Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বোরো Bengali definition [বোরো] (বিশেষ্য) বৈশাখে কাঁটা হয় এমন ধানবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বোরব>}
  • Bengali Word বোর্ড Bengali definition [বোর্‌ড্‌] (বিশেষ্য) ১ কাষ্ঠফলক; ফলক; পাটা; তক্তা (ব্লাকবোর্ড)। ২ স্থায়ী সমিতি; পরিষদ; পর্ষদ; মন্ত্রণাসভা (ইউনিয়ন বোর্ড)। ইউনিয়ন বোর্ড (বিশেষ্য) গ্রামের উন্নতির জন্যে প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানবিশেষ। জেলাবোর্ড (বিশেষ্য) জেলার উন্নতি বিধানের জন্যে স্থাপিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানবিশেষ; ডিস্ট্রিক্ট বোর্ড। পিসবোর্ড, পিচবোর্ড (বিশেষ্য) তক্তার মতো শক্ত কাগজের ফলকবিশেষ। ব্লাকবোর্ড (বিশেষ্য) কালো রঙে রঞ্জিত পুরু তক্তাবিশেষ যাতে চক দিয়ে লেখা যায়। {(ইংরেজি) board}
  • Bengali Word বোল ১ Bengali definition ⇒ বউল
  • Bengali Word বোল ২ Bengali definition [বোল্‌] (বিশেষ্য) ১ বাক্য; কথা; বুলি; বচন; ভাষা। ২ ধ্বনি; অস্পষ্ট কথা (শিশুর বোল)। ৩ বাদ্য (চরণে নূপুর বোল-সুফী মোতাহার হোসেন)। ৪ বাজনার গৎ। ৫ মন্ত্র জ্ঞান (নও বোল লিখিয়া-মানিক রাজার গান)। বোলচাল (বিশেষ্য) ১ বাগাড়ম্বরপূর্ণ কথাবর্তা। বোলবোলা (বিশেষ্য) ১ হাঁকডাক। ২ প্রভাব; প্রতিপত্তি; প্রতাপ; শক্তি। ৩ নামডাক। {(প্রাকৃত) বোল্ল>}
  • Bengali Word বোল ৩ Bengali definition [বোল্‌] (বিশেষ্য) ১ ক্ষার ও পানি। ২ ফেনা। ৩ গন্ধরস (কাপড় কাচে ক্ষার আর বোলে- ক্ষেমানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) √বা+ল; (ফারসি) বোল}
  • Bengali Word বোল ৪ (ব্রজবুলি) Bengali definition [বোলো] (ক্রিয়া) বলো; বোলো (না বোল বচন-বিদ্যাপতি)। বোলই (প্রাচীন বাংলা) (ক্রিয়া) বলে (বিরুআ বোলই-চর্যাপদ)। বোলত (ব্রজবুলি) (ক্রিয়া) বলে (বোলত মধুরিম বাণী-বিদ্যাপতি)। বোলতহঁ, বোলতহিঁ (ব্রজবুলি) (ক্রিয়া) বলছে। বোলহিঁ (ব্রজবুলি) (ক্রিয়া) বলে। বোলতহুঁ বলি। বোলব (ব্রজবুলি) বলব (কি বোলব হাম-বিদ্যাপতি)। বোলএ (ক্রিয়া) বলে। বোলওঁ (ক্রিয়া) বলছি। বোলসি (ক্রিয়া) বলছিস; বলছ। বোলহ (ক্রিয়া) বলছ। বোলইআঁ (ক্রিয়া) জানিয়ে; বলে কয়ে। বোলাইলেঁ (ক্রিয়া) ঘোষণা করলে (তবেঁ বোলাইলেঁ সতী-বড়ু চণ্ডীদাস)। বোলাইলোঁ (ক্রিয়া) আহ্বান করলাম (এঁকে একেঁ সখিজন সহ্মাক বোলাইলোঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌>(প্রাকৃত) বোল্ল>}
  • Bengali Word বোলটু, বল্টু, বোল্টু Bengali definition [বোল্‌টু] (বিশেষ্য) মজবুত করে আটবার লোহা; শলাকাবিশেষ; পেরেকজাতীয় ছিটকানি। {(ইংরেজি) bolt}
  • Bengali Word বোলতা Bengali definition [বোল্‌তা] (বিশেষ্য) বিষাক্ত হুলবিশিষ্ট পতঙ্গবিশেষ। বোলতার চাকে খোঁচা দেওয়া (ক্রিয়া) শত্রুকে উত্তেজিত করা; নিজের দুর্ব্যবহারে হিংস্র জনতাকে খেপানো। {(তৎসম বা সংস্কৃত) বরটা>}
