎসম বা সংস্কৃত) বি+√অস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যাসকূট Bengali definition [ব্যাশ্‌কুট্‌] (বিশেষ্য) ১ বেদব্যাসের রচনার দুর্বোধ্য শ্লোক। ২ দুর্বোধ্য লেখা (প্রবর্ধমান জ্ঞানবিজ্ঞানের প্রত্যেক বিভাগ ব্যাসকূটের রঙ্গভূমি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাস+কূট}
  • Bengali Word ব্যাসক্ত Bengali definition [ব্যাশক্‌তো] (বিশেষণ) ১ অতিশয় আসক্ত (সাতিশয় ব্যাসক্ত আছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সংলগ্ন। ব্যাসক্তি (বিশেষ্য) ১ বিশেষ আসক্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√সন্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ব্যাসবাক্য Bengali definition [ব্যাশ্‌বাক্‌কো] (বিশেষ্য) (ব্যাকরণ) সমাসবদ্ধ পদসমূহের ব্যাখ্যাকারী বাক্য। {(তৎসম বা সংস্কৃত) ব্যাস+বাক্য}
  • Bengali Word ব্যাসম Bengali definition ⇒ বেসন
  • Bengali Word ব্যাহত Bengali definition [ব্যাহোতো] (বিশেষণ) ১ বাধা পাওয়া; বাধাপ্রাপ্ত। ২ বিফলীকৃত। ৩ নিবারিত। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√হন্‌+ত(ক্ত)}
  • Bengali Word ব্যাহৃতি Bengali definition [ব্যাহৃতি] (বিশেষ্য) ১ হিন্দুদের মন্ত্রাঙ্গবিশেষ; গায়ত্রী; মন্ত্রের ‘ভূভূর্বঃ স্বঃ’ গায়ত্রী মন্ত্রটির এই আদি অংশটিকে ব্যাহৃতি বলে। ২ উক্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√হৃ+তি(ক্তি)}
  • Bengali Word ব্যাড় Bengali definition ⇒ বেড়
  • Bengali Word ব্যায়রাম Bengali definition [ব্যায়্‌রাম্‌] ⇒ বে২। ব্যায়ারামি, ব্যারামি (বিশেষ্য), (বিশেষণ) পীড়িত; রোগগ্রস্ত। {(ফারসি) বে+(বাংলা) আরাম}
  • Bengali Word ব্যায়াম Bengali definition [ব্যায়াম্‌] (বিশেষ্য) ১ বিশেষরূপে অঙ্গ সঞ্চালন; শ্রমসাধন ব্যাপার; স্বাস্থ্যরক্ষার জন্য পরিশ্রম। ২ কুস্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√যম্‌+আ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যুহ Bengali definition [বুহো] (বিশেষ্য) ১ সৈন্যসমাবেশ; যুদ্ধের জন্য কৌশল সহকারে সৈন্যবিন্যাস। ২ সেনাসমূহ। ৩ গঠন; নির্মাণ। ৪ দেহ। ব্যূহিত, ব্যুঢ় (বিশেষণ) ব্যূহাকারে বিন্যস্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+ঊহ}
  • Bengali Word ব্যুৎক্রম Bengali definition [ব্যুত্‌ক্রম্‌] (বিশেষ্য) ১ ক্রম বৈপরীত্য; ক্রম বিপর্যয়। ২ অনিয়ম; ব্যতিক্রম। বুৎক্রান্ত (বিশেষণ) বুৎক্রমযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+উৎ+√ক্রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যুৎপত্তি Bengali definition [বুত্‌পোত্‌তি] (বিশেষ্য) ১ শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য। ২ জ্ঞান; বোধ; অভিজ্ঞতা। ৩ পারদর্শিতা। ৪ বিশেষ উৎপত্তি। ৫ (ব্যাকরণ) শব্দের প্রকৃতি প্রত্যয়াদি বিশ্লেষণপূর্বক গঠন বিচার। ব্যুৎপন্ন (বিশেষণ) ১ শাস্ত্রজ্ঞান সম্পন্ন। ২ জ্ঞানী। ৩ (ব্যাকরণ) প্রকৃতি প্রত্যয়াদির সাহায্যে উৎপন্ন। ব্যুৎপাদক (বিশেষণ) ব্যুৎপত্তিদানকারী। ব্যুৎপাদিকা, ব্যুৎপাদিত (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ব্যুৎপন্ন হয়েছে এমন; প্রকৃতি প্রত্যয়াদির সাহায্যে উৎপাদিত। ব্যুৎপাদ্য (বিশেষণ) ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+উৎপত্তি}
  • Bengali Word ব্যুঢ় ১ Bengali definition [বুঢ়ো] (বিশেষণ) ১ বিবাহিত। ২ বিন্যস্ত; সংস্থাপিত। ৩ প্রসারিত; স্ফীত; বিস্তৃত (ব্যুঢ় বক্ষস্থল)। ব্যূঢ়োরস্ক (বিশেষণ) বিশাল বক্ষস্থলযুক্ত (ব্যুঢ়োরস্ক বৃষস্কন্ধ শালপ্রাংশু মহাবাহু-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) বি+উঢ়}
  • Bengali Word ব্যুঢ় ২ Bengali definition ⇒ ব্যুহ