  • Bengali Word বোলন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোলন] (বিশেষ্য) বল্লভ; প্রিয়; নাগর (বোলন রসিক বিলাসিনী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বল্লভ>}
  • Bengali Word বোলন্ত, বলিলেন্ত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোলোন্‌ত, বোলিলেন্‌ত] (ক্রিয়া) বললেন (শুনি বোলন্ত নৃপতি, ভীমক এহেন বলিলেন্ত-শ্রীকর নন্দী)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌>(প্রাকৃত) বোল্ল>}
  • Bengali Word বোলবোলা Bengali definition [বোল্‌বোলা] (বিশেষ্য) প্রতাপ। □(বিশেষণ) খুব ভালো; সমৃদ্ধ (অবস্থা বোলবোলা বলে তার বোলবোলাও বেশি)। {(হিন্দি) বোলবোলা}
  • Bengali Word বোলা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোলা] (বিশেষ্য) কথা (বোলা এক বোলোঁ-বড়ু চণ্ডীদাস)। বোলাবুলি, বুলাবুলি (বিশেষণ) উত্তর প্রত্যুত্তরকারী; উত্তর প্রত্যুত্তর করতে করতে (বুলাবুলি রাধিকা পাইল নিজ ঘর-বড়ু চণ্ডীদাস)। {(প্রাকৃত) বোল্ল>}
  • Bengali Word বোলানো ২, বুলানো Bengali definition [বোলানো, বুলানো] (ক্রিয়া) ১ লঘু বা আলতোভাবে ছুঁয়ে যাওয়া (তুলি বোলানো)। ২ মনোযোগহীন হয়ে দেখা (চোখ বুলানো)। ৩ লঘুভাবে চালনা। □ (বিশেষ্য), (বিশেষণ) আন্তরিকতাহীনভাবে সঞ্চালন। চোখ বোলানো (ক্রিয়া) তাচ্ছিল্যভরে বা অমনোযোগের সাথে পড়া; উপর দিয়ে দেখে যাওয়া। মাথায় হাত বোলানো (ক্রিয়া) ১ সান্ত্বনা বা প্রবোধ দেওয়া; শান্ত করা। ২ (বিদ্রূপে) ফাঁকি দিয়ে বা প্রতারণা করে চুরি করা। {(প্রাকৃত) বোল্ল>; ক্রিয়ারূপ-বুলাই/বোলাই, বুলাও/বোলাও, বুলায়/বোলায়, বুলাস/বোলাস, বুলান/বোলান; (অসমাপিকা ক্রিয়া)- বুলিয়ে, বুলাতে, বুলালে ইত্যাদি}
  • Bengali Word বোলোনো ১ Bengali definition [বোলানো] (ক্রিয়া) ১ ডাকা। ২ ডেকে পাঠানো। ৩ জবাব দেওয়া; সাড়া দেওয়া (ডাকিলে বোলান না দেও অভরসা পাই-বিজয় গুপ্ত)। ৪ কথা বলানো। □(বিশেষ্য) ১ ডাকা। ২ সাড়া; উত্তর। {(প্রাকৃত) বোল্ল>; ক্রিয়ারূপ-বোলাই, বোলাও, বোলায়, বোলাস, বোলান ইত্যাদি}
  • Bengali Word বোল্টু Bengali definition ⇒ বলটু
  • Bengali Word বোসরা Bengali definition ⇒ বসরা
  • Bengali Word বোড়া Bengali definition [বোড়া] (বিশেষ্য) সর্পবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বোড্র>}
  • Bengali Word বোড়ে, বোড়ে টেপা, বোড়ের চাল Bengali definition ⇒ বড়ে
  • Bengali Word বোঢ়া Bengali definition [বোঢ়া] (বিশেষ্য) ১ বাহক; বহনকারী। ২ বিবাহকর্তা। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+তৃ(তৃচ্‌)=বোঢৃ>}
  • Bengali Word বোয়া Bengali definition ⇒ বয়া
  • Bengali Word বোয়াল Bengali definition [বোয়াল্‌] (বিশেষ্য) এক প্রকার বৃহৎ মাছ। রাঘব বোয়াল (বিশেষ্য) বোয়ালজাতীয় বৃহদাকার মৎস্য। □(বিশেষণ) ১ (আলঙ্কারিক) সর্বগ্রাসী। ২ (আলঙ্কারিক) অর্থগৃধ্নু; অন্যের সম্পদ গ্রাসে তৎপর। {(তৎসম বা সংস্কৃত) বোদাল>বোআল>}
  • Bengali Word বৌ, বৌঠান, বৌদি, বৌভাত, বৌমা Bengali definition ⇒ বউ
  • Bengali Word বৌগনা Bengali definition ⇒ বোগনা
  • Bengali Word বৌছি, বউচি Bengali definition [বোউচি] (বিশেষ্য) এক ধরণের গ্রামীন খেলা। {বৌ+(ধ্বন্যাত্মক) ছি/চি}
  • Bengali Word বৌদ্ধ Bengali definition [বোউদ্‌ধো] (বিশেষ্য) ১ বুদ্ধদেবের মতাবলম্বী। □ (বিশেষণ) ১ বুদ্ধদেব সম্পর্কীয়। ২ বুদ্ধদেব প্রবর্তিত ধর্ম গ্রহণকারী। ৩ বুদ্ধদেব কর্তৃক প্রবর্তিত বা প্রচারিত। {(তৎসম বা সংস্কৃত) বুদ্ধ+অ(অণ্‌)}
  • Bengali Word বৌলি, বউলি, বউলী Bengali definition [বৌউলি] (বিশেষ্য) মুকুলাকৃতি কর্ণভূষণবিশেষ (বরনে উজ্জ্বলি কনক বউলি শোভিছে তোর বুণ্ডলে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>(প্রাকৃত) মউল>(বাংলা) বউল+(বাংলা) ই}
  • Bengali Word বৌয়াড়ী, বৌয়ারী, বৌহারী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোউয়াড়ি, বোউয়ারি, বউহারি] (বিশেষ্য) বৌ; বধূ (কোণের বৌয়াড়ী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; মুঞি কুলের বৌহারী-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বধূটী>বহুড়ী>}
  • Bengali Word ব্যক্ত Bengali definition [বেক্‌তো] (বিশেষণ) ১ প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত। ২ স্পষ্টীকৃত; প্রকট। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ব্যক্তি Bengali definition [ব্যাক্‌তি] (বিশেষ্য) ১ একক লোক; মানুষ। ২ বিশেষ; অসামান্য; ব্যষ্টি; individual। ৩ অভিব্যক্তি; প্রকাশ; প্রকটন। ব্যক্তিক, ব্যক্তিগত (বিশেষণ) ১ নির্দিষ্ট কোনো ব্যক্তির বৈশিষ্ট্যের অন্তর্গত (কোন আচরণই স্থানিক কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী। ২ ব্যক্তিবিশেষ বিষয়ক। ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ (বিশেষ্য) অহংবাদ; স্বাতন্ত্র্যবাদ; যে নীতিতে সমাজ অপেক্ষা ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তিতা (বিশেষ্য) ব্যক্তির বিশেষত্ব। ব্যক্তিত্ব (বিশেষ্য) ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্য; স্বপ্রাধান্য (মানুষ্যসমাজে individualism বা ব্যক্তিস্বাতন্ত্র্যের তেমন কোন স্থানই নেই-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ব্যক্তিস্বাতন্ত্র্য (বিশেষ্য) ব্যক্তির নিজস্ব মত ও প্রাধান্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্‌জ্‌+তি(ক্ত)}
  • Bengali Word ব্যক্তীকৃত Bengali definition [বেক্‌তিকৃতো] (বিশেষণ) ১ ব্যক্ত করা হয়েছে এমন। ২ প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) ব্যক্ত+ঈ(চ্বি)+√কৃ+ত(ক্ত)}